• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
ঈদেও থামেনি বিস্ফোরণ, কাঁপল টেকনাফ-সেন্ট মার্টিন সীমান্ত
মিয়ানমারের রাখাইন রাজ্যে ঈদুল ফিতরের মধ্যেও মর্টার শেল, গ্রেনেড–বোমার বিস্ফোরণ থামেনি। সীমান্তের ওপারে বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে উঠছে সেন্ট মার্টিনসহ আশপাশের এলাকা। ফলে নাফ নদীর এপারে সেন্ট মার্টিন দ্বীপ ও টেকনাফ সীমান্তের মানুষ শঙ্কার রয়েছেন। পাশাপাশি শন্তিতে নেই মংডু টাউনশিপের লোকজন। সীমান্তের একাধিক সূত্রে জানা যায়, শুক্রবার (১২ এপ্রিল) সকাল ছয়টার দিকে সীমান্তের ওপারে মংডু টাউনশিপের দক্ষিণে পেরাংপুরা ও হাস্যুরাতা এলাকায় বিকট শব্দে ১০-১২টি মর্টার শেল ও গ্রেনেড–বোমার বিস্ফোরণ ঘটে। এতে সেন্ট মার্টিন দ্বীপ কেঁপে ওঠে। থেমে থেমে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। এছাড়া ঈদের দিন বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকাল ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মংডু টাউনশিপের উত্তর বলিবাজার, নাকফুরা, মাঙ্গালা রাইক্ষবিল, শীলখালী এলাকায়ও ৫০-৬০টি মর্টার শেলের বিস্ফোরণ ঘটে। টেকনাফের শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া, সাবরাং ইউনিয়নের নয়াপাড়া, আচারবুনিয়া, টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া, নেটংপাড়া, হ্নীলা ইউনিয়নের রাখাইনপল্লি, ফুলের ডেইল, মৌলভিপাড়া, খারাংখালী, হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া, কাঞ্জরপাড়াসহ অন্তত ১৭টি গ্রামের বাসিন্দারা ভূকম্পন অনুভব করেন। টানা দুই মাস ধরে রাখাইন রাজ্যে চলছে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) লড়াই–সংঘাত। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, রাখাইন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির টহল।
১৩ এপ্রিল ২০২৪, ০৫:১০

মিয়ানমার থেকে আবারও ভেসে আসছে গোলাগুলির শব্দ
কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার থেকে আবারও গোলাগুলি ও মর্টার শেলের আওয়াজ ভেসে এসেছে। এমন পরিস্থিতিতে সীমান্তের কাছাকাছি এলাকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১‌১ এপ্রিল) দিবাগত রাত ১টা থেকে শুক্রবার (১‌২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত টেকনাফের কয়েকটি পয়েন্টে সীমান্তে ভারী মর্টার শেলের শব্দে আতঙ্কে রাত কাটে টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়ন সীমান্তের লোকজন। স্থানীয়রা জানান, মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ চলছে। এতে টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়া, লম্বাবিল, উনচিপ্রাং,কাঞ্জর পাড়া, হ্নীলা, মোলভী পাড়া, ওয়াব্রাং, ফুলের ডেইল, চৌধুরী পাড়া, জালিয়া পাড়া এলাকায় সীমান্তের ওপারে থেমে থেমে গুলি ও মর্টার শেলের শব্দ পাওয়া গেছে। হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের পূর্বে মিয়ানমার কুমিরহালি, নাইচদং, কোয়াংচিগং, শিলখালী, নাফপুরা এ গ্রামগুলোতে গৃহযুদ্ধ চলছে।  হোয়াইক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ার বলেন, ঈদের দিন থেকে টানা ২দিন ধরে থেমে থেমে মর্টার শেল ও গুলির শব্দ ভেসে আসছে। এতে স্থানীয়দের মঙ্গে আতঙ্ক বিরাজ করছে।  হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, মর্টার শেল ও গুলির শব্দে কাপছে সীমান্ত এলাকা। বজ্রপাতের মতো শব্দ হয়। এতে মানুষের নির্ঘুম রাত কাটছে।
১২ এপ্রিল ২০২৪, ১২:২৯

ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরের হিলি সীমান্তে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সদস্যরা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।   বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় ২ বাহিনীর মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়। বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক সুবেদার দোলোয়ার হোসেন ভারতের বিএসএফ হিলি ক্যাম্প কমান্ডার জাসবির সিংকে ৪ প্যাকেট মিষ্টি উপহার দেন। পক্ষান্তরে ভারত হিলি বিজিবি ক্যাম্প কমান্ডার জাসবির সিংও বিজিবিকে ৩ প্যাকেট মিষ্টি উপহার দেন।  এ সময় উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।  বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন জানান, উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা যাতে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন সেই লক্ষ্যে প্রতিটি দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা উভয়ে মিষ্টি বিনিময় করে থাকি। আজকেও ঈদুল ফিতর উপলক্ষে তাদের ৪ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি তারাও ৩ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
১১ এপ্রিল ২০২৪, ১৫:৩১

সীমান্ত এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত ও রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের সবগুলো সীমান্ত এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। একটা দেশের সীমান্ত এতো অরক্ষিত, অথচ তা ডামি সরকার জনগণকে জানতে দিচ্ছে না।  শনিবার (৬ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বান্দরবানের কুকি চিনের হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য গণমাধ্যমে এসেছে তা উদ্বেগজনক। কুকি চিনের আস্তানা র‌্যাব ও সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে, তারা পার্শ্ববর্তী কোনো দেশে আশ্রয় নিয়েছে। তিনি বলেন, কিন্তু এসবের কোনো ভিত্তি নেই। দেশের মানুষ বুঝে গেছে আওয়ামী লীগ সরকারের হাতে দেশ নিরাপদ না, সীমান্ত নিরাপদ না। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন, তিনি আগে থেকেই জানেন কুকি চিনের বিষয়ে। তাহলে আজকের পরিস্থিতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।   বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকার কুকি চিনকে ব্যবহার করে নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বোভৌমত্ব হুমকির মধ্যে ফেলে দিয়েছে। কুকি চিনের হামলা ও বারবার গুলির ঘটনা স্পষ্ট প্রমাণিত যে, গোয়েন্দাদের অন্ধকারে রাখা হয়েছে। তিনি বলেন, বান্দরবানে হামলার ঘটনা সরকারের তাবেদারি পররাষ্ট্রনীতির কুফল ছাড়া কিছুই নয়। এটাকে সাধারণ বা হালকাভাবে নিলে ভবিষ্যতে এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করতে পারে। রিজভী বলেন, কুকি চিনের তৎপরতা বন্ধ করতে হলে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। না হলে প্রকৃত ঘটনা কখনই জানা যাবে না।  
০৬ এপ্রিল ২০২৪, ১৭:৪২

গরু আনতে যাওয়া সাইফুলের ভাগ্যে কী ঘটেছে 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হওয়া সাইফুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের ভাগ্যে কি ঘটেছে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হওয়ার আশঙ্কা পরিবার ও স্থানীয়রা করলেও বিজিবির পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি।   সাইফুল ইসলামের বড় ভাই রবিউল ইসলাম জানান, গত সোমবার এশার নামাজের পর সাইফুল ইসলামসহ কয়েকজন ভারতে গরু আনতে গিয়েছিলো। এরপর থেকে সাইফুলের আর কোন খোঁজ তারা পাচ্ছিলেন না। বুধবার (৩ এপ্রিল) দুপুরে তার ভাইয়ের মরদেহের ছবি ফেসবুকে দেখার পর তারা এখন নিশ্চিত যে, তার ভাইয়ের মৃত্যু হয়েছে বিএসএফের গুলিতেই।  রবিউল ইসলাম আফসোস করে বলেন, সাইফুল কৃষি কাজ করতো। তার দুই ছেলে মেয়ে রয়েছে। কিভাবে যে ভারতে গরু আনতে গেল কিছুই বুঝতে পারছি না। যেন লাশটা আনার ব্যবস্থা করা হয়। এটাই বিজিবি আর সরকারের কাছে অনুরোধ।   এ বিষয়ে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান জানান, সাইফুল ইসলাম নামে একজন মিসিং হয়েছে, এটা নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। সাইফুল ইসলাম মারা গিয়েছে কিনা, বিষয়টি এখনও নিশ্চিত নয়। মঙ্গলবার রাতে সীমান্তে ফায়ারিং এর শব্দ শোনা গিয়েছিলো, এর প্রেক্ষিতে বিএসএফের কাছে জানতে চাওয়া হয়েছিলো। তারা আমাদের সন্ধ্যার মধ্যে জানাবে বলে জানিয়েছে। 
০৩ এপ্রিল ২০২৪, ১৫:৪৯

সীমান্ত পেরিয়ে গরু আনতে গিয়ে নিখোঁজ বাংলাদেশি যুবক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়েছে সাইফুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক। সাইফুল ইসলাম রাধানগর ইউনিয়নের হাসান আলীর ছেলে।  সাইফুল ইসলামের পরিবার জানিয়েছে, গত সোমবার রাতে ভারতে গরু আনতে সাইফুল ইসলামসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল। বাড়ি ফিরে না আসায়, সাইফুলের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত নন। তবে আশঙ্কা করছেন বিএসএফের গুলিতে সাইফুলের মৃত্যু হয়ে থাকতে পারে।  সাইফুল ইসলামের বড় ভাই রবিউল ইসলাম জানান, গত সোমবার এশার নামাজের পর সাইফুল ইসলামসহ কয়েকজন ভারতে গরু আনতে গিয়েছিল। এরপর থেকে তার ভাইয়ের কোন খোঁজ পাচ্ছেন না। যাদের সঙ্গে গরু আনতে গিয়েছিল, তারাও ফোন ধরছে না। তাই নিশ্চিত করে বলতে পারছেন না ভারতে কী হয়েছে তার ভাইয়ের ভাগ্যে। রবিউল ইসলাম আরও জানান, সাইফুল কৃষি কাজ করতেন। তার দুই ছেলে মেয়ে রয়েছে। কিভাবে যে ভারতে গরু আনতে গেল কিছুই বুঝতে পারছি না। যদি ধরা পড়ে তাহলেও যেন তাদের পরিবারকে জানানো হয় সেই অনুরোধ করেন তিনি। আর তার ভাই যদি গুলিতে মারা গিয়ে থাকেন তাহলে যেন লাশটা আনার ব্যবস্থা করে দেয় সরকার সেই অনুরোধও করেন তিনি।   এ বিষয়ে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা করা হলেও তাকে পাওয়া যায়নি।
০৩ এপ্রিল ২০২৪, ১২:৫৮

মুজিবনগর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ১৪ জনকে পুশব্যাক
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৫ মার্চ) ভোরের দিকে ৯ জন পুরুষ ও ৫ জন নারী পুশব্যাক হয়ে তাদের নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরে গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত চারটার দিকে সোনাপুর সীমান্তের কাঁটাতারের গেট খুলে দেয় বিএসএফ। এ সময় ৯ পুরুষ ও ৫ নারী ভারত থেকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। হেঁটে তারা সোনাপুর গ্রামের ভেতরে গিয়ে ভ্যানগাড়িযোগে মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জে পৌঁছান। সেখানে স্থানীয় সাংবাদিকরা তাদের গন্তব্যে ফেরার ভিডিও ধারণ করেন।  পুশব্যাক হয়ে আসা কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা সকলেই দরিদ্র। কাজের খোঁজে অনেক আগে তারা ভারতে গিয়েছিলেন। সেখানে শ্রমিকের কাজ করার একপর্যায়ে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। বেশ কিছুদিন হাজতবাসের পর গত রাতে তাদেরকে আনা হয় সোনাপুরের ওপারে বিএসএফ ক্যাম্পে। সেখানে তাদের আঙুলের ছাপ নেয় বিএসএফ সদস্যরা। একপর্যায়ে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশের ভেতরে পাঠিয়ে দেয়।  ভারত থেকে ফিরে আসা কয়েকজন জানান, তাদের বাড়ি খুলনা ও যশোরের বিভিন্ন এলাকায়। ভোরে কেদারগঞ্জ থেকে বিভিন্ন যানবাহনযোগে তারা গন্তব্যে ফিরেছেন। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত জানান, পুশব্যাকের বিষয়ে পুলিশের কাছে কোন তথ্য নেই। বিজিবির কাছে কোন তথ্য আছে কি না সে বিষয়েও তিনি কিছু জানেন না।  পুশব্যাকের বিষয়ে জানতে চেয়ে বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার খালেক বলেন, পুশব্যাকের কোনো তথ্য আমাদের কাছে নেই। 
০৫ মার্চ ২০২৪, ১৪:৩৯

ইলিয়াস কাঞ্চনের জন্য কিছুই করতে পারিনি : সীমান্ত
বিতর্ক, আলোচনা, সমালোচনা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে নিয়ে। বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন ২০২২-২৪ মেয়াদের কমিটি নানা কারণে সমালোচিত। এরই মধ্যে কমিটির মেয়াদ শেষ। এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কাঞ্চন। তার প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করে ভোটে পরাজিত হলেও কো-অপ্টের মাধ্যমে কমিটিতে জায়গা পান চলচ্চিত্র অভিনেতা সীমান্ত আহমেদ। তবে নিজের প্যানেলের সভাপতির ওপর অনেকটাই বিরক্ত এই অভিনেতা। জানান, ইলিয়াস কাঞ্চনের জন্য দুই বছর কাজ করতে পারেননি তারা। সীমান্ত বলেন, সভাপতির অনুমতি ছাড়া তো কিছু করা সম্ভব না। আমরা কমিটিতে আসার পর সেভাবে আসলে কিছু করা হয়নি, করতে পারিনি। যখন শিল্পীরা বলে তোমাদের অনেক আশা নিয়ে ভোট দিয়েছি, তখন তাদের কিছু বলতে পারি না। শিল্পীদের জন্য কিছু করতে না পারায় তাদের মুখ দেখাতে পারি না। এই অভিনেতা বলেন, অনেক উদ্যোগ নিলেও সভাপতি রাজি হয়নি। রোজার ঈদের পর ঈদ পুনর্মিলনী করতে চেয়েছিলাম এবং কোরবানির সময় শিল্পীদের জন্য গরু কোরবানি দিতে চেয়েছিলাম। এতে কাঞ্চন ভাইয়ের মত ছিল না। যার কারণে করতে পারিনি। আগ্রহ থাকলেও এমন অনেক কিছুই আমরা তার জন্য করতে পারিনি। সীমান্ত আরো বলেন, উৎসবে শিল্পীদের চাহিদা তো থাকেই। দুই ঈদ, ইফতার এবং পিকনিক এর চেয়ে বেশি কিছু তো শিল্পীরা প্রত্যাশা করে না। এতেই অনেক শিল্পী ভাই-বোনেরা অনেক আনন্দ পায়। সব শিল্পীরা বছরের একটি পিকনিকের অপেক্ষা করে। বিশেষ করে কোরবানির ঈদ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এ নিয়ে আমাকে শিল্পীদের অনেক মুখোমুখি হতে হয়েছিল। সভাপতির জন্য কোরবানি হয়নি। কেন গরু কোরবানি দেব, ঈদের দিন কে থাকবে? সবার বাসায় কাজ আছে এমন নানা কথা। তারপরও ঈদের পর মিলনমেলা করার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর হয়ে উঠেনি। ওটা হলেও এত কথা হতো না। মোট কথা ইলিয়াস কাঞ্চনের জন্যই অনেক কিছু করতে পারিনি বললেন সীমান্ত। ছোট ও বড় পর্দার অভিনেতা সীমান্ত আহমেদ। কখনও খল চরিত্রে আবার কখনও মজার মজার কমেডি চরিত্রে দেখা মেলে তার। আসন্ন নির্বাচনেও নিপুণের প্যানেল থেকে সম্পাদকীয় পদে নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ জানিয়েছেন তিনি। এরই মধ্যে সীমান্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব শেষ করেছেন বলে জানিয়েছেন। চলতি বছরের ১৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এরই মধ্যে চলচ্চিত্রের সিনিয়র শিল্পী মিশা সওদাগর ও  ডিপজল নিজেদের প্যানেল ঘোষণা দিয়েছেন। শোনা যাচ্ছে, নিপুণ প্যানেল গড়বেন অমিত হাসানকে সভাপতি করে।
০৪ মার্চ ২০২৪, ১৯:৩৮

সীমান্ত পরিদর্শনে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধি দল
ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) কোর্সের অংশ হিসেবে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল। রিয়ার এডমিরাল জিয়াউল হকের নেতৃত্বে ঢাকাস্ত ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রশিক্ষণার্থী দলটি সোমবার (৪ মার্চ) দুপুর দেড়টায় হিলি স্থলবন্দরে আসলে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে হিলি স্থলবন্দরের সভাকক্ষে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম, শুল্ক আহরণসহ বন্দরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন। এসময় সেখানে রংপুর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার জিয়াউর রহমান, হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন,পানামা হিলি পোর্টের পরিচালক রফিকুল ইসলাম প্রিন্সসহ অনেকে উপস্থিত ছিলেন। এরপরে প্রতিনিধি দলটি হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকা পরিদর্শনে যান। সীমান্ত দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানিসহ দু’দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার সম্পর্কে অবগত হন। পাশাপাশি বিজিবির হিলি আইসিপি ক্যাম্প পরিদর্শন করেন।
০৪ মার্চ ২০২৪, ১৭:৫০

মহেশপুর সীমান্ত থেকে ৫টি স্বর্ণের বার জব্দ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত থেকে ৫ কেজি স্বর্ণের পাঁচটি বার জব্দ করেছে বিজিবি।   শনিবার (২ মার্চ) উপজেলার মাটিলা সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর খালিশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী।  তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে চোরাকারবারিরা ভারতে স্বর্ণ পাচার করছে। এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা মাটিলা সীমান্তে অভিযান পরিচালনা করে।   এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি প্যাকেট ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। সে সময় প্যাকেটের ভেতর থেকে ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৫ কেজি।  ৪ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার সরকারি কোষাগারে জমা দেওয়ার হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
০২ মার্চ ২০২৪, ২৩:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়