• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
সীতাকুণ্ডে একটি বাড়িতে ডাকাতি, টাকাসহ স্বর্ণালঙ্কার লুট
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় এক সাংবাদিকের বাড়িতে হানা দিয়ে নগদ টাকাসহ-স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। এ সময় ওই সাংবাদিকের এক ভাই ও মেয়ের জামাইকে ছুরিকাঘাত করেছে ডাকাত দলের সদস্যরা। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে সীতাকুণ্ড পৌরসদরের শেখপাড়া পল্লী বিদ্যুতের পাশে এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে সীতাকুণ্ড থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ভুক্তভোগী সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দিনের বলেন, শেখপাড়া এলাকায় তার বাড়িতে রাত ৩ টার দিকে ডাকাত দল হানা দেয়। পরিবারের সদস্যদের জিম্মি করে আলমিরা ভেঙে নগদ টাকাসহ-স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে তারা। তারা আলমিরাসহ ঘরের আসবাবপত্র তছনছ করেছে। এ সময় তাদের বাধা দিলে তার ভাই রাসেল এবং মেয়ের জামাই জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করেছে ডাকাত দল। তারা এখন সীতাকুণ্ড স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। ডাকাতির ঘটনার সময় শেখ সালাউদ্দিন বাসায় ছিলেন না বলেও জানান। সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে ডাকাতির বিষয়টি তদন্ত করে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩১

সীতাকুণ্ডে পিকআপভ্যানে আগুন দিলো দুর্বৃত্তরা
  চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি প্লাস্টিকের ড্রামবাহী পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশ।  শনিবার (৬ জানুয়ারি) ভোরে সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালিপাড়া রাস্তার মাথা (মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত পাশে) এলাকায় পিকআপে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।  আরও পড়ুন : শেরপুরে ভোটকেন্দ্রে আগুন পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে মহাসড়কের ঢালিপাড়া এলাকায় ঢাকামুখী ড্রামবাহী পিকআপ ভ্যানটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশের একটি টহল দল ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু তাঁর আগেই পিকআপ ভ্যান ও ভ্যানের ভেতরে থাকা প্লাস্টিকের ড্রামগুলি পুড়ে যায়।  আরও পড়ুন : বেনাপোল এক্সপ্রেসসহ চলবে না যেসব ট্রেন   সীতাকুণ্ড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, চালক জানিয়েছেন ৮-১০ জন দুর্বত্ত চলন্ত গাড়িটিকে মহাসড়কে দাঁড় করাতে বাধ্য করেন। এরপর চালক ও তার সহকারীকে গাড়ি থেকে নামিয়ে পেট্রল বোমা ছুঁড়ে পিকআপে আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল হাকিম গণমাধ্যমকে বলেন, দুর্বৃত্তের দেওয়া আগুনে পিকআপভ্যান ও ভ্যানের ভেতরে থাকা প্লাস্টিকের ড্রামগুলো পুড়ে গেছে। চালক ও চালকেরা সহকারী নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০৬ জানুয়ারি ২০২৪, ১০:৩৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়