• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
সিলেটের চা বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন
বিপিএল শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়েছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে চলতি বছরের আন্তর্জাতিক ব্যস্ততা। আগামীকাল প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল। এর আগে সিরিজের ট্রফি নিয়ে ফটোসেশন সেরেছে দুই দলের অধিনায়ক। রোববার (৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন লাক্কাতুড়া চা বাগানে ট্রফি উন্মোচন করা হয়েছে। দুপুর সোয়া ১ টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এই ট্রফি উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়।ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।  ট্রফি উন্মোচন করলেও দুই ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় প্রথম দুটি টি-টোয়েন্টি খেলতে পারবেন না লঙ্কান অধিনায়ক হাসানাঙ্গা। তার অবর্তমানে অধিনায়কত্ব করবেন চারিথ আসালাঙ্কা।  ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন ফরম্যাটের নেতৃত্ব পাওয়ার পর এটিই তার প্রথম অ্যাসাইনমেন্ট। অধিনায়ক হিসেবে নিজের লক্ষ্যের কথাও অকপটে জানালেন, ‘আমার মনে হয় সবার আগে দলের কথা চিন্তা করা উচিত। আগেও যখন ক্যাপ্টেন ছিলাম সবসময় চিন্তা ছিল কীভাবে দলে ইনপুট দিতে পারি।  ‘আমার মনে হয় এটা এখন আরও ভালোভাবে সহায়তা করবে। ক্যাপ্টেন হওয়ায় অনেক কিছু একা করতে হবে এমন করে ভাবছি না। যার যার দায়িত্ব সবাই পালন করলে আমার কাজ সহজ হয়ে যাবে।’ বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শান্ত বলেন, এটি অবশ্যই অনেক আনন্দের। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক গর্বের ব্যাপার। প্রত্যেক ক্রিকেটারের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন থাকে। এই সুযোগ বিসিবি করে দিয়েছে, তাদের ধন্যবাদ জানাই। আমি খুবই আনন্দিত।
০৩ মার্চ ২০২৪, ১৯:৫৭

সিলেটের বিপক্ষে লড়াকু পুঁজি পেল খুলনা
চলমান বিপিএলে দুর্দান্ত ভাবে শুরু করেছিল খুলনা টাইগার্স। প্রথম চার ম্যাচ জিতে আশা জাগিয়েছিল প্লে-অফ খেলার। তবে পরের সাত ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে বিজয়ের দল। এতে প্লে-অফ থেকে ছিটকে গেছে তারা। লিগ পর্বের শেষ ম্যাচে সিলেটকে ১২৯ রানের লক্ষ্য দিয়েছে খুলনা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সিলেট। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে খুলনা। তবে ইনিংস বড় করতে পারেনি এনামুল হক বিজয়। ৯ বলে ১০ রান করে বোল্ড আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি হাবিবুর রহমানও। ১৪ বলে ৩ রান করে আউট হন তিনি। হাবিবুরের পর ১২ বলে ১১ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন আফিফ হোসেন। ৩১ বলে নিজের ফিফটি পূরণ করেন এই বাঁহাতি ব্যাটার। ৩৫ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ৬ বলে ৮ রান করে জেসন হোল্ডার আউট হলে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। এরপর খুলনা শিবিরে হাল ধরেন ওয়েন পারনেল। ১৪ বলে ২১ রানের ইনিংস খেলে আউট হন তিনি। ১৮তম ওভারের প্রথম বলে বেনি হা্ওয়েলকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন নাহিদুজ্জামান। ৮ বলে ১১ রান করেন এই ডান হাতি ব্যাটার। শেষ পর্যন্ত আরিফ আহমেদের ৪ রান এবং রুবেলের ১০ বলে ৬ রানে ভর করে আট উইকেট হারিয়ে ১২৮ রানের লড়াকু পুঁজি পায় খুলনা। সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন বেনি হা্ওয়েল। শাফিকুল ইসলাম ও তানজিম সাকিব দুটি করে উইকেট নেন। এ ছাড়া সামিত প্যাটেল এক উইকেট শিকার করেন।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৪

লিটনের ঝড়ো ইনিংসেও রক্ষা পেল না কুমিল্লা, সিলেটের চতুর্থ জয়
চলমান বিপিএলে মাঝে টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান নিয়ে রংপুরের সঙ্গে লড়াই করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে নিজেদের দশম ম্যাচে সিলেটের কাছে ১২ রানে হেরে সেই লড়াই থেকে পিছিয়ে গেছে সালাউদ্দিনের শিষ্যরা। এতে আসরের চতুর্থ জয় তুলে নিয়েছে সিলেট। সোমবার (১৯ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে কুমিল্লাকে ১৭৮ রানের লক্ষ্য দেয় সিলেট। নির্ধারিত ওভারে ১৬৫ রান তুলতে পারে কুমিল্লা। এতে ১২ রানের জয় পায় সিলেট। জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কুমিল্লা। শুরুতে ৫ বলে ৩ রান করে এই ম্যাচে ওপেন করতে নামা ইমরুল কায়েস সাজঘরে ফেরেন। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন লিটন দাস। তৃতীয় উইকেটে ১৫ বলে ১৭ রান করেন তাওহীদ হৃদয়। আরিফুলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি ক্যারিবিয়ান তারকা ব্যাটার জনসন চালর্স। ২১ বলে ১২ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। কিন্তু ব্যাট চালিয়ে ব্যাট চালিয়ে ৩২ বলে নিজের ফিফটি তুলে নেন লিটন। ৫ বলে শূন্য রান করে আউট হন মঈন আলী। এরপর দ্রুত গতিতে রান তুলতে থাকে লিটন। শেষ ১২ বলে কুমিল্লার জয়ের জন্য দরকার ছিল ৩৭ রান। এ সময় ব্যাটিংয়ে ছিলেন লিটন দাস ও আন্দ্রে রাসেল। ১৯তম ওভারে এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ১২ রান তুলতে পারে রাসেল। শেষ ওভারে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৫ রান। কিন্তু শেষ ওভারের প্রথম বলেই আউট হন লিটন। ৫৮ বলে ৮৫ রান করে প্লে-ডাউনে আউট হন এই ডান হাতি ব্যাটার। পরের বলে পিচে এসে ছক্কা মারেন জাকের আলী। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে যান রাসেল। লক্ষ্য তিন বলে তিন ছয়। কিন্তু কোনো রান পাননি তিনি। পঞ্চম বলে চার মারলেও ম্যাচ থেকে যায় কুমিল্লা। শেষ বলে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ১৪ বলে ২৩ রান করে বাউন্ডারি লাইনে ধরা পড়েন রাসেল। এতে ছয় উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে পারে কুমিল্লা। ফলে ১২ রানের জয় পায় সিলেট। সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন তানজিম সাকিব। এ ছাড়াও আরিফুল ইসলাম, শাফিকুল ইসলাম ও বেনি হাওয়েল একটি করে উইকেট নেন।  
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৭

বরিশালের কাছে হেরে সিলেটের বিদায়
টানা পাঁচ ম্যাচ হেরেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তবে শেষ পর্যন্ত প্লে-অফে জায়গা নিশ্চিত করা হলো না বর্তমান রানার-আপদের। চলতি আসরের ৩৫তম ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল সিলেট। শনিবার (১৭ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সিলেটকে ১৮৪ রানের লক্ষ্য দেয় ফরচুন বরিশাল। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে পারে সিলেট। এতে ১৮ রানে হেরে সুপার ফোর থেকে ছিটকে গেল মিথুন-শান্তরা। অন্যদিকে এই জয়ে সুপার ফোরের সমীকরণ কিছুটা সহজ করল তামিম-মুশফিকরা। লক্ষ্য তাড়া করতে নেমে বিভীষিকার মতো ভেঙে পড়ে সিলেটের ব্যাটিং লাইন-আপ। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন হ্যারি টেক্টর ও জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে নেমে জাকির হাসানও সুবিধা করতে পারেননি। এরপর অ্যাঞ্জেলো পেরেরা, মোহাম্মদ মিঠুন, রায়ান বার্লও ব্যর্থ হলে বেনি হাওয়েল ও আরিফুল হকের কাঁধে পড়ে সিলেটকে টেনে তোলার দায়িত্ব। চাপের মুখে দুজনেই হাফ-সেঞ্চুরির দেখা পান। তবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৩২ বলে ৫৩ রানে হাওয়েল এবং ৩১ বলে ৫৭ রানে সাজঘরে ফেরেন আরিফুল। আর ২ উইকেট হাতে রেখে ১৮ রানের পরাজয়ে শেষ হয় সিলেটের এবারের বিপিএল শিরোপার স্বপ্ন। এর আগে, টস জিতে আহমেদ শেহজাদের সঙ্গে ইনিংস গোড়াপত্তনে নামেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ভালো শুরুর ইঙ্গিত দিলেও দলীয় ২৩ রানের মাথায় ফেরেন পাকস্তানি ওপেনার। ১১ বলে ১৭ রানে তানজিমের শিকার হয়ে বিদায় নেন শেহজাদ। এর কিছু সময় পর তামিমও সাজঘরে ফেরেন। তানজিমের দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে ৩ বাউন্ডারিতে ১৮ বলে ১৯ রানের ইনিংস সাজান টাইগার এই ওপেনার। এরপর সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন কাইল মেয়ার্স। তবে হ্যারি টেক্টরের বলে মাত্র ৮ রানেই ইতি ঘটে সৌম্যর ইনিংসের। দারুণ ক্যাচ লুফে নিয়ে সৌম্যকে প্যাভিলিয়নের পথ দেখান তানজিম। চতুর্থ উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও কাইল মেয়ার্সের ব্যাটে বাড়তে থাকে বরিশালের রানের চাকা। দুজনে মিলে গড়েন ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি। এরপর সমান তিনটি করে চার-ছক্কায় ৩১ বলে ৪৮ রান করে বিদায় নেন মেয়ার্স। অন্যপ্রান্তে ঠিকই ফিফটির দেখা পান মুশি। তবে ব্যক্তিগত ৫০ পেরিয়ে তিনিও প্যাভিলিয়নের পথ ধরেন। সাজঘরে ফেরার আগে তিনটি করে চার-ছক্কায় ৫২ রানের ইনিংস সাজান উইকেটকিপার এই ব্যাটার। শেষদিকে মিরাজের ১৫ ও রিয়াদের অপরাজিত ১২ রানে ভর করে ৬ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পায় বরিশাল।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৬

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার
সিলেট নগরের কয়েকটি এলাকায় জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।  বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত, সংরক্ষণ এবং লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কাটার জন্য ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্র, ৩৩ কেভি এমসি কলেজ ফিডার ও ৩৩ কেভি এমসি কলেজ-উপশহর রিং ফিডারের আওতাধীন টিবি হাসপাতাল, মিতালিটিলা, রায়নগর, রাজবাড়ী, নাইওরপুল, কুমারপাড়া, চারাদিঘীরপাড়, বারুতখানা, জিন্দাবাজার, কাজীটুলা, মিরবক্সটুলা, নয়াসড়ক, জেলরোড আরামবাগ, বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ ও আশপাশের এলাকায় আগামী শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০০

দুর্দান্ত ঢাকার ষষ্ঠ হারে সিলেটের দ্বিতীয় জয়
চলমান বিপিএলে টানা পাঁচ ম্যাচ হারের পর ষষ্ঠ ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল সিলেট স্ট্রাইকার্স। লিগ পর্বের দ্বিতীয় ম্যাচেও রাজধানীর দলটি হারিয়েছে শান্ত-মিথুনরা। মিরপুরে নিজেদের অষ্টম ম্যাচে ঢাকাকে পাঁচ উইকেটে হারিয়েছে গতবারের রানার্স আপরা। বুধবার (৭ ফেব্রুয়ারি) টস জিতে জিতে দুর্দান্ত ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে শান্ত-মিথুনদের ১২৫ রানের লক্ষ্য দেয় তাসকিন-শরিফুলরা। জবাব দিতে নেমে ৬ বল ও পাঁচ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় সিলেট। এতে টানা ছয় ম্যাচ হারল দুর্দান্ত ঢাকা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় সিলেট। ২ বলে শূন্য রান করে সামিত প্যাটেল এবং ৯ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন হ্যারি টেক্টর। তিন নম্বরে ব্যাট করতে এসে সিলেট শিবিরে হাল ধরেন নাজমুল হাসান শান্ত। ৯ বলে ৮ রান করে জাকির হাসান আউট হলে, শান্তকে সঙ্গ দেন অধিনায়ক মিথুন। তবে ইনিংস বড় করতে পারেননি সিলেট দলপতি। ১২ বলে ১৭ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার। এরপর ২৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন শান্তও। সপ্তম উইকেটে বেনি হাওয়েলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রাইয়ান বার্ল। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জয়ের পথে গিয়ে যেতে থাকে সিলেট। শেষ পর্যন্ত বেনি হাওয়েলের ৩০ রান এবং রাইয়ান বার্লে ২৯ রানের ইনিংসে ভর করে ৬ বল এবং পাঁচ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। দুর্দান্ত ঢাকার হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। দুই উইকেট শিকার করেন উসমান কাদির। এর আগে টস হেরে ব্যাটিংয়ে শুরুতেই সাব্বির হোসেন আউট হলে, সাইফ হাসান ও নাঈম শেখের ব্যাটে ভর করে ভালো শুরু পায় দুর্দান্ত ঢাকা। দুজনের ব্যাট থেকে আসে ৭৮ রান। নাইম ৩৬ এবং ৪১ রানে সাইফ আউট হলে, উইকেট মিছিল শুরু করে বাকিরা। শেষ পর্যন্ত সাইম আইয়ুব (১০), লাসিথ ক্রসপুলে (১২) এবং তাসকিনের ৮ রানে ভর করে ১২৫ রানের লড়াকু পুঁজি পেয়েছিল দুর্দান্ত ঢাকা।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১১

সিলেটের বিপক্ষে লড়াকু পুঁজি পেল রংপুর রাইডার্স
চলমান বিপিএলের হার দিয়ে আসর শুরু করলেও সময়ের যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে রংপুর রাইডার্স। নিজের ষষ্ঠ ম্যাচে জয়ের লক্ষ্যে সিলেট স্ট্রাইকার্সকে ১৬৩ রানের লক্ষ্য দিয়েছে রংপুর। শনিবার (৩ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যান্ডন কিংকে হারায় রংপুর। ৩ বলে ১ রান করে সামিত প্যাটেলের বলে বোল্ড আউট হন তিনি। তবে তৃতীয় উইকেটে ফজলে রাব্বিকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বাবর আজম। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৪৬ রান  তুলতে পারে রংপুর। ২১ বলে ১৪ রান করে রাব্বি আউট হলে এদিন চার নম্বরে ব্যাট করতে আসেন সাকিব আল হাসান। তবে কোনো ভাবেই ব্যাটে আলো ছড়াতে পারছেন না এই বিশ্বসেরা অলরাউন্ডার। টেক্টরের বলে লেগ বিফোরে ফাঁদে পড়ে ডাক আউট হন তিনি। এরপর ব্যাটিংয়ে এসেই তাণ্ডব শুরু করেন নুরুল হাসান সোহান। তবে অপর প্রান্তে তিন রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন বাবর আজম। ৩৭ বলে ৪৭ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই পাকিস্তানি ব্যাটার। শেষ দিকে সোহানকে সঙ্গে দেন আজমতুল্লাহ ওমারজাই। ১৪ বলে ২২ রান করে আরিফুলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই আফগান অলরাউন্ডার। ৩০ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সোহান। রাজাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন রাইডার্স অধিনায়ক। শেষ পর্যন্ত মোহাম্মদ নবির ৭ রান এবং শামীম পাটোয়ারীর ৬ বলে অপরাজিত ১০ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের লড়াকু পুঁজি পায় রংপুর রাইডার্স। সিলেট স্ট্রাইকার্সের হয়ে সামিত প্যাটেল ও হ্যারি টেক্টর দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও রেজাউর রহমান রাজা, রিচার্ড এনগারাভা ও আরিফুল হক একটি করে উইকেট শিকার করেন।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২২

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য সিলেটের কিছু এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেটের ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং সঞ্চালন লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটতে শনিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাড়ে ৭ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নগরের কুশিঘাট, নয়াবস্তি, সোনাপুর, মীরেরচক, মুক্তিরচক, শাহপরান থানা, মুরাদপুর, ক্যান্টনমেন্ট বাইপাস, পীরেরচক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, নির্ধারিত সময়ের আগে মেরামত ও সংরক্ষণকাজ শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫১

মিথুনের নেতৃত্বে হারের বৃত্ত ভেঙে সিলেটের প্রথম জয়
চলমান বিপিএলে হারের বৃত্তে আটকে পড়েছিল গতবারের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স। মাশরাফীর নেতৃত্বে প্রথম পাঁচ ম্যাচের প্রতিটিতে হেরেছে তারা। নিজেদের ষষ্ঠ ম্যাচে মাশরাফীর পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মিথুন। নতুন অধিনায়কের অধীনে জয়ের দেখা পেয়েছে সিলেট। এই ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ১৫ রানের হারিয়েছে মিথুনের দল। শুক্রবার (২ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ঢাকাকে ১৪৩ রানের লক্ষ্য দেয় সিলেট স্ট্রাইকার্স। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে পারে ঢাকা। এতে ১৫ রানের জয় পায় সিলেট স্ট্রাইকার্স।  সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় দুর্দান্ত ঢাকা। ইনিংসে দ্বিতীয় ওভারে রিচার্ড এনগাভারার বলে বোল্ড আউট হন নাঈম শেখ। ৬ বলে ২ রান করেন এই বাঁহাতি ওপেনার। এরপর ৯ বলে ১৩ রান করে এনগাভারার দ্বিতীয় শিকার হন সাইম আইয়ুব। লেগ বিফোরে কাঁটা পড়েন এই পাকিস্তানি ব্যাটার। এরপর সাইফ হাসানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অ্যালেক্স রোস। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। ১৯ বলে ১৭ রান করে  সাইফ রান আউট হলে, ১৮ বলে ২০ রান করে রাজার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন অজি ব্যাটার রোস। ৯ বলে চার রান করে ইরফান শুক্কুর। সপ্তম উইকেটে অধিনায়ক মোসাদ্দেক হাসান সৈকতকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন গুলবাদিন নাইব। তবে পিচে থিতু হতে পারেননি সৈকত। ১৪ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার। গুলবাদিন নাইব ১৮ বলে ১২ রান করে আউট হলে ম্যাচ থেকে ছিটকে রাজধানীর দলটি। এরপর আরাফাত সানি (২) ও শরিফুল ইসলাম (৫) আউট হলেও ব্যাট চালাতে থাকেন তাসকিন আহমেদ। শেষ ওভারের চার বলে তাসকিন ১৫ রান তুললেও হার এড়াতে পারে ঢাকা।  নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে পারে তারা। এতে ১৫ রানের জয় পায় সিলেট স্ট্রাইকার্স। ১১ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন তাসকিন আহমেদ। ৬ বলে ৭ রান করে উসমান কাদিরও। সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন রিচার্ড এনগারাভা। দুই উইকেট শিকার করেন রেজাউর রহমান রাজা। এ ছাড়াও নাইম হাসান ও বেনি হাওয়েল একটি করে উইকেট নেন।
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৯

মিঠুনের ফিফটি ও আরিফুলের ক্যামিওতে সিলেটের পুঁজি ১৪২
ঢাকার বিপক্ষে একাই দাঁড়িয়েছিলেন মোহাম্মদ মিঠুন। তার হাফ-সেঞ্চুরিতে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে অধরা জয়ের খুঁজে থাকা সিলেট সিক্সার্স। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান তুলেছে সিলেট। মিঠুন ফিফটি ও আরিফুলের মারকুটে ব্যাটিংয়ে এই পুঁজি পেয়েছে দলটি। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শামসুর রহমান শুভকে হারায় সিলেট। ইনিংসের প্রথম ওভারেই তাকে প্যাভিলিয়নে ফেরান শরিফুল ইসলাম। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন শামসুর। এরপর ব্যাট করতে নেমে বরাবরের মতো ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ঢাকার বিপক্ষেও জ্বলে উঠতে পারেননি তিনি। শরিফুলের বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। রানের খাতা খোলার আগে ফিরেছেন জাকির হাসানও। দলীয় ১৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে সিলেট। সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন ও সামিত প্যাটেল। এই জুটিতে আসে ৫৭ রান। উইকেটে থিতু হয়ে ঝোড়ো ইনিংসের আভাস দিয়ে ফেরেন সামিতও। ৩২ বলে ৩২ রানে ফেরেন এই ব্যাটার।  তবে একপ্রান্ত আগলে রেখে ব্যক্তিগত ফিফটি তুলে নেন মিঠুন। ঢাকার বিপক্ষে ৩৬ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ডানহাতি এই ব্যাটার। শেষদিকে আরিফুলের ৯ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে এই পুঁজি পেয়েছে সিলেট।
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়