• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
সিলেট অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি
সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।  এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।  সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
০৪ এপ্রিল ২০২৪, ০৮:৩২

সিলেট টেস্টে সাফল্যের রহস্য উন্মোচন করলেন ডি সিলভা
টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৩২৮ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে লঙ্কানরা। ব্যাটে-বলে দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে সফরকারীরা। ম্যাচ শেষে দলের সাফল্য নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। সিলেট টেস্টে বড় অবদান রেখেন দুই সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভার। তবে আসল কাজটা করেছেন লঙ্কান পেসাররা। তিন পেসার মিলেই সংগ্রহ করেছেন বাংলাদেশের পুরো ২০ উইকেট। সোমবার (২৫ মার্চ) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ধনাঞ্জয়া বলেন, এখানের উইকেট দেখে পেস বোলিং উইকেট মনে হয়েছিল। তাই আমরা ৩ পেসার খেলিয়েছি। দিনশেষে এটি কাজে লেগেছে বলে আমার মনে হয়।  ‘দিন যত গড়িয়েছে পেসারদের গতি কমেছে। তবে আমার মনে হয় যেভাবে আমাদের পেসাররা বোলিং করেছে তাতে আমি বেশ খুশি।’ লঙ্কানদের একাদশে খেলা তিন পেসার হলেন কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা। তাদের বাকি পেসারদের নিয়ে তিনি বলেন, আরও অনেকেই আছে। আসলে আমরা বলতে পারি না যে সে প্রথম সে শেষ। সবাই খেলার জন্য প্রস্তুত আছে। নির্বাচকরা আমাদের যে দল দিয়েছে তাতে আমি খুশি। তিনি আরও বলেন, আসলে আমাদের দেশেও আমরা ৩ পেসার নিয়ে খেলে থাকি। যেকোনো উইকেটে যদি নতুন বলে সুইং থাকে, রিভার্স সুইং থাকে, উইকেট নেওয়ার সুযোগ থাকে।  ‘এখানেই (পেসারদের দিয়ে) উইকেট নেওয়ার সুযোগ থাকে অধিনায়কের কাছে। স্পিনারদের উইকেট খুব বেশি সাহায্য করছিল না। ফলে আমি পেসারদের খেলিয়ে খুশি।’
২৫ মার্চ ২০২৪, ২০:৩১

সিলেট টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা, ধুকছে বাংলাদেশ
সিলেট টেস্টে লঙ্কারদের দেওয়া ২৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে লঙ্কানদের ১৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১১৯ রান তুলেছে সফরকারীরা। এতে ২১১ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বসেছে শ্রীলঙ্কা। শনিবার (২৩ মার্চ) দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি সফরকারীদের। ২০ বলে ১০ রান করে অভিষিক্ত নাহিদ রানার বলে সাজঘরে ফেরেন ওপেনার নিশান মাদুশকা। ১০ বলে ৩ রান করে রানার দ্বিতীয় শিকার হন কুশল মেন্ডিস। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকে আরেক ওপেনার দিমুথ কারুনারত্নে। তাকে সঙ্গে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু ইনিংস বড় করতে পারেননি ম্যাথিউস। ২২ বলে ২৪ রান করে তাইজুলের প্রথম শিকার হন এই অভিজ্ঞ ব্যাটার। শূন্য রানে দিনেশ চান্দিমালকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। এতে দলীয় ৬৪ রানে চার উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে ডি সিলভাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন কারুনারত্নে। ১০১ বলে ৫২ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ১১৯ রানে দিন শেষ করেছে লঙ্কানরা। ৪১ বলে ২৩ রান করে ডি সিলভা এবং ২ রানে অপরাজিত রয়েছেন ফার্নান্দো। বাংলাদেশের হয়ে এই ইনিংসে দুই উইকেট শিকার করেন নাহিদ রানা। এ ছাড়াও শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন। এর আগে ৭ উইকেট হাতে নিয়ে ২৪৮ রানে পিছিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশন খুব একটা ভালো কাটেনি শান্ত-লিটনদের। দলীয় শতরান পার হওয়ার আগেই ৫ উইকেট হারায় টাইগাররা।  মাহমুদুল হাসান জয় (১২), লিটন দাস (২৫) এবং শাহাদাত হোসেন দিপুদের (১৮) ব্যাটিং ব্যর্থতার দিনে একাই প্রতিরোধ গড়েছিলেন তাইজুল ইসলাম। এই স্পিনারের ফিফটি না পাওয়ার আক্ষেপ (৪৭ রান) এবং শেষদিকে দুই পেসার খালেদ এবং শরিফুলের ৪০ রানের জুটিতে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ১৮৮ রান জড়ো করে লাল-সবুজেরা। ২১ বলে ১৫ রান করে আউট হন শরিফুল ইসলাম। এরপর ২৮ বলে ২২ রান করে খালেদ আউট হলে ১৮৮ রানে থামে টাইগারদের প্রথম ইনিংস। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ফার্নান্দো। এ ছাড়া রাজিথা ও লাহিরু কুমারা তিনটি করে উইকেট নিয়েছেন।
২৩ মার্চ ২০২৪, ১৯:১৬

সিলেট টেস্টসহ টিভিতে আজকের খেলা
সিলেট টেস্টের দ্বিতীয় দিন আজ (২৩ মার্চ)। অন্যদিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এ ছাড়াও আছে বেশ কিছু খেলা। সিলেট টেস্ট–দ্বিতীয় দিন বাংলাদেশ–শ্রীলঙ্কা  সকাল ১০টা, গাজী টিভি, টি-স্পোর্টস ঢাকা প্রিমিয়ার লিগ আবাহনী–সিটি ক্লাব সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল শেখ জামাল–রূপগঞ্জ টাইগার্স সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল প্রাইম ব্যাংক–গাজী গ্রুপ সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল আইপিএল  পাঞ্জাব কিংস–দিল্লি ক্যাপিটালস বিকেল ৪টা, স্টার স্পোর্টস ১ ও ৩ কলকাতা নাইট রাইডার্স–সানরাইজার্স হায়দরাবাদ রাত ৮টা, স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস আন্তর্জাতিক প্রীতি ফুটবল আয়ারল্যান্ড–বেলজিয়াম  রাত ১১টা, সনি স্পোর্টস টেন ২ ইংল্যান্ড–ব্রাজিল রাত ১টা, সনি স্পোর্টস টেন ২ ডেনমার্ক–সুইজারল্যান্ড রাত ১টা, সনি স্পোর্টস টেন ৫  ফ্রান্স–জার্মানি রাত ২টা, সনি স্পোর্টস টেন ১
২৩ মার্চ ২০২৪, ০৮:৩৭

চমক রেখে সিলেট টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
শ্রীলঙ্কা বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ। এবার লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে টাইগাররা। সিরিজের প্রথম টেস্টকে কেন্দ্র করে চমক রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন নতুন নির্বাচক প্যানেল। সোমবার (১৮ মার্চ) নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে সিলেট টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে দুই নতুন মুখ পেসার মুশফিক হাসান ও নাহিদ রানা। এ ছাড়া ওয়ানডে সিরিজের মাঝ পথে দল থেকে বাদ পড়া লিটন দাস রয়েছেন এই টেস্ট। ২২ মার্চ সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের ২য় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ মার্চ থেকে। এই দুই ম্যাচ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল ২০২৩-২৫ এর অংশ। প্রথম টেস্টের স্কোয়াড নিয়ে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, আমাদের মনে হয়েছে প্রথম টেস্টের স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ। আমাদের টেস্ট দলটা অনেকটাই গোছালো, নাহিদ রানা এর সঙ্গে যোগ হয়েছে। লিটন ফিরেছে, শেষ সিরিজে সে ছুটিতে ছিল। প্রতিটি বিভাগেই যথেষ্ট ব্যাক আপ আছে। আমার মনে হয় দলটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে। দলে নতুন অন্তর্ভুক্ত রানাকে নিয়ে তিনি বলেন, ‘রানা খুবই রোমাঞ্চকর একজন। সে সম্ভবত এখন বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির বোলার, বাউন্সও করাতে পারে ভালো। যদিও এখনও তার জন্য কেবল শুরু, তার প্রথম শ্রেণির রেকর্ড মুগ্ধ করার মতো। আরেকজন পেসার আছে মুশফিক হাসান, এবাদত-তাসকিনদের অনুপস্থিতিতে তাদের পরখ করার এটাই সঠিক সময়।  বাংলাদেশের ১ম টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।
১৮ মার্চ ২০২৪, ১৯:০৭

খুলনাকে হারিয়ে বিপিএল শেষ করলো সিলেট
চলতি বিপিএলের শুরুটা ভালো করতে পারেনি সিলেট। টানা পাঁচ ম্যাচ হেরে প্লে-অফ থেকে আগেই ছিটকে গিয়েছিল গতবারের রানার্স আপরা। তবে পরের ছয় ম্যাচের তিনটি জয় তুলে নেয় শান্তরা। লিগ পর্বের শেষ ম্যাচে খুলনাকে ছয় উইকেটে হারিয়ে বিপিএলের দশম আসর শেষ করেছে সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সিলেট। প্রথমে ব্যাট করতে নেমে শান্ত-মিঠুনদের ১২৯ রানের সহজ লক্ষ্য দেয় বিজয়-আফিফরা। জবাব দিতে নেমে ১২ বল ও ছয় উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় সিলেট। এতে চার জয় নিয়ে সিলেট এবং পাঁচ জয় নিয়ে আসর শেষ করল খুলনা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। ৩ বলে শূন্য রান করে জাকির আউট হলে, ৬ বলে পাঁচ রান করে তাকে সঙ্গ দেন কেনার লুইস। এরপর ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে সিলেট শিবিরে হাল ধরেন নাজমুল হাসান শান্ত। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যায় সিলেট। ৩৭ বলে ৩৯ রান করে শান্ত আউট হলে ইয়াসির সঙ্গ দেন অধিনায়ক মিঠুন। ৪৩ বলে ৪৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন ইয়াসির। শেষ পর্যন্ত বেনি হাওয়েলের ৫ বলে ১২ রান এবং মিঠুনের ১৫ বলে ১৯ রানের ইনিংসে ভর করে ১২ বল ও ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। সিলেট স্ট্রাইকার্সের হয়ে নাহিদুল ইসলাম, ওয়েন পারনেল, জেসন হোল্ডার ও আরিফ আহমেদ একটি করে উইকেট শিকার করেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে খুলনা। তবে ইনিংস বড় করতে পারেনি এনামুল হক বিজয়। ৯ বলে ১০ রান করে বোল্ড আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি হাবিবুর রহমানও। ১৪ বলে ৩ রান করে আউট হন তিনি। হাবিবুরের পর ১২ বলে ১১ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন আফিফ হোসেন। ৩১ বলে নিজের ফিফটি পূরণ করেন এই বাঁহাতি ব্যাটার। ৩৫ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ৬ বলে ৮ রান করে জেসন হোল্ডার আউট হলে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। এরপর খুলনা শিবিরে হাল ধরেন ওয়েন পারনেল। ১৪ বলে ২১ রানের ইনিংস খেলে আউট হন তিনি। শেষ পর্যন্ত আরিফ আহমেদের ৪ রান এবং রুবেলের ১০ বলে ৬ রানে ভর করে আট উইকেট হারিয়ে ১২৮ রানের লড়াকু পুঁজি পায় খুলনা।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৯

প্লে-অফ নিশ্চিতের ম্যাচে কুমিল্লার সামনে বড় লক্ষ্য
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের প্লে-অফে ওঠার লড়াইয়ে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। অন্যদিকে সিলেটের কাছে এটি কেবলই নিয়মরক্ষার ম্যাচ। সহজ সমীকরণের ম্যাচে কুমিল্লাকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সিলেট। সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রানের পুঁজি দাঁড় করিয়েছে সিলেট। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু করেন মাত্র ২ ম্যাচের জন্য বিপিএলে যোগ দেওয়া কেনার লুইস। তবে সমান দুই চার-ছক্কায় ২৫ বলে ৩৩ রানে বিদায় নেন এই ক্যারিবিয়ান।  এরপরই শুরু হয় মূল বিপর্যয়। ১৮ রানে জাকির হাসান ও ১২ রানে টাইগার দলপতি শান্ত সাজঘরে ফেরার পরই চাপে পড়ে সিলেট। এরপর ব্যাট করতে নেমে ইয়াসির আলীও সুবিধা করতে পারেননি। ৫ বলে মাত্র ২ রানেই প্যাভিলিয়নে ফেরেন মিডল-অর্ডার এই ব্যাটার। পঞ্চম উইকেটে দলের হাল ধরেন বেনি হাওয়েল ও মোহাম্মদ মিঠুন। এরপর ২০ বলে ২৮ রানে ফেরেন অধিনায়ক মিঠুন।  তবে একপ্রান্ত দাঁড়িয়ে রানের চাকা এগিয়ে নেওয়া হাওয়েল ঠিকই ফিফটি তুলে নেন। তার ৬ চার ও ৪ ছক্কার অপরাজিত ৬২ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় সিলেট।    কুমিল্লার হয়ে সুনীল নারাইন ও রিশাদ হোসেন দুটি করে উইকেট শিকার করেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৫

নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে সিলেট
বিপিএলের প্লে-অফ নিশ্চিত করতে চট্টগ্রাম পর্বে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে সিলেটের কাছে এটি কেবলই নিয়মরক্ষার ম্যাচ।  সোমবার (১৯ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। চলতি আসর থেকে আর কিছুই পাওয়ার নেই সিলেট স্ট্রাইকার্সের। দুই ম্যাচ বাকি থাকতেই শেষ চারের দৌড় থেকে ছিটকে গেছে তারা।  অন্যদিকে শুরুটা ভালো না হলেও শেষ এসে ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৯ ম্যাচ খেলে সাতটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিটন দাসের কুমিল্লা। তাই আরেকটি জয় পেলেই প্লে-অফ নিশ্চিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের। সিলেটকে হারিয়ে শীর্ষে থাকা রংপুরকে ধরে ফেলতে চায় কুমিল্লা। সিলেট স্ট্রাইকার্স একাদশ : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, সামিত প্যাটেল, লুইস, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী, শফিকুল ইসলাম, সানজামুল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জনসন চার্লস, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিশাদ হোসেন, মুসফিক হাসান, আলিস ইসলাম
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১২

বরিশালের কাছে হেরে সিলেটের বিদায়
টানা পাঁচ ম্যাচ হেরেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তবে শেষ পর্যন্ত প্লে-অফে জায়গা নিশ্চিত করা হলো না বর্তমান রানার-আপদের। চলতি আসরের ৩৫তম ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল সিলেট। শনিবার (১৭ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সিলেটকে ১৮৪ রানের লক্ষ্য দেয় ফরচুন বরিশাল। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে পারে সিলেট। এতে ১৮ রানে হেরে সুপার ফোর থেকে ছিটকে গেল মিথুন-শান্তরা। অন্যদিকে এই জয়ে সুপার ফোরের সমীকরণ কিছুটা সহজ করল তামিম-মুশফিকরা। লক্ষ্য তাড়া করতে নেমে বিভীষিকার মতো ভেঙে পড়ে সিলেটের ব্যাটিং লাইন-আপ। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন হ্যারি টেক্টর ও জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে নেমে জাকির হাসানও সুবিধা করতে পারেননি। এরপর অ্যাঞ্জেলো পেরেরা, মোহাম্মদ মিঠুন, রায়ান বার্লও ব্যর্থ হলে বেনি হাওয়েল ও আরিফুল হকের কাঁধে পড়ে সিলেটকে টেনে তোলার দায়িত্ব। চাপের মুখে দুজনেই হাফ-সেঞ্চুরির দেখা পান। তবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৩২ বলে ৫৩ রানে হাওয়েল এবং ৩১ বলে ৫৭ রানে সাজঘরে ফেরেন আরিফুল। আর ২ উইকেট হাতে রেখে ১৮ রানের পরাজয়ে শেষ হয় সিলেটের এবারের বিপিএল শিরোপার স্বপ্ন। এর আগে, টস জিতে আহমেদ শেহজাদের সঙ্গে ইনিংস গোড়াপত্তনে নামেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ভালো শুরুর ইঙ্গিত দিলেও দলীয় ২৩ রানের মাথায় ফেরেন পাকস্তানি ওপেনার। ১১ বলে ১৭ রানে তানজিমের শিকার হয়ে বিদায় নেন শেহজাদ। এর কিছু সময় পর তামিমও সাজঘরে ফেরেন। তানজিমের দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে ৩ বাউন্ডারিতে ১৮ বলে ১৯ রানের ইনিংস সাজান টাইগার এই ওপেনার। এরপর সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন কাইল মেয়ার্স। তবে হ্যারি টেক্টরের বলে মাত্র ৮ রানেই ইতি ঘটে সৌম্যর ইনিংসের। দারুণ ক্যাচ লুফে নিয়ে সৌম্যকে প্যাভিলিয়নের পথ দেখান তানজিম। চতুর্থ উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও কাইল মেয়ার্সের ব্যাটে বাড়তে থাকে বরিশালের রানের চাকা। দুজনে মিলে গড়েন ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি। এরপর সমান তিনটি করে চার-ছক্কায় ৩১ বলে ৪৮ রান করে বিদায় নেন মেয়ার্স। অন্যপ্রান্তে ঠিকই ফিফটির দেখা পান মুশি। তবে ব্যক্তিগত ৫০ পেরিয়ে তিনিও প্যাভিলিয়নের পথ ধরেন। সাজঘরে ফেরার আগে তিনটি করে চার-ছক্কায় ৫২ রানের ইনিংস সাজান উইকেটকিপার এই ব্যাটার। শেষদিকে মিরাজের ১৫ ও রিয়াদের অপরাজিত ১২ রানে ভর করে ৬ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পায় বরিশাল।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়