• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ম্যান সিটির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আইপিএলে আজ (২৫ এপ্রিল) হায়দরাবাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নামছে ম্যানচেস্টার সিটি ও ব্রাইটন। এ ছাড়াও রয়েছে বেশ কিছু খেলা। ঢাকা প্রিমিয়ার লিগ আবাহনী–গাজী গ্রুপ সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল শাইনপুকুর–শেখ জামাল সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল মোহামেডান–প্রাইম ব্যাংক সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল চতুর্থ টি–টোয়েন্টি পাকিস্তান–নিউজিল্যান্ড রাত ৮টা ৩০ মিনিট, এ স্পোর্টস ও জিও সুপার আইপিএল সানরাইজার্স হায়দরাবাদ–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাত ৮টা, স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস ইংলিশ প্রিমিয়ার লিগ ব্রাইটন–ম্যানচেস্টার সিটি রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
১ ঘণ্টা আগে

‘রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটির ম্যাচটি দুর্দান্ত’
ম্যানচেস্টার সিটির সঙ্গে ৩-৩ গোলে সমতা হওয়ার পরও চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগের ম্যাচটিকে দুর্দান্ত বলছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। মঙ্গলবার (৯ এপ্রিল) নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচ শেষে আনচেলত্তির ভাষ্য, দু’দলের  জন্যই অবিশ্বাস্য একটি ম্যাচ ছিল। মাঠে যে মানের ফুটবল আমরা দেখেছি, তা নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। অসাধারণ দুটি দল সমানভাবে লড়াই করেছে। আমরা যা করেছি, তাতে সন্তুষ্ট। আশা করি ম্যানচেস্টারে পুনরাবৃত্তি হবে। তিনি আরও বলেন, এটি এমন ম্যাচ, যা জয়ের মতো ছিল। কারণ, ২-১ থেকে ৩-১ করার সুযোগ ছিল আমাদের। তবে ৩-২ গেলে পিছিয়ে পড়ার পর আমরা ম্যাচটি হারতেও পারতাম, যদি ফেরার মতো আত্মবিশ্বাস না থাকতো। দু’দল যেমন খেলেছে, সেটির জন্য এটি সঠিক ফল। আমাদের দ্বিতীয় লেগে একইভাবে খেলতে হবে এবং আমরা দেখবো কি হয়। এদিকে ফিরতি লেগে আগামী ১৮ এপ্রিল মুখোমুখি হবে রিয়াল ও ম্যান সিটি। ওই ম্যাচের বিজয়ী দল শেষ চারে খেলবে। এর আগে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ড্র নিয়ে মাঠ ছাড়ল বিশ্ব ফুটবলের সেরা দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (৯ এপ্রিল) রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-৩ গোলের ব্যবধানে শেষ হয় ম্যাচ।
১০ এপ্রিল ২০২৪, ১৮:০৯

শপথ নিলেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটির মেয়র
কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. তাহসীন বাহার সূচনা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক (টিটু) শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ করেন তারা।   প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়রদের শপথবাক্য পাঠ করান। একই সময়ে প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান।   এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রী  মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন ময়মনসিংহ সিটির ৪৪ জন কাউন্সিলর। গত ৯ মার্চ ময়মনসিংহ এবং কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ করা হয়। একই দিন উপরোক্ত জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেন ডা. তাহসিন বাহার সূচনা। আর ময়মনসিংহ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু।
০৪ এপ্রিল ২০২৪, ১২:৪৫

ফের ময়মনসিংহ সিটির মেয়র ইকরামুল হক টিটু
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে বড় ব‍্যবধানে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু। এ নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯৫৯টি।  শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টায় নগরীর তারেক স্মৃতি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।  এ সময় নগরের ১২৮টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফলে মো. ইকরামুল হক টিটু ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯৫৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাতি প্রতীকে সাদেকুল হক খান মিল্কি টজু পেয়েছেন ৩৪ হাজার ৩৯৫ ভোট। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ঘোড়া প্রতীকে এহতেসামুল আলম পেয়েছেন ১০ হাজার ৬৪৩ ভোট, কৃষকলীগ নেতা রেজাউল হক হরিণ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৫৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মণ্ডল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৭৬ ভোট।  এ ফলাফলে মো. ইকরামুল হক টিটু তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১ হাজার ৫৬৪ ভোট বেশি পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  তথ্যসূত্র বলছে, নগরীর ৩৩ ওয়ার্ডের মোট ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০ বুথে দেড় হাজার ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে চারজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পাঁচজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি সাত প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ এবং আনসার সদস্য, ১৭ টিম র‌্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। এ নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী ছাড়াও নগরীর ৩৩টি ওয়ার্ডে ১৪৯ জন সাধারণ কাউন্সিলর এবং ১১টি আসনে মোট ৬৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়াই করেছেন। তবে নগরীর ১১ নম্বর ওয়ার্ডে ফরহাদ আলম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কাউন্সিলর পদে মোট ৩২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  প্রসঙ্গত, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৩২ জন পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৬৫৫ জন নারী ভোটার ছিলেন। এ ছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৯ জন। 
১০ মার্চ ২০২৪, ০৪:৫২

কুমিল্লা সিটির নতুন মেয়র তাহসিন বাহার সূচনা
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেছেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা।  তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি) প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৮৯৭ ভোট। এ ছাড়া নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট। আরেক প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম (হাতি) প্রতীক পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট। শনিবার (৯ মার্চ) রাতে কুমিল্লা জিলা স্কুল থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন। এ সিটিতে মোট ভোটার ছিলেন ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে ৯৪ হাজার ১১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ। 
০৯ মার্চ ২০২৪, ২৩:০২

শেষ হলো ২ সিটির ভোটগ্রহণ, চলছে গণনা
কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচনের ভোটগ্রহণ বিচ্ছিন্ন সহিংস ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে। এখন চলছে গণনা শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ ক্ষেত্রে ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে যারা থাকবেন, বিকেল ৪টার পরও তাদের ভোট নেওয়া হবে। ভোট শেষ হলে মোট ভোট পড়ার হার জানানো যাবে। তিনি বলেন, প্রথম ছয় ঘণ্টায় ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ৪২ শতাংশ ও কুমিল্লা সিটি নির্বাচনে ৩৩ শতাংশ ভোট পড়েছে।   নির্বাচনে গুলির ঘটনাসহ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে। এসব ঘটনায় ৪৫ জনকে আটক করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি। কুমিল্লা সিটি নির্বাচনেই সবচেয়ে সাংঘর্ষিক ঘটনা ঘটেছে। এখানে ‘ছাত্রলীগ নেতার’ গুলিতে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। মেয়র প্রার্থী মুনিরুল হক সাক্কু তার এজেন্টদের বের করে দেওয়ারও অভিযোগ করেছেন। কুমিল্লায় মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮। ময়মনসিংহে সিটিতে ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। দুই সিটি বাদে আজ ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় উপনির্বাচন, জামালপুরের বকশীগঞ্জ, বরগুনার আমতলী ও পটুয়াখালী পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে। পৌরসভার শূন্যপদে উপনির্বাচন হয়েছে ১৫টিতে, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১৩টি, ইউনিয়ন পরিষদের শূন্যপদে উপনির্বাচন ১৯০টি এবং জেলা পরিষদে শূন্যপদে সাতটি উপনির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছে।
০৯ মার্চ ২০২৪, ১৮:০৮

হল্যান্ডের ৫ গোলে সিটির বড় জয়
আলিং হল্যান্ডের জাদুতে ইংলিশ এফএ কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে একাই পাঁচ গোল করেছেন নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড। আর হল্যান্ডের ৫ গোলের চারটিতেই অ্যাসিস্ট করেছেন কেভিন ডি ব্রুইনা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কেনিলওয়ার্থ রোডে লুটন টাউনকে ৬-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা। এদিন ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল। ফলে ম্যাচের চতুর্থ মিনিটেই প্রথম গোলের দেখা পায় সিটি। ডি ব্রুইনার বাড়িয়ে দেওয়া বল বক্সের ভেতরে পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ান হল্যান্ড। এরপর প্রথম ১৮ মিনিটের মাথায় জোড়া গোল করেন আলিং হল্যান্ড। ম্যাচের ৪০তম মিনিটে হ্যাটট্রিক তুলে নেন নরওয়ের এই স্ট্রাইকার। এ সময়ে অ্যাসিস্টের হ্যাটট্রিকও পূরণ করেন বেলজিয়ান তারকা। তবে ৪৫তম মিনিটে জর্ডান ক্লার্ক সিটির জাল খুঁজে নিলে গোল ব্যবধান কমে। বার্কলির দেওয়া পাসে গোল করেন তিনি।  এরপর বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন এই মিডফিল্ডার।  এতে সমতায় ফেরার আশা সঞ্চার করেছিল তারা। কিন্তু ম্যাচের ৫৫ ও ৫৮তম মিনিটে আবারও লুটনের জালে জোড়া আঘাত হানেন হল্যান্ড। এরপর ম্যাচের ৭২তম মিনিটে মাতেও কোভাসিকের গোলে আরও এগিয়ে যায় ম্যান সিটি। শেষ পর্যন্ত ৬-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি। ৫ গোলের দিনে সিটির জার্সিতে নিজের অষ্টম হ্যাটট্রিকে নাম লিখিয়েছেন হল্যান্ড। একই সঙ্গে প্রিমিয়ার লিগে একাধিক ম্যাচে ৫ গোল করার রেকর্ডও গড়েন তিনি। এর আগে, গত বছর চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিপক্ষে ৫ গোল করেছিলেন তিনি।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৪

প্রতীক পেয়ে প্রচারণায় নেমেছেন কুমিল্লা সিটির মেয়র প্রার্থীরা
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এ নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেয়র প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীক, একই দলের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন হাতি প্রতীক। অন্যদিকে বিএনপির বহিষ্কৃত দুনেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি এবং নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। তারা দুজন গত নির্বাচনে একই প্রতীকে লড়াই করেছেন। প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। ৪ মেয়র প্রার্থী নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বেঠক করছেন। প্রার্থীরা জানালেন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সবার সমান অধিকার নিশ্চিত হলে ভোটাররা ভোট দানে উদ্বুদ্ধ হবেন।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫১

ফোডেনের হ্যাটট্রিকে দুর্দান্ত জয় ম্যান সিটির
ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও ফিল ফোডেনের দুর্দান্ত হ্যাটট্রিকে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে টেবিলে দুইয়ে উঠে এসেছে পেপ গার্দিওলার দল। সোমবার (৫ ফেব্রুয়ারি) জিটেক কমিউনিটি স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে সিটি। নিয়াল মুপের পা থেকে ব্রেন্টফোর্ডের একমাত্র গোলটি এসেছে। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় পেপ গার্দিওলার দল। আধিপত্য বিস্তার করলেও সিটির একের পর এক আক্রমণ রুখে দেন ব্রেন্টফোর্ডের গোলরক্ষকের ফ্লেকেন। উল্টো ম্যাচের ২১তম মিনিটে লিড নেয় ব্রেন্টফোর্ড। ফ্লেকেনের লম্বা থ্রুতে গোল করে দলকে এগিয়ে নেন মুপে। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে ম্যান সিটিকে সমতায় ফেরান ফিল ফোডেন। ফলে ১-১ গোলের ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩তম মিনিটে ডি-ব্রুইনের ক্রস থেকে ব্যবধান ২-১ করেন ইংলিশ এই মিডফিল্ডার। আর ম্যাচের ৭০তম মিনিটে হলান্ডের সঙ্গে ওয়ান-টুতে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ফোডেন। এই জয়ে লিগে ২২ ম্যাচে ১৫ জয় আর ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট ম্যানচেস্টার সিটির। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে তিনে আর্সেনাল। অন্যদিকে ২৩ ম্যাচে ৫১ পয়েন্টে টেবিলের শীর্ষে লিভারপুল।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়