• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
ওয়াকারের ইনজুরিতে দুশ্চিন্তায় সিটি
ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ম্যাচের ২০তম মিনিটে মাঠ ছাড়েন ওয়াকার। এদিকে আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ওয়াকারের ইনজুরিতে দুশ্চিন্তায় ম্যানচেস্টার সিটি। আগামী রোববার ইত্তিহাদ স্টেডিয়ামে আর্সেনালের মোকাবিলা করবে সিটি। লিভারপুলের সঙ্গে এই দুটি ক্লাবই প্রিমিয়ার লিগে শিরোপার অন্যতম দাবিদার হয়ে উঠেছে। ব্রাজিলের বিপক্ষে পরাজয়ের পর ইংলিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেট জানিয়েছিলেন, আমি এখনও জানি না, ইনজুরির মাত্রা কতটুকু। ওয়াকার খুব একটা ইনজুরিতে পড়েন না। যে কারণে সে নিজেও বুঝতে পারছে না, ইনজুরি গুরুতর কি না। আগামী কয়েক দিনে এ ব্যাপারে স্পষ্টভাবে বোঝা যাবে। উল্লেখ্য, ব্রাজিলের বিপক্ষে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নেমেছিলেন ওয়াকার। কিন্তু ম্যাচের ২০তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। ভিনিসিয়াস জুনিয়রের একটি শট লাইনের উপর থেকে ক্লিয়ার করতে গিয়ে ইনজুরিতে পড়েন এই ডিফেন্ডার। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনির শটটি জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করলেও শেষ মুহূর্তে ওয়াকার তার জালে প্রবেশ করতে দেয়নি।  এরপরই ৩৩ বছর বয়সী ওয়াকারের বাঁ-পায়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। ইংল্যান্ডের মেডিকেল টিমের তৎপরতায় আরও আট মিনিট মাঠে ছিলেন ওয়াকার। কিন্তু এরপর আর খেলা সম্ভব হয়নি। ওয়াকারের পরিবর্তে ওই সময় মাঠে নামেন অ্যাস্টন ভিলা ডিফেন্ডার এরজি কোনসা।
২৫ মার্চ ২০২৪, ১০:১১

সাকিবের মাঠে ফেরার দিনে সিটি ক্লাবকে হারালো শেখ জামাল
বিপিএলের পর লঙ্কান সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। এরপর ডিপিএল দিয়ে মাঠে ফিরেছেন এই টাইগার অলরাউন্ডার। সাকিবের মাঠে ফেরার দিনে সিটি ক্লাবের বিপক্ষে ৪০ রানের জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।   বুধবার (২০ মার্চ) আগে ব্যাট করতে নেমে ১৪ বলে করেছেন মাত্র ১৯ রান। তবে বোলিংয়ে আলো ছড়িয়েছেন, নিয়েছেন তিনটি উইকেট। এতে ৪০ রানের জয় পায় শেখ জামাল। আগের রাতের বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। এ জন্য খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। ম্যাচের দৈর্ঘ্য কমে হয়েছে ৩৪ ওভারে। বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করে শেখ জামাল ৭৯ রানে প্রথম চার উইকেট হারায়।  পঞ্চম উইকেটে নুরুল হাসান সোহান ও ইয়াসির মিলে গড়ে ১৩৮ রানে জুটি। ৫৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ইনিংস সেরা ৭৮ রানে আউট হন ইয়াসির। তবে সোহান ৬০ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। সব মিলিয়ে নির্ধারিত ৩৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে শেখ জামাল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রিপন মন্ডল ও সাকিবের দাপুটে বোলিংয়ে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে সিটি ক্লাবের ইনিংস। ৩০ রানের কোটা পেরিয়েছেন শুধু শাহরিয়ার কমল ও সাদিকুর রহমান। কমল সর্বোচ্চ ৩৮ রান করেন ৪ চার ও ১ ছক্কায়। সাদিকুরের ৩৬ বলে ৩৫ রানের ইনিংসে ছিল ৫ চারের মার। এ ছাড়া আশিক উল আলম ২৫ ও ইরফান হোসেন ২৪ রান করেন। সাকিবের ৩ উইকেটের সঙ্গে সমান সংখ্যক উইকেট পেয়েছেন পেসার রিপন মন্ডল। এ ছাড়াও ২ উইকেট শিকার করেন শফিকুল ইসলাম।  
২০ মার্চ ২০২৪, ২০:৩৭

নিয়োগ দেবে সিটি গ্রুপ, আবেদন করা যাবে ৪০ বছরেও
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: সিটি গ্রুপ পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অভিজ্ঞতা: ৩-৬ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ৩০-৪০ বছর কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা City Group এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত।
১৯ মার্চ ২০২৪, ০৮:৫৩

সিটি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক লিমিটেড। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন বিভাগ অ্যাসোসিয়েট রিস্ক ম্যানেজার-সিনিয়র রিস্ক ম্যানেজার (ইও-এভিপি) পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক লিমিটেড পদের নাম: অ্যাসোসিয়েট রিস্ক ম্যানেজার-সিনিয়র রিস্ক ম্যানেজার (ইও-এভিপি) বিভাগ: ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/সম্মান ডিগ্রি অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন, ব্যাংক কোম্পানি আইন, ক্রেডিট পলিসি এবং অন্যান্য ঋণ সংক্রান্ত নিয়ন্ত্রক নির্দেশাবলির গভীর জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: উল্লেখ নেই  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: ১৭ মার্চ, ২০২৪ পর্যন্ত। 
১৬ মার্চ ২০২৪, ০৯:২৩

গাবতলীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, সড়ক অবরোধ
রাজধানীর গাবতলীতে একটি পিকআপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন নারী পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নিহতের সহকর্মীরা। গুরুত্বপূর্ণ ওই সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে গাবতলী-দ্বীপনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত পরিচ্ছন্নতাকর্মী আমেনা বেগমের (৪৫) বাড়ি রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায়।  ডিএমপির মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল পৌনে ৬টার দিকে গাবতলী বাস টার্মিনালের প্রায় ১৫০ মিটার দক্ষিণে গাবতলী-দ্বীপনগর সড়কে বেপরোয়া গতির একটি পিকআপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই সিটি করপোরেশনের শত শত পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশের মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এ সময় আন্দোলনরত পরিচ্ছন্নতাকর্মীরা ঝুঁকিভাতাসহ তাদের দাবি-দাওয়া মেনে নেওয়ার দাবি জানান। তারা জানান, এমন ঘোষণা না পেলে তারা অবরোধ চালিয়ে যাবেন। পরে সিটি করপোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সকাল পৌনে ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল শুরু হয়। তিনি আরও জানান, পিকআপটি জব্দ করে চালক মো. নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১৪ মার্চ ২০২৪, ১২:৫১

নগরবাসীর কাছে আমি কৃতজ্ঞ : মসিক মেয়র টিটু
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নবনির্বাচিত মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, নগরবাসী আমাকে দ্বিতীয়বার বিজয়ী করে যে ভালোবাসা দেখিয়েছে, এই ভালোবাসার কাছে আমি চিরঋণী। আমি নগরবাসীর কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি।   রোববার (১০ মার্চ) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে এক সভায় তিনি এসব কথা বলেন।   ইকরামুল হক টিটু বলেন, গত ১৫ বছর ধরে নগরের দায়িত্ব পালন করছি। এর মধ্যে ১০ বছর পৌরসভা এবং ৫ বছর সিটি করপোরেশনে। এই সময়ে নগরের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে কাজ করলেও আমাদের অনেক সক্ষমতার অভাব ছিল। কিন্তু সিটি হবার পর সে সক্ষমতা পেয়ে আমরা নগরের খালগুলো উদ্ধার করে পানি প্রবাহ ফিরিয়ে এনেছি। সেই সঙ্গে বিল্ডিং কোড বাস্তবায়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ চ্যালেজ্ঞ মোকাবেলায় কাজ শুরু করি। কিন্তু করোনা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে চার বছরের অধিক সময় অতিক্রম হয়ে যাওয়ায় নগরের প্রত্যাশিত উন্নয়ন করতে পারিনি। তবে অচিরেই অসমাপ্ত উন্নয়ন কাজ বাস্তবায়ন করে এই নগরকে ভিন্ন রূপ দিতে চাই। তিনি বলেন, সাংবাদিকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা সবসময় আমার পাশে থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও তারা নগরের প্রকৃত চিত্র মানুষের কাছে তুলে ধরে আমাকে সহযোগিতা করবেন বলে আশা করছি। প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে নগরের ১২৮টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রে বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশজুড়ে বিরল ইতিহাস সৃষ্টি করেন মো. ইকরামুল হক টিটু ।
১০ মার্চ ২০২৪, ২২:৪৩

এক যুগ পর ভোট দিলেন আসিফ আকবর
বাংলাদেশে দর্শকপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। জনপ্রিয় এই শিল্পী দীর্ঘ ১২ বছর পর নির্বাচনে ভোট দিলেন। একইসঙ্গে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। শনিবার (৯ মার্চ) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে ভোট দেন প্রখ্যাত এই গায়ক। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভোটের বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট করেন। পোস্টে আসিফ আকবর উল্লেখ করেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিলাম। শেষ ভোট দিয়েছিলাম ২০১২ সালের কুসিক নির্বাচনে। প্রথম ভোট দিলাম ইভিএম মেশিনে। কুমিল্লা সিটির কর্পোরেশনের একজন সাধারন নাগরিক আমি, নগরের অভিভাবক নির্বাচনে নিজের দায়িত্ব পালন করলাম।  যিনি নির্বাচিত হবেন তাকে আগাম শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি নতুন মেয়র নগরবাসীর আশা আকাঙ্খার প্রতি সম্মান দেখিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। পথিকৃৎ কুমিল্লাকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবেন। ভালোবাসা অবিরাম।
০৯ মার্চ ২০২৪, ১৭:১০

শেষ হলো ২ সিটির ভোটগ্রহণ, চলছে গণনা
কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচনের ভোটগ্রহণ বিচ্ছিন্ন সহিংস ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে। এখন চলছে গণনা শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ ক্ষেত্রে ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে যারা থাকবেন, বিকেল ৪টার পরও তাদের ভোট নেওয়া হবে। ভোট শেষ হলে মোট ভোট পড়ার হার জানানো যাবে। তিনি বলেন, প্রথম ছয় ঘণ্টায় ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ৪২ শতাংশ ও কুমিল্লা সিটি নির্বাচনে ৩৩ শতাংশ ভোট পড়েছে।   নির্বাচনে গুলির ঘটনাসহ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে। এসব ঘটনায় ৪৫ জনকে আটক করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি। কুমিল্লা সিটি নির্বাচনেই সবচেয়ে সাংঘর্ষিক ঘটনা ঘটেছে। এখানে ‘ছাত্রলীগ নেতার’ গুলিতে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। মেয়র প্রার্থী মুনিরুল হক সাক্কু তার এজেন্টদের বের করে দেওয়ারও অভিযোগ করেছেন। কুমিল্লায় মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮। ময়মনসিংহে সিটিতে ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। দুই সিটি বাদে আজ ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় উপনির্বাচন, জামালপুরের বকশীগঞ্জ, বরগুনার আমতলী ও পটুয়াখালী পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে। পৌরসভার শূন্যপদে উপনির্বাচন হয়েছে ১৫টিতে, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১৩টি, ইউনিয়ন পরিষদের শূন্যপদে উপনির্বাচন ১৯০টি এবং জেলা পরিষদে শূন্যপদে সাতটি উপনির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছে।
০৯ মার্চ ২০২৪, ১৮:০৮

ময়মনসিংহ সিটি নির্বাচনে ১১ ম্যাজিস্ট্রেটসহ র‌্যাব-বিজিবির বিশেষ টহল
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে ১১ ম্যাজিস্ট্রেটসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। করপোরেশনের ১২৮টি কেন্দ্রের ৯৯০টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনেসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনে পাঁচ মেয়রসহ ২২৩ প্রার্থী ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন। জানা গেছে, ময়মনসিংহ সিটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও ভোটের এলাকায় নিয়োজিত রয়েছে পুলিশ, এপিবিএন, আনসারের ৩৩টি মোবাইল টিম, ১১টি স্ট্রাইকিং ফোর্স ও একটি রিজার্ভ টিম। ৩৩টি ওয়ার্ডে থাকছে র‌্যাবের ১৭টি টিম ও বিজিবি থাকবে ৭ প্লাটুন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৩৪ জন প্রিসাইডিং কর্মকর্তার কাছে আইনশৃঙ্খলা বাহিনীসহ ইভিএম বুঝিয়ে দেওয়া হয়। দেড় হাজার ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৫০০ ইভিএম মেশিন অতিরিক্ত রাখা হয়েছে। নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানিয়েছেন, যান্ত্রিক গোলযোগের কারণে যাতে ভোট বিলম্ব না হয় সে কারণে বাড়তি ইভিএম রাখা হয়েছে। তিনি বলেন, নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বড় ধরনের কোনো সংঘাতের আশঙ্কা দেখছি না। আচরণবিধির ক্ষেত্রে কমিশন কঠোর অবস্থানে রয়েছে। যদিও ৫০ কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে। নির্বাচনে সাধারণ কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার মিলে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১৯ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া আছে মোবাইল টিম, স্টাইকিং ফোর্স হিসেবে পুলিশ, এপিবিএন, আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও র‌্যাব। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ জন ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে কাজ করছেন। এক হাজার ৫৩৬ জন আনসার, ৭ প্লাটুন বিজিবি, ১৭ টিম র‌্যাব কাজ করবে। সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন উপহার দিতে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। এবারের নির্বাচনে ৫ মেয়রপ্রার্থী ছাড়াও নগরের ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী আছেন ৬৯ জন। একটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ৩২ ওয়ার্ডে কাউন্সিলর পদের নির্বাচন হবে। এই সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান (টজু), জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ রেজাউল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটিতে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। ২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহকে সিটি করপোরেশন ঘোষণার গেজেট হয়। পরের বছর ৫ মে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তপসিল ঘোষণা করেছিল ইসি।   
০৯ মার্চ ২০২৪, ০৯:৩০

দুই সিটি ও ৬ পৌরসভায় নির্বাচন, ৯ মার্চ সাধারণ ছুটি 
ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং ছয়টি পৌরসভার সাধারণ নির্বাচন ও উপনির্বাচন ঘিরে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।   বৃহস্পতিবার (৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রি অ্যান্ড ডিভিশনের (শিডিউল ওয়ান অব দ্য রুলস অব বিজনেস, ১৯৯৬) (রিভারসাইড আপ টু ২০১৭) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ময়মনসিংহ সিটি করপোরেশন ও তিনটি পৌরসভায় (পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচনের দিন ৯ মার্চ ধার্য করেছে। একইদিন  কুমিল্লা সিটি কর্পোরেশন এবং তিনটি পৌরসভায় (ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সীগঞ্জ জেলার মুন্সিগঞ্জ পৌরসভা এবং বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভা) মেয়রের শূন্য পদে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে ৯ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 
০৭ মার্চ ২০২৪, ১৫:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়