• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
সাফ জয়ী অনূর্ধ্ব-১৯ নারী দলকে সংবর্ধনা
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে রোমাঞ্চকর ফাইনালে ড্র করে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। অর্জনের স্বীকৃতি ‌ও উৎসাহ দিতে, খেলোয়াড়সহ পুরো টিম ম্যানেজমেন্টকে একটি করে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি উপহার দেওয়া হয়েছে।  বিমানবন্দরের মতো সংবর্ধনা অনুষ্ঠানেও আসেননি, বাফুফের সিনিয়র  চার সহসভাপতির কেউ। তবে তাদের হয়ে সাফাই গাইলেন নারী কমিটির চেয়ারম্যান।  মাহফুজা আক্তার কিরণের মন্তব্য, পেলে তো অবশ্যই ভালো লাগতো। নিশ্চয়ই কোনো ব্যস্ততা ছিল। সে কারণেই যেতে পারেননি। নানা অর্জন সত্ত্বেও নিয়মিত লিগসহ নারী ফুটবল কাঠামো এখনও ঠিক করতে পারেনি বাফুফে। এজন্য আবাহনী-মোহামেডানের মতো বড় ক্লাবগুলো এগিয়ে না আসা ও মেয়েদের সুরক্ষাকে কারণ হিসেবে উল্লেখ করেন মাহফুজা আক্তার কিরণ।  নারী কমিটির চেয়ারম্যানের দাবি, আমাদের পাইপলাইনে অনেক প্লেয়ার আছে। কিন্তু আমাদের এই ডরমিটরিতে অ্যাকুমোডেট করতে পারি না। আমাদের অর্থনৈতিক সাপোর্টও নেই। পাশে সরকারকে পেলে আমরা অবশ্যই নেক্সট লেভেলে যাব। সংবর্ধনায় খুশি হলেও, কঠিন বাস্তবতা সামনে নিয়ে আসলেন অধিনায়ক। তার দাবি, পড়াশোনা চালিয়ে যাচ্ছি। ফুটবল আমি বেশিদিন খেলতে পারবো না। বয়সভিত্তিক সাফল্যের স্তর অতিক্রম করতে, কাঠামো ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করে বাফুফে।
১৩ মার্চ ২০২৪, ১২:২১

বাংলাদেশ-ভারত ফাইনালসহ টিভিতে আজকের খেলা
সাফ অনূর্ধ্ব–১৬ নারী ফাইনালে আজ (১০ মার্চ) ভারতের মুখোমুখি বাংলাদেশ। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের প্রতিপক্ষ ম্যান সিটি। এ ছাড়াও আছে বেশ কিছু খেলা। সাফ অনূর্ধ্ব–১৬ নারী চ্যাম্পিয়নশিপ : ফাইনাল বাংলাদেশ–ভারত                               বিকেল ৩টা ১৫ মিনিট, স্পোর্টস ওয়ার্কস ইউটিউব ইংলিশ প্রিমিয়ার লিগ  অ্যাস্টন ভিলা–টটেনহাম          সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ওয়েস্ট হাম–বার্নলি রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ লিভারপুল–ম্যানচেস্টার সিটি     রাত ৯টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা রিয়াল মাদ্রিদ–সেল্‌তা ভিগো রাত ১১টা ৩০ মিনিট, র‍্যাবিটহোল বুন্দেসলিগা  ফ্রাঙ্কফুর্ট–হফেনহাইম রাত ১০টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২ লেভারকুসেন–ভলফসবুর্গ                   রাত ১২টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২ পাকিস্তান সুপার লিগ ইসলামাবাদ ইউনাইটেড–মুলতান সুলতানস বিকেল ৩টা, টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস             লাহোর কালান্দার্স–কোয়েটা গ্ল্যাডিয়েটরস                     রাত ৮টা, টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস    মেয়েদের আইপিএল দিল্লি ক্যাপিটালস–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাত ৮টা, স্পোর্টস ১৮–১
১০ মার্চ ২০২৪, ১২:২৫

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। রোববার (৪ ফেব্রুয়ারি) কমলাপুরে ইনজুরি সময়ে সাগরিকার গোলে জয় পায় বাংলাদেশ। তবে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য ড্র ছিল।  প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে দুইবার ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। লিগ পর্ব ও ফাইনালের জয় ছিল ১-০ গোলে। তিন বছর পর দ্বিতীয় আসরের লিগ পর্বে একই ব্যবধানে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শুরু থেকেই ম্যাচের চেষ্টা ছিল ড্রয়ের। ম্যাচ ড্র হলে ফাইনালের জন্য অপেক্ষা করতে হতো বাংলাদেশকে। ইনজুরি সময়ে আফঈদার বাড়ানো বল ধরে সাগরিকা গোলরক্ষকের পাশ দিয়ে বল পাঠিয়ে দেন ভারতের জালে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেরও জয় এনেছিলেন সাগরিকা। নেপালের বিপক্ষে ৩ গোলের মধ্যে ২ গোলই দিয়েছিলেন তিনি। টানা দুই ম্যাচ জয়ের নায়ক এই নারী ফুটবলার। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬। ভারতের ৩। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভুটানের বিপক্ষে। ভারতের প্রতিপক্ষ নেপাল। ৮ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়