• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব
মাসখানেক আগেই বাংলাদেশ দলের সব ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান সাকিব আল হাসান। এরপর সবকিছু বিবেচনায় নাজমুল হোসেন শান্তর কাঁধে আগামী এক বছরের জন্য লাল-সবুজের অধিনায়কত্ব দেয় দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-বিসিবি।  দায়িত্ব পেয়েই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছেন তিনি। তবে শান্তর নেতৃত্বেই টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে সিলেট টেস্টে হেরেছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সেখানে সাকিবের কাছে শান্তর অধিনায়কত্ব নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে সাবেক এই দলপতির মন্তব্য, সবার সাপোর্ট পেলে অসাধারণ লিডার হয়ে উঠবেন শান্ত। সাকিবের ভাষ্যমতে, খুবই আর্লি স্টেজ, কিন্তু আমি সিউর বিসিবি ওকে (শান্ত) লং টার্মের কথা চিন্তা করেই দিয়েছে এবং ওর (শান্ত) শুরুটা খুবই ভালো হয়েছে, কিছু রেজাল্ট ওর পক্ষে এসেছে; যেটা ওকে সাহায্য করবে আরও বড় হতে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা ও অসাধারণ একজন লিডার হবে। এদিকে লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামে টেস্ট দিয়ে প্রায় এক বছর পর এই ফরম্যাটে ফিরছেন সাকিব। সবকিছু ঠিকঠাক থাকলেও আজই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। এর আগে, ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ব্যাটে-বলে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছেন সাকিব।
২২ ঘণ্টা আগে

জন্মদিনে নিজের চাওয়া নিয়ে যা বললেন সাকিব
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সব থেকে সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছেন সাকিব আল হাসান। বয়সটা ৩৭ বছর হলেও ২২ গজে এখনও দাপট দেখাচ্ছেন তিনি। আজ বিশ্বসেরা অলরাউন্ডারের ৩৭তম জন্মদিন। রোববার (২৪ মার্চ) নিজের জন্মদিনে একটি মোবাইল কোম্পানির দশ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত হন সাকিব। এ সময় সাকিবের পরবর্তী চাওয়া সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় বলেছেন, আল্লাহর রহমতে আমি সবকিছু পেয়েছি। আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন। এখন আর কিছু পাওয়ার নেই। বিশ্বকাপের পর থেকে দেশের জার্সিতে কোনো ম্যাচ খেলা হয়নি সাকিবের। বিশ্বকাপে আঙুলের ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলা হয়নি তার। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও অ্যাওয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ মিস করেন তিনি। বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরলেও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ান মাগুরা থেকে জাতীয় নির্বাচন করে সংসদ সদস্য হওয়া সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলার কথা ছিল না তার। তবে মত পরিবর্তন করেছেন তিনি। আসন্ন চট্টগ্রাম টেস্ট দিয়ে মাঠে ফিরবেন দেশসেরা এই ক্রিকেটার। আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট।  
২৪ মার্চ ২০২৪, ২০:৩৫

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিনক্ষণ জানালেন সাকিব
কয়েক দিন আগেই গুঞ্জন উঠেছিল চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান। অবশেষ সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিতে চলেছে। চট্টগ্রাম টেস্টে দিয়ে মাঠে ফেরার কথা  নিশ্চিত করেছেন সাকিব নিজেই। শনিবার (২৩ মার্চ) দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বকাপের পর থেকে দেশের জার্সিতে কোনো ম্যাচ খেলা হয়নি সাকিবের। বিশ্বকাপে আঙুলের ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলা হয়নি তার। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও অ্যাওয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ মিস করেন তিনি।  বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরলেও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ান মাগুরা থেকে জাতীয় নির্বাচন করে সংসদ সদস্য হওয়া সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলার কথা ছিল না তার। তবে মত পরিবর্তন করেছেন তিনি। সাকিবের ক্রিকেটে ফেরা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সাকিব নিজেই আগ্রহ দেখিয়েছে। আশা করছি, দ্বিতীয় টেস্ট দিয়ে সাকিব আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। তিনি আরও বলেন, সাকিব আগেভাগেই বলে রেখেছিল সে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত একটি ওয়ানডে আর টেস্ট টেস্ট খেলতে আগ্রহী এবং সেটা অন্তত একমাস আগে আমার কাছেই বলেছিল। ওয়ানডেতে না পারলেও এখন সে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য নিজেকে তৈরি করছে এবং আমরাও নীতিগতভাবে রাজি। সবকিছু ঠিক থাকলে সাকিব লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্ট খেলবে। এর আগে এক সাক্ষাৎকারে পাপন বলেন, পরিচালকদের নাকি বলেছে সে (সাকিব) দ্বিতীয় টেস্ট খেলবে। এখানেও এসেছিল । বলল যে, খেলতে চাচ্ছে। ওর নিজেরও একটু বোঝা দরকার। কী অবস্থা ফিটনেসের। দুই একটা ম্যাচ না খেললে বলা যাচ্ছে না। এটা নির্ভর করছে ওর ওপরে। ওর ফিটনেসের কী অবস্থা সেটার ওপর। প্রথম টেস্টের আগে ইনজুরিতে পড়েছে মুশফিকুর রহিম। তাই দলে ব্যাটিং ঘাটতিও রয়েছে। এ ছাড়াও সাকিব দলে যোগ হলেও বোলিং শক্তিও বাড়বে। সব কিছু মিলিয়ে পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় টেস্টেই মাঠে ফিরছেন সাকিব। এরই মধ্যে সবুজ সংকেতও দিয়েছেন বোর্ড সভাপতি। লঙ্কানদের বিপক্ষে অলরাউন্ডার সাকিবকে চায় বাংলাদেশ। তিনি আরও বলেন, যদি সব কিছু ঠিক থাকে, দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা খুব বেশি ওর। কারণ এই টেস্ট ম্যাচটা যে খেলবে আমাদের তো প্লেয়ার-ই পাচ্ছি না। এখন পর্যন্ত, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদের মতো খেলোয়াড় আমাদের বাংলাদেশে নাই। এর মধ্যে কঠিন সাকিব হওয়া। কারণ ও ব্যাট না হয় বল, একটা না একটা দিয়ে অবদান রাখবে।  
২৩ মার্চ ২০২৪, ২০:৫৪

সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
সাকিব ও তাকে জড়িয়ে কিছু সংবাদমাধ্যমে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন।  মঙ্গলবার (১৯ মার্চ) বনানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন আয়োজন করে এ দাবি করেন তিনি। সাকিব আল হাসানের সঙ্গে নিজের ছবির প্রসঙ্গ তুলে ধরে মেজর হাফিজ বলেন, সাকিব ও আমার একটি ছবি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমি সামান্য ব্যক্তি। তারপরও ৩৭ বছর ধরে রাজনীতি করছি। দুইবার মন্ত্রী ও ৬ বার এমপি ছিলাম। ওইসব সংবাদে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা লক্ষ্য করছি। দলের নেতাকর্মীরাও এতে বিচলিত হন। তিনি বলেন, সাকিব আল হাসান আমার কাছে এসে রাজনীতিতে যোগদানের ইচ্ছা ব্যক্ত করেছিল। তাকে বিএনএমের দুইজন কর্মকর্তা নিয়ে এসেছিল। আমি বলেছি, তুমি এখনও খেলাধুলা করো। রাজনীতি করবা কিনা চিন্তাভাবনা করে দেখো। আমার কাছ থেকে উৎসাহ না পেয়ে সে চলে যায়। এই ঘটনা নির্বাচনের ৪ থেকে ৫ মাস আগে হবে। ‘যখন ক্ষমতাসীনদের চাপ বাড়তে লাগলো, তৎকালীন তথ্যমন্ত্রী হাছান মাহমুদও ঘোষণা দিয়ে দিলেন মেজর হাফিজ আলাদা নতুন দল গঠন করে নির্বাচনে যাবেন। পরদিনই আমি সংবাদ সম্মেলন করেছি। তখনই বলেছি আমি ৩২ বছর ধরে বিএনপিতে আছি। এই দলেই থাকবো। বিএনএম বা অন্য দলে যাওয়ার সম্ভাবনা নেই। আমি শেষ পর্যন্ত এ দলেই থাকবো।’- যোগ করেন মেজর হাফিজ। বিএনপির এ নেতা এরপর বলেন, বাংলাদেশের রাজনীতি অত্যন্ত নোংরা। দেশে কোনো গণতন্ত্র নেই। এখানে বিভিন্ন ধরনের কলাকৌশল করা হয়। যে দলই ক্ষমতায় থাকে তারা প্রতিপক্ষকে বিভিন্নভাবে নির্যাতন করে। সেখান থেকে কিছু লোক বাগিয়ে এনে নিজের দলে কিংবা অন্যদলে সন্নিবেশ করে নির্বাচনী বৈতরণি পার হতে চায়। নিজের জীবন খোলা বইয়ের মতো বলে উল্লেখ করে মেজর হাফিজ বলেন, সেখানে এমন কিছু করিনি যে আমাকে লজ্জিত হতে হবে। আমি সামান্য হলেও আমার এলাকার মানুষ অনেক সম্মান করেছে। ৬ বার নির্বাচিত করেছে।  
১৯ মার্চ ২০২৪, ১৪:০৮

অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘কিংস পার্টি’ খ্যাত বিএনএমে সাকিব আল হাসানের যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গণে ব্যাপক তোলপাড় চলছে। সম্প্রতি গণমাধ্যমে এমন একটি ছবিও প্রকাশিত হয়েছে। সাকিবের এমন কাণ্ডে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে নির্বাচন করে জয় লাভ করেছে। এর আগে সে কোনো দল করেছে কি না সেটা আওয়ামী লীগের কাছে বিবেচ্য নয়। কাদের আরও বলেন, নমিনেশন চাওয়ার আগে সাকিব আমাদের পার্টির কেউ ছিল না। নমিনেশন যখন নেয় তাকে প্রাইমারি সদস্য পদ নিতে হয়। সে শর্ত পূরণ করা দরকার সেটা সে করেছে। তিনি বলেন, সরকারি দল কিংস পার্টি করতে যাবে কেন? নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে অনেক ফুল ফোটে। কোনটা কিংস পার্টি, কোনটা প্রজা পার্টি এটা সম্পর্কে আমার জানা নেই। আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাদের গণতন্ত্র ঠিক আছে। আমাদের নির্বাচন হয়েছে। নির্বাচন ছাড়া সরকারে কেউ ক্ষমতা বসাতে পারবে না। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনিসুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
২০ মার্চ ২০২৪, ০৮:০১

জাতীয় দলে ফেরা ও সাকিব ইস্যুতে যা বললেন তামিম
সময় যত গড়াচ্ছে তামিম ইকবালের জাতীয় দলে ফেরার পথ ততই কঠিন হচ্ছে। বিপিএলের ফাইনালের ম্যাচ শেষে এই টাইগার ওপেনার জানিয়েছিলেন তাকে দলে ফেরাতে অনেক কিছু ঠিক করতে। সেই বিষয়গুলো নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করছেন তিনি। রোববার (১০ মার্চ) বিসিবির দুই পরিচালকের সঙ্গে জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনায় বসেছিলেন তামিম। যেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আলোচনার বিস্তারিত সবকিছু দ্রুত বোর্ড সভাপতিকে জানানো হবে বলে জানা গেছে। বোর্ড সভার এ ব্যাপারে দেশের একটি দৈনিক পত্রিকাকে তামিম বলেছেন, আমার তো নতুন করে কিছু বলার নেই। আগে যা বলেছি, এবারও তাই বলেছি। এর বেশি কিছু বলব না। কারণ, বিসিবি আমার অভিভাবক। সময় হলে তারাই জানাবেন। এ ছাড়াও দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তবে সেই ভিডিও প্রকাশ না হলেও তাদের প্রকাশিত টিজারে তামিমকে বেশ কয়েকটি বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা গেছে। যা রীতিমতো আলোচনার শিরোনাম হয়েছে দাঁড়িয়েছে। তিনি বলেন, আমার জন‍্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা খুব কঠিন। অন্যদিকে সেই টিজারে সাকিব আল হাসানের দিকেও তীর ছুড়তে দেখা গেছে তামিমকে। তাতে ‘অনেক কিছুর’ একটি যে সাকিব সংক্রান্ত তার আভাস অনেকটাই মিলছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিসিবির ঊর্ধ্বতনরা তামিমকে ফেরাতে চান। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ফেরার পর ড্রেসিংরুমের দ্বন্দ্ব ওভাবে প্রকাশ্যে চলা আসার পর ‘অনেক কিছু ঠিক’ আসলেই আর হবে কিনা, সন্দেহ আছে।  আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরার সম্ভাবনা তাই নেই বললেই চলে। তবে একবার অবসর নিয়ে সিদ্ধান্ত বদলানোর পর নতুন করে আর অবসর নেওয়ার পক্ষপাতী নন তিনি। গত বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মাঝপথে হঠাৎ অবসর নেন তামিম। একদিন বিরতি দিয়ে সে সিদ্ধান্ত থেকে সরে এলে তাকে ছুটি দেওয়া হয়। ছুটি শেষে ফিরলেও বিশ্বকাপে যাওয়া হয়নি তার। সে সময় তামিম ও সাকিবের মধ্যকার দ্বন্দ্ব উঠে আসে পাল্টাপাল্টি সাক্ষাৎকারে।   
১১ মার্চ ২০২৪, ১৫:১৯

শাকিবের সঙ্গে যুক্ত হচ্ছেন সাকিব
ক্রিকেট আর বিনোদনের সুসম্পর্কের কথা কে না জানে! ঢালিউডের সবচেয়ে বড় তারকাদের একজন শাকিব খান। অন্যদিকে, সাকিব আল হাসানকে বিশ্ব ক্রিকেটের বড় নাম। শাকিব ও সাকিবের মধ্যে বিরাজমান চমৎকার সুসম্পর্ক অনেক আগে থেকেই। এবার সেই সম্পর্ক আরও পরিণত হতে যাচ্ছে। শাকিব খানের করপোরেট প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছে আরেক সাকিব। গেল জানুয়ারিতে একটি প্রসাধনী ব্র্যান্ডের করপোরেট প্রতিষ্ঠানের অফিসিয়াল পথচলা শুরু করেন সুপারস্টার শাকিব খানের। জনপ্রিয় এই চিত্রতারকা হয়েছেন আন্তর্জাতিক মানের এই প্রসাধনী ব্র্যান্ডের অন্যতম একজন ডিরেক্টর। এবার শাকিব খানের এই কোম্পানির পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। এ উপলক্ষে শনিবার (৯ মার্চ) বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও প্রসাধনী ব্র্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের এক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। যেখানে প্রথমবারের মতো একসঙ্গে ‘মিট দ্য প্রেস’-এ পাওয়া যাবে সিনেমা ও ক্রিকেটের এই দুই সুপারস্টারকে। প্রসঙ্গত, আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। এর বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য। এ মাসেই তিনি শুটিংয়ে চেন্নাই যাচ্ছেন ‘তুফান’ নামে আরেক ছবির, যেটি ঈদুল আজহায় মুক্তি পাবে। শাকিবের মুক্তির অপেক্ষায় থাকা আরেক ছবি ‘দরদ’।
০৮ মার্চ ২০২৪, ১৮:২৬

মাঠে নামার আগে শান্তকে পরামর্শ দিলেন সাকিব
গত ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সাকিব আল হাসানই ছিলেন বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক। তবে একই সঙ্গে সব সংস্করণে নেতৃত্ব ছাড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যদিও সাকিব আগেই জানিয়েছিলেন, ক্রিকেটের ভিন্ন ভিন্ন ফরম্যাট থেকে দ্রুতই নিজেকে গুটিয়ে নেবেন তিনি। সাকিবের দায়িত্ব ছাড়ার পর নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন। চলতি বছরের জন্য তার ওপরই আস্থা রাখছে টাইগার টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে টপ-অর্ডার এই ব্যাটারের অধিনায়ক অধ্যায়। এদিকে দায়িত্ব ছাড়লেও নতুন অধিনায়ক শান্তকে পরামর্শ দিতে ভুল করেননি সাকিব। রোববার (৩ মার্চ) নিজের নামে ব্র্যান্ড উন্মোচন অনুষ্ঠানে গণমাধ্যমে এ প্রসঙ্গে কথা বলেন তিনি। নতুন অধিনায়ককে পরামর্শ দিয়ে সাকিব বলেন, সবকিছু নিয়েই যত কম চিন্তা করবে, তত ভালো থাকবে। যত বেশি চিন্তা করবে, তত চিন্তা বাড়বে ওর (শান্ত)।  সাকিব যোগ করেন, চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য, শ্রীলঙ্কা সবসময় আমাদের সঙ্গে ভালো ক্রিকেট খেলে। আমাদের প্রতিযোগিতাটাও অনেক ভালো মাঠে বা মাঠের বাইরে। দুই জায়গাতেই অনেক চ্যালেঞ্জ আছে। আমি আশা করছি, এই চ্যালেঞ্জগুলো উতরে যেতে পারবে বাংলাদেশ টিম এবং তিনটা ফরম্যাটেই ভালো খেলবে। নিজের ব্র্যান্ড নিয়ে সাকিবের ভাষ্য, আমি এক বছর ধরে এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। এই ব্র্যান্ড বড় করতে আপনাদের সহায়তা প্রয়োজন। আপনাদের ভালো পরামর্শ এই ব্র্যান্ডের পণ্যের মানোন্নয়নে কাজে লাগবে। আমার সব ধরনের ব্যবসা ভালো লাগে। মাছের ব্যবসা আমাকে অনেক টানে। খেলাধুলা যেহেতু আমার কাজের জায়গা, তাই স্টেপের সঙ্গে যাত্রা শুরু হলো।
০৪ মার্চ ২০২৪, ১২:৪৫

মাগুরা মেডিকেল কলেজের জায়গা পরিদর্শনে গেলেন সাকিব
মাগুরা সরকারি মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ হাসপাতালের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান। শনিবার (২ মার্চ) দুপুরে মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কের পারলা-গোয়ালখালী মৌজায় এ প্রকল্পের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সাকিব আর হাসান গণমাধ্যমকে বলেন, দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শুরু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।  এ ছাড়া ইতিমধ্যে প্রকল্প এলাকায় বিদ্যুতের পৃথক দুটি লাইন স্থাপন সম্পন্ন হওয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপ-সচিব মোহাম্মদ মফিজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উক্ত প্রকল্পের ২৫ একর জমি অধিগ্রহণের জন্য ৫৪ কোটি ৭৫ হাজার তিনশত টাকার প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। দুই বছর পার হলেও একনেকে অর্থ বরাদ্দ না হওয়ায় মাগুরায় এ প্রকল্পের কার্যক্রম এখনও শুরু হয়নি।
০২ মার্চ ২০২৪, ২২:০৪

সাকিবের দলবদল
লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পরপরই দেশ ও দেশের বাইরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বিশেষ করে ভারতের অনেক ক্রিকেটারকেই প্রত্যেক বছরে এই টুর্নামেন্টে খেলতে দেখা যায়। তবে আসন্ন ডিপিএলে কোনো বিদেশি ক্রিকেটারদের দেখা যাবে না। ১২ দলের অংশগ্রহণে আগামী ৯ মার্চ থেকে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই আসর। তবে এবার ২৮ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত দল বদলের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের প্রথম দিনেই চমক দেখা গেছে। এই মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নাম লিখিয়েছেন গত দুই মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা সাকিব আল হাসান। জানা গেছে, এদিন অনলাইনে ঢাকা লিগের দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছেন সাকিব। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন থেকে শাইনপুকুরে নাম লিখিয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। প্রাইম ব্যাংক ছেড়ে শেখ জামালের হয়ে খেলবেন তরুণ ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি। প্রাইম ব্যাংকের হয়ে এবার খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের খেলা সাব্বির রহমান। এবার মোট চারটি ভেন্যুতে এই আসরটি গড়াবে।  ভেন্যুগুলো হচ্ছে- বিকেএসপির দুটি মাঠ, হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়