• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
সিলেটে শনিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
সিলেট সিটি করপোরেশনের ড্রেনেজ নির্মাণ কাজের জন্য শনিবার (২৩ মার্চ) নগরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ ৮ ঘণ্টা বন্ধ থাকার বিষয়টি উল্লেখ করে বিজ্ঞপ্তি দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন সিস্টেমস লিমিটেড কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২৩ মার্চ) ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত সিলেট নগর ও তৎসংলগ্ন এলাকায় (দক্ষিণ সুরমা, সেনানিবাস এলাকা ব্যতীত) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক দরগাগেইট এলাকায় চলমান ড্রেন নির্মাণ কাজের স্বার্থে উল্লিখিত সময়সূচির হ্রাস অথবা বৃদ্ধি হতে পারে।  
২২ মার্চ ২০২৪, ২৩:৪৮

নরসিংদীতে সঞ্চালন লাইনে ছিদ্র, ১৩ ঘণ্টা পর গ্যাস সরবরাহ চালু
নরসিংদীতে তিতাস গ্যাসের ১২ ইঞ্চির মূল সঞ্চালন লাইনে ছিদ্র হওয়ার কারণে মেরামত শেষে ১৩ ঘণ্টা পর গ্যাস সরবরাহ চালু করা হয়েছে।  মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে মাধবদী ও নরসিংদী শহরে আবাসিক ও বাণিজ্যক লাইনে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়। এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে নরসিংদী শহর ও মাধবদী শহরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। তিতাস কর্তৃপক্ষ ও গ্রাহকরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাধবদী পৌর এলাকার রাইনাদী মহল্লায় পৌরসভার ড্রেনে নির্মাণের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত ভেক্যু মেশিনের আঘাতে তিতাস গ্যাসের ১২ ইঞ্চির মূল সঞ্চালন লাইন ছিদ্র হয়ে পড়ে। এতে রাত সোয়া ১২ থেকে নরসিংদী সদর উপজেলার মাধবদী ও নরসিংদী পৌর শহরসহ আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার ফলে শিল্পকারখানায় উৎপাদন ব্যহত হওয়াসহ আবাসিক গ্রাহকরা ভোরে রান্না করতে না পারায় সেহরি খাওয়ায় দুর্ভোগে পড়েন। তিতাস গ্যাসের নরসিংদীর আঞ্চলিক শাখা ব্যবস্থাপক মাকসুদুর রহমান জানান, মাধবদীতে পৌরসভার ড্রেন নির্মাণ কাজের সময় দুর্ঘটনাশত ভেক্যু মেশিনের আঘাতে তিতাসের প্রধান সঞ্চালন লাইন ছিদ্র হওয়ার পর গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এরপর থেকেই জরুরি ভিত্তিতে লাইনের সংস্কার শুরু করে দুপুর সোয়া ১টার দিকে শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।
১৯ মার্চ ২০২৪, ১৭:৫৩

শনিবার ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার (২ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১ মার্চ) তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য ঢাকা ক্যান্টনমেন্ট, বনানী ডিওএইচএস, আরজতপাড়া, শাহীনবাগ এলাকায় শনিবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  এছাড়া এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে তিতাস কর্তৃপক্ষ।  
০১ মার্চ ২০২৪, ১২:৪৯

তারাবিহ ও সেহরিতে লোডশেডিং হবে না : প্রধানমন্ত্রী
রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তারাবিহ ও সেহরিতে লোডশেডিং হবে না। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আসন্ন রমজানে তারাবিহ ও সেহরির সময় লোডশেডিং হবে না। তবুও যদি সংকট হয়, তবে দিনের কোনো একটা নির্দিষ্ট সময়ে লোডশেডিং করা হতে পারে। বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণসহ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। রমজানে বিভিন্ন পণ্যের শুল্কছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর খুব শিগগিরই মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে। তিনি বলেন, রমজান তো কৃচ্ছ্রসাধনের মাস। কিন্তু আমাদের এখানে যেন সংযম না করে খাওয়া বেড়ে যায়। মিতব্যয়ী হলে দেখবেন, বাজারে কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে।   সরকারপ্রধান জানান, আগামী রোজায় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার অভিপ্রায়ে নিত্যপণ্যের পর্যাপ্ত জোগানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অন্যতম নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য সরবরাহের জন্য কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর বাইরেও কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে দৈনিকভিত্তিতে কৃষিপণ্যের বাজারদর প্রকাশ করা হচ্ছে। তিনি বলেন, মূল্যবৃদ্ধি নিয়ে কারও গুজবে কান দেবেন না কেউ। সবাই সতর্ক থাকলে- যারা গুজব ছড়াচ্ছে, তারা খুব একটা সুবিধা করতে পারবে না। কেউ যাতে মানুষের খাদ্য নিয়ে খেলতে না পারে, সেজন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার। 
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৪৭

যে কারণে চার জেলায় গ্যাস সরবরাহ বন্ধ
সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ নির্মাণকাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপন করা হচ্ছে। এতে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া ও পাবনা জেলার গ্যাস সরবরাহ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি)  গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান টেকনিক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সুপারভাইজার জহুরুল ইসলাম এ তথ্য জানান। এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ৩০ ইঞ্চি ব্যাসের ১.৩২ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপনের জন্য টাই-ইন/হক-আপ কার্যক্রম ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে সম্পন্ন হবে। এ কার্যক্রম চলাকালে পিজিসিএল আওতাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলেও জানানো হয়। জিটিসিএল সূত্র জানায়, হাটিকুমরুল এলাকায় গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপনের কারণে মোট ১ লাখ ২৬ হাজার ১২৯ টি গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। এর মধ্যে আবাসিক ১ লাখ ২৫ হাজার ৬৫৪ টি, বড় শিল্প ৭৫, সিএনজি ২৯ ক্যাপটিক পাওয়ার ৪৯ ও ৬টি বিদ্যুতকেন্দ্র রয়েছে।  
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৯

নেত্রকোণায় তিতাসের গ্যাস সরবরাহ স্বাভাবিক
নেত্রকোণা শহরে তিতাসের গ্যাস সরবরাহ ৩০ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।  শনিবার রাত ১২টায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। এতে নেত্রকোণায় থাকা সাড়ে ৫ হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের মাঝে স্বস্তি ফেরে। তিতাস গ্যাসের নেত্রকোণা আঞ্চলিক অফিসের প্রকৌশলী সুমঙ্গল গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে লাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হয়। এতে যেসব বাড়িতে পাইপলাইনের গ্যাসে রান্না হয়, সেসব বাড়িতে ভোগান্তিতে পড়ে মানুষ। খাবারের খোঁজে ভিড় বাড়ে হোটেলে। কিন্তু বাড়তি প্রস্তুতি না থাকায় খাবার সরবরাহে হোটেল মালিকেরাও পড়েন বিপাকে। প্রকৌশলী সুমঙ্গল গোলদার গণমাধ্যমকে বলেন, ময়মনসিংহের গৌরীপুরে গত শুক্রবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজের জন্য মাটি কাটার সময় নেত্রকোণায় গ্যাস সরবরাহের মূল লাইন ফেটে যায়। দুর্ঘটনার আশঙ্কায় তাৎক্ষণিক ময়মনসিংহ থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। সুমঙ্গল গোলদার বলেন, লাইনটির ফাটলের স্থানটিকে রাতে প্রাথমিক মেরামত করা হলেও গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ঢাকা থেকে যন্ত্রপাতি এনে মেরামত করা হয়। এরপর গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৫

চট্টগ্রামে গ্যাস সরবরাহ শুরু
বৃহস্পতিবার মধ্যরাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় চট্টগ্রামে। শুক্রবার ভোর থেকে গ্যাসের অভাবে চরম ভোগান্তিতে কাটাচ্ছে নগরবাসী। তবে চট্টলাবাসীর জন্য সুসংবাদ, পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।  শনিবার (২০ জানুয়ারি) এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না-হলেও দুপুরের পর থেকে গ্যাসের চাপ বাড়বে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে চট্টগ্রামে গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ।  কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়েছিল। এতে শুক্রবার ভোর থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে চট্টগ্রামবাসীকে। বাসার রান্না, যান চলাচল থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠানে অচলাবস্থার সৃষ্টি হয়। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারশেন) গৌতম কুন্ডু  বিষয়টি নিশ্চিত করে বলেন, যান্ত্রিক ত্রুটি মেরামতের পর শুক্রবার রাত সোয়া দশটার দিকে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। যেহেতু গ্যাসলাইন পাইপ একেবারেই খালি এবং অনেক দূর থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে, সে কারণে নগরীর সব জায়গায় গ্যাস পৌঁছাতে কিছুটা সময় লাগছে। তবে শনিবার দুপুরের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।  প্রায় তিন মাস ধরে চট্টগ্রামের অধিকাংশ বাসাবাড়িতে গ্যাস সংকট চলছিল। হঠাৎ করেই পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ে দুর্ভোগ। গ্যাস বন্ধ থাকায় রেস্তোরাঁয় খাবারের জন্য ভিড় করেন অনেকে। কেউ ইলেকট্রিক চুলা ও লাকড়ি জ্বালিয়েও রান্না করেন। এদিকে গ্যাস না থাকায় শুক্রবার দিনভর ফিলিং স্টেশনগুলোর সামনে গ্যাসের জন্য অপেক্ষায় ছিল শত শত সিএনজি অটোরিকশা। গ্যাস না পেয়ে সীমাহীন ভোগান্তিতে পড়েন তারা যার প্রভাব পড়ে সড়কে। একই কারণে চট্টগ্রামের ছোট-বড় শত শত শিল্প প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যায়।  কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড জানায়, মহেশখালীতে ভাসমান দুটি টার্মিনালের একটিতে অক্টোবর থেকে সংস্কার চলছে। একটি টার্মিনালে বৃহস্পতিবার রাতে ত্রুটি দেখা দিলে পুরো চট্টগ্রামে বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। কেজিডিসিএলের জিএম (অপারেশন) গৌতম কুন্ডু বলেন, ‘ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দেওয়ায় শুক্রবার সকাল থেকে চট্টগ্রামে পুরোপুরি বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। এতে ভয়াবহ দুর্ভোগ পড়ে পুরো চট্টগ্রাম। তবে শুক্রবার রাতের মধ্যেই ত্রুটি সারানো সম্ভব হয়েছে।’  এরপর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে লো প্রেসার পাইপ-লাইন দিয়ে ১৫ এমএমসিএফডি দিয়ে গ্যাস সরবরাহ করা হচ্ছে। তবে পাইপলাইনে চাপ বাড়লে ধীরে ধীরে ১০০ এমএমসিএফডি গ্যাস দেওয়া শুরু করবে।  পেট্রোবাংলা থেকে জানানো হয়, ১০০ এমএমসিএফডি স্থায়ী হলে পরবর্তী ১০০ এমএমসিএফডি সরবরাহ করবে। শনিবার দুপুর নাগাদ ৩০০ এমএমসিএফডি সরবরাহ করার ব্যাপারে আশাবাদী পেট্রোবাংলা। পরবর্তী ১২ ঘণ্টা পর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে। ২০১৮ সালের পর থেকে চট্টগ্রাম পুরোপুরি আমদানি করা এলএনজি গ্যাসের ওপর নির্ভরশীল। জেলায় প্রতিদিন গড়ে ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন বলে জানায় কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ।
২০ জানুয়ারি ২০২৪, ১৮:১৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়