• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
রমজানে ক্লাস, অফিস ও বাসের সময়সূচি পরিবর্তন করল কুবি
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্লাস, অফিস ও বাসের সময় পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী এবং পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম বিষয়গুলো নিশ্চিত করেন। সোমবার (১১ মার্চ) রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রমজান মাসে ক্লাস সময়সূচি থাকবে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। অফিস কার্যক্রম থাকবে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ ছাড়া প্রতিদিন ক্লাস ও অফিস চলাকালীন নামাজের বিরতি থাকবে দুপুর ১টা পনেরো মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত। একই দিন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে নতুন বাসের সময়সূচি প্রদান করা হয়। যেখানে জানানো হয়, নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা ১৫ মিনিটে একটি নীল বাস ও ৮টি লাল বাস, সকাল ১০টায় ৪টি নীল বাস ও ৬টি লাল বাস শহরের পূর্ব নির্ধারিত রুট থেকে ক্যাম্পাসে ছেড়ে আসবে। পরবর্তীতে সকাল ১১টা ৪৫ মিনিটে ৬টি লাল বাস, দুপুর ১টা ৪৫ মিনিটে পাঁচটি নীল বাস ও সাতটি লাল বাস, বিকাল ৩টা ৩০ মিনিটে সাতটি নীল বাস ও আটটি লাল বাস ক্যাম্পাস থেকে পূর্ব নির্ধারিত রুটে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিকাল ৫টায় শহরের টমছমব্রীজ রুটে তিনটি ও পুলিশ লাইন রুটে তিনটিসহ মোট ছয়টি নীল বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
১২ মার্চ ২০২৪, ১৫:০৫

রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি
আসন্ন রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএ)। রোববার (১০ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, রমজানের প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলের কোনও পরিবর্তন হবে না। তবে, রমজানের শেষ ১৫ দিন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে।  তিনি বলেন, এই সময়ে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। এমএএন ছিদ্দিক বলেন, ১৬ রমজান থেকে আরও ১০টি ট্রেন চলাচল করবে। এতে সেই সময় দিনে মেট্রোরেল ১৯৪ বার চলাচল করবে। যাত্রী চলাচল করতে পারবেন দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন। তিনি আরও বলেন, ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে। ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে। উল্লেখ্য, বর্তমানে মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল অভিমুখী সর্বশেষ মেট্রোট্রেনটি রাত ৮টায় এবং মতিঝিল থেকে উত্তরা অভিমুখী সর্বশেষ মেট্রোট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যাচ্ছে।
১০ মার্চ ২০২৪, ২০:২৬

রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি
রমজান মাস উপলক্ষে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) ভিসার আবেদন গ্রহণের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। শ‌নিবার (৯ মার্চ) ফেসবুকে এক পোস্টে এ তথ্য জা‌নিয়েছে ঢাকায় ভারতীয় হাইক‌মিশন। ভারতীয় হাইক‌মিশন জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষে আগামী ১২ মার্চ থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, যমুনা ফিউচার পার্ক বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে। এ ছাড়া বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে তাদের বিকেল সাড়ে ৩টার আগে আইভ্যাক জেএফপিতে পৌঁছানোর জন্য হাইক‌মিশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। জানা যায়, ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। এগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়ায় অবস্থিত। এসব ভিসা সেন্টারে সব ধরনের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের ভিত্তিতে গ্রহণ করা হয়। রাজধানীর যমুনা ফিউচার পার্কে রয়েছে সর্ববৃহৎ ভারতীয় ভিসা আবেদন সেন্টার। প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হবে।
০৯ মার্চ ২০২৪, ১৫:৪২

রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ
আসন্ন রমজানে জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। বুধবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে এই সময়সূচি নির্ধারণ করা হয়। নতুন অফিস সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এরমধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, রমজান মাসের সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে এবং রোজাদারদের অফিসে আসার সুবিধার্থে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। এছাড়া সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে।  
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৪

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
১২ মার্চ পবিত্র রমজান মাস শুরুর তারিখ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গত ৫ ফেব্রুয়ারি (সোমবার) ১৪৪৫ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করা হয়। ইসলামিক ফাউন্ডেশন আরও জানায়, প্রথম রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সেহরির সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরু সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০

গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা
গুচ্ছভুক্ত দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।  বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল শনিবার (এ ইউনিট-বিজ্ঞান), ৪ মে শনিবার (বি ইউনিট-মানবিক) এবং ১১ মে শনিবার (সি ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সভায় জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পূর্বের ন্যায় এবারও আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা ও বিশেষায়িত বিষয়সমূহের জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করা হবে। এ বছর ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। এর মধ্যে দুটি বিশ্ববিদ্যালয় এ বছর থেকে এই প্রক্রিয়ায় অংশ নেবে। সেগুলো হলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৫৯

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা
গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি)  বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, আগামী ৮ মার্চ থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। এদিন সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৯ মার্চ বি ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা এবং ২৭ এপ্রিল এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা গ্রহণের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সকল পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সকল কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগের ন্যায় আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা প্রদানপূর্বক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রদত্ত যোগ্যতার ন্যায় এবারও একই যোগ্যতা নির্ধারণ করা হয় বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবারও সর্বনিম্ন পাস নম্বর ৩০ হিসেবে বিবেচনা করা হবে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতারের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। কমিটিতে সব বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম. আবদুল মঈনের নেতৃত্বে একটি ফিন্যান্স কমিটি গঠন করা হয়। কমিটিতে সব বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।  
২১ জানুয়ারি ২০২৪, ১৮:৫৪

একনজরে বাণিজ্যমেলার সময়সূচি
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) ২৮তম আসরের উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা। আর সাপ্তাহিক ছুটির দিন চলবে রাত ১০টা পর্যন্ত। মেলায় যাতায়াতের সুবিধার জন্য এবার মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করতে ফার্মগেট থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। উত্তরা বা মতিঝিল থেকে যারা মেলায় আসবেন তারা মেট্রোরেলে ফার্মগেট এসে সেখান থেকে বাসে করে এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা মেলায় চলে আসতে পারেন। এ ছাড়াও কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি এবং কয়েকটি যাত্রীবাহী বাসের ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। বাণিজ্য মেলায় এবার দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ গ্রহণ করেছে। এসব দেশের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহ সামগ্রী, চামড়া বা আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য এবং হোম ডেকর ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শীত হচ্ছে। দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সস, পাট ও পাটজাত পণ্য, গৃহ সামগ্রী, চামড়া বা আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর, ফার্নিচার ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শীত হচ্ছে।
২১ জানুয়ারি ২০২৪, ১৫:৩১

জেনে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি
প্রথমবার ২০ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আইসিসি। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। শুক্রবার (৫ জানুয়ারি) আসরের সূচি প্রকাশ করেছে আইসিসি। ২০ দলকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টে ৪টি গ্রুপে ভাগ করে হবে প্রথম পর্ব। প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে। গ্রুপপর্ব চলবে ১৮ জুন পর্যন্ত। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার এইটে। ২৬ ও ২৭ জুন মাঠে গড়াবে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। যার একটি গায়ানায় এবং অপরটি ত্রিনিদাদে। গ্রুপ পর্বে প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলবে। ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ তাদের ৪টি ম্যাচের দুটি খেলবে ওয়েস্ট ইন্ডিজ আর অন্য দুটি খেলবে যুক্তরাষ্ট্রে। আসরের সব থেকে হাইভোল্টেজ ম্যাচ হলো ভারত-পাকিস্তান লড়াই। ৯ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুখোমুখি হবে এশিয়ার দুই পরাশক্তি। দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি: ১ জুন (শনিবার) যুক্তরাষ্ট্র বনাম কানাডা, ডালাস ২ জুন (রোববার) ওয়েস্ট ইন্ডিজ বনাম পাপুয়া নিউ গিনি, গায়ানা ২ জুন (রোববার) নামিবিয়া বনাম ওমান, বার্বাডোস ৩ জুন (সোমবার) শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা, নিউ ইয়র্ক ৩ জুন (সোমবার) আফগানিস্তান বনাম উগান্ডা, গায়ানা ৪ জুন (মঙ্গলবার) ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড, বার্বাডোস ৪ জুন (মঙ্গলবার) নেদারল্যান্ডস বনাম নেপাল, ডালাস ৫ জুন (বুধবার) ভারত বনাম আয়ারল্যান্ড, নিউইয়র্ক ৫ জুন (বুধবার) পাপুয়া নিউ গিনি বনাম উগান্ডা, গায়ানা ৫ জুন (বুধবার) অস্ট্রেলিয়া বনাম ওমান, বার্বাডোস ৬ জুন (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্র বনাম পাকিস্তান, ডালাস ৬ জুন (বৃহস্পতিবার) নামিবিয়া বনাম স্কটল্যান্ড, বার্বাডোস ৭ জুন (শুক্রবার) কানাডা বনাম আয়ারল্যান্ড, নিউ ইয়র্ক ৭ জুন (শুক্রবার) নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, গায়ানা ৭ জুন (শুক্রবার) শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ডালাস ৮ জুন (শনিবার) নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা, নিউ ইয়র্ক ৮ জুন (শনিবার) অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, বার্বাডোস ৮ জুন (শনিবার) ওয়েস্ট ইন্ডিজ বনাম উগান্ডা, গায়ানা ৯ জুন (রোববার) ভারত বনাম পাকিস্তান, নিউ ইয়র্ক  ৯ জুন (রোববার) ওমান বনাম স্কটল্যান্ড, অ্যান্টিগুয়া ১০ জুন (সোমবার) দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, নিউ ইয়র্ক  ১১ জুন (মঙ্গলবার) পাকিস্তান বনাম কানাডা, নিউ ইয়র্ক ১১ জুন (মঙ্গলবার) শ্রীলঙ্কা বনাম নেপাল, ফ্লোরিডা ১১ জুন (মঙ্গলবার) অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া, অ্যান্টিগুয়া ১২ জুন (বুধবার) মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ভারত, নিউ ইয়র্ক ১২ জুন (বুধবার) ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড, ত্রিনিদাদ ১৩ জুন (বৃহস্পতিবার) ইংল্যান্ড বনাম ওমান, অ্যান্টিগুয়া ১৩ জুন (বৃহস্পতিবার) বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, সেন্ট ভিনসেন্ট ১৩ জুন (বৃহস্পতিবার) আফগানিস্তান বনাম পাপুয়া নিউ গিনি, ত্রিনিদাদ ১৪ জুন (শুক্রবার) মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড, ফ্লোরিডা ১৪ জুন (শুক্রবার) দক্ষিণ আফ্রিকা বনাম নেপাল, সেন্ট ভিনসেন্ট ১৪ জুন (শুক্রবার) নিউজিল্যান্ড বনাম উগান্ডা, ত্রিনিদাদ ১৫ জুন (শনিবার) ভারত বনাম কানাডা, ফ্লোরিডা ১৫ জুন (শনিবার) নামিবিয়া বনাম ইংল্যান্ড, অ্যান্টিগুয়া ১৫ জুন (শনিবার) অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড, সেন্ট লুসিয়া ১৬ জুন (রোববার) পাকিস্তান বনাম আয়ারল্যান্ড, ফ্লোরিডা ১৬ জুন (রোববার) বাংলাদেশ বনাম নেপাল, সেন্ট ভিনসেন্ট ১৬ জুন (রোববার) শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস, সেন্ট লুসিয়া ১৭ জুন (সোমবার) নিউজিল্যান্ড বনাম পাপুয়া নিউ গিনি, ত্রিনিদাদ ১৭ জুন (সোমবার) ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান, সেন্ট লুসিয়া ১৯ জুন (বুধবার) এ ২ বনাম ডি ১, অ্যান্টিগুয়া ১৯ জুন (বুধবার) বি ১ বনাম সি ২, সেন্ট লুসিয়া ২০ জুন (বৃহস্পতিবার) সি ১ বনাম এ ১, বার্বাডোস ২০ জুন (বৃহস্পতিবার) বি ২ বনাম ডি ২, অ্যান্টিগুয়া ২১ জুন (শুক্রবার) বি ১ বনাম ডি ১, সেন্ট লুসিয়া ২১ জুন (শুক্রবার) এ ২ বনাম সি ২, বার্বাডোস ২২ জুন (শনিবার) এ ১ বনাম ডি ২, অ্যান্টিগুয়া ২২ জুন (শনিবার) সি ১ বনাম বি ২, সেন্ট ভিনসেন্ট ২৪ জুন (সোমবার) এ ২ বনাম বি ১, বার্বাডোস ২৪ জুন (সোমবার) সি ২ বনাম ডি ১, অ্যান্টিগুয়া ২৪ জুন  (সোমবার) বি ২ বনাম এ ১, সেন্ট লুসিয়া ২৪ জুন (সোমবার) সি ১ বনাম ডি ২, সেন্ট ভিনসেন্ট ২৬ জুন (বুধবার)- প্রথম সেমিফাইনাল, গায়ানা ২৭ জুন (বৃহস্পতিবার) দ্বিতীয় সেমিফাইনাল-২, ত্রিনিদাদ ২৯ জুন (শনিবার) ফাইনাল, বার্বাডোস
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়