• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
আত্মসমর্পণ করে কারাগারে সাবেক এমপি মান্নান
অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। এর আগে আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আব্দুল মান্নান। তার পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শাহিনুর ইসলাম। অপরদিকে দুদকের পক্ষে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য জানান। চলতি বছর ২৬ জানুয়ারি দুদকের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. আব্দুল মাজেদ ঢাকা-১ প্রধান কার্যালয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে একে অন্যের সহায়তায়, প্রতারণামূলকভাবে লাভবান হওয়ার মানসে মো. রইস উদ্দিনের নামে তার মালিকানাধীন প্রতিষ্ঠান ম্যাক্সনেট অনলাইনের নামে ৪টি পৃথক ঋণ চুক্তি করেন। পরে এর মাধ্যমে ২৭ কোটি টাকার ঋণ মঞ্জুর করে ২৬ কোটি ৯৮ লাখ টাকা বিতরণ করে। এই ঋণের কিস্তি পরিশোধ না করে প্রদত্ত ঋণের আসল ২৮ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৩৮২ টাকা আত্মসাৎ করেন। ঋণের বর্তমান সুদ হিসেবে পাওনা ৮ কোটি এক লাখ ৫৮ হাজার ৬৬৫ টাকা এবং সুদাসলে পাওনা ৩৬ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ৪৭ টাকা। জানা গেছে, গত ৭ মার্চ এ মামলায় মেজর মান্নানের স্ত্রী বিআইএফসির চেয়ারম্যান উম্মে কুলসুম মান্নান ও মেয়ে পরিচালনা পরিষদের পরিচালক তাজরিনা মান্নান আত্মসমর্পণ করে জামিন নেন। তবে ওইদিন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) পরিচালনা পরিষদের পরিচালক ও ম্যাক্সনেট অনলাইনের প্রোপাইটর উম্মে কুলসুম, মান্নানের ভাই রইস উদ্দিন আহমেদ, বিআইএফসি পরিচালনা পরিষদের পরিচালক এ.এন এম জাহাঙ্গীর আলম, বিআইএফসি পরিচালনা পরিষদের সাবেক পরিচালক আরশাদ উল্লাহ, বিআইএফসির সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইনসুর রহমান ও বিআইএফসির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস, সৈয়দ ফকরে ফয়সালের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এ মামলায় বিআইএফসি পরিচালনা পরিষদের পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক মেজর মান্নানের মেয়ে তানজিলা মান্নান, বিআইএফসির সাবেক এভিপি অ্যান্ড ইউনিট হেড আহমেদ করিম চৌধুরী, সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজাম উদ্দিন, সাবেক সিনিয়র অফিসার ও রিলেশনশিপ ম্যানেজার এস এম মোস্তাফিজুর রহমানও আসামি।  
২ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দায়িত্বরত অবস্থায় বাসের ধাক্কায় আব্দুল গফুর নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মান্নান নামে আরেক পুলিশ সদস্য।  বুধবার (২৭ মার্চ) দুপুরে ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত আব্দুল গফুরের বাড়ি জামালপুরে। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।   ঘটনার সময় উপস্থিত স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ছনপাড়ায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্য গফুর ও মান্নান। এ সময় নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে পুলিশ সদস্য গফুরের মৃত্যু হয়। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
২৭ মার্চ ২০২৪, ১৫:৩৩

ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ২ পুলিশ সদস্য রিমান্ডে
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে ছিনতাইয়ের সময় গ্রেপ্তার হওয়া দুই পুলিশ সদস্যকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ঘটনায় সোমবার (২৫ মার্চ) রাতে তাদের সাময়িক বহিষ্কার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। বহিষ্কার হওয়া পুলিশ সদস্যরা হলেন, জেলার বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কৈলা রাজবংশীর ছেলে রিপন রাজবংশী এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের ময়নাল হকের ছেলে মো. মোহসীন মিয়া। তারা দুইজন মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত রয়েছেন। গত ২৪ মার্চ রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় ছিনতাই করার সময় স্থানীয়রা ওই পুলিশ সদস্যদেরকে আটক করে। পরে মহাসড়কের দেওহাটা পুলিশ ফাঁড়িতে তাদের সোপর্দ করা হয়। ওই রাতেই মধুপুর উপজেলার পিকআপ চালক মো. রানা (৩১) বাদী হয়ে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ধেরুয়া ফ্লাইওভার ব্রিজের দক্ষিণ পাশে (সার্ভিস লেনে) একটি পিকআপ সিগনাল দেয় ওই দুই পুলিশ সদস্য। এ সময় চালক ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে পাশেই দেওহাটা পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে মামলার ভয় দেখিয়ে ১১ হাজার ৫৫০ টাকা ছিনিয়ে নেয়। পরে চালক ও হেলপারদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে ওই দুই পুলিশ সদস্যকে আটক করে। এ সময় আটক পুলিশ সদস্যদের কাছ থেকে ৩০ হাজার ২১০ টাকা, একটি মোটরসাইকেল, একটি হ্যান্ডকাফ, পুলিশের পোশাক ও বেল্ট উদ্ধার করা হয়। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, এ মামলায় দুই পুলিশ সদস্যকে সোমবার ৭ দিনের রিমান্ড আবেদন করে সিনিয়র জুডিশিয়াল আদালতে প্রেরণ করা হয়। পরে বিচারক মনিরুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারা বর্তমানে মির্জাপুর থানায় রিমান্ডে রয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, তারা দুইজন পুলিশের পোশাক পরিহিত ছিলেন। তাদের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সঙ্গে মোবাইলে বারবার যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।
২৬ মার্চ ২০২৪, ২২:২১

ছিনতাইয়ের সময় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে ছিনতাইয়ের সময় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন।  সোমবার (২৫ মার্চ) রাতে মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় স্থানীয়রা তাদেরকে আটক করে দেওহাটা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার দুই পুলিশ কনস্টেবল হলেন- সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়ার ময়নাল হকের ছেলে মো. মোহসীন মিয়া এবং টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরেকপুর গ্রামের কৈলা রাজবংশীর ছেলে রিপন রাজবংশী। জানা গেছে, সোমবার রাতে ধেরুয়া ফ্লাইওভার ব্রিজের দক্ষিণ পাশে একটি পিকআপকে সিগনাল দিয়ে চালক ও হেলপারকে গাড়ি থেকে নামায়। এরপর থানায় নেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ১১ হাজার ৫৫০ টাকা ছিনিয়ে নেয় ওই দুই পুলিশ সদস্য। পরে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই দুই কনস্টেবলকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি হ্যান্ডকাফ, পুলিশের পোশাক ও বেল্ট ও নগদ ৩০ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদেরকে দেওহাটা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে স্থানীয়রা। ওই রাতেই পিকআপ চালক রানা বাদী হয়ে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেপ্তার ওই দুই কনস্টেবল মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত। ইতোমধ্যে তাদেরকে বহিষ্কার করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। তারা টাঙ্গাইলে গ্রেপ্তার হওয়ায় মানিকগঞ্জের দৌলতপুর থানার এসআই খলিল তাদের তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেছেন। মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, এই ঘটনায় পিকআপ চালক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।  
২৬ মার্চ ২০২৪, ১৫:২৮

রাজধানীতে ‘কিশোর গ্যাং’র ২৫ সদস্য গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাং’য়ে জড়িত অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব -২–এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শিহাব করিম। তিনি বলেন, শনিবার ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা আক্তার গ্যাং, মাসুম গ্যাং, পিনিক গ্যাং, বাপ্পী গ্যাং ও লিমন গ্যাংয়ের সদস্য। এসব গ্যাংয়ের সদস্যরা মাদক সেবনসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, তারা দিনে গাড়ির চালক, চালকের সহকারী, দোকানের কর্মচারী, নির্মাণশ্রমিক, পুরোনো মালামাল ক্রেতা, সবজি বিক্রেতা ইত্যাদি পেশার আড়ালে রাতে ছিনতাই ও চাঁদাবাজি করতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারির মামলা রয়েছে। শিহাব করিম বলেন, তারা চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, বেড়িবাঁধ, আদাবরসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। গ্রেপ্তার ২৫ জনের মধ্যে রয়েছেন আক্তার গ্যাংয়ের প্রধান মো. আক্তার (২৪), আক্তারের সহযোগী মো. শাকিল (১৯), মো. ফয়সাল (১৯), মো. রাসেল (২০) এবং মো. আশিক (২৩)। এ ছাড়া মাসুম গ্যাংয়ের প্রধান মো. মাসুম (২৫), মো. শাওন (২৩), পিনিক গ্যাংয়ের প্রধান হাসান (২৯), সহযোগী মেহেদী হাসান (২৫), ইমন (২১), মো. আনোয়ার হোসেন (২২)। বাপ্পী গ্যাংয়ের প্রধান মো. বাপ্পী (২৭), বাপ্পীর সহযোগী আবদুল জলিল (২৭), আশরাফুল (২২)। এ ছাড়া লিমন গ্যাংয়ের প্রধান মো. লিমন (২২), লিমনের সহযোগী মো. ফয়সাল প্রকাশ আলিম (২৫), মো. ফিরোজ (৩২), রাকিব প্রকাশ (১৯), মো. সুমন (২৩),মো. সুজন মৃধা (৩২), মো. মমিন ইসলাম (২০), মো. নয়ন (১৯), মো. জুয়েল (২৩), সুমন মিয়া (২১) ও মো. রাবেল মিয়া (২২)। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরি, চাকু, চায়নিজ কুড়ালসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
২৪ মার্চ ২০২৪, ১৯:৩২

জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক
জয়পুরহাটে কিশোর গ্যাং ‘জানু গ্রুপ’-এর লিডার সোহানসহ আট সদস্যকে আটক করেছে র‍্যাব। শহরের স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। শনিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জয়পুরহাট র‍্যাব ক্যাম্প। আটকরা হলেন, গ্রুপ লিডার সোহান (২৪) সাকিব খান রাতুল (২৩), আবদুল্লাহ মুমিন (২৩), জয়ন্ত কুমার (২১), আব্দুল হাই কাফি তামিম (২৩), পীযুষ কুমার মহন্ত আনন্দ (২৪), জয় মহন্ত (২২) ও পিপাস মোল্লা (২৩)। তাদের বাড়ি জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকায়। জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। এমন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গতরাতে স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার সোহানসহ আট জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
২৩ মার্চ ২০২৪, ১৬:৩৬

পল্লবীতে ফয়সাল হত্যা / কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার
রাজধানীর পল্লবীতে ফয়সাল নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় হওয়া মামলায় কিশোর গ্যাং লিডার আকাশ ও গালকাটা রাব্বিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  নরসিংদী ও গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য তিনজনের নাম ইমরান, রাসেল কাজী ও নয়ন বলে জানা গেছে। রাব্বি ও আকাশের দেওয়া তথ্যমতে ঘটনাস্থল সংলগ্ন একটি বাগান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও একটি চাপাতি উদ্ধার করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে গ্রেপ্তার প্রত্যেকে। শনিবার (২৩ মার্চ) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে নরসিংদী ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৪।  এর আগে পটুয়াখালী, নেত্রকোণা ও রাজধানীতে অভিযান চালিয়ে একই হত্যাকাণ্ডের ঘটনায় ১০জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গত ১৫ মার্চ রাতে পল্লবীতে বিহারি ক্যাম্পের কাছে ফয়সাল (২৫) ও রাশেদ (২৪) নামে দুই যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ফয়সালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। র‌্যাব জানায়, গ্রেপ্তার রাব্বি ৪-৫ মাস আগে ‘গালকাটা রাব্বি’ নামের একটি কিশোর গ্যাং তৈরি করে মিরপুর এলাকায় মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক সেবন ও মাদক বেচাকেনামহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করত। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতি, মারামারি ও মাদক সংক্রান্ত চারটি মামলা রয়েছে। এসব মামলায় একাধিক বার কারাভোগও করেছে সে।  এছাড়া গ্রেপ্তার আকাশ মিরপুর পল্লবী এলাকার কিশোর গ্যাং ‘গালকাটা রাব্বি’ গ্রুপের অন্যতম একজন সদস্য। গ্রুপটির বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সামনে থেকে নেতৃত্ব দিতো সে।  এ মামলায় আগেই গ্রেপ্তার হওয়া রাসেল, ইমরান ও নয়ন কিশোর গ্যাং ‘গালকাটা রাব্বি’ গ্রুপেরই সদস্য। রাব্বি ও আকাশের নেতৃত্বে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক সেবন ও কেনাবেচাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত তারা। 
২৩ মার্চ ২০২৪, ১৪:০২

শ্রীপুরে আন্তজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে আন্তজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের স্বীকারোক্তিতে ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।  বুধবার (২০ মার্চ) দুপুরে শ্রীপুর থানায় প্রঙ্গনে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলো মোটরসাইকেল চোর চক্রের প্রধান কিশোরগঞ্জ সদর উপজেলার ফিসারী রোড এলাকার সিরু মিয়ার ছেলে শিপন হোসেন (৩০), ময়মনসিংহের নান্দাইল উপজেলার আলীহরগাতি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে দুরন্ত খান (৩০), একই উপজেলার বৈতাগৈর গ্রামের চন্দন সরকারের ছেলে রঞ্জিত সরকার (২৯) ও সাগর (২১), এবং নেত্রকোণার পশ্চিম বিলাশপুর গ্রামের মুন্নাফের ছেলে রিপন মিয়া (২১)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, গত ১০ দিন আগে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার এসএম পলাশের একটি মোটরসাইকেল রাতে বাড়ী থেকে চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ওই এলাকা থেকে দুরন্ত খান ও রঞ্চিত সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে শ্রীপুর পৌরসভার মাওনা এলাকা থেকে তাদের সহযোগী শিপন হোসেনকে গ্রেফতার করে। পরে তাদেরকে নিয়ে পুলিশ শ্রীপুর, ময়মনসিংহের গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জের সদর, করিমগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অভিযান চালিয়ে ৯টি মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় চোর চক্রের আরও দুই সদস্য রিপন মিয়া ও সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে তারা গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলা এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, শেরপুর, জামালপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে। তারা আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। চোর চক্রের প্রধান কিশোরগঞ্জ সদর উপজেলার ফিসারী রোড এলাকার সিরু মিয়ার ছেলে শিপন হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। সে ৫-৬বছর যাবৎ মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত।
২০ মার্চ ২০২৪, ২৩:১৮

যুবদল নেতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুন্ডে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য মোহাম্মদ মুরাদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে সীতাকুন্ড সদর থেকে আসামি মুরাদকে গ্রেপ্তার করা হয়। তিনি মুরাদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই এলাকার এটিএম গিয়াস উদ্দিনের ছেলে। মুরাদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামশেদ হত্যা মামলার প্রধান আসামি মুরাদ। দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুন্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন। তিনি বলেন, ইউপি সদস্য মুরাদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার সীতাকুন্ড সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, ২০২০ সালের ১২ নভেম্বর নিখোঁজ হন যুবদল নেতা জামশেদ। নিখোঁজের তিনদিন পর (১৪ নভেম্বর) উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সমুদ্র উপকূলে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত জামশেদের স্ত্রী রুবি আক্তার বাদী হয়ে মুরাদকে প্রধান আসামি করে ১৭ জনের নামে হত্যা মামলা করেন।
২০ মার্চ ২০২৪, ১০:৫৬

পিএসসির সদস্য হলেন রাবি অধ্যাপক প্রদীপ কুমার 
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।  মঙ্গলবার (১৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে-কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)-এর সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন। সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকে আগামী পাঁচ বছর বা তার বয়স ৬৫ (পঁয়ষট্টি) বছর পূর্ণ হওয়া-এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ড. পাণ্ডে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২০০০ সালে একই বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ২০১৮ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০০৬ সালে তিনি নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া স্টাডিজ কোর্স ও ২০১০ সালে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দুই যুগের অধ্যবসায়কালে তিনি দুই শতাধিক স্নাতক, ৩৭ জন মাস্টার্স, ৩ জন পিএইচডি এবং ১ জন শিক্ষার্থীর এমফিল তত্ত্বাবধানে করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ২৬টি গবেষণা প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), ইউনিসেফ বাংলাদেশ, সোশ্যাল মার্কেটিং কমিউনিকেশন (এসএমসি), দ্যা এশিয়া ফান্ডেশন, ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্লাস্ট (ইউএনডিপি), আর্জেল নাইনটিন, উইনরক ইন্টারন্যাশনাল এবং ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ (আইএনডিপি) সহ বিভিন্ন সংস্থার সঙ্গে প্রযুক্তি উন্নয়ন, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা গবেষণা পরামর্শক এবং ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করেছেন।   
১৯ মার্চ ২০২৪, ২১:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়