• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
সরকারি অর্থে মডেল মসজিদ তৈরি সংবিধান পরিপন্থি : শাহরিয়ার কবির
সরকারের নিজস্ব অর্থায়নে সারাদেশে মডেল মসজিদ তৈরি সংবিধানের পরিপন্থি বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শাহরিয়ার কবির বলেন, কাদের টাকা দিয়ে দেশে ৫৬০টা মডেল মসজিদ বানিয়েছে সরকার? আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এগুলো বানানো হয়েছে। এটা সংবিধান পরিপন্থি। তিনি বলেন, সংবিধানের ৭-এর ‘ক’ ধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে, রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না। আপনি যদি ৫৬০টা মডেল মসজিদ বানান, কেন আপনি ৫৬টা মন্দির প্যাগোডা গির্জা বানাবেন না? আর তাই যদি করতে হয় তাহলে সমস্ত অর্থ সেখানে আপনি ব্যয় করুন। তিনি আরও বলেন, আপনারা দুর্নীতি নিয়ে আওয়ামী লীগকে তুলোধুনো করতে পারেন। কিন্তু আপনাদের মনে রাখতে হবে এর চেয়েও বড় বিপদ আমাদের সামনে আছে। দুর্নীতির বাইরে কোনো দেশ আছে এই উপমহাদেশে? একটি দেশের নাম বলুন। ভারত দুর্নীতির বাইরে? পাকিস্তান দুর্নীতির বাইরে? কিন্তু যেভাবে আমাদের সমাজ রাজনীতির মৌলবাদীকরণ-সাম্প্রদায়িকীকরণ হচ্ছে, এটাকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। পাকিস্তান মানে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র হয়ে যাবে। আমাদের উদ্বেগটা হচ্ছে সেই জায়গায়। শাহরিয়ার কবির বলেন, ঘাতক-দালাল নির্মূল কমিটি সংবিধানের মর্যাদা প্রতিষ্ঠায় নাগরিক আন্দোলন করছে। কিন্তু এখন আমরা যে আগামীর নাগরিক আন্দোলনের কথা বলছি, তা নির্মূল কমিটির একার দায়িত্ব নয়। এর সঙ্গে যত সমমনা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি আছেন, তাদের সবার দায়িত্ব । যেখানে বিরোধী দল অনুপস্থিত থাকে সেখানে নাগরিকদেরকে দায়িত্ব পালন করতে হয়। এটি বাংলাদেশের ক্ষেত্রে নয়, সমস্ত গণতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য।
০৭ মার্চ ২০২৪, ১২:০৮

বিশ্বরেকর্ড করে বিপদমুক্ত হয়েছেন শেখ হাসিনা: রিজভী
বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পূর্বনির্ধারিত ভোটের ফলাফলের ভিত্তিতে চার দিনে এমপিদের গেজেট, শপথ ও মন্ত্রিসভা গঠনের মাধ্যমে অভাবনীয় দ্রুততার বিশ্বরেকর্ড করে বিপদমুক্ত হয়েছেন শেখ হাসিনা। বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ভীতিতে তাড়াহুড়ো করে ক্ষমতা নবায়ন করতে গিয়ে আইন-কানুন ও সংবিধানের কবর রচনা করা হয়েছে। সংবিধানকে কাটা-ছেঁড়া করে আত্মম্ভরি ও ভোগবিলাসী নিরঙ্কুশ ক্ষমতা নিশ্চিত করে যাচ্ছেন শেখ হাসিনা। এক প্রধানমন্ত্রী থাকতেই ক্যাবিনেট না ভেঙেই ওয়ান ইলেভেনের ১৭ বছর পূর্তির দিন গত ১১ জানুয়ারি আরেকটি মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে। যা সাংবিধানিকভাবে অবৈধ। তিনি বলেন, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বিগত সংসদের মেয়াদ আছে। তা ভেঙে না দিয়েই শেখ হাসিনার নির্দেশে অবৈধভাবে শপথ নিয়েছে আরেকটি। বর্তমানে সংসদে ৬৪৮ জন শপথবদ্ধ সংসদ সদস্য রয়েছেন। তাদের কেউ কেউ আগেও ছিলেন, এবারও হয়েছেন। তবে যারা হতে পারেনি তারা ২৯ জানুয়ারি পর্যন্ত সংসদ সদস্য থাকবেন। বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, সংবিধানের ৭২ এর ৩ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি আগে ভেঙে দিয়ে না থাকলে, প্রথম বৈঠকের তারিখ থেকে ৫ বছর অতিবাহিত হলে সংসদ ভেঙে যাবে। সে হিসেবে ২০১৯ সালের ৩০ জানুয়ারি শুরু হওয়া সংসদের মেয়াদ শেষ হবে আগামী ২৯ জানুয়ারি। এদিকে রাষ্ট্রপতিও সংসদ ভেঙে দেননি, তার মানে একাদশ সংসদের সংসদ সদস্যরা এখনো সংসদ সদস্য হিসেবে আছেন। তিনি বলেন, চরম সংবিধান লঙ্ঘন করায় যেকোন সময় দ্বাদশ সংসদ বাতিল করে দিতে পারেন উচ্চ আদালত। দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় জনগণের শেষ আশ্রয়স্থল আদালতকে এখন যুগান্তকারী ভূমিকা নিতে হবে। সংবিধান বহির্ভূত নির্বাচন, সরকার গঠন ও মন্ত্রিপরিষদ গঠনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে উচ্চ আদালত বাতিল করে দিতে পারে।
১৭ জানুয়ারি ২০২৪, ১৮:১৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়