• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ
প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ঈদের ছুটির পর সোমবার (১৫ এপ্রিল) থেকে সব অফিস-আদালত খুলেছে। তাই কর্মস্থলে যোগ দিতে এদিন সকাল থেকেই ট্রেন, বাস ও লঞ্চে করে অনেকেই ঢাকায় ফিরছেন। যাত্রীরা বলছেন, পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ করতে পারা সৌভাগ্যের বিষয়। যাওয়ার সময় কষ্ট হলেও ফিরতি যাত্রায় স্বস্তিতে তারা ঢাকায় পৌঁছেছেন। কোথাও কোনো ঝামেলা পোহাতে হয়নি। বিশেষ করে রাস্তা-ঘাট ফাঁকা থাকায় বাসযাত্রীরা নির্বিঘ্নে দ্রুত সময়ের মধ্যে ঢাকায় ফিরতে পেরেছেন। এদিন সকালে গাবতলী বাস টার্মিনালে তুলনামূলক কম ভিড় দেখা গেছে। টার্মিনালের উল্টো পাশের সড়কে বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো যাত্রী নামাচ্ছেন। যাত্রীরা নেমে তাদের ব্যাগ, লাগেজ নামাচ্ছেন বাসের বক্স থেকে। নওগাঁ থেকে আসা রফিকুল ইসলাম বলেন, রাস্তায় কোনো যানজট নেই। তাই খুব কম সময়ে ঢাকায় চলে এসেছি। আজকে থেকে অফিস খোলা তাই তড়িঘড়ি করে ঢাকায় আসা। ছেলে-মেয়েকে বাড়ি রেখে এসেছি। তারা কয়দিন পর ঢাকায় আসবে। এদিকে ঈদের ফিরতি যাত্রায় বাসে কোনো ভোগান্তি পোহাতে না হলেও ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। তূর্ণা এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা আফজাল হোসেন বলেন, এবার অনেকদিনের ছুটি ছিল। আসার সময় অনেক ভিড় হবে চিন্তা করে ছোট দুই ছেলে মেয়েসহ স্ত্রীকে বাড়িতেই রেখে এসেছি। কয়েকদিন পর যাত্রীর চাপ কমলে ছোট ভাই তাদের ঢাকায় নিয়ে আসবে। আমার অফিস খোলা তাই আমি লোকাল ট্রেনে দাঁড়িয়েই কোনোরকম চলে এসেছি। একতা এক্সপ্রেস ট্রেনে করে পঞ্চগর থেকে ঢাকায় ফেরা সৈয়দ আশরাফ বাতেন বলেন, বাড়িতে সবাই একসাথে ছিলাম। ঈদ আর বৈশাখ একসাথে উদযাপন করেছি। আজ থেকে অফিস খোলা। তাই কষ্ট হলেও বাড়ি ছেড়ে চলে আসতে হলো। বাচ্চাদের স্কুলও খুলে যাবে। তাই সবাইকে নিয়েই চলে এসেছি। অন্যদিকে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা মানুষের চাপ গত দুদিনের চেয়ে বেড়েছে।  সোমবার রাজধানীর সদরঘাট ঘুরে এবং বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুসারে দেখা যায়, সকাল ৮টা পর্যন্ত সদরঘাটে ৭৮টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে। ঘরে ফেরা মানুষের চাপ সামলাতে প্রায় সব লঞ্চ ঢাকায় যাত্রী নামিয়ে ফের যাত্রী আনতে দ্রুত টার্মিনাল ত্যাগ করছে। এ বিষয়ে বিআইডব্লিটিএর কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, সকাল ৮টা পর্যন্ত ৭৮টি লঞ্চ ঢাকায় এসেছে। যেখানে গতকাল একই সময়ে ৯১টি লঞ্চ রাজধানীতে এসেছিল। উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলেছে। ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস ছিল গত ৯ এপ্রিল। ঈদ ও বাংলা নববর্ষ মিলিয়ে সরকারি কর্মচারীদের ছুটি শুরু হয়েছিল ১০ এপ্রিল থেকে, যা শেষ হয় ১৫ এপ্রিল। তবে অনেকেই ৮ এবং ৯ এপ্রিল দুদিনের ছুটি নিয়ে টানা ১০ দিন ছুটি কাটিয়েছেন।
১৭ ঘণ্টা আগে

ছুটি শেষে অফিস খুললেও উপস্থিতি কম
শেষ কর্মদিবস ছিল ৯ এপ্রিল। এরপর ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা পাঁচদিন পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি শেষে আজ সোমবার (১৫ এপ্রিল) খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান। তবে কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি রয়েছে তুলনামূলক কম। নেই তেমন কর্মব্যস্ততাও। দিন কাটছে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে। সংসদ সচিবালয়েও নেই উল্লেখযোগ্য দর্শনার্থীর ভিড়। এদিকে, এবারের ঈদের ছুটি লম্বা হওয়ায় কর্মজীবী মানুষের বাড়ি যেতে ও ঢাকায় ফিরতে কোনো ভোগান্তির শিকার হতে হয়নি। সড়ক, নৌ, রেল সব পথেই ছিল স্বস্তির যাত্রা। তাই মানুষ টানা ছুটি শেষে আনন্দের সুখ-স্মৃতি নিয়ে ফিরছেন রাজধানীতে। যা চলমান থাকবে সপ্তাহজুড়েই। অন্যদিকে, সংবাদপত্রে এবারই প্রথম  দীর্ঘ ৬ দিনের ছুটি পেয়েছেন সংবাদমাধ্যমের কর্মীরা। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছয়দিন ছুটি ঘোষণা করে। সে কারণে ১০-১৫ এপ্রিল পর্যন্ত দেশে কোনো সংবাদপত্র প্রকাশিত হয়নি। তবে বিশেষ ব্যবস্থাপনায়  অনলাইন গণমাধ্যম ও টেলিভিশনগুলো পরিচালিত হয়।
২১ ঘণ্টা আগে

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে ব্যাংক, অফিস-আদালত
৫ দিনের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) খুলছে অফিস-আদালত, ব্যাংক-শেয়ার বাজার। ঈদ উপলক্ষে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ছিল সরকারি ছুটি। ঈদের পর ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল ছিল পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষের ছুটি। ফলে ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে চাকরিজীবীরা ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ভোগ করছেন। টানা পাঁচ দিনের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) সবাই কাজে যোগ দেবেন। তবে ঈদে ঢাকার বাইরে যাওয়া সরকারি-বেসরকারি খাতের চাকরিজীবীদের অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে ব্যাংক, শেয়ারবাজার ও অফিস-আদালত পুরোদমে শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে ছুটি কাটাতে বাড়িতে যাওয়া মানুষজন। এছাড়া স্কুল-কলেজও খুলবে আগামী সপ্তাহে। তারপরই চিরচেনা রূপে ফিরবে রাজধানী ঢাকা।
১৪ এপ্রিল ২০২৪, ১৯:০১

ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪ নারী
ভারতে ২ বছরের কারাভোগ শেষে ৪ নারী বাংলাদেশে ফিরেছেন। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। রোববার (১৪ এপ্রিল) সকালে ‘রাইটস যশোর’ নামের একটি বেসরকারি সংস্থা তাদের গ্রহণ করে। জানা যায়, শনিবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন। ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান। তিনি বলেন, দালালের খপ্পরে পড়ে প্রায় আড়াই বছর আগে অর্থের বিনিময়ে ভালো কাজের আশায় কোহিনুর খাতুন (২০), মিম আক্তার (১৭), নুরুন নাহার (১৯) ও জান্নাতুল ফেরদৌসকে (১৮) কলকাতায় গিয়েছিলেন। সেখানে দালালরা তাদের শিয়ালদা রেলওয়ে স্টেশনে রেখে পালিয়ে যায়। সেখান থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে আদালত তাদের দুই বছরের সাজা দেয়। তিনি আরও বলেন, বেসরকারি সংস্থা ‘রাইটস যশোর’ তাদের থানা থেকে নিয়ে গেছে। তারাই পরিবারের কাছে হস্তান্তর করবে।
১৪ এপ্রিল ২০২৪, ১৭:২০

শুটিং শেষে ফেরার পথে খল অভিনেতার মৃত্যু
কয়েক দিন আগেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মালয়ালাম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেতা সুজিত রাজেন্দ্রনের মৃত্যু হয়। ভারতের বিনোদন ইন্ডাস্ট্রিতে ফের দুঃসংবাদ। এবার সড়ক দুর্ঘটনায় মারা গেলেন অভিনেতা সুরজ মেহের। বুধবার (১০ এপ্রিল) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বুধবার বিকেলে ভারতের ছত্তিশগড়ের রায়পুরে পিপেদুলার কাছে সরাসিওয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শুটিং শেষ করে ফেরার সময় একটি পিকআপের সঙ্গে সংঘর্ঘ হয় অভিনেতার গাড়ির। এতে দুমরে-মুচড়ে যায় তার গাড়িটি। দুর্ঘটনায় অভিনেতা সুরজ গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে নেয়। পরে হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন অভিনেতাকে। জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। এছাড়া বুধবার বিকেল পাঁচটার দিকে দুর্ঘটনার খবর জানতে পারেন অভিনেতার পরিবারের সদস্যরা। পরে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এদিকে ওই দিনই উড়িষ্যার বাথলিতে বাগদান হওয়ার কথা ছিল অভিনেতা সুরজের। বিলাসপুরের সারিয়া গ্রামের বাসিন্দা তিনি। এ কারণে দিনটি বিশেষ ছিল অভিনেতার কাছে। আর বিশেষ দিনটিতেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় মৃত্যু হলো তার। এদিন ‘আখেরি ফয়সালা’র শুটিং করছিলেন সুরজ। তিনি ছত্তিশগড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে খলঅভিনেতার চরিত্রে বেশি অভিনয় করতেন। এ কারণে খল-তারকা হিসেবেই পরিচিত ছিল তার।  
১২ এপ্রিল ২০২৪, ১৮:০৭

ঈদের নামাজ শেষে সাকিবকে দেখে ভুয়া ভুয়া স্লোগান
সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসানের পরিবার এখন বেশির ভাগ সময় দেশের বাইরেই বসবাস করছে। সাকিবের স্ত্রী ও তিন সন্তান আমেরিকাতেই থিতু হয়েছেন।  যে কারণে সাকিবও নিয়মিত সেখানে যাতায়াত করেন। ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ শেষে ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপর নিউইয়র্কে পাড়ি জমান তিনি। সম্প্রতি নিউইয়র্কের কাছে লং আইল্যান্ডে একটি বাড়িও কিনেছেন সাকিব। বুধবার (১০ এপ্রিল) সেখানে ঈদ উদযাপন করেছে মুসলিম সম্প্রদায়। সেখানকার জ্যামাইকা মুসলিম সেন্টারে সবচেয়ে বড় ঈদ জামাত হয়। সেখানে সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন সাকিব। তবে এদিন তাকে অস্বস্তিতে সময় কাটাতে দেখা গেছে। কিছুটা নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। প্রথমে কালো জ্যাকেট ও মাস্কে ক্যামেরা থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করেন সাকিব। তবে কোনভাবেই বিষয়টি সম্ভব না হওয়ায় মাথা নিচু করে থাকার চেষ্টা করেন তিনি। এ সময়ে নিউইয়র্কে ঈদের নামাজে তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেন সেখানে উপস্থিত সমর্থকরা। এর আগে, বিপিএলের ঢাকা পর্বের পর সিলেট পর্বেও তাকে গ্যালারিতে থাকা দর্শকদের মুখ থেকে ভুয়া-ভুয়া স্লোগান শুনতে হয়েছে। এমন বিব্রতকর পরিস্থিতিতেও নিজেকে সামলে নেন তিনি। কোন প্রতিক্রিয়া না দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি। বিব্রত হওয়ার পরও বেশ শান্তই ছিলেন সাকিব। নামাজ শেষে দ্রুতই এলাকা ছেড়ে চলে যান সাকিব। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে প্রত্যক্ষদর্শীকে বলতে শোনা যায়, জ্যামাইকা মুসলিম সেন্টারে (JMC) ঈদের নামাজ এবং সংবাদ সংগ্রহ করতে যাই। খুতবা শুরু হওয়ার আগে যথারীতি স্থানীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যের শেষে হঠাৎ করে একজনকে বলতে শুনা যায়, অলরাউন্ডার সাকিব আল হাসান এখানে আছেন, নামাজ পড়বেন। ঠিক তখনই পিছন থেকে অনেকেই ভুয়া ভুয়া বলে উঠেন। আমি তখন ঈদের দিন হিসেবে পজিটিভলি সেই দৃশ্য রেকর্ড করিনি। হঠাৎ করে লক্ষ্য করলাম একজন (ভাই) সেলফি তুলার জন্য সাকিবের কাছে এসে সেলফি তুলেন। একপর্যায়ে সাকিব ওই লোকের ওপর খেপে যান, তখন আমি দেখে বিষয়টি আঁচ করতে পেরে কুইক ক্যামেরা ওপেন করে দৃশটি ভিডিও শুট করলাম।  আরও বলতে শোনা যায়, পাশাপাশি আরও অনেক সাংবাদিক ছিলেন, তখন একপর্যায়ে তিনি (সাকিব) দোয়া না করেই মাঠ ত্যাগ করেন। আমি তখন জিজ্ঞেস করলাম, সাকিব (ভাই) কি হয়েছে, দোয়া করেই চলে যাচ্ছিলেন কেন একটু যদি বলতেন। তিনি কিছু না বলাতে আবার আমি জিজ্ঞেস করলাম (ভাই); কিছু একটু বলেন কেন এই ঘটনাটি ঘটেছে? আসলে যারা তার প্রিয় তারকার পাশে দাড়িয়ে একটা ছবি তুলতে আগ্রহ প্রকাশ করেন এবং অনেকেই লাইনে দাড়িয়ে থাকেন। কিন্তু তারা একবারও চিন্তা করেন না যে আমি আজকে সেলিব্রিটি হয়েছি সেইসব ভক্তদের কারণে। একবারও ভাবেন না যে আমি সাকিব হয়েছি; তাদের কারণে যারা কি না; আমার নাম ধরে চিৎকার দিয়ে উল্লাস করে। তারপরেও আমি সাকিবের প্রতি পজিটিভ যদি তিনি তার রিয়েকশন বা তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে পারেন।  
১১ এপ্রিল ২০২৪, ১৬:১৮

ঈদ শেষে ১৭ এপ্রিল ট্রেনের ফেরার টিকিট বিক্রি শুরু
ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে বুধবার (৩ এপ্রিল) সকাল ৮টা থেকে। আজ ১৭ এপ্রিল যারা ঢাকা ফিরতে চান তাদের টিকিট সংগ্রহ করতে হবে। রোববার (৭ এপ্রিল) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীদের অনলাইনে এই টিকিট ক্রয় করতে হচ্ছে। টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলে চলাচলত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা হতে শুরু হয় এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা হতে ইস্যু করা হচ্ছে।  যাত্রীরা ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এই টিকিট রিফান্ড করা যাবে না। সূচি অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি করা হচ্ছে আজ ৩ এপ্রিল; ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৪ এপ্রিল; ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৫ এপ্রিল; ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৬ এপ্রিল; ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৭ এপ্রিল; ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ এপ্রিল। এছাড়া ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
০৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৫

ওমরাহ শেষে দেশে ফিরছেন সাকিব
গতকাল থেকে গণমাধ্যমে খবর প্রকাশ করা হয় বিপিএলের পর এবার ডিপিএলে মুখোমুখি হচ্ছে সাকিব-তামিম। শেখ জামালের হয়ে সাকিব এবং প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামার কথা ছিল তামিমের। তবে ম্যাচের দিন তামিমকে মাঠে দেখা গেলেও ছিলেন না সাকিব। এরপরই দেশের একটি বেসরকারি গণমাধ্যম খবর প্রকাশ করে, যেখানে জানানো হয়, এই ম্যাচে সাকিব খেলবেন না, তা আগে থেকে জানতেন না কোচ সোহেল ইসলাম। প্রতিবেদনে আরও জানানো হয়, ম্যাচের দিন সাকিব দেশেই থাকছেন না। তিনি ওমরাহ পালন করার জন্য সৌদি আরব যাচ্ছেন। সাকিব কোন সময় দেশ ছাড়ছেন এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তার বাবা মাশরুর রেজা কুটিলের সঙ্গে যোগাযোগ করে আরটিভি। তিনি আরটিভিকে বলেন, যাচ্ছেন এই তথ্যটি ভুল। সে অলরেডি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল (রোববার) দেশে ফেরার কথা রয়েছে। এবারে ঈদুল ফিতরের নামাজ কোথায় পড়বেন, এ বিষয়ে জানতে চাইলে সাকিবের বাবা বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। দেশের ফিরলে তারপর এ বিষয়ে কথা হবে। এর আগে চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। দল হারলেও ব্যাট ও বল হাতে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
০৬ এপ্রিল ২০২৪, ১৩:৩৬

তেঁতুলের লোভ দেখিয়ে ধর্ষণ শেষে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
কুমিল্লায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাহিদা ইসলাম ইলমা নামে এক শিশুকে তেঁতুলের লোভ দেখিয়ে ধর্ষণ শেষে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।   মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মো. আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলী বাপ্পি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান। মামলার বিবরণের সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ মার্চ দুপুরে তাহিদা ইসলাম ইলমা বাসার সামনে খেলছিল। এ সময় আসামি বাপ্পি তেঁতুলের লোভ দেখিয়ে ইলমাকে তার ঘরে নিয়ে প্রথমে ধর্ষণ করে। পরে মরদেহটি কাঁথা পেঁচিয়ে পাশের ডাকাতিয়া নদীতে ফেলে দেয়। পরদিন ইলমার মরদেহ খুঁজে পায় স্বজনরা। এ ঘটনায় ইলমার বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।  পুলিশ আসামি বাপ্পিকে গ্রেপ্তার করে। পরে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত একজনকে খালাস এবং একজনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। 
০২ এপ্রিল ২০২৪, ১৫:১১

ইফতার শেষে ডুমুর-চিংড়িতেই হোক রাতের ভোজন
নতুন কিছু পদ রান্না করলে ঘরের ছোট-বড় সবাই বেশ পছন্দ করে। কিন্তু নতুন কিছু রান্না করতে চাইলে প্রথমেই মাথায় আসে কি রান্না করা যায়। এমন ভাবনার সমাধানে তৈরি করতে পারেন ডুমুর চিংড়ির নতুন পদ। নিরামিষ বা আমিষ উভয়তেই ডুমুর কিন্তু স্বাদে অতুলনীয়। এমনকী, শরীরের জন্যও খুব ভালো এই ডুমুর। যা যা লাগবে : ডুমুর, চিংড়ি মাছ, লবণ, হলুদ, আস্ত জিরা, কাঁচামরিচ, আলু, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, নারকেল কোরা, ঘি ও গরম মশলা, সরিষার তেল। যেভাবে তৈরি করবেন : প্রথমে ডুমুর কেটে আগের দিন রাতে ভিজিয়ে রাখুন। তারপর রান্নার আগে ভালো করে লবণ-হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে চটকে নিন। কড়াইতে সরিষার তেল দিয়ে জিরে, কাঁচামরিচ ফোড়ন দিয়ে ছোট ছোট ডুমো করে কেটে রাখা আলু দিয়ে ভেজে তুলে রাখুন। একটি বাটিতে জিরার গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ি পানিতে গুলে তেলে ঢেলে দিন। মসলা ভালো করে কষে গেলে লবণ, চিনি আর নারকেল কোরা দিয়ে আরও খানিকক্ষণ রান্না করে সেদ্ধ করা ডুমুর দিয়ে ঢেকে দিন। হালকা আঁচে কিছুক্ষণ রাঁধুন। রান্না মাখা মাখা হয়ে এলে, ভেজে রাখা চিংড়ি মাছ, ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে ডুমুর চিংড়ি কিন্তু অসাধারণ লাগবে খেতে।
০১ এপ্রিল ২০২৪, ১২:১৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়