• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
বিশ্বে সামরিক ব্যয়ের রেকর্ড, শীর্ষে যুক্তরাষ্ট্র
বিশ্বজুড়ে গত বছর সামরিক ব্যয় ৬.৮ শতাংশ বেড়ে রেকর্ড ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০০৯ সালের পর প্রথমবারের মতো বিশ্বের সব ভৌগোলিক অঞ্চলে সামরিক ব্যয় বৃদ্ধি পেয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। খবর ডয়চে ভেলে।  সিপ্রির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৩৭ শতাংশ খরচ করে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। গত বছর দেশটি ৯১৬ বিলিয়ন ডলার খরচ করেছে। যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি। এরপরে এ তালিকায় রয়েছে চীনের নাম। চীনরে সামরিক ব্যয় ২৯৬ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট ব্যয়ের ১২ শতাংশ। রাশিয়ার সামরিক বয় ১০৯ বিলিয়ন ডলার। যা বিশ্বের মোট ব্যয়ের ৪.৫ শতাংশ। এরপরে রয়েছে ভারত (৮৩.৬ বিলিয়ন ডলার, ৩.৪ শতাংশ) এবং সৌদি আরব (৭৫.৮ বিলিয়ন ডলার, ৩.১ শতাংশ)। এছাড়া একই সময়ে যুক্তরাজ্য ব্যয় করেছে ৭৪.৯ বিলিয়ন, জার্মানি ৬৬.৮ বিলিয়ন, ইউক্রেন ৬৪.৮ বিলিয়ন, ফ্রান্স ৬১.৩ বিলিয়ন, জাপান ৫০.২ বিলিয়ন, ইসরায়েল ২৭.৫ বিলিয়ন ও পাকিস্তান ৮.৫ বিলিয়ন ডলার। পাশাপাশি ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া, ওশেনিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকাসহ সব অঞ্চলেই সামরিক ব্যয় বেড়েছে। শতাংশের হিসেবে ২০২৩ সালে সবচেয়ে বেশি সামরিক ব্যয় বেড়েছে ডিআর কঙ্গোতে (১০৫ শতাংশ)। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়ছে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। সিপ্রির গবেষক চিয়াও লিয়াং বলেন, মেক্সিকো ও এল সালভেদরে সংঘবদ্ধ অপরাধ ও গ্যাং সহিংসতার বিরুদ্ধে লড়তে সামরিক বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। ইকুয়েডর ও ব্রাজিলেও একই ট্রেন্ড দেখা যাচ্ছে বলেও জানান এই গবেষেক। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ : ২০২৩ সালে সামরিক খাতে ৬৪.৮ বিলিয়ন ডলার খরচ করেছে ইউক্রেন। যা আগের বছরের তুলনায় ৫১ শতাংশ বেশি। তবে দেশটি ২০২৩ সালে  সামরিক সহায়তা পেয়েছে ৩৫ বিলিয়ন ডলার। ফলে সবমিলিয়ে ইউক্রেন গত বছর সামরিক খাতে খরচ করেছে প্রায় ১০০ বিলিয়ন ডলার। একই সময়ে ১০৯ বিলিয়ন ডলার খরচ করেছে রাশিয়া। তবে জিডিপির হিসেবে দেখা যায়, জিডিপির ৩৭ শতাংশ সামরিক খাতে ব্যয় করেছে ইউক্রেন। সেই তুলনায় রাশিয়ার ব্যয় হয়েছে ৫.৯ শতাংশ। ফলে ‘যুদ্ধটা রাশিয়ার চেয়ে ইউক্রেনের ওপর বেশি বোঝা হয়ে উঠেছে, বলে মন্তব্য করেন লিয়াং। চীন-তাইওয়ান সংকট : দক্ষিণ চীন সাগরে উত্তেজনার কারণে ২০২৩ সালে সামরিক ব্যয় বেড়েছে চীনে। চীন তার খরচ আগের বছরের তুলনায় ৬ শতাংশ বাড়িয়ে ২৯৬ বিলিয়ন ডলার করেছে। এশিয়া ও ওশেনিয়া এলাকার মোট সামরিক ব্যয়ের অর্ধেক করেছে চীন। সিপ্রির গবেষক লিয়াং বলেন, পিপলস লিবারেশন আর্মিকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে সামরিক ব্যয় বাড়িয়েছে চীন। এছাড়া চীন সামরিক ব্যয় বাড়ানোয় জাপান, তাইওয়ান ও ভারতও সামরিক বাজেট বাড়িয়েছে বলে মনে করেন এই গবেষক। সামরিক বাজেট ১১ শতাংশ বাড়িয়েছে জাপান (৫০.২ বিলিয়ন ডলার) ও তাইওয়ান (১৬.৬ বিলিয়ন ডলার)। জার্মানির ফ্রাঙ্কফুর্টের পিস রিসার্চ ইনস্টিটিউটের রাষ্ট্রবিজ্ঞানী নিকলাস শ্যোরনিগ বলেন, আমরা এমন এক যুগে বাস করছি যখন সামরিক নিরাপত্তা অগ্রাধিকার পাচ্ছে এবং নিরাপত্তা ইস্যুটি সামরিক কাঠামোর ভিত্তিতে সংজ্ঞায়িত করা হচ্ছে। সেই অর্থে সংখ্যাগুলো ওই মানসিকতার প্রতিফলন মাত্র। ইউক্রেন যুদ্ধ, সাম্প্রতিক সময়ে ইসরায়েলে ইরানের হামলা, ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব একটি নতুন যুগে প্রবেশ করেছে। যেখানে অস্ত্র নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কারণ বেশিরভাগ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি সেকেলে বা আর কার্যকর হচ্ছে না। বর্তমান সময়ে হামলা চালানোর চেয়ে প্রতিরক্ষার বিষয়টি বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে। 
২৩ এপ্রিল ২০২৪, ০৮:৩৮

আইফোনকে টপকে শীর্ষে স্যামসাং
চলতি বছরের প্রথম চার মাসে বিশ্বব্যাপী বিক্রি কমেছে আইফোনের। এতে করে স্মার্টফোন বিক্রিতে বাজারের শীর্ষস্থান হারিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। তাদের টপকে বর্তমানে শীর্ষে অবস্থান করছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।  গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা সেন্টার (আইডিসি) রোববার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী স্যামসাং স্মার্টফোনের বিক্রি গত বছরের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৯৪ লাখে। দক্ষিণ কোরিয়াভিত্তিক টেক জায়ান্টটির বর্তমান  পরিমাণ । এর আগে ২০২৩ সালের শেষ চার মাসে রীতিমতো সুবাতাস বইছিল আইফোনের ব্যবসায়। ওই বছরের ডিসেম্বরে স্যামসাংকে হারিয়ে শীর্ষ ফোন বিক্রেতা হয় তারা। শেষ পর্যন্ত চার মাস পর আবার শীর্ষস্থান দখলে নিল স্যামসাং। ২০ দশমিক ৮ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে অ্যাপলকে তারা ঠেলে দিয়েছে দ্বিতীয় অবস্থানে। এই মুহূর্তে ১৭ দশমিক ৩ শতাংশ মার্কেট শেয়ার অ্যাপল স্মার্টফোনের।  এদিকে বাজারে নিজেদের অবস্থান আরও একটু শক্ত করে নিয়েছে শাওমি ও হুয়াওয়ের মতো কোম্পানিগুলো। চলতি বছরের প্রথম চার মাসে মার্কেটে ১৪ দশমিক ১ শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় অবস্থানে আছেন চীনের শীর্ষ স্মার্টফোন নির্মাতা শাওমি।  ২০২৪ সালের শুরুতে স্যামসাং বাজারে আনে তাদের সবশেষ ফ্ল্যাগশিপ সিরিজ এস-২৪। একই সময়ের মধ্যে এই সিরিজের ছয় কোটি ফোন বিক্রি হয় বিশ্বজুড়ে। বাজারে আসার প্রথম তিন সপ্তাহে বিশ্বব্যাপী এস-২৪ সিরিজের বিক্রি তার পূর্বসুরী ২৩ সিরিজের তুলনায় ৮ শতাংশ বেশি ছিল। আইডিসির প্রতিবেদন অনুযায়ী, এ বছরের প্রথম চতুর্থাংশে অ্যাপল বিক্রি করে পাঁচ কোটি ইউনিট ফোন। অথচ গত বছর একই সময়ে তারা বিশ্বজুড়ে সাড়ে পাঁচ কোটি ইউনিট ফোন সরবরাহ করেছিল। ২০২২-এর শেষ চতুর্থাংশের তুলনায় ২০২৩ সালে চীনে অ্যাপল স্মার্টফোনের সরবরাহ কমে ২.১ শতাংশ। চীন অ্যাপল ফোনের তৃতীয় বৃহত্তম বাজার। কিন্তু কিছু চীনা প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের অ্যাপল ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। চীনা অ্যাপ ব্যবহারে মার্কিন সরকারের কড়াকড়ি আরোপের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় শি জিন পিং প্রশাসন।
১৬ এপ্রিল ২০২৪, ১৬:৩১

রেমিট্যান্সে শীর্ষে ঢাকা, পাঁচ নম্বরে নোয়াখালী
প্রতি মাসে বিদেশ থেকে যে পরিমাণ রেমিট্যান্স আসে, তার বড় অংশই আসে ঢাকায় অবস্থিত বিভিন্ন ব্যাংকের শাখাগুলোতে। রেমিট্যান্স আসার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম। এরপরই রয়েছে সিলেট, কুমিল্লা ও নোয়াখালী। বাংলাদেশ ব্যাংকের জেলাভিত্তিক প্রবাসী আয়ের আট মাসের (জুলাই-ফেব্রুয়ারি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে প্রবাসীরা দেশে ১ হাজার ৫০৭ কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৬ লাখ ডলার এবং জানুয়ারিতে ২১০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আর গত ডিসেম্বরে দেশে প্রবাসী আয় আসে ১৯৮ কোটি ৯৮ লাখ ডলার, যা নভেম্বরে ছিল ১৯৩ কোটি ডলার। তথ্যমতে, আট মাসে ঢাকা জেলায় ৫২৩ কোটি ডলার ও চট্টগ্রাম জেলায় ১৪২ কোটি ডলার প্রবাসী আয় আসে। এই সময়ে সিলেট জেলায় ৮৭ কোটি, কুমিল্লায় ৮১ কোটি ও নোয়াখালীতে ৪৬ কোটি ডলার এসেছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ কোটি, ফেনীতে ৩৭ কোটি, মৌলভীবাজারে ৩৬ কোটি, চাঁদপুরে ৩৫ কোটি ও নরসিংদীতে ২৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৩ সালে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৯০ কোটি ডলার। ২০২২ সালে যা ছিল ২ হাজার ১৩০ কোটি ডলার। অর্থাৎ ২০২৩ সালে প্রবাসী আয়ে প্রায় ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। 
১৫ এপ্রিল ২০২৪, ১৩:২৭

দাবায় শীর্ষে বাংলাদেশের নীড়
থাইল্যান্ডের হুয়া হিন শহরে ২১তম ব্যাংক চেস ক্লাব দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ২ খেলায় পূর্ণ ২ পয়েন্ট নিয়ে ৩৯ জনের সাথে মিলিতভাবে টেবিলের শীর্ষে রয়েছেন। দুই খেলায় বাংলাদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হক দেড় পয়েন্ট, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান এক পয়েন্ট করে অর্জন করেছেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাশরিক সায়হান শান কোন পয়েন্ট পাননি। রোববার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় ফিদেমাস্টার মনন রেজা নীড় ফিলিপাইনের মহিলা আন্তর্জাতিকমাস্টার সান দিয়াগো ম্যারি এন্টোয়িনিটিকে ও ফিদেমাস্টার নাইম হক শ্রীকার্তিকা ভেলমুরুগানকে পরাজিত করেন। আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল চিনের ডং হংফুর কাছে, ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান ভারতের গ্র্যান্ডমাস্টার সায়ন্তন ঘোষের কাছে ও তাশরিক সায়হান শান ভারতের অত্রিনজয় সাহার কাছে হেরে গেছেন।
১৮ এপ্রিল ২০২৪, ১৭:০২

ঈদে দর্শকপ্রিয়তার শীর্ষে ‘রাজকুমার’
ঈদুল ফিতর উপলক্ষে এবার সারা দেশের প্রেক্ষাগৃহ গুলোতে মুক্তি পেয়েছে প্রায় ডজন খানেক সিনেমা। মুক্তি পাওয়া সিনেমাগুলোর মাঝে দর্শকদের চাহিদা ও  দর্শকপ্রিয়তার শীর্ষে আছে নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। ঈদের দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে ঈদের দিন থেকেই হাউসফুল যাচ্ছে  সিনেমাটি। অনেক সিনেমাপ্রেমীই টিকিট না পেয়ে ফিরে গেছেন। দর্শকদের চাপে অনেক হলেও বেড়েছে শো সংখ্যা। এদিকে স্টার সিনেপ্লেক্স থেকে ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘গ্রীন কার্ড’ ও ‘আহারে জীবন’র দর্শক চাহিদা না থাকায় প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে ফেলা হয়েছে। আর ঐ দুই সিনেমা নামিয়ে বাড়িয়ে দেয়া হয়েছে ‘রাজকুমার’র শোর সংখ্যা।  স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং অফিসার মেজবাহ উদ্দিন বলেন, সিনেপ্লেক্সে রাজকুমারের চাহিদা লক্ষণীয়। আশা করছি, এর শো আরও বাড়বে।  অন্যদিকে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার, লায়ন এবং চারটি থিয়েটারে মুক্তি পেয়েছিল ‘দেয়ালের দেশ’। কিন্তু মুক্তির দুই দিনের মধ্যে ছবিটি সিনেপ্লেক্সের রাজশাহীর শেখ মুজিব হাইটেক পার্ক শাখা থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সিনেপ্লেক্স কোনো মন্তব্য দেয়নি, তবে ওয়েব সাইটে দেখা যাচ্ছে প্রদর্শিত হওয়ার সিনেমার তালিকায় আগে দেয়ালের দেশ থাকলেও বর্তমানে নেই। সেখানে বরং আগের তুলনায় বেশি শো পেয়েছে শাকিবের ‘রাজকুমার’।  ‘রাজকুমার’র দিয়ে এমন সাড়া পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ছবির প্রযোজক আরশাদ আদনান। তিনি  বলেন, দেখুন আমরা কত হল পাব এসব ভেবে সিনেমা বানাইনি। আমরা আন্তর্জাতিকভাবে মুক্তির লক্ষে সিনেমা নির্মাণ করেছি। শাকিব খানকে দিয়ে বিশ্ববাজার ধরতে চেয়েছি আমরা। বাংলা সিনেমা আর পিছিয়ে নেই, এটি প্রমাণ করতে চাই। দেশের মতো বিদেশেও বাণিজ্যিক সফলতা পাবে রাজকুমার। আমি শতভাগ আত্মবিশ্বাসী।   দেশের ১২৫টির মতো সিনেমা হলে চলছে 'রাজকুমার'। জানা যায়, ২১২ টি সিনেমা হলের মধ্যে এই ছবি রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের তিন ভাগ হল পেয়েছে। এতে করে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানি (টেবিল কালেকশন) তুলেছে সিনেমাটি। পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার চলচ্চিত্র। এতে শাকিব-কোর্টনি ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান,  মাহিয়া মাহি, আরশ খান, , ডা.এজাজ।   
১৪ এপ্রিল ২০২৪, ২০:৪৭

লুটনকে উড়িয়ে শীর্ষে ম্যান সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে লুটন টাউনকে গোলবন্যায় ভাসিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। শিরোপার দৌড়ে লুটনের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে তারা।  সিটিজেনদের হয়ে মাতেও কোভাসিচ, আর্লিং হল্যান্ড, জেরেমি ডকু ও ইস্কো ভার্দিওল গোল করেন। অন্য গোলটি আত্মঘাতী। অন্যদিকে লুটনের হয়ে একমাত্র গোলটি করেন রস বার্কলে। শনিবার (১৩ এপ্রিল) ইতিহাদ স্টেডিয়ামে লুটন টাউনকে আতিথ্য দেয় ম্যান সিটি। ঘরের মাঠ সফরকারীদের পাত্তাই দেয়নি গার্দিওলার শিষ্যরা। বড় জয়ের দিনে লুটনের ভুলে প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যায় ম্যানসিটি। গোলের জন্য হালান্ড শট নিলে হাশিওকার ভুলে বল জালে ঢুকে যায়। এরপর প্রথমার্ধে আরও বেশ কিছু সুযোগ পেলেও নিখুঁত ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ম্যানসিটি। বিরতি থেকে ফিরে রীতিমতো গোলের পসরা সাজায় স্বাগতিকেরা। ম্যাচের ৬৪তম মিনিটে হুলিয়ান আলভারেজের কাছ থেকে পাওয়া বলে লক্ষ্যভেদ করেন মাতেও কোভাসিচ। এরপর ১২ মিনিট পরে পেনাল্টি পায় সিটিজেনরা। স্পট কিক থেকে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন হালান্ড। তবে ম্যাচের ৮১তম মিনিটে ব্যবধান কমান বার্কলে। ম্যাচের বাকি সময়ে আরও দুই গোলের রোমাঞ্চে শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি। এই জয়ে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট সিটিজেনদের। অন্যদিকে একটি করে কম ম্যাচ খেলা লিভারপুল ও আর্সেনালের পয়েন্ট সমান ৭১। তবে গোল ব্যবধানে এগিয়ে তালিকায় দুইয়ে মিকেল আর্তেতার শিষ্যরা।  
১৪ এপ্রিল ২০২৪, ১৩:৩৬

আইপিএলে উইকেট শিকারে শীর্ষে মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলছেন মোস্তাফিজুর রহমান। চলতি আসরে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে ক্যাপ্টেন কুলের দল। আর রেকর্ড চ্যাম্পিয়নদের এই তিন জয়ে বড় অবদান দ্য ফিজের। দলের জয়ে বল হাতে দারুণ অবদান রেখেছেন কাটার মাস্টার। চেন্নাইয়ের হয়ে প্রথম তিন ম্যাচে বল হাতে তার শিকার ছিল ৭ উইকেট। এরপর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা সংক্রান্ত কাজে এই পেসারকে বাংলাদেশে ফিরতে হয়। এতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে চতুর্থ ম্যাচটি খেলা হয়নি তার। এরপর কাজ শেষেই রোববার (৭ এপ্রিল) দলের সঙ্গে যোগ দেন তিনি। এক ম্যাচ বিরতি দিয়ে সোমবার (৮ এপ্রিল) ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেই চমক দেখান টাইগার এই পেসার। বল হাতে ৪ ওভারে ২২ রান খরচায় তার শিকার ২ উইকেট। নিজের অষ্টম ও নবম উইকেট শিকারের পর ফের পার্পল ক্যাপ ফিরে পান দ্য ফিজ। টাইগার এই পেসারের তোপের মুখে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের বেশি করতে পারেনি কেকেআর। এদিন জোড়া উইকেট শিকার করে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চলতি আসরে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে শীর্ষে ফিজ। সমান ম্যাচে ৮ উইকেট নিয়ে তালিকার দুইয়ে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। এর আগে, আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন দ্য ফিজ। এদিকে ঈদের পরই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলার এনওসি (অনাপত্তিপত্র) রয়েছে বাঁহাতি এই পেসারের। যে কারণে আগামী ১৪ এপ্রিল মুম্বাই, ১৯ এপ্রিল লখনৌ, ২৩ এপ্রিল ফের লখনৌ, ২৮ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষে মোস্তাফিজকে পাবে চেন্নাই। এরপর ১ ও ৫ মে পাঞ্জাবের বিপক্ষে, ১০ মে গুজরাট, ১২ মে রাজস্থান, ১৮ মে ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলবে চেন্নাই। তবে এই ম্যাচগুলোতে ফিজের সার্ভিস পাবে না চেন্নাই।
০৯ এপ্রিল ২০২৪, ১৫:৩০

ফের শীর্ষে আর্সেনাল
জমে উঠেছে আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ত্রিমুখী শিরোপা নির্ধারণী লড়াই। আজ আর্সেনাল তো কাল আবার লিভারপুর ছিনিয়ে নিচ্ছে টেবিলের রাজত্ব। শেষের দিকের ম্যাচগুলোতে এভাবেই জমজমাট তিন দলের শিরোপা লড়াই। এবার এই লড়াইয়ে আরেকবার লিভারপুলকে টপকে এক নম্বরে ওঠেছে গানাররা। শনিবার (৬ এপ্রিল) ব্রাইটনের বিপক্ষে মাঠে নেমেছিল আর্সেনাল। ওই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে মাইকেল আর্তেতার দল; ব্রাইটনকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। এদিন মাঠে বল দখলে বেশ পিছিয়ে ছিল আর্সেনাল। তবে আক্রমণে ক্ষুরধার গানাররা। তাদের নেওয়া ২০টি শটের মধ্যে সাতটিই ছিল লক্ষ্যে। তুমুল আক্রমণের একপর্যায়ে ম্যাচের ৩৩তম মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্তেতার দল। স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করে দলকে লিড এনে দেন বুকায়ো সাকা। বিরতি থেকে ফিরে আরও দুটি গোলের দেখা পেয়েছে আর্সেনাল। ম্যাচের ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাই হ্যাভার্টজ। এরপর ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দিকে ব্রাইটন থেকে ধারে আর্সেনালে যাওয়া লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে ব্যবধান বাড়ে দলটির। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠে ছাড়ে তারা।   এই জয়ে ৩১ ম্যাচে ৭১ পয়েন্টে টেবিলের শীর্ষে আর্সেনাল। অন্যদিকে সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তিনে ম্যানসিটি। আর তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্টে তালিকার দুইয়ে লিভারপুল।
০৭ এপ্রিল ২০২৪, ১৩:১২

দারুণ জয়ে টেবিলের শীর্ষে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানির দল শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে সহজ জয় পেয়েছে লিভারপুল। এই জয় নিয়ে হারানো শীর্ষস্থান ফিরে পেলো লিভারপুল।  বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে অ্যানফিল্ডে শেফিল্ড ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে দ্য রেডস। ম্যাচ জুড়ে একচেটিয়া আধিপত্য নিয়ে লড়ে ক্লপের বাহিনী।  ম্যাচের ১৭তম মিনিটে ডারউইন নুনেজের গোলে লিড পায় রেডস। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্গেন ক্লপের শিষ্যরা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮তম মিনিটে রাইট ব্যাক কনর ব্র্যাডলির ভুলে আত্মঘাতী গোল হজম লিভারপুল। আর তাতে সমতায় ফেরে শেফিল্ড ইউনাইটেড। তবে ৭৬তম মিনিটে ম্যাক অ্যালিস্টার আবারও এগিয়ে নেন লিভারপুলকে। তাকে গোলে সহায়তা করেন লুইস দিয়াজ। ম্যাচের শেষ মিনিটে অ্যান্ডি বরার্টসনের সহায়তায় কোডি গ্যাকপোর গোলে জয় নিশ্চিত করে ইয়ুর্গান ক্লপের দল। আরেক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে চেলসি। এই জয়ে সেরা দশে জায়গা করলো পচেত্তিনোর শিষ্যরা। এই জয়ে তাদের সংগ্রহ এখন ৭০ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আর্সেনাল। আর ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের তলানিতে শেফিল্ড। রেলিগেশন এড়াতে অন্তত ৭ পয়েন্ট দরকার তাদের।
০৫ এপ্রিল ২০২৪, ১৪:৩০

শীর্ষে আর্জেন্টিনা, দুঃসংবাদ পেলো বাংলাদেশ
বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম লেগে ৫-০ এবং ঘরের মাঠে ১-০ ব্যবধানে হেরেছিল জামাল-তপুরা। এই দুই হারের প্রভাব পড়েছে ফিফার র‌্যাঙ্কিংয়েও। তবে সবার শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফার সবশেষ হালনাগাদে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮৩ থেকে নেমে গেছে ১৮৪ তে। বাংলাদেশের মতো ভারতেও অবনমন ঘটেছে র‌্যাঙ্কিংয়ে। আকাশী নীলরা ১১৭ থেকে ১২১ এ নেমে গেছে ।  বিশ্বকাপ বাছাইয়ে প্রথম লেগে আফগানিস্তানের সঙ্গে ড্র করলেও ফিরতি লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরে যায় ভারত। আগের মতোই ১৬১তম অবস্থানে আছে মালদ্বীপ। তিন ধাপ পিছিয়ে নেপাল আছে ১৭৮তম স্থানে। ১৮৫তম স্থানে আছে ভুটান। পাকিস্তানের অবস্থান ১৯৫তে।   বিশ্ব ফুটবলে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরেই আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মার্চ উইন্ডোতে এল সালভাদরকে ৩-০ এবং কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আলবিসেলেস্তারা। অবস্থান পরিবর্তন হয়নি ফ্রান্সের, আছে দ্বিতীয় স্থানে। এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে বেলজিয়াম। অন্যদিকে ইংল্যান্ড তিন থেকে চারে নেমে গেছে। প্রীতি ম্যাচে ইংলিশরা ব্রাজিলের কাছে হেরেছে ১-০ ব্যবধানে। আগের মতোই পঞ্চম স্থানে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নেদারল্যান্ডসকে সাতে ঠেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পর্তুগাল। সেরা দশের বাকি তিন দেশ স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।
০৪ এপ্রিল ২০২৪, ১৫:৩৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়