• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
ঢাকার শীর্ষ সন্ত্রাসীর মালয়েশিয়ায় মৃত্যু
ঢাকার শীর্ষ সন্ত্রাসী খোন্দকার তানভীর ইসলাম জয় মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা গেছেন। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে স্বজনের কাছে তার মরদেহ হস্তান্তর করেছে দেশটির পুলিশ। জানা গেছে, জয় তারেক রানা পরিচয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। কয়েক বছর ধরে কিডনির রোখে ভুগছিলেন তানভীর।  গত ১২ এপ্রিল সকালে তার গৃহকর্মী অ্যাপার্টমেন্টে এসে কলিং বেল বাজানোর পরও সাড়া না পেয়ে ভবনের নিরাপত্তাকর্মীদের জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে জয়ের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতাল তকে মৃত ঘোষণা করে। জয়ের এক বোন মরদেহ নিতে মালয়েশিয়ায় গেছেন। তবে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ায় তার দাফন সম্পন্ন হয়। নব্বইয়ের দশকে রাজধানীর কলাবাগানের ধনাঢ্য পরিবারের সন্তান জয় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। সন্ত্রাসী গ্রুপ লিয়াকত-হান্নানের প্রতিদ্বন্দ্বী হিসেবে আন্ডারওয়ার্ল্ডে আলোচিত হন তিনি। সে সময় জয়ের গ্রুপটি পুলিশের কাছে সেভেন স্টার নামে পরিচিতি পায়। তার বিরুদ্ধে ৩টি হত্যাকাণ্ড, ২টি হত্যাচেষ্টা, মারাত্মক জখম ও চাঁদার জন্য শারীরিক ক্ষতির হুমকি দেওয়ার অনেকগুলো অভিযোগ ছিল। ২০০০ সালে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা চাওয়ার অভিযোগে গ্রেপ্তার হন জয়। এরপর জেল থেকে মুক্ত হয়ে ভারতে গিয়ে তারেক রানা নামে পাসপোর্ট করে ২০০১ সালে মালয়েশিয়া চলে যান তিনি। এরপর ফের ভারতে আসেন তিনি। ভারতে থাকাকালে তার নামসহ ২৩ শীর্ষ সন্ত্রাসীর পোস্টার প্রকাশ করে পুলিশ। ২০০৫ সালে বাংলাদেশের অনুরোধে ইন্টারপোল জয়ের বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিশ’ জারি করে।  
১৬ এপ্রিল ২০২৪, ১৭:১৪

বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের মাত্র ৩টি
বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস)।  তালিকায় এক হাজারের মধ্যে বাংলাদেশের মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ৬৯১ থেকে ৭০০ অবস্থানে, বুয়েট ৮০১ থেকে ৮৫০ অবস্থানে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ৮৫১ থেকে ৯০০ অবস্থানে রয়েছে। এ ছাড়া শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিবেশী ভারতের ৪৫টি এবং পাকিস্তানের ১৪টি জায়গা করে নিয়েছে। কিউএস র‌্যাংকিংয়ে বিশ্বের সেরা তিনটি বিশ্ববিদ্যালয় হলো এমআইটি, ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেরা ১০ এর মধ্যে এশিয়ার মাত্রা একটি বিশ্ববিদ্যালয় আছে। সেটি হলো ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। এদিকে, বৈশ্বিক র‌্যাংকিংয়ের পাশাপাশি বিভাগভিত্তিক তালিকাও প্রকাশ করেছে কিউএস। সেখানে কলা ও মানবিক বিভাগে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। ৫০১ থেকে ৫৫০ অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ছাড়া প্রকৌশল ও প্রযুক্তি বিভাগে বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বুয়েট ৩০৫তম অবস্থানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ৫০০ থেকে ৫৫০ অবস্থানের মধ্যে রয়েছে। সোশ্যাল সায়েন্স ও ম্যানেজমেন্ট বিভাগে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ৪০১ থেকে ৫০০ অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়।  লাইফ সায়েন্স ও মেডিসিন বিভাগ এবং ন্যাচারাল সায়েন্স বিভাগে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি।
১৩ এপ্রিল ২০২৪, ২২:১৮

জামিন পেলেন ট্রান্সকমের শীর্ষ তিন কর্তা
হত্যাসহ প্রতারণার চার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন। বুধবার (৩ এপ্রিল) আসামিরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আহমেদ তাদের জামিন মঞ্জুর করেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ট্রান্সকম গ্রুপের আইনজীবী শাহিনুর ইসলাম। পৃথক চারটি মামলা দায়েরের সময় ট্রান্সকম গ্রুপের তিন শীর্ষ কর্তা বিদেশে ছিলেন। যাতে তারা কোনো ধরনের বাধা ছাড়া দেশে ফিরে আইনিভাবে বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, সে জন্য উচ্চ আদালতে পৃথক রিট আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত তাদের কোনো ধরনের বাধা ছাড়াই দেশে ফেরা এবং ফেরার পর ৭২ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণ করার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিলেন। ট্রান্সকম গ্রুপের শীর্ষ তিন কর্তা দেশে ফিরেই আজ বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। এরপর তারা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালতে আত্মসমর্পণ ও জামিন আবেদন করেন। পরে শুনানি নিয়ে আদালত চারটি মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। ট্রান্সকম গ্রুপের সম্পত্তি ও শেয়ারসংক্রান্ত বিরোধের জেরে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক তার বড় বোন ও ট্রান্সকম গ্রুপের বর্তমান সিইও সিমিন রহমান এবং গ্রুপের বর্তমান চেয়ারম্যান ও তাদের মা শাহনাজ রহমানসহ ট্রান্সকমের আট কর্মকর্তার বিরুদ্ধে চারটি মামলা করেছেন। এর মধ্যে একটি মামলায় শাযরেহ হক তার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগ এনেছেন সিমিন রহমানসহ ১১ আসামির বিরুদ্ধে।  গত ২১ মার্চ রাতে গুলশান থানায় এ মামলা দায়ের করেন ট্রান্সকমের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ। ২০২৩ সালের ১৬ জুন ঢাকার গুলশানের বাসায় নিজের শোয়ার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় আরশাদ ওয়ালিউর রহমানকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২০ সালের ১ জুলাই লতিফুর রহমানের মৃত্যু হলে এক মাসের মাথায় ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যানের দায়িত্বে আসেন লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান, বড় মেয়ে সিমিন হোসেন পান সিইওর দায়িত্ব। সাড়ে তিন বছরের মাথায় ছোট মেয়ে শাযরেহ হক মামলার পথে হাঁটায় এই পরিবারের কর্তৃত্বের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।
০৩ এপ্রিল ২০২৪, ১৬:৪৫

হাটহাজারীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সালাহউদ্দিন গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারীতে মো. সালাহউদ্দিন লিটন (৪২) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে অবৈধ ওয়ান শ্যুটারগান ও এলজিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।   শুক্রবার (২২ মার্চ) ভোরে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও বালুছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সালাহউদ্দিন হাটহাজারী থানার খন্দকিয়া বহাদ্দার বাড়ির মৃত কামাল উদ্দিনের ছেলে। এ বিষয়ে  চট্টগ্রাম র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তার সালাহউদ্দিনসহ কয়েকজন সন্ত্রাসী কুলগাঁও বালুছড়া এলাকায় অবস্থান করছিল। গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে জানতে পেরে বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে র‌্যাব অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সালাহউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই সন্ত্রাসীদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান ও একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। তিনি বলেন, সন্ত্রাসী সালাহউদ্দিন দীর্ঘদিন স্থানীয়ভাবে চাঁদাবাজি, জমি দখল ও প্রভাব বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এছাড়া তিনি বিভিন্ন মাদক কারবারিদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতে জব্দকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছিল মর্মে স্বীকার করে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।
২২ মার্চ ২০২৪, ২৩:০৮

শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার
রাজধানীর শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা। তিনি বলেন, রাজধানীর বাড্ডা থেকে গত ১৮ ফেব্রুয়ারি শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের অনুসারী আমজাদ হোসেন সোহেল ওরফে চাক্কু সোহেলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে বাড্ডা থানায় অস্ত্র আইনে মামলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম ভূঁইয়া আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে চাক্কু সোহেল জানায়, জনৈক মোহাম্মদ রহিমের নিকট একটি বিদেশি রিভলবার রয়েছে। মোহাম্মদ রহিম আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবুল বাশারের একনিষ্ঠ সহযোগী এবং অস্ত্রের রক্ষণাবেক্ষণকারী।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৯

বার্সেলোনাকে হটিয়ে আবারও শীর্ষ দুইয়ে জিরোনা
লা লিগায় গত শনিবার গেটাফেকে ৪-০ গোলে হারিয়ে জিরোনাকে তিনে নামিয়ে শীর্ষ দুইয়ে উঠেছিল বার্সেলোনা। তবে দুই দিনের ব্যবধানে জায়গা হারালো স্প্যানিশ জায়ান্টরা। ভায়েকানোকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সেরা দুইয়ে নিজেদের জায়গা ফের দখল করে নিয়েছে জিরোনা। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রায়ো ঘরের মাঠে ব্রাজিলিয়ান তারকা সেভিওর শেষ সময়ের জোড়া গোলে ৩-০ গোলে জয় পেয়েছে জিরোনা। এই জয়ে ২৬ ম্যাচে জিরোনার পয়েন্ট ৫৯। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৫৭। একই সমান ম্যাচ খেলে লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৫। চলতি মৌসুমে পয়েন্ট টেবিলে শীর্ষ দখলের জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই করছে। এই মৌসুমে তারা শুরুর দিকে টানা ১৫ ম্যাচে অপরাজিত ছিল। রিয়ালের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর অ্যাথলেটিক বিলবাওয়ের কাছেও হারে ৩-২ গোলে। টানা দুই হারে কিছুটা ব্যাকফুটে চলে গেলেও আবার জয়ে ফিরে শিরোপা জয়ের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে ক্লাবটি। এদিন ঘরের মাঠে শুরু থেকে আক্রমণ করতে থাকে জিরোনা। তবে গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল করতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ম্যাচের ৫২ মিনিটে ভিক্টর সায়ড়গানকোভের গোলে এগিয়ে যায় জিরোনার। গোল হজমের পর ম্যাচের ৭৬ মিনিটে পেপ চাভারিয়া লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ভায়েকানা।  এই দুর্বলতার সুযোগে অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে ব্যবধান বাড়ায় তারা। অবশেষে ৩-০ গোলে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে জিরোনা।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১

ইলন মাস্ককে টপকে শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট
ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে উঠে এসেছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম হওয়া বার্নার্ড আর্নল্ট বিলাসবহুল পণ্য এলভিএমএইচ মোয়েত হেনেছি লুই ভিতনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তার মোট সম্পদের পরিমাণ ২০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে ইলন মাস্কের নাম, তার মোট সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। তালিকায় তৃতীয় হয়েছেন জেফ বেজোস, তার মোট সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। তালিকায় শীর্ষ দশে থাকা নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকায় বিশ্বের শীর্ষ ১০ জন ধনীরা ব্যক্তি হলেন- ১. বার্নার্ড আর্নল্ট এবং তার পরিবার (ফ্রান্স), মোট সম্পদের পরিমাণ ২০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার ২. ইলন মাস্ক (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ৩. জেফ বেজোস (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার ৪. ল্যারি এলিসন (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১৪২ দশমিক ২ বিলিয়ন ডলার ৫. মার্ক জুকারবার্গ (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১৩৯ দশমিক ১ বিলিয়ন ডলার ৬. ওয়ারেন বাফেট (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২৭ দশমিক ২ বিলিয়ন ডলার ৭. ল্যারি পেজ (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২৭ দশমিক ১ বিলিয়ন ডলার ৮. বিল গেটস (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২২ দশমিক ৯ বিলিয়ন ডলার ৯. সের্গেই ব্রিন (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২১ দশমিক ৭ বিলিয়ন ডলার ১০. স্টিভ বলমার (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১১৮ দশমিক ৮ বিলিয়ন
২৯ জানুয়ারি ২০২৪, ২২:২৯

অগ্রণী ব্যাংকের এমডিসহ ৫ শীর্ষ কর্মকর্তার কারাদণ্ডের রায় স্থগিত
অগ্রণী ব্যাংকের এমডি মো. মুরশেদুল কবীরসহ পাঁচ শীর্ষ কর্মকর্তাকে হাইকোর্টের দেওয়া ৩ মাসের কারাদণ্ডের রায় আগামী ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে অগ্রণী ব্যাংকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ব্যাংক কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির, অ্যাডভোকেট শামীম খালেদ ও ব্যারিস্টার তানজীবুল আলম। এ ছাড়া মুন গ্রুপের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও অ্যাডভোকেট নুরুল আমীন। এর আগে, গত ২৩ জানুয়ারি আদালতের আদেশ অমান্য করায় অগ্রণী ব্যাংকের এমডি মো. মুরশেদুল কবীরসহ পাঁচ শীর্ষ কর্মকর্তাকে  ৩ মাসের দেওয়ানি বিনাশ্রম কারাদণ্ড দেন  হাইকোর্ট। একই সঙ্গে তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়। রায় পাওয়ার চার সপ্তাহের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়। অন্য চার কর্মকর্তা হলেন— অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার জেনারেল ম্যানেজার মো. ফজলুল করিম, এলপিআরে যাওয়া আরেক জেনারেল ম্যানেজার এ কে এম ফজলুল হক, অগ্রণী ব্যাংকে ডেপুটি ম্যানেজার-২ শ্যামল কৃষ্ণ সাহা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-১ মিসেস ওয়াহিদা বেগম। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে বুধবার (২৪ জানুয়ারি) আপিল বিভাগে আবেদন করেন ব্যাংক কর্মকর্তাদের আইনজীবী শামীম খালেদ। এরপর বৃহস্পতিবার আপিল শুনানিতে রায় স্থগিত করলো আপিল বিভাগ। আইনজীবীরা জানান, ২০১৭ সাল পর্যন্ত মুন গ্রুপের কাছে অগ্রণী ব্যাংকের ডিগ্রি মূলে পাওনা ৫৩৯ কোটি টাকা। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের প্রধান শাখা থেকে পাওনার ২৫ শতাংশ কিস্তিতে পরিশোধের জন্য মুন গ্রুপের কাছে চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঋণের ২৫ শতাংশ পরিশোধ না করলে মুন গ্রুপকে খেলাপি তালিকাভুক্ত করে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে পাঠানো হবে। ব্যাংকের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে ঘোষণামূলে ডিগ্রি প্রার্থনা করা হয়। একই সঙ্গে ব্যাংকের চিঠির বিরুদ্ধে আদেশ প্রার্থনা করে অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। এই আদেশ নামঞ্জুর করেন নিম্ন আদালত। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে বিবিধ আপিল দায়ের করে মুন গ্রুপ। হাইকোর্ট ২০২১ সালের ২ ডিসেম্বর ব্যাংকের চিঠির ওপর স্থিতাবস্থা জারি করেন। পাশাপাশি রুল দেন। এদিকে নির্ধারিত সময়ে ঋণের ২৫ শতাংশ কিস্তি পরিশোধ না করায় মুন গ্রুপকে খেলাপি তালিকাভুক্ত করে অগ্রণী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে সিআইবি পাঠায়। পরে মুন গ্রুপ অগ্রণী ব্যাংকের এমডিসহ চার নির্বাহীর বিরুদ্ধে ভায়োলেশন মোকাদ্দমা দায়ের করেন। মামলার শুনানি শেষে অগ্রণী ব্যাংকের এমডি, ডিএমডিসহ ৫ কর্মকর্তাকে ৩ মাসের দেওয়ানি কারাদণ্ড দেন হাইকোর্ট।
২৫ জানুয়ারি ২০২৪, ১৭:২৯

সিঙ্গাপুরে শীর্ষ কর্মকর্তার সঙ্গে বাংলাদেশি প্রবাসীর আবেগঘন মুহূর্ত ভাইরাল (ভিডিও)
সোনা মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি এখন দেশ-বিদেশের সংবাদমাধ্যমে শিরোনাম। প্রিয় কোম্পানি ছেড়ে আসার সময় তিনি কোম্পানিটির শীর্ষ কর্মকর্তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পরেন, আবেগঘন ওই মুহূর্তের ভিডিওটি এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বুধবার (১৭ জানুয়ারি) বিদায়ী অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করেছেন সোনা মিয়ার একজন সহকর্মী। ক্যাপশনে তিনি লিখেছেন যে, সোনা মিয়া ৩২ বছর সিঙ্গাপুরে থাকার পর এসওয়াইসি-তে কাজ করার ২৭ বছর স্মরণে এই বিদায়ী অনুষ্ঠান। জানা যায়, ৬০ বছরের সোনা মিয়া সংসার চালাতে দীর্ঘ ৩২ বছর কাজ করেছেন সিঙ্গাপুরে। এর মধ্যে ২৭ বছর ধরে তিনি কাজ করেছে এসওয়াইসি (SYC) কোম্পানিতে। বহু বছর সেখানে কাজ করার পর তিনি বাংলাদেশে ফিরে পরিবারের সঙ্গে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। আর তাই তার কোম্পানি তার জন্য একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেন। যেখানে অন্যান্য সহকর্মীদের মধ্যে কোম্পানিটির শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় সোনা মিয়ার সহকর্মীরা তার অক্লান্ত পরিশ্রমের জন্য প্রশংসা এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সে সময় এসওয়াইসি কোম্পানিটির একজন শীর্ষ কর্মকর্তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পরেন এবং তার বসও তাকে জড়িয়ে ধরেন। সোনা মিয়ার মতো তাকেও অশ্রুশিক্ত হতে দেখা গেছে।  নেটিজেনদের অনেকেই এসওয়াইসি’র কর্মীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এর প্রচেষ্টার প্রশংসা করেছেন। কোম্পানিগুলোর তাদের কর্মীদের, বিশেষ করে বিদেশি এবং দীর্ঘ সময়ের কর্মীদের সঙ্গে এভাবেই ব্যবহার করা উচিত বলেও মন্তব্য করেছেন নেটিজেনরা।  অনুষ্ঠানে সোনা মিয়ার সময়কে স্মরণ করার জন্য এসওয়াইসি'র কর্তারা তাকে আন্তরিক বিদায়ী অনুষ্ঠানের পাশাপাশি একটি সোনার চেইন এবং বোনাসসহ অন্যান্য অনেক কিছু উপহার দিয়েছিলেন। ভিডিওটি দেখতে ক্লিক করুণ। 
২৫ জানুয়ারি ২০২৪, ১৩:২৪

অগ্রণী ব্যাংকের এমডিসহ ৫ শীর্ষ কর্মকর্তার কারাদণ্ড
আদালতের আদেশ অমান্য করায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর এবং ব্যাংকটির পাঁচ শীর্ষ কর্মকর্তাকে ৩ মাসের  বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। রায় পাওয়ার চার সপ্তাহের মধ্যে তাদের ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এমডি ছাড়া কারাদণ্ড পাওয়া অন্য চার কর্মকর্তা হলেন অগ্রণী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-২ শ্যামল কৃষ্ণ সাহা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-১ ওয়াহিদা বেগম, প্রিন্সিপাল শাখার জেনারেল ম্যানেজার মো. ফজলুল করিম এবং এলপিআরে যাওয়া জেনারেল ম্যানেজার এ কে এম ফজলুল হক।   বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৩ জানুয়ারি) এ রায় দিয়েছেন।   বুধবার (২৪ জানুয়ারি) রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট নুরুল আমীন।   তিনি বলেন, আদালত অবমাননার দায়ে অগ্রণী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের হাইকোর্ট ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন। বিস্তারিত তথ্য পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।   এদিকে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে বুধবার আপিল বিভাগে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তাদের আইনজীবী শামীম খালেদ। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।   আইনজীবীরা জানান, ২০১৭ সাল পর্যন্ত মুন গ্রুপের কাছে অগ্রণী ব্যাংকের ডিগ্রি মূলে পাওনা ৫৩৯ কোটি টাকা। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের প্রধান শাখা থেকে পাওনার ২৫ শতাংশ কিস্তিতে পরিশোধের জন্য মুন গ্রুপের কাছে চিঠি দেওয়া হয়।   চিঠিতে বলা হয়, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঋণের ২৫ শতাংশ পরিশোধ না করলে মুন গ্রুপকে খেলাপি তালিকাভুক্ত করে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে পাঠানো হবে।   ব্যাংকের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে ঘোষণামূলে ডিগ্রি প্রার্থনা করা হয়। একইসঙ্গে ব্যাংকের চিঠির বিরুদ্ধে আদেশ প্রার্থনা করে অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। এই আদেশ নামঞ্জুর করেন নিম্ন আদালত। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে বিবিধ আপিল দায়ের করেন মুন গ্রুপ। হাইকোর্ট ২০২১ সালের ২ ডিসেম্বর ব্যাংকের চিঠির ওপর স্থিতাবস্থা জারি করেন। পাশাপাশি রুল দেন।   এদিকে নির্ধারিত সময়ে ঋণের ২৫ শতাংশ কিস্তি পরিশোধ না করায় মুন গ্রুপকে খেলাপি তালিকাভুক্ত করে অগ্রণী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে সিআইবি পাঠায়। পরে মুন গ্রুপ অগ্রণী ব্যাংকের এমডিসহ চার নির্বাহীর বিরুদ্ধে ভায়োলেশন মোকাদ্দমা দায়ের করেন। মামলার শুনানি শেষে অগ্রণী ব্যাংকের এমডি, ডিএমডিসহ ৫ কর্মকর্তাকে ৩ মাসের দেওয়ানি কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।
২৫ জানুয়ারি ২০২৪, ১০:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়