• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
হিলিতে শিক্ষক-কর্মচারী ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত
দিনাজপুরের হিলিতে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে হাকিমপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব লিমিটেডের ভাইস চেয়ারম্যান ফাহমিদা সুলতানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ‘ক’ অঞ্চলের ডিরেক্টর জিল্লুর রহমান, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, ক্লাবের জেলা সহকারী ব্যবস্থাপক হাবিবুর রহমান, বিরামপুর ক্লাবের চেয়ারম্যান মোকাররম হোসেন, ফুলবাড়ি উপজেলা ক্লাবের চেয়ারম্যান আবুল হাসান মিলন, হাকিমপুর ক্লাব সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সহসভাপতি রবিউল ইসলাম টুটুল, ট্রেজারার আজিনুর রহমান, ডিরেক্টর নার্গিস পারভীন, কাওসার রহমান, উপজেলা ক্লাবের ব্যবস্থাপক মোস্তাকিম, প্রোগাম অফিসার আব্দুল আলিম, অফিস সহায়ক মিনহাজুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণ এবং তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করা হয়। সভায় বক্তারা ক্লাব ক্রেডিট ইউনিয়নের শিক্ষক কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে শেষে সকল সদস্যদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর জেলা ক্লাবের ব্যবস্থাপক তাপস কুমার।
২০ এপ্রিল ২০২৪, ১৬:৫২

এমপিওভুক্ত হচ্ছেন আরও সাড়ে ৫ হাজার শিক্ষক-কর্মচারী
বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৫ হাজার ৪৬৩ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলে ৪ হাজার ৬৯৬ জন ও কলেজের ৭৬৭ জন রয়েছেন। এ ছাড়া ২ হাজার ৮২৮ জন শিক্ষককে উচ্চতর স্কেল ও ১ হাজার ৪৫৩ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর ১৩২ জন প্রভাষককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।  মঙ্গলবার (১৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় নতুন এমপিওভুক্তির এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদ। এতে শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা, মাউশি অধিদপ্তরের ৯ জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ ৩৫ জন কর্মকর্তা অংশ নেন। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, স্কুলের ৪ হাজার ৬৯৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩১০, চট্টগ্রামের ৩৩৮, কুমিল্লার ২৮৯, ঢাকার ৭৪১, খুলনার ৫৯১, ময়মনসিংহের ৫১৪, রাজশাহীর ১ হাজার ৬১, রংপুরের ৬৮৩ এবং সিলেটের ১৬৯ জন। কলেজের ৭৬৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৭৩ জন, চট্টগ্রামের ২৪, কুমিল্লার ৪৩, ঢাকার ১৬০, খুলনার ৭৬, ময়মনসিংহের ১১৮, রাজশাহীর ১২৩, রংপুরের ১০৫ এবং সিলেট অঞ্চলের রয়েছেন ৪৫ জন। মাউশি অধিদপ্তর সূত্র জানায়, নিয়ম অনুযায়ী-গত কয়েকমাসে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। জানুয়ারি মাসের আবেদন নিষ্পত্তি করে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। নতুন এমপিওভুক্তদের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পাওয়া শিক্ষকই বেশি। প্রতি দুমাস পর পর মাউশিতে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৭ জানুয়ারি বেসরকারি স্কুল-কলেজের ৯ হাজার ৬৫০ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ যে অর্থ সরকার দিয়ে থাকে, তাকে ইংরেজিতে বলা হয় মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও।
২০ মার্চ ২০২৪, ০৯:২৫

আরও শিক্ষক-কর্মচারী সুখবর পেলেন
দেশের বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আরও ১৮৩ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। এমপিও অনুমোদন কমিটির ৩১তম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়। সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদফতর থেকে তাদের এমপিও কার্যকর করে আদেশ জারি করা হয়েছে। ২০২০ খ্রিস্টাব্দের নভেম্বরে জারি হওয়া এমপিও নীতিমালার আলোকে এ শিক্ষক-কর্মচারীদের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।   জানা গেছে, এদের মধ্যে কৃষি ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানের ১০, এসএসসি ভোকেশনাল প্রতিষ্ঠানের ৪০ ও এইচএসসি বিএম প্রতিষ্ঠানের ১৩৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এসব শিক্ষক-কর্মচারীদের এমপিও ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে। প্রকাশিত ওই তালিকায় কয়েক মাসে কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী ও প্রতিষ্ঠান প্রধান এবং বেশ কয়েকবছর আগে নিয়োগ পাওয়া শিক্ষকরাও রয়েছেন।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২২

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পরীক্ষা নিয়ে লুকোচুরি অনিয়-দুর্নীতির প্রতিবাদে ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. মো. আবু নঈম শেখ’র অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সচেতন সুনামগঞ্জবাসীর ব্যানারে জাগো সুনামগঞ্জবাসী শ্লোগানে আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মস‚চি পালিত হয়। মানববন্ধনে আইনজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।  অ্যাড. এনাম আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস, সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল তুহিন, নারী নেত্রী গৌরী ভট্টাচার্য, অ্যাড. বুরহান উদ্দিন দোলন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, অ্যাড. তৈয়বুর রহমান বাবুল, অ্যাড. আব্দুল করিম, অ্যাড. শুকুর আলী, অ্যাড. জিয়াউর রহমান শামীন, অ্যাড. বিমান কান্তি রায়, অ্যাড. শাহাবুদ্দিন চৌধুরী, অ্যাড. আনিসুজ্জামান শামীম, অ্যাড. মনীষ কান্তি দে মিন্টু, অ্যাড. আবুল আজাদ রুমান, অ্যাড. মাজহারুল ইসলাম, অ্যাড. পঙ্কজ তালুকদার, অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, জেলা উচীদীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অ্যাড. এ আর জুয়েল, হাওর বাঁচাও আন্দোলনের নেতা আনোরুল হক প্রমুখ।   মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ায় হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে। কিন্তু শুরুতেই শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নিয়ে ভিসি লুকোচুরি, অনিয়ম-দুর্নীতি করছেন। বিশ্ববিদ্যালয়ের নানা কাজে বিভিন্ন প্রতিষ্ঠানের কাঝে ভিসি সুযোগ-সুবিধা চাইছেন। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সুনামগঞ্জে না নিয়ে ঢাকা, গাজীপুরে করছেন তিনি। এছাড়া পরীক্ষা ফলাফল নিয়েও লুকোচুরি হচ্ছে। তাই অবিলম্বে সকল নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। সকল নিয়োগ পরীক্ষা সুনামগঞ্জে নেয়ার দাবিসহ বর্তমান ভিসির অপসারণ দাবি করেন বক্তারা। অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ গণমাধ্যমকে বলেন, নতুন বিশ্ববিদ্যালয়ের সবগুলোরই নিয়োগ পরীক্ষা ঢাকায় হচ্ছে। যারা বুঝেন না, তারা এসব নিয়ে সমালোচনা করছেন। সুনামগঞ্জে এই পরীক্ষা নেওয়া কঠিন। শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঢাকা, জাহাঙ্গীরনগর এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনজন প্রফেসর ছিলেন। তাদেরকে ওখানে নিয়ে যাওয়া কঠিন। ওখানে এখনও ভিসির একটি গাড়ী পাওয়া যায় নি। অফিসেরও কোনো ভালো ব্যবস্থা হয়নি। এখানে প্রফেসরদের রাখারও কোনো ব্যবস্থা নেই। নিয়োগ পরীক্ষা স্বচ্ছতার সঙ্গেই হচ্ছে। পরীক্ষায় কোনো অনিয়ম-দুর্নীতি হচ্ছে না।   
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২২

এমপিওভুক্ত হচ্ছেন আরও যেসব শিক্ষক-কর্মচারী
বেসরকারি স্কুল ও কলেজে নতুন নিয়োগ পাওয়া ৯ হাজার ৬৫০ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি। বুধবার (১৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় নতুন এমপিওভুক্তির এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। নতুন এমপিওভুক্তির তালিকায় স্কুলের ৮ হাজার ১৬৩ জন ও কলেজের ১ হাজার ৪৮৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, স্কুলের ৮ হাজার ১৬৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩৮৪, চট্টগ্রামের ৫৮৭, কুমিল্লার ৬০৯, ঢাকার ১ হাজার ৩৪৩, খুলনার ৯৪৫, ময়মনসিংহের ১ হাজার ৪৬০, রাজশাহীর ১ হাজার ২৯১, রংপুরের ১ হাজার ২ এবং সিলেটের ৫৪২ জন রয়েছেন। কলেজের ১ হাজার ৪৮৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৮৬, চট্টগ্রামের ১৩২, কুমিল্লার ১৩০, ঢাকার ১৭১, খুলনার ২০০, ময়মনসিংহের ১৬০, রাজশাহীর ২৭৮, রংপুরের ২২৫ এবং সিলেট অঞ্চলের ১০৫ জন। মাউশি সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। ডিসেম্বর মাসের আবেদন নিষ্পত্তি করে তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। নতুন এমপিওভুক্তদের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পাওয়া শিক্ষকই বেশি। উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ যে অর্থ সরকার প্রদান করে থাকে, তাকে ইংরেজিতে বলা হয় মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও।
১৮ জানুয়ারি ২০২৪, ১১:১৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়