• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
নড়াইলে ১০ দোকানে হামলা, মালামাল-অর্থ লুট
নড়াইলে ১০টি দোকান ভাঙচুর, নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।  বুধবার (১০ এপ্রিল) ভোরে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নড়াইল সদর থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন বাজারের ব্যবসায়ী মাহমুদুল হাসান রনি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে গন্ধর্ব্যখালী গ্রামে  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপ রয়েছে। একটি এই মামলার বাদীপক্ষের অর্থাৎ মিনাদের গ্রুপ অন্যটি ওহাব বিশ্বাসের গ্রুপ। মামলার এজহার ও ভুক্তভোগীদের বিবরণে জানা গেছে, গত ৯ এপ্রিল রাত ৯টার দিকে গন্ধর্ব্যখালী বাজারে মিনা গ্রুপের জাহাঙ্গীর শেখের ছেলে জয়নাল শেখের (২১) সাথে মোবাইলে মেসেজ আদান-প্রদান নিয়ে কথা-কাটাকাটি হয় প্রতিপক্ষ বিশ্বাস গ্রুপের নয়ন বিশ্বাসের। এ সময় মামলার বাদী বাজারের ব্যবসায়ী মাহমুদুল হাসান রনি ঠেকানোর উদ্দেশ্যে এগিয়ে যান। তখন নয়ন বিশ্বাস বলেন, ‘আমার সঙ্গে কথা-কাটাকাটির মজা পরে দেখাব।’  পরদিন ভোর সাড়ে ৬টায় সাঈদ মোল্যা ও ওহাব বিশ্বাসের নেতৃত্বে বিশ্বাস গ্রুপের জামাল বিশ্বাস, সবুজ বিশ্বাস, নয়ন বিশ্বাসসহ আসামিরা রামদা, লোহার রড, ও কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদী মাহমুদুল হাসান রনিদের পক্ষের অর্থাৎ মিনা গ্রুপের অন্তত ১০টি দোকানপাটে হামলা করে মালামাল ও টাকাপয়সা লুট করে নিয়ে যায়।  এ ব্যাপারে অভিযুক্ত ওহাব বিশ্বাস বলেন, বিগত সময়ে প্রতিপক্ষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দোকাপাটে সামান্য ভাঙচুর করেছে তাদের লোকজন। কিন্তু মালামাল বা টাকাপয়সা লুটের ঘটনা সত্য নয়। চন্ডিবরপুর ইউনিয়নে দায়িত্বরত থানা পুলিশের বিট অফিসার এসআই পলাশ কুমার বলেন, ওই এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্তা নেওয়া হবে।  
১১ এপ্রিল ২০২৪, ২১:৫৫

গভীর সমুদ্রে ট্রলার ডাকাতি, ১৫ লাখ টাকার মাছ লুট
বরগুনার পাথরঘাটার সগির কোম্পানি মালিকানাধী এফবি তারেক-১ নামের একটি ট্রলারে গভীর সমুদ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৫ লাখ টাকার মাছ ও রসদসামগ্রী লুটে নিয়েছে ডাকাত দল। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল ৫ টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। ট্রলার মালিকের বাড়ি উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামে। জেলেদের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়। ডাকাতি হওয়া এফবি তারেক-১ ট্রলারের মালিক সগির হোসেন বলেন, সোমবার (১ এপ্রিল) পাথরঘাটা ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায় ১৭ জন জেলে। কদিনে অনেক মাছ পায় জেলেরা। ঘটনার সময় রাতে ট্রলারটি সাগরে জাল ফেলে নোঙর করে ঘুমিয়ে পড়ে জেলেরা। কিছুক্ষণ পর ডাকাতরা আকস্মিক ট্রলারে উঠে জেলেদের মারধর করে এবং ট্রলারে থাকা জাল, তেল, আহরিত ইলিশসহ অন্যান্য মাছ লুটে নিয়ে যায়। তিনি আরও বলেন, ট্রলারের মাঝি লিটন তাকে জানায়, ডাকাতদের ব্যবহৃত ট্রলারের নাম এফবি আল্লাহর দান এবং তাদের ভাষায় মনে হয়েছে চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা হবে। ট্রলারটিসহ ১৭ জন জেলে সাগর থেকে রওনা হয়েছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গভীর বঙ্গোপসাগরে ডাকাতির খবর পাওয়া গেছে। ডাকাতি হওয়া ট্রলারসহ জেলেরা কূলে আসতে রাত হতে পারে। 
০৯ এপ্রিল ২০২৪, ২৩:২৩

‘ব্যাংক ম্যানেজারের কারণে টাকা লুট করতে পারেনি সন্ত্রাসীরা’
ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনের সাহসিকতার কারণে বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের ভল্ট থেকে টাকা লুট করতে পারেনি কুকি-চিন সন্ত্রাসীরা।  শুক্রবার (৫ এপ্রিল) সকালে পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন। তিনি বলেন, ব্যাংকে হামলার পর সন্ত্রাসীরা ম্যানেজারের ল্যাপটপ খুলে সাইবার হামলা চালানোর চেষ্টা করেছিল। তারা অপহরণের আগে ম্যানেজারের কাছে কোটি টাকা চায়। ব্যাংকে ভল্টের চাবি চায়। কিন্তু ম্যানেজারের কৌশলের কারণে সন্ত্রাসীরা ব্যাংকের ভল্ট থেকে এক কোটি ৫৯ লাখ টাকা লুট করতে পারেনি। আল মঈন বলেন, ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে কুকি-চিন সন্ত্রাসীরা তাকে মারধর করেছে। কিন্তু ভুক্তভোগীর শক্ত মনোবলের কারণে তারা বেশি একটা সুবিধা করতে পারেনি। এ ছাড়া র‌্যাবের কৌশল কাজে লেগেছে। তারা ম্যানেজারকে মোটরসাইকেলে করে নিরাপদে ফিরিয়ে দিয়ে গেছে। এর আগে, গত ২ এপ্রিল রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করে। এ সময় তারা ব্যাংকের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্রও লুট করে। একই সঙ্গে মসজিদ থেকে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন বুধবার দুপুরে থানচিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাতে সন্ত্রাসীরা থানচি থানা লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পরে তাদের সঙ্গে পুলিশ ও বিজিবির ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি শান্ত হলেও ওই এলাকায় এখনও থমথমে। এদিকে বান্দরবানের এসব ঘট্নায় অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে রুমা ও থানচি থানায় ৬টি মামলা দায়ের করেছে পুলিশ।
০৫ এপ্রিল ২০২৪, ১৯:৪৩

সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি : জানা গেল লুট হওয়া টাকার পরিমাণ
বান্দরবানের থানচি শাখার সোনালী ও কৃষি ব্যাংকের স্থানীয় শাখায় ডাকাতির ঘটনায় কত টাকা লুট হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন। এ সময় ডাকাতরা ব্যাংক দুটির ভল্ট খুলতে পারেনি বলেও জানান তিনি।  বুধবার (৩ এপ্রিল) দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য দেন ইউএনও মামুন। তিনি বলেন, ‘আজ দুপুরে থানচি শাখার সোনালী ও কৃষি ব্যাংকে একদল অস্ত্রধারী ডাকাত ডাকাতি করে। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, সোনালী ব্যাংক থেকে প্রায় ১৫ লাখ এবং কৃষি ব্যাংক থেকে প্রায় ৫-৭ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা। তবে ডাকাতরা ব্যাংকের ভল্ট খুলতে পারেনি। তারা কাউন্টারে রাখা ও গ্রাহকদের উত্তোলন করা টাকা নিয়ে পালিয়ে গেছে।’  এ সময় ভীতি সৃষ্টি করতে ডাকাতরা ব্যাংকের ভেতরে ব্যাপক গোলাগুলি করেছে বলেও জানান এ কর্মকর্তা। উল্লেখ্য, মঙ্গলবার বান্দরবানের রুমায় উপজেলা প্রশাসন কমপ্লেক্স ভবনে হামলা চালিয়ে সোনালী ব্যাংক থেকে অস্ত্র ও টাকা লুট করে নিয়ে যায় অস্ত্রধারী একদল ডাকাত। এ সময় তারা ব্যাংকের ম্যানেজারকেও অপহরণ করে নিয়ে যায়। এখন পর্যন্ত ম্যানেজারকে উদ্ধার করা যায়নি।
০৩ এপ্রিল ২০২৪, ১৫:৩৬

সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ
বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে লুট করেছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র, মোবাইল, ব্যাংকের ভোল্টের সব টাকাসহ ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র বাহিনীরা।  মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত ৯টায় একদল সশস্ত্র ডাকাত হামলা চালিয়ে ব্যাংকটির গ্রিল ভেঙে লকারে থাকা টাকা, নিরাপত্তায় ব্যবহৃত ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করে। এ সময় তারা ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে পুলিশ ও সেনাসদস্যরা ব্যাংকটি নিয়ন্ত্রণে রেখেছে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ব্যাংকটিতে ডাকাতির ঘটনায় ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছে। ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা হয়েছে। তবে ঠিক কী পরিমাণ টাকা লুট হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি তিনি। রুমার ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন, ডাকাত দল সোনালী ব্যাংক লুট করেছে বলে শুনেছি। পুলিশ আনসারের অস্ত্রও লুট করেছে। রুমায় থমথমে অবস্থা বিরাজ করছে।  
০৩ এপ্রিল ২০২৪, ০৮:৩৯

সেহরিতে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট
লক্ষ্মীপুরের কমলনগরে একই পরিবারের ৩ সদস্যকে সেহরিতে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট করেছে চোর চক্র। মঙ্গলবার (১২ মার্চ) ভোররাতে উপজেলার চরমার্টিন ইউনিয়নের মতিরহাট এলাকার পাটোয়ারি বাড়িতে লুটপাটের এ ঘটনা ঘটে। পরে ওই পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। স্থানীয় ও স্বজনরা জানান, মঙ্গলবার ভোর রাতে সেহরির খাবার খেয়ে অচেতন হয়ে ঘুমিয়ে পড়েন মন্নান পাটোয়ারির পরিবারের লোকজন। সকালে তাদের উঠতে দেরি দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কিন্তু তারা সাড়া না দেওয়ায় প্রতিবেশীরা অসুস্থ অবস্থায় মান্নান পাটোয়ারি, তার স্ত্রী কহিনুর বেগম ও পুত্রবধূ শারমিন আক্তারকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরের আলমিরা ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও  স্বর্ণালঙ্কারসহ সবকিছু লুটপাট করা হয়েছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চেতনানাশক ওষুধ প্রয়োগ করায় এ ঘটনা ঘটেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
১২ মার্চ ২০২৪, ১৫:৪০

গাজীপুরে গার্মেন্টস মালিক অপহরণ, ২২ লাখ টাকা লুট
গাজীপুরের মৌচাক এলাকার একটি তৈরি পোশাক কারখানার মালিক আবু তালহাকে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে অপহরণ, ইলেকট্রিক শক ও ড্রিল মেশিন দিয়ে জখম করে নগদ সাড়ে ২২ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে। ৬ ফেব্রুয়ারি রাতে কালিয়াকৈরের সফিপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ব্যবসায়ী আবু তালহা এখন গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। মামলা তুলে নিতে হুমকিতে নানা ধরনের শঙ্কায় রয়েছেন ওই ব্যবসায়ী ও তার স্বজনরা। অবশ্য কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাছিম জানান, মামলার তদন্ত কার্যক্রম ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী আবু তালহা ও তার স্বজনদের অভিযোগ, তিনি কালিয়াকৈরের মৌচাক এলাকায় ভাড়ায় বসবাস করে  ফেন্ডস নীটওয়্যার  কারখানা পরিচালনা করছেন। গত ৬ ফেব্রুয়ারি দুপুরে জমি কেনার জন্য ২২ লাখ টাকা নিয়ে নিজস্ব গাড়িযোগে কালিয়াকৈর যাচ্ছিলেন। প্রাইভেটকারটি সফিপুর আনসার একাডেমির কাছে পৌঁছালে স্থানীয় মেজবাহ উদ্দিন টুটুলের নেতৃত্বে তিনটি গাড়ি ও বেশ কিছু মোটর সাইকেলযোগে ২৫-৩০ জন দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে। এ সময় গাড়ির কাঁচ ভেঙে তালহা, তার গাড়ি চালককে মারধর করা হয়। এক পর্যায়ে তালহাকে টেনে হিঁচড়ে অন্য একটি গাড়িতে উঠিয়ে চোখ বেঁধে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। পরে ঘটনার হোতা টুটুলের মোবাইল ফোনের সূত্র ধরেই রাত ১২ টার দিকে ঘটনাস্থলের ৭-৮ কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠ থেকে তালহাকে গুরুতর আহতাবস্থায় পুলিশের একজন এসআইর উপস্থিতিতে উদ্ধার করে স্বজনরা। গুরুতর আহত ওই ব্যবসায়ী শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগী তালহা আরও জানান, তাদের যৌথ মালিকানাধীন বন্ধ হয়ে যাওয়া একটি পোশাক কারখানা অংশীদারিত্ব ও এক কোটি টাকা ব্যাংক থেকে তুলে তসরুফ করা নিয়ে মেজবাহ উদ্দিন টুটুলের সঙ্গে তার বিরোধ ছিল। এর জের ধরে টুটুলের নেতৃত্বে সন্ত্রাসীরা তার গাড়ি গতিরোধ করে অপহরণ ও টাকা লুটের ঘটনা ঘটায়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দেওয়া হলেও পুলিশ নানা রকম টালবাহানা করে দশ দিন পর থানায় মামলা এন্ট্রি করে। কিন্তু এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। উপরন্তু আসামি পক্ষ মামলার বাদীসহ ব্যবসায়ী তালহার লোকজনকে মামলা তুলে নেওয়ার চাপসহ নানা ধরনের হুমকি দিচ্ছে। এতে কারখানা উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে তিনি শঙ্কিত হয়ে পড়েছেন। এ নিয়ে কালিয়াকৈর থানার ওসি জানান, ব্যবসায়ী তালহাকে উদ্ধার, গাড়ি জব্দ, মামলা এন্ট্রিসহ পরবর্তী সব কাজই আন্তরিকতার সঙ্গে করে যাচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত মেজবাহ উদ্দিন টুটুলের মোবাইলে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। 
০১ মার্চ ২০২৪, ২০:৩৪

এবার ক্ষমতায় না এলে উন্নয়ন লুট হয়ে যেত : প্রধানমন্ত্রী 
আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসতে না পারলে গত ১৫ বছরের উন্নয়ন লুট হয়ে দেশ অন্ধকারে চলে যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে নাগরিক সংবর্ধনায় এ মন্তব্য করেন তিনি।  পঁচাত্তর পরবর্তী এবার সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ। মানুষের পাশে থেকে আমরা জনগণের আস্থা অর্জন করতে পেরেছি।  তিনি এরপর বলেন, রাজনৈতিক দল সংগঠিত না থাকলে দুর্যোগ মোকাবেলা কঠিন। নিজেরা সংগঠিত হতে না পেরে বিএনপি জনগণ ও আওয়ামী লীগকে দোষ দিয়ে যাচ্ছে।  দেশের মানুষের ভাগ্য পরিবর্তনটাই আওয়ামী লীগের লক্ষ্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য না, আদর্শ নিয়ে রাজনীতি করেছি। এখন মানুষের আর্থিক সচ্ছলতা এসেছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনটাই আমাদের লক্ষ্য। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। এখন স্যান্ডেল বগলে নিয়ে হাঁটতে হয় না। তিনি বলেন, যারা জ্বালাও পোড়াও করবে, তাদের মানুষ কেন ভোট দিবে? ভোট পাবে না জেনেই বিএনপি নির্বাচনে আসেনি। এখন নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। নির্বাচনে না এসে এখন হুমকি-ধামকি দিচ্ছে। কিছু খুচরা পার্টি আছে, তারা লাফায়। দেশে কিছু রাজনৈতিক দল আছে, একজনের কথায় যারা তিড়িং বিড়িং করে লাফায়, কিন্তু কিছু করতে পারে না। নিজেরা সংগঠন করতে না পেরে আওয়ামী লীগ ও জনগণকে দোষ দিয়ে লাভ নাই।  এরপর দেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়। মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে। বিদেশে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নিজেদের তৈরি করতে হবে। কেউ যেন দেশকে পেছনে নিতে না পারে।  
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪১

হিলিতে রাইস মিলে ডাকাতি, ৪ লাখ টাকা লুট 
দিনাজপুরের হিলিতে ইউনাইটেড রাইস মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। লকার ভেঙে প্রায় ৪ লাখ টাকা লুট করে ডাকাত দল। এ সময় ১০ থেকে ১২ জন ডাকাতরা মিল ম্যানেজার, নাইটগার্ড ও হিসাবরক্ষকের হাত-পা ও মুখ বেধে মারধর করে।  বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার মধ্য-বাসুদেবপুর এলাকায় ওই রাইস মিলে এ ডাকাতির ঘটনা ঘটে।  মিলের ম্যানেজার শুকুমার কুমার বলেন, আমিসহ কয়েকজন মিলের অফিস কক্ষে শুয়ে ছিলাম। ভোর আনুমানিক ৩ টার দিকে কিছু লোক এসে দরজা খুলতে বলে। আমি দরজা না খোলায় তারা দরজা ভেঙ্গে অফিসের ভেতরে ঢুকে প্রথমে আমাকে লকারের চাবি দিতে বলে। আমি চাবি না দেওয়ায় তারা আমাদের মারধর করে। পরে আমাদের হাত-পা বেধে রেখে লকার ভেঙ্গে নগদ ৪ লাখ টাকা, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে চলে যায়।  এ বিষয়ে হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন বলেন, ডাকাতির ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত কাজ চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫০

সীতাকুণ্ডে একটি বাড়িতে ডাকাতি, টাকাসহ স্বর্ণালঙ্কার লুট
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় এক সাংবাদিকের বাড়িতে হানা দিয়ে নগদ টাকাসহ-স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। এ সময় ওই সাংবাদিকের এক ভাই ও মেয়ের জামাইকে ছুরিকাঘাত করেছে ডাকাত দলের সদস্যরা। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে সীতাকুণ্ড পৌরসদরের শেখপাড়া পল্লী বিদ্যুতের পাশে এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে সীতাকুণ্ড থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ভুক্তভোগী সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দিনের বলেন, শেখপাড়া এলাকায় তার বাড়িতে রাত ৩ টার দিকে ডাকাত দল হানা দেয়। পরিবারের সদস্যদের জিম্মি করে আলমিরা ভেঙে নগদ টাকাসহ-স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে তারা। তারা আলমিরাসহ ঘরের আসবাবপত্র তছনছ করেছে। এ সময় তাদের বাধা দিলে তার ভাই রাসেল এবং মেয়ের জামাই জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করেছে ডাকাত দল। তারা এখন সীতাকুণ্ড স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। ডাকাতির ঘটনার সময় শেখ সালাউদ্দিন বাসায় ছিলেন না বলেও জানান। সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে ডাকাতির বিষয়টি তদন্ত করে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়