• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
নোয়াখালীতে বিনোদন কেন্দ্রের দাবিতে লিফলেট বিতরণ
নোয়াখালী পৌর শহরে সব বয়সের মানুষের জন্য উন্মুক্ত বিনোদন কেন্দ্র গড়ে তোলা, শিশুপার্ক নির্মাণ, বয়স্ক নাগরিকদের জন্য ওয়াকওয়ে নির্মাণ এবং বড় দীঘির চারপাশ সৌন্দর্যবর্ধণের দাবিতে লিফলেট বিতরণ হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নাগরিক অধিকার আন্দোলন-নোয়াখালী জেলা শহর মাইজদী পৌর বাজার থেকে মাইজদী টাউন হল মোড় পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারিদের মাঝে এ লিফলেট বিতরণ করেন। এর আগে, শনিবারও তারা জেলা শহর মাইজদীর বিভিন্নস্থানে এ কর্মসূচি পালন করেন।   এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক এডভোকেট কাউসার নিয়াজী, সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী ও সাইবার ওয়ারিয়র্সসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব জামাল হোসেন বিষাদ জানান, দুই’শ বছরের পুরোনো জেলা হলেও আজ পর্যন্ত একটি উন্মুক্ত বিনোদন কেন্দ্র গড়ে তুলতে পারেনি পৌর কর্তৃপক্ষ বা জেলা প্রশাসন। শনিবার সকাল সন্ধ্যা এবং আজ সকাল সন্ধ্যা লিফলেট বিতরণ করা হবে। ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় টাউন হল মোড়ে সংহতি সবাবেশ করা হবে। সমাবেশ শেষে জেলা প্রশাসক ও পৌর মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এডভোকেট কাউসার নিয়াজী জানান, এ শহরের মানুষের দীর্ঘদিনের এ প্রাণের দাবি নিয়ে সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে প্রথমে লিফলেট বিতরণ করা হচ্ছে। আগামি ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার একই দাবিতে শহরের টাউন হল মোড়ে সংহতি সমাবেশ করা হবে বলে জানান তিনি।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২১

জবিতে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণকালে ঢাবি শিক্ষার্থী আটক
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের লিফলেট বিতরণ ও শিক্ষকদের কক্ষে চিঠি বিতরণের সময় অনিক খন্দকার (২৪) নামে এক শিক্ষার্থীকে আটক করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে লিফলেট বিতরণকালে তাকে সন্দেহজনক আটক করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন। অনিকের সঙ্গে প্রচারণার কাজে অংশগ্রহণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দুজন শিক্ষার্থী। কিন্তু আটককালে পালিয়ে যান তারা। অনিকের দেওয়া তথ্য অনুযায়ী, পালিয়ে যাওয়া ওই দুই শিক্ষার্থীর নাম সিফাত ও মুসাইব। তারা ঢাবির ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।   আটককালে অনিকের কাছে দেশে অরাজকতা ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে উস্কানিমূলক লিফলেট, পোস্টার ও কিছু শিক্ষকের নাম সংবলিত চিঠি পাওয়া যায়। এসব লিফলেট ও পোস্টারে দেশের আইনশৃঙ্খলাকে বিনষ্ট ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কর্মপরিকল্পনা উল্লেখ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের শান্তিপূর্ণ ক্যাম্পাসে অশান্তি সৃষ্টির লক্ষ্যে দেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তাদের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করে। কিন্তু শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সতর্ক অবস্থানের কারণে তাদের সে পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ঢাবির আটক শিক্ষার্থীকে আমরা ইতোমধ্যে পুলিশের কাছে সোপর্দ করেছি। এখন আইন অনুযায়ী পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১১

রাজধানীতে বিএনপির শুভেচ্ছা সম্বলিত লিফলেট বিতরণ
বিএনপি মনে করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে। ভোট দিতে না যাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে জনসাধারণের মধ্যে শুভেচ্ছা সম্বলিত লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা।    মঙ্গলবার (৯ জানুয়ারি) জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে ধোলাইপাড় থেকে মিরহাজিরবাগ হয়ে দয়াগঞ্জ চৌরাস্তা পর্যন্ত এ লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্যামপুর থানা বিএনপি নেতা সানাউল্লাহ সানু, ৫১ নম্বর ওয়ার্ড সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫১নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক মমিন মিয়া, মির্জা খালেক লিটন, স্থানীয় বিএনপি নেতা মো. পলাশ, মিলন হোসেন, নজরুল ইসলাম, রিপন মোল্লা, শ্যামপুর থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাব্বি রায়হানসহ বিভিন্ন ইউনিটের নেতারা। এর আগে মঙ্গলবার রাজধানীর মগবাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা জনগণ নির্বাচন  স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে মনে করে ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছেন।  
০৯ জানুয়ারি ২০২৪, ১৩:৩৩

লিফলেট বিতরণের সময় জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য লিফলেট বিতরণের সময় দুই জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ শতাধিক লিফলেট উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের ভর্ণাপাড়া বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা বাজারে জামায়াতের লিফলেট বিতরণ করছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন, মুগলিশপুর গ্রামের মৃত তালেব আলীর ছেলে ইউসূফ আলী (৪৫) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে আজগর আলী (৫১), তারা দুজন ইউনিয়ন জামায়াতের কর্মী। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, তাদের কাছে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল যে ভর্ণাপাড়া বাজারে জামায়াতের লোকজন লিফলেট বিতরণ করবে। এমন তথ্য বিকেল থেকেই সাদা পোশাকের পুলিশ বাজারটিতে অবস্থান করছিল। মাগরিবের নামাজের কিছু সময় পর জাতীয় নির্বাচন বানচাল এবং ভোটারদেরকে ভোটদান থেকে বিরত থাকা-সংক্রান্ত লিফলেট বিতরণ শুরু করে জামায়াত-শিবিরের ৫ থেকে ৭ জন নেতাকর্মী। সেখান থেকে পুলিশ দুজনকে আটক করে। বাকিরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। তিনি আরও বলেন, নাশকতার একটি মামলার তদন্তে আমরা আটক দুজনের সংশ্লিষ্টতা পেয়েছিলাম। দীর্ঘদিন থেকেই আমরা তাদেরকে খুঁজছিলাম। আটক ব্যক্তিদেরকে নাশকতার ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 
০৪ জানুয়ারি ২০২৪, ১৩:১৫

জনগণ বিএনপির লিফলেট পড়তেও ভয় পায় : রিজভী
সরকারের নিপীড়ন-নির্যাতনের কারণে জনগণ বিএনপির লিফলেট পড়তেও ভয় পায় বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, সরকারের ভয়ে জনগণ কথা বলতে পারে না, ফিসফিস করে চোখের ইশারায় কথা বলে। আমরা যখন লিফলেট বিতরণ করতে যাই, অনেকেই আমাদের সঙ্গে হাত মেলান। তাদের চোখের ভাষায় বোঝা যায় আমাদের কর্মসূচিতে তাদের সম্মতি আছে। কিন্তু তারা আতঙ্কে আছেন। এমনও হয়েছে যে, একজন আমাদের লিফলেট হাতে নিয়ে বলেছেন- এটা প্রকাশ্যে পড়া যাবে না, বাসায় নিয়ে পড়ব। তিনি বলেন, সরকারের দুঃশাসন এতটাই তীব্র হয়েছে যে, মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। যারাই সত্য কথা বলবে তাদের নামে মামলা ও নির্যাতন করা হচ্ছে। তাদের এসব কর্মকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও ছাড়িয়ে গেছে। নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে রিজভী বলেন, আমাদের লিফলেট প্রতিটি ঘরে ঘরে নিয়ে যাবেন। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবার হাতে হাতে পৌঁছানোর ব্যবস্থা করবেন। এটা শুধু শহরে বা নগরে দিলেই হবে না, এটা থানা, ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে নিয়ে যেতে হবে। জনগণের ভাষা এই লিফলেটের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। এসময় রিজভী দাবি করেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ১০৫ জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এসময়ে মামলা হয়েছে ৪টি, এসব মামলায় আসামি ৩২৫ জনের বেশি। এ ছাড়া বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
০২ জানুয়ারি ২০২৪, ২০:১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ করে যাচ্ছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে গণসংযোগ কর্মসূচি চলমান রেখেছে দলটি। সোমবার (১ জানুয়ারি) রামপুরা কাঁচাবাজার এবং উত্তরা কাঁচাবাজার এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ কার্যক্রমে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, এমজি মাসুম রাসেল, নাছির আহমেদ মোল্লা, যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসেন, মো. জসিম উদ্দীন, সারোয়ার ভূঁইয়া রুবেল, সহ-সাধারণ সম্পাদক মাহবুব ফরাজী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল যোবায়ের বাবু, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন শাহাদাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। গণসংযোগকালে একতরফা নির্বাচন বর্জন করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তারা।
০১ জানুয়ারি ২০২৪, ১৩:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়