• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
লিপস্টিক কেনার সময় খেয়াল রাখবেন যে বিষয়গুলো
মেয়েদের সাজ সামগ্রীর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় প্রসাধনী হচ্ছে লিপস্টিক। ঠোঁট রাঙাতে এই প্রসাধনীর জুড়ি মেলা ভার। আর ঈদের কেনাকাটায় মেয়েদের প্রসাধনীর মধ্যে গুরুত্বপূর্ণ হলো লিপস্টিক। তবে ঈদে লিপিস্টিক কেনার সময় অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে, কারণ সারাদিন গরমের মধ্যে কোন লিপস্টিকটি আপনার জন্য উপযুক্ত সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই লিপস্টিক কেনার সময় রংকেই গুরুত্ব দেওয়া হয়, তবে লিপস্টিকের টেক্সচার কেমন সেটা দেখাও খুব জরুরি। জেনে নিন লিপস্টিক কেনার সময় খেয়াল রাখবেন যে বিষয়গুলো- ক্রিমি লিপস্টিক: যাদের ঠোঁট ছোট ও পাতলা তারা এই ধরনের লিপস্টিক লাগাতে পারেন। ক্রিম থাকায় এই লিপস্টিকে ঠোঁট অনেক ভরাট দেখায়। এই লিপস্টিক ঠোঁটের শুষ্কভাবও কাটিয়ে দেয়। যেকোনো সাজে যেকোনো সময়ই মানাবে এই ক্রিমি লিপস্টিক। ম্যাট লিপস্টিক: এই লিপস্টিক যার ঠোঁট যেমন তেমন টেক্সচারই দেখায়, তবে যাদের ঠোঁট খুব শুষ্ক তাদের এই লিপস্টিক এড়িয়ে চলায় ভাল। ম্যাট লিপস্টিক লাগালে ওপরে লিপবামও লাগাতে পারেন, তবে এই লিপস্টিকের স্থায়িত্ব অনেক বেশি তাই সারাদিনের অনুষ্ঠানে এই লিপস্টিক খুবই ভালো। ট্রান্সফাররেজিস্ট্যান্ট লিপস্টিক: অনেকে অফিস বা ক্লাসের উদ্দেশে সকালে বের হয়ে রাতে বাসায় ফেরেন। আর এই লিপস্টিক তাদের জন্য একেবারে আদর্শ। এই লিপস্টিক সকাল থেকে রাত পর্যন্ত একইরকম থাকে, এমনকি জলেও উঠে না। এই লিপস্টিক তোলার জন্য সলিউশন পাওয়া যায়। তেল কিংবা ময়েশ্চারাইজার দিয়েও তুলতে পারেন এই লিপস্টিক। এই লিপস্টিকে ময়েশ্চারাইজার কনটেন্টও স্বাভাবিক থাকে, ফলে ঠোঁটও শুষ্ক হয় না। স্যাটিন ফিনিশ বা শিয়ার লিপস্টিক: এই লিপস্টিকে আবার অয়েল কনটেন্ট অনেক বেশি। তাই ঝলমলে গ্লসি লুক পাওয়ার জন্য এই লিপস্টিক ব্যবহার করা যেতেই পারে, তবে এই লিপস্টিক যা রং দেখায় ঠোঁটে কিন্তু তার থেকে অনেক বেশি গাঢ় হয়ে যায়। এই লিপস্টিকও ঠোঁটের শুষ্কভাব কাটিয়ে দেয়, তবে এই লিপস্টিক দিনের বেলায় এড়িয়ে যাওয়ায় ভালো। ফ্রস্টেড লিপস্টিক: এই লিপস্টিক খুব হালকা হয়। এই লিপস্টিক স্পার্কেল করে, তবে এই লিপস্টিক ঠোঁটও শুষ্ক করে না। দিনের যেকোনো সময়ই ব্যবহার করতে পারেন এই লিপস্টিক।
২৭ মার্চ ২০২৪, ১২:৫০

মন্ত্রী চারপাশের লিপস্টিক ওয়ালাদের নিয়ে ব্যস্ত থাকেন : জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জি এম কাদের বলেছেন, বাণিজ্যমন্ত্রীর নির্বাচনী এলাকার মেয়েরা নাকি দিনে তিনবার মুখে লিপস্টিক বদলায়, কিন্তু জনসভায় এসে দেখলাম কোনো নারীর মুখে লিপস্টিক নেই। মন্ত্রীর চারপাশে যারা থাকেন তাদের মুখে লিপস্টিক দেখা যায়। তিনি ওই সব লিপস্টিক ওয়ালাদের নিয়ে ব্যস্ত থাকেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার শেষ দিন দুপুর থেকে রাত পর্যন্ত রংপুর-৩ (সদর) আসনসহ রংপুরের চারটি আসনে জাতীয় পার্টির প্রার্থীদের সমর্থনে সভায় তিনি এ কথা বলেন। আরও পড়ুন : বিএনপির পরিকল্পনা জেনে গেছি : আইজিপি   জাপা চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৪ আসন পীরগাছা উপজেলার কদমতলি চন্ডিপুর সরকারি প্রাথমিক মাঠে জাপা প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গলের সমর্থনে নির্বাচনী জনসভায় বাণিজ্যমন্ত্রী ও ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, দেশে উৎপাদিত পেঁয়াজের দাম কমাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ভারত থেকে আমদানি করার পরও দাম কমাতে পারেননি। একেক সময় একেক কথা বলে সরকারকে বিব্রত করেছেন। জি এম কাদের বলেন, ‘টিপু মুনশি এ আসনের এমপি হলেও ১৫ বছরেও কোনো উন্নয়ন করেননি। বরং এলাকার মানুষকে তিনি তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন। তিনি বলেছিলেন তার নির্বাচনী এলাকার মেয়েরা নাকি দিনে তিনবার মুখে লিপস্টিক বদলায়, কিন্তু আজ জনসভায় এসে দেখলাম কোনো মহিলার মুখে লিপস্টিক নেই। কিন্তু মন্ত্রীর চারপাশে যারা থাকেন তাদের মুখে লিপস্টিক দেখা যায়। তিনি ওই সব লিপিস্টিক ওয়ালাদের নিয়ে ব্যস্ত থাকেন।’ আরও পড়ুন : কুমিল্লায় পুলিশ-বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া   তিনি আরও বলেন, দেশে এখনও চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সংসদ নির্বাচনের পর অস্থিরতা আরও বাড়তে পারে যদি ভোট সুষ্ঠু না হয়। তবে নির্বাচন সুষ্ঠু হলেও অস্থিরতা কমলেও থাকবে। সভায় রংপুর-৪ আসনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল, রংপুর সিটি মেয়র মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, টিপু মুনশি নিজেই অনেকবার বলেছেন তার বাড়ি গোপালগঞ্জে তিনি পীরগাছার মানুষ না তিনি বহিরাগত। এবার এলাকার লোকজন বহিরাগত টিপু মুনশিকে বয়কট করে স্থানীয় প্রার্থীকে ভোট দেবেন। মিঠাপুকুরে যা বললেন রংপুর-৫ আসনের মিঠাপুকুর উপজেলা সদরে জাপা প্রার্থী আনিসুর রহমানের সমর্থনে নির্বাচনী জনসভায় জি এম কাদের বলেন, ‘নৌকাকে হটিয়ে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগ এর আগে সবসময় নির্বাচনে কারচুপি করেছে। তারা রংপুর সদর আসন ছাড়া সব আসনেই মুখোশধারী প্রার্থী দিয়ে জাতীয় পার্টির দুর্নাম দেওয়ার জন্য আসন ছাড়ার মিথ্যা প্রচারণা করছে।’  আরও পড়ুন : টুঙ্গিপাড়ায় অপ্রতিরোধ্য শেখ হাসিনা   তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো জোট বা মহাজোট হয়নি। তারা জাতীয় পার্টিকে কোনো আসনে ছাড় দেয়নি। যে ২৬টি আসনের কথা তারা বলছে সেটা পুরোপুরি মিথ্যা আর ভাওতাবাজি। কারণ রংপুর সদর-৩ আসন ছাড়া সব কয়েকটি আসনে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী দিয়েছে। তাদের বিদ্রোহী প্রার্থী বলে দল থেকে বের করেও দেয়নি। কিন্তু আমরা বেশ কয়েকটি আসনে আমাদের দলের প্রার্থীদের বহিষ্কার করেছি। ফলে কোনও সমঝোতা হয়নি।’ তিনি বলেন, ‘তিনি রংপুর-৪ আসনে জাপা প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল, রংপুর-৫ আসনে আনিসুর রহমান ও রংপুর-৬ আসনে নুর আলম যাদুকে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’
০৫ জানুয়ারি ২০২৪, ১৩:৩৫

লিপস্টিক ও কাক মার্কায় নির্বাচন করবেন ফারিয়া-ভাবনা !
শোবিজের দুই পরিচত মুখ নুসরাত ফারিয়া ও আশনা হাবিব ভাবনা। নির্বাচনে অংশগ্রহণ করলে লিপস্টিক মার্কায় দাঁড়ানোর ইচ্ছা আছে ফারিয়ার। অন্যদিকে, আশনা হাবিব ভাবনার মার্কা হবে কালো কাক। নিজেদের মধ্যে এমনটাই ঠিক করে নিয়েছেন ফারিয়া ও ভাবনা। সম্প্রতি এক ভিডিওবার্তায় নিছক মজা করে হয়েছিলেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনার সঙ্গে। সেখানেই দুজনের সামান্য সময়ের আলাপচারিতা উঠে আসে। সেই আলাপনে নুসরাত ফারিয়া ভাবনাকে জিজ্ঞেস করেন, আমরা দুইজন যদি ইলেকশনে দাঁড়াই তাহলে আমাদের দুজনের মার্কাটা কী হবে বলতো?   এ সময় ভাবনা বলেন, তোর মার্কা হবে... তাকে কথা শেষ করতে না দিয়ে এ সময় নুসরাত ফারিয়া নিজেই উত্তর দেন। বলেন, আমার মার্কা হবে লিপস্টিক, আর তোর মার্কা হবে কাউয়া।  উত্তর দিয়ে নিজেরা হেসে কুটি কুটি হন। বোঝাই যাচ্ছে এটা ছিল দুজনের মাঝরাতের মজা। আরে এক্ষেত্রেও এটাও বোঝা গেল যে ভাবনা ও নুসরাত ফারিয়ার মধ্যে সম্পর্ক্টা গভীর বন্ধুত্বের। প্রসঙ্গত,  নুসরাত ফারিয়া সর্বশেষ আলোচনায় এসেছিলেন বঙ্গবন্ধুর বায়োপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়। করে। এই ছবিতে তার অভিনয়ের প্রশংসা করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
০২ জানুয়ারি ২০২৪, ২১:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়