• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম দুই হাজার দুইশ নয় ডলার। বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দরে যা নতুন রেকর্ড। বিশ্ববাসী স্বর্ণের এত দাম আগে কখনো দেখিনি। বৃহস্পতিবার (২৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আরও অর্থনৈতিক তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। কারণ, এর ওপরই নির্ভর করে সুদের হার কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এর আগে ইউএস ট্রেজারি বন্ড ইল্ড নিম্নগামী হয়েছে। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে। বিশ্ববিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান টেস্টিলাইভের বৈশ্বিক সামষ্টিক অর্থনীতির প্রধান ইলিয়া স্পিভাক বলেন, সুদের হার কমানোর আভাস দিয়েছেন ফেডের নীতি-নির্ধারকরা। তবে বিশ্বব্যাপী এখনও ভূ-রাজনৈতিক উদ্বেগ রয়ে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বিদ্যমান। তাতে স্বর্ণ সমর্থন পাচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির মূল্য বাড়তি রয়েছে।    গত সপ্তাহে ফেড সংকেত দেয়, ২০২৪ সালে তিনবার সুদের হার কমাতে পারে তারা। এরপর থেকেই প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলার চাপে পড়েছে। একই সঙ্গে স্বর্ণের বিশ্ববাজারে ঔজ্জ্বলতা বেড়েছে।     বিশ্বাবাজারের পাশাপাশি বাংলাদেশের বাজারেও রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। দেশের বাজারে স্বর্ণের দাম সর্বশেষ নির্ধারণ করা হয় গত ২১ মার্চ। যা কার্যকর হয় ২২ মার্চ থেকে। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের  দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ১৪ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের  দাম ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে এক লাখ ৮ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের  দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৩১২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের  দাম এক হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে ৭৭ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করে বাজুস। দেশের বাজারে স্বর্ণের  এত দাম আগে কখনো হয়নি। বর্তমানে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে। অবশ্য স্বর্ণের গয়না কিনতে ক্রেতাদের এর থেকে বেশি অর্থ গুনতে হচ্ছে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গয়না বিক্রি করা হয়। একই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গয়না কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে এক লাখ ২৩ হাজার ২৭৭ টাকা।
১৩ ঘণ্টা আগে

বেঙ্গালুরুর রেকর্ড ভেঙে আইপিএলে হায়দ্রাবাদের ইতিহাস
চলতি আসরের উদ্বোধনী ম্যাচে জয়ের কাছে থেকে খালি হাতে ফিরতে হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে। ৪১২ রানের ম্যাচে কলকাতার কাছে ৪ রানে হেরেছিল তারা। তবে সেই হারের ক্ষোভ যেনো উগড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডও গড়েছে কামিন্সের দল। বুধবার (২৭ মার্চ) আগে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাহাড় সমান ২৭৮ রানের লক্ষ্য দিয়েছে হায়দ্রাবাদ। এর আগে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২৬৩ রানের। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেই রেকর্ড ১১ বছর টিকেছিল। সেই ম্যাচে ১৭৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। মুম্বাইয়ে বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন অজি তারকা ব্যাটার ট্রাভিস হেড। ১৩ বলে ১১ রানকে মায়াঙ্ক আউট হলে হেডকে সঙ্গ দেন অভিষেক শর্মা। দুজনেই ফিফটি তুলে নেন। হেড ৬২ রান এবং শর্মা ২৩ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। এরপর এইডেন মারক্রামকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে হেইনরিচ ক্লাসেন। ২৩ বলে ফিফটি তুলে নেন এই তারকা ব্যাটার।  শেষ পর্যন্ত মারক্রামের ২৮ বলে ৪২ রান এবং ক্লাসেনের ৩৪ বলে টর্নেডো ইনিংসে ভর করে ২৭৭ রানের ইতিহাস গড়া পুঁজি পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়া, জেরাল্ড কোয়েটজি  এবং পিয়ুস চাওলা একটি করে উইকেট নেন।
২৭ মার্চ ২০২৪, ২২:৪৫

পেসার নাহিদ রানার ‘শূন্য’র বিশ্ব রেকর্ড
বোলারদের জন্য ব্যাট হাতে রান করাটা পৃথিবীর সবচেয়ে দুর্বোধ্য কাজই বটে। এমন অনেক উদাহরণই আছে। এবার ব্যাট হাতে এমন লজ্জার বিশ্ব রেকর্ডই গড়লেন টাইগার পেসার নাহিদ রানা। ২০২১-২২ মৌসুমের জাতীয় লিগে প্রথম শ্রেণির ক্রিকেটে এই পেসারের অভিষেক হয়। সেবার রাজশাহীর হয়ে খেলেছিলেন তিনি।  ১৬ ম্যাচের ক্যারিয়ারে মোট ২১ ইনিংসে ব্যাট হাতে ২২ গজে নেমেছিলেন তিনি। তবে মাত্র তিন ইনিংসে রানের খাতা খুলতে পেরেছিলেন তিনি। সব মিলিয়ে করেছেন মাত্র ১১ রান।  এবার সিলেট টেস্টে অভিষেকে দুই ইনিংসেও রানের খাতা খোলা হয়নি এই পেসারের। লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ বলে ০ রানে অপরাজিত থাকলেও দ্বিতীয় ইনিংসের অষ্টম বলেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। ফলে প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে টানা ১৮ ইনিংসে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন ২১ বছর বয়সী এই পেসার। এই তালিকার দুইয়ে আছেন ২২৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ইংল্যান্ডের মার্ক রবিনসন। ১৯৯০ সালে টানা ১২ ইনিংসে রান করতে পারেননি তিনি।  এই তালিকায় যৌথভাবে তিনে আছেন তিনজন। তারা হলেন-  পাকিস্তানের ফয়সাল ইয়াসিন, লঙ্কান মোহাম্মদ দিলশাদ এবং আরেক বাংলাদেশি খালেদ আহমেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা রানহীন ইনিংসের মালিক : ইনিংস    ব্যাটসম্যান    দেশ    মৌসুম ১৮    নাহিদ রানা    বাংলাদেশ    ২০২২/২৩–২০২৩/২৪ ১২    মার্ক রবিনসন    ইংল্যান্ড    ১৯৯০ ১১    ফয়সাল ইয়াসিন    পাকিস্তান    ২০১৩/১৪–২০১৪/১৫ ১১    মোহাম্মদ দিলশাদ    শ্রীলঙ্কা    ২০১৪/১৫–২০১৬/১৭ ১১    খালেদ আহমেদ    বাংলাদেশ    ২০২১/২২–২০২২  
২৬ মার্চ ২০২৪, ১৯:৩১

মৌসুমের শুরুতে যেখানে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতের রেকর্ড
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত নিকলীতে রোববার দেশের সবচেয়ে ভারী বৃষ্টিপাত ৬৩ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে আংশিক শিলাবৃষ্টি হয়। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টার পর থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত নিকলী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এই বৃষ্টিপাত রেকর্ড করে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার দেশের সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয় নিকলীতে। সেখানে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত পরিমাপ করা হয়। ১০ মিলিমিটার পর্যন্ত হালকা, ১০ থেকে ২২ মিলিমিটার মাঝারি, ২৩ থেকে ৪৩ মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী ও তার বেশি বৃষ্টি হলে অতিভারী বৃষ্টিপাত ধরা হয়। নিকলী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক আক্তার ফারুক বলেন, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত নিকলীতে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার আকাশ মেঘলা রয়েছে। বছরের শুরুতেই ভারী বৃষ্টি হয়েছে।
২৪ মার্চ ২০২৪, ২৩:৫৫

অনেক কিছু রেকর্ড আছে ফাঁস করে দেব, বিএনপিকে হাছান মাহমুদ 
বিএনপি নেতাদের উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের আগে যারা সরকারের সঙ্গে লাইন দিয়েছিল, কিন্তু হিসাবে মেলে নাই এখন তারা মিডিয়ার সামনে এসে নানান কথা বলা শুরু করেছে। বেশি কথা বললে আপনাদের অনেক কিছু রেকর্ড করা আছে, সব ফাঁস করে দেব।    শুক্রবার (২২ মার্চ)  জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হত্যা করার উদ্দেশ্যে মূলত বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধাচারণ করেছে, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তিনি বলেন, বিএনপি এবং জামায়াত নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করেছে। কিন্তু তাদের (বিএনপি-জামায়াত) সেই অপচেষ্টা ভেস্তে গেছে। দেশে একটি অবাধ, সুষ্ঠু  এবং আন্তর্জাতিক মানের উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে কারণে পৃথিবীর ৮০টি রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রও শেখ হাসিনাকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছে। পৃথিবীর ৩২টি আন্তর্জাতিক সংস্থা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। আজকে দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, সমগ্র পৃথিবী যখন শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে, তখনই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেই রাজনৈতিক অপশক্তি আবারও দেশের উন্নয়ন, অগ্রগতিকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। দেশকে পেছনে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে। এ জন্য তারা (বিএনপি) ‘টেক ব্যাক বাংলাদেশ’ বলে স্লোগান দেয়। অর্থাৎ তারা (বিএনপি) বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে চাচ্ছে। ড. ইউনূসকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি দেশের গণতন্ত্রকে বারবার ধ্বংস করতে চেয়েছে। গত নির্বাচনের আগেও তারা দেশের গণতন্ত্রকে বারবার ধ্বংস করার উদ্দেশ্যে নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছে। কিন্তু তারা (বিএনপি) নির্বাচন প্রতিহত করতে পারেনি। সেই রাজনৈতিক অপশক্তির (বিএনপি) সঙ্গে কিছু ব্যক্তিবিশেষও যুক্ত হয়েছেন—যিনি (ড. ইউনূস) দেশের মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে চিন্তিত নয়, যিনি (ড. ইউনূস) দেশকে পৃথিবীর সামনে একটি দরিদ্র দেশ এবং পিছিয়ে পড়া দেশ হিসেবে উপস্থাপন করে পুরস্কার গ্রহণ করেন। পৃথিবীতে যত ধরনের পুরস্কার আছে সব জায়গায় তার লবিস্টরা যোগাযোগ করে পুরস্কার নিয়ে আসে। যাকে (ড. ইউনূস) দেশের কোনো কাজে পাওয়া যায় না, তাকে যে এরকম পুরস্কার দিয়ে বেড়ায় এটি অত্যন্ত হাস্যকর। সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে এবং বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েলের সঞ্চালনায় আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।
২২ মার্চ ২০২৪, ১৭:৪৯

স্বর্ণের দামে নতুন রেকর্ড
দাম কমানোর দুই দি‌ন না যেতেই আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ৯১৬ টাকা। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ১৪ হাজার ৭৪ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মঙ্গলবার (১৯ মার্চ) বাজুস এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে বাজুস। এতে বলা হয়েছে, নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৩ হাজার ৩১২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৭ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। যা শুক্রবার (২২ মার্চ) থেকে কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।   এর আগে গত মঙ্গলবার (১৯ মার্চ) ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে এক লাখ ১১ হাজার ১৫৮ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৯৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাম ৭৫ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়। প্রসঙ্গত, ২০২৪ সালে এ নিয়ে মোট ৫ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। গত বছর ২৯ বার করা হয়েছিল।
২২ মার্চ ২০২৪, ০২:৫৯

৩০১৭ জনকে নিয়োগ দেবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসে ১৫টি পদে ৩০১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ভূমি মন্ত্রণালয় অধিদপ্তরের নাম: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদের বিবরণ- চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: যে কোনো স্থান বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪০ বছরেও আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে ৩১ জনের নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা বয়স: ২৪ মার্চ ২০২৪ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর আবেদনের নিয়ম: আগ্রহীরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-১৩ নং পদের জন্য ২২৩ টাকা, ১৪-১৫ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদন শুরু: ২৪ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট
১৭ মার্চ ২০২৪, ২০:২৫

রেকর্ড গড়ে সেমিতে ম্যানসিটি
ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বার্নার্ডো সিলভার জোড়া লক্ষ্যভেদে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পেপ গার্দিওলার শিষ্যরা। শনিবার (১৬ মার্চ) ইতিহাদ স্টেডিয়ামে আগের ম্যাচ থেকে পাঁচটি পরিবর্তন এনে একাদশ সাজালেও আধিপত্যের হেরফের হয়নি পেপ গার্দিওলার দলের।  ম্যাচের ১৩তম মিনিটে সিলভার শট নিউক্যাসল ডিফেন্ডারের পায়ে লেগে বাঁক পরিবর্তন করে জালে আশ্রয় নিলে এগিয়ে যায় ম্যান সিটি।  শুরুতেই এক গোলের লিডের পর সিটিকে প্রথমার্ধেই আরও একবার এগিয়ে দেন সিলভা। ম্যাচের ৩১তম মিনিটে নিজের জোড়া পূরণ করেন পর্তুগিজ এই প্লে-মেকার। রুবেন দিয়াজের বাড়িয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন তিনি। বাকি সময়ে দুদলই গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় প্রথম দল হিসেবে টানা ষষ্ঠবারের মতো এফএ কাপের সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়ল ম্যান সিটি।
১৭ মার্চ ২০২৪, ১১:৪৯

ভূমি রেকর্ড অধিদপ্তরে বিশাল নিয়োগ, পদ ৩০১৭
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভূক্ত বিভিন্ন শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে মোট ১৫ ক্যাটাগরির পদে ৩ হাজার ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ মার্চ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। ১. পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৫ বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। ২. পদের নাম : সার্ভেয়ার পদসংখ্যা: ২৭২ বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড–১৪)। ৩. পদের নাম : ট্রাভার্স সার্ভেয়ার পদসংখ্যা: ১০ বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা (গ্রেড-১৫)। ৪. পদের নাম : কম্পিউটর পদসংখ্যা: ১৩ বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা (গ্রেড-১৫)। ৫. পদের নাম : ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার পদসংখ্যা: ২৯৫ বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা (গ্রেড-১৫)। ৬. পদের নাম : ড্রাইভার পদসংখ্যা: ১২ বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা (গ্রেড-১৫)। ৭. পদের নাম : নাজির কাম ক্যাশিয়ার পদসংখ্যা: ১৭ বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)। ৮. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ২১ বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)। ৯. পদের নাম : পেশকার পদসংখ্যা: ৩৭৮ বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)। ১০. পদের নাম : রেকর্ড কিপার পদসংখ্যা: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)। বেতন স্কেল: ২৯১ ১১. পদের নাম : খারিজ সহকারী পদসংখ্যা: ৪৭৪ বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)। ১২. পদের নাম : যাচ মোহরার পদসংখ্যা: ৪২২ বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)। ১৩. পদের নাম : কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদসংখ্যা: ৪৮০ বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)। ১৪. পদের নাম : অফিস সহায়ক পদসংখ্যা: ১৮২ বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)। ১৫. পদের নাম : চেইনম্যান পদসংখ্যা: ১৪৫ বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)। বয়সসীমা: ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ১৩ নম্বর পদের জন্য টেলিটকের মাধ্যমে মোট ২২৩ টাকা এবং ১৪ ও ১৫ নম্বর পদের জন্য ১১২ টাকা পরিশোধ করতে হবে। আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: আগামী ৩০ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন:
১৭ মার্চ ২০২৪, ১১:৪২

অভিষেক ম্যাচে লজ্জার রেকর্ড বাংলাদেশি পেসারের
দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বল হতে দুর্দান্ত পারফরম্যান্স করে চমক দেখিয়েছিলেন ইকবাল হোসেন ইমন। এর ফলে প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলার সুযোগ পেয়েছেন ইমন।  তবে স্বীকৃত ক্রিকেটে প্রথম ম্যাচটা ভালো হয়নি এই তরুণ পেসারের। নাম লিখিয়েছেন লজ্জার এক রেকর্ডে। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড গড়েছেন ১৭ বছর বয়সী এই পেসার।  বৃহস্পতিবার (১৪ মার্চ) ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির হয়ে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৯ ওভারে বল করে দিয়েছেন ১০৪ রান। যা বাংলাদেশি কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড। যদিও ২টি উইকেট পেয়েছেন ইমন। লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে এতদিন খরুচে বোলিংয়ের রেকর্ড ছিল শাহাদাত হোসেনের। ২০১১ সালে বাংলাদেশ 'এ' দলের হয়ে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে ১০ ওভারে ১০৪ রান দিয়েছিলেন এই পেসার। এক দশকেরও বেশি সময় পর এক ওভার কম বোলিং করেই শাহাদাতের রেকর্ড ছুঁলেন ইমন। এই সংস্করণে এক ম্যাচে সবচেয়ে খরুচে বোলিংয়ে বিশ্ব রেকর্ডটি বাস ডে লেডের। গত বছর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৫ রান দেন নেদারল্যান্ডসের এই পেসার। এদিন অভিষেক ম্যাচের শুরুটা দুর্দান্ত করেন ১৭ বছরের ইকবাল। নিজের প্রথম ওভারেই মোহাম্মদ নাঈম শেখকে ফিরিয়ে পান প্রথম উইকেটের স্বাদ। পরে ৭৩ রান করা মাহমুদুল হাসান জয়কেও ফেরান তরুণ এই পেসার। 
১৪ মার্চ ২০২৪, ২০:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়