• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
বাস-ইজিবাইকের সংঘর্ষ, রুয়েট শিক্ষার্থীসহ আহত ২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেইন গেট ও কাজলা গেটের মাঝামাঝি রাজশাহী-ঢাকা মহাসড়কে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকের চালক ও রুয়েটের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন।  মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- নগরীর কাদিরগঞ্জ এলাকার মামুন হোসেনের ছেলে ও ইজিবাইকের চালক মুন্না মিয়া (৩১) এবং নওগাঁ জেলার সাপাহার থানার কুচিন্দা এলাকার আলম হোসেনের ছেলে সোহেল রানা (২২)। সোহেল ৮ নাম্বার এবং মুন্না ৩১ নাম্বার ওয়ার্ডে ভর্তি আছেন। এরমধ্যে সোহেল রানা রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাবির কাজলা গেট ও মেইন গেটের মাঝামাঝি জায়গায় রাজশাহী থেকে ঈশ্বরদীগামী মামুন পরিবহন বাসের (রাজ মেট্রো জ- ১১-০০৯৪) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তা সংস্কারের কাজ চলার কারণে একই লেন দিয়ে যাচ্ছিল গাড়ি দুটি। দুর্ঘটনায় ইজিবাইকের চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আশপাশের লোকজনের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ইজিবাইক দুমড়েমুচড়ে গেছে এবং বাসের ডান পাশে দুমড়ে যায়। উপস্থিত জনগণ বাসের সামনের গ্লাস ও সাইডের জানালার কিছু গ্লাস ইট মেরে ভেঙে দেয়। বাসের কোনো যাত্রী আহত হননি। বাসের ড্রাইভার পালিয়ে যায়। এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ বলেন, আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও ইজিবাইকটি আমাদের হেফাজতে রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়