• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
৮৩ দিনের মাথায় চাকরি হারালেন রুনি
বয়সের কোটা ৩৬ না পেরোতেই বুট জোড়া তুলে রেখেছিলেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার ওয়েইন ‍রুনি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যোগ দেন তিনি। তবে কোচ হিসেবে এখনও সফলতা অর্জন করতে পারেননি সাবেক এই ইংলিশ ফুটবলার। অল্প সময়ের মধ্যে বেশ কয়েক জায়গায় কোচিং করালেও কোথাও স্থায়ী হতে পারেননি। এবার ৮৩ দিনের মাথায় চাকরি হারিয়েছেন তিনি।  বর্তমানে ইএফএল চ্যাম্পিয়নশিপের দল বার্মিংহাম সিটির কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। রুনি কোচের দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ ম্যাচ পরেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্মিংহামের টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে রুনির সঙ্গে চুক্তি বাতিলের তথ্য নিশ্চিত করেছে ক্লাবটি।  বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে আমাদের সঙ্গে রুনির সময়টা পরিকল্পনামাফিক এগোয়নি এবং আমরা উভয়ই পৃথক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।  জন ইউয়েস্টাচ দায়িত্ব ছাড়ার সময়ে প্লে-অফ নিশ্চিত করেছিল বার্মিংহাম। এরপর গত অক্টোবরে সেন্ট অ্যান্ড্রু পার্কের ক্লাবটির দায়িত্ব নেন রুনি। কিন্তু তার অধীনে ১৫ ম্যাচের ৯টিতেই হেরেছে ক্লাবটি। ফলে ৪৫ পয়েন্টের মধ্যে মাত্র ১০ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে অবস্থান করছে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দলটি। এর আগে, ডার্বি কাউন্টি ও এমএলএসের দল ডিসি ইউনাইটেডের কোচের দায়িত্ব সামলেছেন রুনি। ২০২০ সালের নভেম্বরে ডার্বি কাউন্টির কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ গোল করা রুনি। সেখানে ১৮ মাস দায়িত্ব পালনের পর তিনি যোগ দেন যুক্তরাষ্ট্রের ডিসি ইউনাইটেডে। মেজর লিগ সকারে (এমএলএস) দলটির প্লে-অফের আশা শেষ যাওয়ার পর গত অক্টোবরে কোচের পদ ছাড়েন রুনি। এর তিনদিন পরই বার্মিংহ্যামের দায়িত্ব নেন তিনি। কিন্তু লম্বা হলো না সেই অধ্যায়।
০২ জানুয়ারি ২০২৪, ২৩:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়