• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
রাজধানীর বংশালের নাজিম উদ্দিন রোডে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মো. শফিক উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।  সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শফিক উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে মো. রফিক জানান, তারা বাবা নাজিমুদ্দিন রোড এলাকায় হেঁটে রাস্তা পারাপার সময় দুই ট্রাকের মধ্যে পড়ে গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা আহত অবস্থায় তার বাবাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
২৬ মার্চ ২০২৪, ১০:২৪

শিশু ধর্ষণের চেষ্টা / মামলা করায় বাড়ির রাস্তা বন্ধ করে দিলো আসামিরা
ঠাকুরগাঁওয়ে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার মামলা করায় ভুক্তভোগী পরিবারকে একঘরে করে রাখা হয়েছে। আসামিরা বাদির বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারটি বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালেও কোনো প্রদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। ঘটনাটি ঠাকরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উত্তর কুড়ালিপাড়া গ্রামের। মামলা সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারি বিকেলে পেঁয়ারা দেওয়ার লোভ দেখিয়ে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে বাড়িতে ডেকে নেয় প্রতিবেশী এক কিশোর (১৭)। ঘরে নিয়ে গিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি পরিবারকে জানায়। এ ঘটনায় ১৮ জানুয়ারি ওই কিশোরকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী শিশুটির বাবা।   পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালতে ওই শিশু শিক্ষার্থী ২২ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার বর্ণনাও করেছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আসামি জামিনে কারাগার থেকে বেরিয়ে আসার পরপরই তার পরিবারের লোকজন মামলাটি আপোসের জন্য চাপপ্রয়োগ করতে থাকে। আপোসে রাজি না হওয়ায় বাড়ির পশ্চিম পাশে যাতায়াতের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে রেখেছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক বলেন, মামলার বাদী জানিয়েছে তাদের যাতায়াতের রাস্তা আসামির লোকজন বন্ধ করে দিয়েছে। বিষয়টি আমরা দেখছি। রাস্তা খুলে দেওয়ার জন্য আমরা কাজ করতেছি। এ বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখা সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সুচরিতা দেব গণমাধ্যমকে বলেন, আমি সেই জায়গায় গিয়েছিলাম এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এই জায়গাটি দীর্ঘ ৪০ বছর ধরে এলাকাবাসী রাস্তা হিসেবে ব্যবহার করে আসছে। তিনি আরও বলেন, এর মধ্যে সরকারি মাটি ভরাট করা হয়েছে। এই মামলার প্রেক্ষিতে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবারটি এখন এক ঘরে হয়ে আছে। এখন পর্যন্ত যেহেতু রাস্তার তারা খুলে দেয় নাই আমরা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেব। খুব তাড়াতাড়ি যেন সেই পরিবারের যাতায়াতের রাস্তাটি খুলে দেওয়া হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ওসি ফিরোজ ওয়াহিদ গণমাধ্যমকে বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। আমরাও এ বিষয়টা নিয়ে কাজ করতেছি।  সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমি সংবাদমাধ্যমে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেব।
০২ মার্চ ২০২৪, ২৩:৩০

রাস্তা নেই, তবুও নির্মাণ হলো ব্রিজ
লক্ষ্মীপুরে সরকারি বরাদ্দের টাকায় এমন একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, যার একপাশে রাস্তা থাকলেও অন্য পাশে বিশাল ক্ষেত। অভিযোগ উঠেছে, স্থানীয় ইউপি সদস্য নিজে ব্রিজের অপরপ্রান্তে বাড়ি করবেন বলে ব্যক্তিস্বার্থে ব্রিজটি করেছেন। সরেজমিনে লক্ষ্মীপুরের সদর উপজেলার মান্দারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তা ছাড়াই ব্রিজটি তৈরি করা সম্পন্ন হয়েছে। ব্রিজের এক পাশে মান্দারী-দত্তপাড়া সড়ক থাকলেও অন্য পাশে বিশাল ক্ষেত। আরে সেখানে বাড়ি করার উদ্দেশ্যে সীমানা দিয়ে রাখছেন ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুর রহমান রাজু। সূত্রমতে,  ২০২৩-২৪ অর্থ বছরে মান্দারী স্কুল রোড হারুনের বাড়ির পাশে ব্রিজ নির্মাণে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই টাকা দিয়েই ব্রিজটি নির্মাণ করেছেন ইউপি সদস্য। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, আমাদের গ্রামের অনেক স্থানে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে। কিন্তু ইউপি সদস্য রাজুর সেদিকে লক্ষ্য নেই। যেখানে ব্রিজ নির্মাণ করা হয়েছে, সেটির অপর প্রান্তে খালের পাশে তার জমি রয়েছে। সেখানে তিনি বাড়ি করবেন। এজন্যই তিনি সরকারি বরাদ্দের টাকায় ব্রিজ নির্মাণ করেছেন। এর সুফল জনগণ পাবে না। এ বিষয়ে ইউপি সদস্য মাহবুবুর রহমান রাজু বলেন, আমিতো কাজ করেছি। অনেকে কাজ না করেই বিল উত্তোলন করেন। তাদের নিয়ে কোনো সংবাদ হয় না। এখন আমারটা নিয়ে এত মাতামাতি কেন। কাজের আগেই আমি বিল পেয়ে গেছি। পিআইও আমাকে বিল দিয়ে দিয়েছেন। তাই নিউজ করে কোন লাভ নেই। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, আমরা চেষ্টা করেছি ব্রিজটির প্রকল্প পরিবর্তন করার জন্য। কিন্তু বরাদ্দটি সাবেক সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের ছিল। উনি মারা গেছেন। তার স্বাক্ষর ছাড়া পরিবর্তনের সুযোগ নেই। আর কাজ না করে বিল নেওয়ারও সুযোগ নেই।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৪

রাজধানীতে রাস্তা প্রয়োজন ২৫ শতাংশ, আছে ৯ শতাংশ
রাজধানীতে ২৫ শতাংশ রাস্তার প্রয়োজন হলেও সেখানে ৯ শতাংশ রাস্তা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে শফিকুল ইসলাম শিমুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। শফিকুল ইসলাম শিমুল প্রশ্ন করেন, বাইরের দেশে চমৎকারভাবে গাড়ি চলাচল করে, যেখানে কোনো ট্রাফিক পুলিশ থাকে না। রাস্তায় সুন্দরভাবে গাড়ি চলাচল করে। আমরা যখন ক্যান্টনমেন্ট এলাকায় যাই সেখানে দেখি সুন্দরভাবে গাড়ি চলাচল করে। এমন পরিবেশ গোটা বাংলাদেশে সিগন্যাল বাতির মাধ্যমে আমরা আইন করে হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করব কি না? ওই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় ২ কোটি মানুষ বাস করে। একটা শহরে যানবাহন উপযোগী রাখার জন্য ও ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠু রাখার জন্য অন্ততপক্ষে ২৫ শতাংশ রাস্তার প্রয়োজন হয়। সেখানে আমাদের আছে ৯ শতাংশ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হলে সাড়ে ৯ শতাংশ হতে পারে। আমাদের রাস্তার সংকট রয়েছে। তিনি আরও বলেন, আমরা ট্রায়ালভাবে একবার দিয়েছিলাম। তাতে মহাজটের একটা দৃশ্য দেখেছি। সেজন্য আমরা আরেকটি পরিকল্পনা নিয়েছি। দুই সিটির মেয়রের সঙ্গে যুক্ত হয়ে কীভাবে লাইটিং সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি সেটি শুরু করেছি। খুব শিগগির কিছু কিছু জায়গায় শুরু করবো। পর্যায়ক্রমে হয়তো সারা ঢাকাকেই সেই ব্যবস্থায় নিয়ে আসব।  
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৭

বৃদ্ধাকে রাস্তা পার করে দিতে গিয়ে নারী-শিশুসহ ২ জনের মৃত্যু
নোয়াখালীর সদর উপজেলায় এক ভবঘুরে নারীকে রাস্তা পার করে দিতে গিয়ে ট্রাক চাপায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করম উল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে ও অজ্ঞাত নারী (৬০) ভবঘুরে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ ভবঘুরে নারীর পরিচয় জানাতে পারেনি।    শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন একটি ট্রাক আটক করলে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।     স্থানীয় সূত্রে জানা যায়, ভবঘুরে বৃদ্ধ নারী সোনাপুর এলাকায় থাকতেন। মাঝে মাঝে ভিক্ষা করতেন। শুক্রবার দুপুরের দিকে তাকে নিহত জান্নাতুলের পরিবার বাসায় দুপুরের খাবার খাওয়াতে নিয়ে যায়। ওই নারী চোখে কম দেখতেন। এ জন্য সন্ধ্যার দিকে নিহত জান্নাতুল তাকে রাস্তাপার করে দিতে বাসা থেকে নিয়ে আসে।  একপর্যায়ে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কের সোনাপুর কোল্ডস্টোরেজের সামনে তাদের বেপরোয়া গতির মাইজদীগামী একটি ট্রাক চাপা দিলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।     ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রিয়াজ হাসান।   তিনি বলেন, বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুর মরদেহ পরিবার নিয়ে গেছে। লিখিত অভিযোগে পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৬

বিশ্ব ইজতেমা / রাত ১২টার পর বন্ধ থাকবে যেসব রাস্তা
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ।  গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ইব্রাহিম জানান, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার (৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। তাই জিএমপির ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানো হয়েছে। মোনাজাতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা আসবেন। তাই শনিবার (৩ জানুয়ারি) রাত ১২টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ রাখা হবে। নির্দেশনা অনুযায়ী, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানীর আবদুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, আবদুল্লাহপুর থেকে কামারপাড়া রোড হয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশন রোড পর্যন্ত সড়ক, আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত এবং মিরের বাজার থেকে টঙ্গী পর্যন্ত সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে, ঢাকাগামী লোকজন ও যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে তিনশো ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। যেসব লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবেন, তারা বাইপাইল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে চলে যাবেন। এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, কয়েক বছর থেকে তাবলিগের দুই গ্রুপ আলাদা করে একই জায়গায় ইজতেমার আয়োজন করছেন। এবারও তার ব্যতিক্রম নয়। প্রথম পর্ব শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর ৪ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি শেষ হবে।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৫

সরকারি খাল উদ্ধার ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ফুলবাড়িয়া থেকে খাদুরাইল গ্রামের মধ্যে বিলুপ্ত খাল পুনঃখনন ও রাস্তা নির্মাণ কাজের বাধা প্রদানকারী আব্দুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ইছাপুরা ইউনিয়নবাসী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বেলা ১১ টার দিকে ঘন্টাব্যাপী বিজয়নগরের প্রধান সড়ক চান্দুরা টু সিঙ্গারবিল রাস্তার ফুলবাড়িয়ায় কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে ফুলবাড়িয়া থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বরে অবস্থান নেন। সেখানে  উপজেলার নির্বাহী কর্মকর্তার আশ্বাসে বিক্ষোভকারীরা ফিরে যান। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর রহমান জানান, রাস্তার বিরুদ্ধে আমি যাইনি। যদি সরকারি জায়গা থাকে বা তাদের নিজস্ব জায়গা তাকে সে জায়গা দিয়ে রাস্তা করুক। আমি আমার জায়গার ওপর দিয়ে রাস্তা করতে দিব না। ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল হক বকুল জানান, গত ২৪ জুলাই ২০২২ উপজেলা পরিষদের সমন্বয় সভায় এই খালটি পুনঃখননের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের আলোকে খালটি পুনঃখননের জন্য কাজ শুরু করলে আমার সঙ্গে নির্বাচনে পরাজিত প্রার্থী আক্তার হোসেনের ইশারায় আব্দুর রহমান নামের একজন বাধা প্রদান করেন। এলাকাবাসীর দাবি খালটি দ্রুত খনন করে খালের পাড়ে রাস্তা নির্মাণ করলে কৃষি কাজের জন্য সুবিধা হবে। বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার রোবাইয়া আফরোজ জানান, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। অভিযোগকারীকে আমার কার্যালয় উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। তিনি আসলে কথা বলে ও কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  
২৫ জানুয়ারি ২০২৪, ২৩:১২

ঢাকায় যেসব সড়ক বন্ধ আজ
আজ ১০ জানুয়ারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে  দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা। সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশ এলাকায় ভিভিআইপি গমনাগমন শেষ না-হওয়া পর্যন্ত কিছু এলাকার রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দেওয়ার কথা জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আরও পড়ুন : রাজধানীতে গ্রেপ্তার ৩২   কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং ও  ভিসি বাংলো ক্রসিংকে সম্ভাব্য ডাইভারশন পয়েন্ট ধরা হয়েছে। আজ নগরবাসীকে উল্লিখিত এলাকা বা রোড পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের ট্রাফিক বিভাগ। আরও পড়ুন : শপথ অনুষ্ঠান শুরু   অনুষ্ঠান উপলক্ষে আগত গাড়ি যে এলাকায় পার্কিং করবে মুহসীন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি); মলচত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়; পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; নবাব আব্দুল গণি রোড রাস্তার দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে।
১০ জানুয়ারি ২০২৪, ১১:১৯

ঢাকার রাস্তা অনেকটাই ফাঁকা, নেই যানজট
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে নির্বাচন ঘিরে সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলছে। যার প্রভাব দেখা গেছে রাজধানীর সড়কগুলোতে। শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে ব্যক্তিগত গাড়ি নেই বললেই চলে। গণপরিবহনও কম। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর প্রায় সব রাস্তাই ফাঁকা। ডেমরার স্টাফ কোয়াটার থেকে রামপুরা-বনশ্রী হয়ে কাওরান বাজার পর্যন্ত কোনো যানজট নেই। নেই ট্রাফিকের লাল সিগন্যাল। সড়কে বাস খুব কম। সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা থাকলেও যাত্রী নেই বললেই চলে। এ ছাড়া তিন দিনের নিষেধাজ্ঞার কারণে সড়কে মোটরসাইকেলও কম। এ ছাড়া মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, পল্টন, নিউমার্কেট, মিরপুর, মহাখালী, শ্যামলী, টেকনিক্যাল, গাবতলী এলাকার চিত্রও প্রায় একই রকম।  মিরপুর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত চলাচল করা অছিম পরিবহনের চালক মোতাহার হোসেন বলেন, ভয়-ডর বাদ দিয়ে রাস্তায় আছি। আমাদের সব বাসই রোডে আছে। কিছু বাস নিয়েছে পুলিশে। ভোটের সেন্টারে যারা কাজ করছে, তাদের আনা-নেওয়ার কাজ করছে সেগুলো। বাকি সব বাস রাস্তায় চলছে। তবে যাত্রী নেই। খিলক্ষেতের বাসিন্দা আতাউর রহমান চাকরি করেন পল্টনে। তিনি বলেন, অন্যদিন অফিস থেকে বের হতে সন্ধ্যায় ৭টা বেজে যায়। তবে আজ দ্রুতই অফিস থেকে ছুটি মিলেছে। বস বললো সবাই আজ ৩টায় চলে যাবেন। রাস্তার পরিস্থিতি ভালো না। কাল ট্রেনে আগুনে যেভাবে মানুষজন পুড়ে মরলো... দেখার মতো না। এজন্য সন্ধ্যার আগেই যাতে সবাই বাসায় ফিরতে পারি, সেজন্য ছুটি দিয়েছে অফিস। এদিকে সড়কে র‌্যাব-পুলিশ ও বিজিবির টহল দেখা গেছে। ভোটের আগের দিন ঢাকার সব সড়কেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
০৬ জানুয়ারি ২০২৪, ১৮:৪৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়