• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo
তামিম-সাকিবের লড়াইকে যেভাবে দেখছে রংপুর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে অলিখিত সেমিফাইনাল ম্যাচটি। তবে দুই দলের লড়াই ছাপিয়ে আলোচনায় সাকিব আল হাসান ও তামিম ইকবালের ব্যক্তিগত বিরোধ। দুজনের মুখোমুখি দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন দেশের ক্রিকেট ভক্তরা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ‘ব্যক্তিগত ইস্যু’ নিয়ে ভাবছে না রংপুর ফ্র্যাঞ্চাইজি। ম্যাচ পূর্ববর্তী ব্রিফিংয়ে রংপুরের প্রধান কোচ সোহেল ইসলামের ভাষ্য, ‘ব্যক্তিগত ইস্যু নিয়ে আমার আসলে বলার কিছু নেই। আমি আমার দল নিয়ে চিন্তা করি। প্রতিপক্ষ দলে যারা আছে, তারাও দলের পার্ট। দলের পারফরম্যান্স ও প্লেয়ার–এগুলো নিয়েই চিন্তা করি। ব্যক্তিগত ইস্যু নিয়ে চিন্তা করার কোনো অপশন নেই।’ সোহেল যোগ করেন, ‘ক্রিকেট খেলায় চাপ থাকবে না, এটা তো হতেই পারে না। বিপিএলে প্লে-অফের ম্যাচ চলছে। চাপ থাকবে, এটা ওভার-কাম করেই খেলতে হবে। গতকালের (সোমবার) ম্যাচে ভালো স্কোর ছিল আমাদের। বোলিংয়ে কিছু জায়গায় আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেভাবে করতে পারি নাই। সে ম্যাচ নিয়ে আমরা আর চিন্তা করছি না, সামনে যা আছে; এটা নিয়েই চিন্তা করছি। এদিকে প্রথম কোয়ালিফায়ারের হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে আশাবাদী রংপুর। দলটির কোচের মন্তব্য, ‘কীভাবে আমরা শেষ ম্যাচ থেকে তো কিছু জায়গা শিখেছি; কোথায় আমাদের উন্নতি করতে হবে। আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে চাই। এই ম্যাচের পর তো আর কোনো অপশনও নাই। কীভাবে কি করলে, কোন স্ট্র্যাটেজি ফলো করা যেতে পারে, এগুলা নিয়ে আলোচনা করছি। এই ম্যাচের পর আমাদের ছেলেরা একটু ডাউন ছিল। আজকে রিকভার করছি। এগুলো কথা বলে ছেলেদের মধ্যে আবার স্পিরিট দেখতে পাচ্ছি। আমরা পূর্ণ শক্তি নিয়ে ফেরত আসতে পারি।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১০

নিশাম তাণ্ডবে কুমিল্লাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লার বিপক্ষে মাঠে নেমেছে সাকিব-সোহানরা। প্রথমে ব্যাট করে লিটন-হৃদয়দের ১৮৬ রানের লক্ষ্য দিয়েছে রংপুর। সোমবার (২৬ ফেব্রুয়ারি) টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারে ১০ রান তুলে দুর্দান্ত শুরু করে রনি তালুকদার। পরের ওভারে দ্বিতীয় বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন শামীম পাটোয়ারী।  এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাকিব আল হাসান। ৯ বলে ৫ রান করে রাসেলকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই বিশ্বসেরা ক্রিকেটার। দলীয় ২৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টেবিল টপাররা। এরপর শেখ মাহেদীকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জেমি নিশাম। ২২ বলে ১৭ রান করে মাহেদী আউট হলে নিশামকে সঙ্গ দেন নিকোলাস পুরান। পিচে এসে ব্যাট চালাতে থাকেন তিনি। ৯ বলে ১৪ রান করে মুশফিককে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। কিন্তু এক প্রান্ত আগলে রেখে ৩১ বলে ফিফটি তুলে নেন নিশাম। শেষ দিকে নিশামেন সঙ্গে জুটি পড়েন নুরুল হাসান সোহান। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে রংপুর। ১৯তম ওভারে শেষ বলে রাসেলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন সোহান। ২৩ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন রাইডার্স অধিনায়ক। অপর প্রান্তে ব্যাট চালাতে থাকেন নিশাম। শেষ ওভারে মুশফিকের বলে দুই বাউন্ডারি ও তিন ওভার বাউন্ডারিতে নো বলসহ মোট ২৮ রান তোলেন এই কিউই অলরাউন্ডার। নিশামের ৪৯ বলের অপরাজিত ৯৭ রানের ইনিংসে ভর করে ১৮৫ রানের বড় পুঁজি পায় রংপুর। নিশাম তার দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন আট বাউন্ডারি এবং সাতটি ওভার বাউন্ডারি মেরে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আন্দ্রে রাসেল দুটি উইকেট নেন। এ ছাড়াও রোহানতদৌল্লাহ বর্ষণ, তানভীর ইসলাম, মুশফিক হাসান এবং সুনিল নারিন একটি করে উইকেট নেন।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৪

বিপিএল-২০২৪ / ফাইনালে ওঠার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে রংপুর
চলমান বিপিএলে প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। লিগ পর্বের দুই দেখায় একটি করে জয় পেয়েছে দল দুটি। ফাইনালে ওঠার লড়াইয়ে আবারও মুখোমুখি হয়েছে রংপুর-কুমিল্লা।  সোমবার (২৬ ফেব্রুয়ারি) টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে রংপুর। আগের ম্যাচের চার বিদেশির মধ্যে একাদশে জায়গা পেয়েছেন শুধু জেমি নিশাম এবং বাদ পড়েছেন ইমরান তাহির, টম মুরাস ও ব্যান্ডন কিং। এই ম্যাচে দিয়ে রংপুরের হয়ে চলতি আসরে প্রথম ম্যাচ খেলতে নামছেন নিকোলাস পুরান ও ফজল হক ফারুকী। এ ছাড়াও একাদশে ফিরেছেন মোহাম্মদ নবী। অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মোহাম্মদ এনামুলের পরিবর্তে বিপিএলে অভিষেক হচ্ছে রোহানতদৌল্লাহ বর্ষণ। আর ম্যাথিউ ফোর্ডের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জনসন চালর্স। রংপুর রাইডার্স একাদশ : সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), রনি তালুকদার , শেখ মেহেদী, শামীম হোসেন, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, নিকোলাস পুরান, ফজল হক ফারুকী, জেমি নিশাম ও মোহাম্মদ নবী। কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্গন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মুসফিক হাসান ও তানভীর ইসলাম।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৭

বরিশালকে খাদের কিনারে ঠেলে দিল সাকিবের রংপুর
চলমান বিপিএলের প্লে-অফে উঠতে কঠিন সমীকরণ মাথায় নিয়ে নিজেদের ১১তম ম্যাচে রংপুরের মুখোমুখি হয়েছিল বরিশাল। যেখানে সাকিবদের কাছে এক উইকেটে হেরেছে তামিমের বরিশাল। এতে প্লে-অফে ওঠার পথ আরও কঠিন করেছে ফরচুন বরিশাল।  সোমবার (১৯ ফেব্রুয়ারি)  টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৫২ রানের লক্ষ্য দেয় বরিশাল। জবাব দিতে নেমে তিন বল এবং এক উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় সাকিব-সোহানরা। এতে প্লে-অফ উঠতে শেষ ম্যাচে কুমিল্লাকে বড় ব্যবধানে হারাতে হতে পারে বরিশালের। জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। ২ বলে শূন্য রান করে আউট হন মুমিনুল হক। এরপর পিচে তাণ্ডব শুরু করেন সাকিব আল হাসান ও আরেক ওপেনার ব্যান্ডন কিং। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৭৪ রান সংগ্রহ করে টিম রাইডার্স। ২২ বলে ৪৫ রানের মারকুটে ইনিংস খেলে আউট হন কিং। এরপর পিচে বেশিক্ষণ থিতু হতে পারেননি সাকিবও। ১৫ বলে ২৭ রানের ইনিংস খেলে আউট হন। এই দুই ব্যাটারের দ্রুতগতির ইনিংসেই এগিয়ে যায় রংপুর। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি শেখ মাহেদীও। ১১ বলে ৭ রান করে মিরাজের বলে ক্যাচ আউট হন তিনি। ৩ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন নুরুল হাসান সোহান। এতে ১৩ রানের ব্যাবধানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। তবে টম মুরেসকে সঙ্গে নিয়ে রংপুর শিবিরে হাল ধরেন জেমি নিশাম। ১৭ বলে ১৭ রান করে মুরেস আউট হলে, নিশামকে সঙ্গ দেন ডোয়েন পিটোরিয়াস। ১৭ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন নিশাম। এতে ম্যাচ থেকে ছিটকে যায় বরিশাল। ডোয়েন পিটোরিয়াস ১৫ বলে ১৩ রান করে আউট হলেও শামীম পাটোয়ারীর ৪ রানে ভর করে এক উইকেট হাতে থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। এতে টানা ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে রংপুর। ফরচুন বরিশালের হয়ে ওবেদ ম্যাককয় ও মেহেদী হাসান মিরাজ তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও কাইল মায়ার্স দুটি এবং কেশব মহারাজ এক উইকেট নেন। এর আগে টস জিতে বাটিংয়ে নেমে ভালো শুরু করে বরিশাল। ২০ বলে ৩৩ রান করে আউট হন তামিম ইকবাল। এরপর ২৭ বলে ৪৬ রানের মারকুটে ইনিংস খেলেন কাইল মায়ার্স। ২৬ বলে ২৪ রান করে টম ব্যান্টন আউট হলে শুরু হয় বরিশালের উইকেট মিছিল। মুশফিকুর রহিম (৫), সৌম্য সরকার (০), মেহেদী হাসান মিরাজ (৩), মোহাম্মদ সালাউদ্দিন (১০) ও কেশব মহারাজ আউট হন ১ রানে। শেষ দিকে ওবেদ ম্যাককয়ের ১২ রানে ভর করে ১৫১ রানের লড়াকু পুঁজি পায় বরিশাল।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৬

রনির বিধ্বংসী বোলিংয়ে বরিশালকে অল্পতেই থামাল রংপুর
চলমান বিপিএলের প্রথম ম্যাচে রংপুরকে হারিয়ে আসর শুরু করেছিল বরিশাল। লিগ পর্বের দ্বিতীয় দেখায় আবারও মুখোমুখি হয়েছে দুই দল। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রংপুরকে ১৫২ রানের লক্ষ্য দিয়েছে ফরচুন বরিশাল। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ফরচুন বরিশাল। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। একের এক বাউন্ডারি মেরে রান তুলতে থাকে তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি।  ২০ বলে ৩৩ রান করে আউট হন বরিশাল অধিনায়ক। তামিম ব্যাটিং তাণ্ডব দেখে চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। সাকিবের প্রথম বল বুঝতে না পেরে ক্যাচ তুলে দেন তামিম।  তৃতীয় উইকেটে ব্যাট চালাতে থাকেন কাইল মায়ার্স। তবে সাকিবের দ্বিতীয় ওভারে মায়ার্সের ক্যাচ মিস করেন মুমিনুল হক। এরপর ব্যাট চালাতে থাকেন মায়ার্স। ২৩ বলে ২৬ রান করে আউট হন আরেক ওপেনার থমাস ব্যান্টন। ৩ বলে ৫ রান করে আউট হন মুশফিকুর রহিমও। এক বল পরেই সৌম্য সরকারকে বোল্ড আউট করেন আবু হায়দার রনি।  ১৩তম ওভারে পঞ্চম বলে মায়ার্সকে ফিরিয়ে ওভার হ্যাটট্রিক করে এই টাইগার বোলার। এতে পাঁচ রানের ব্যবধানের চার ব্যাটারকে হারিয়ে ছন্দ হারায় বরিশাল। এরপর মিরাজকে সঙ্গে নিয়ে বরিশাল শিবিরে হাল ধরেন মাহমুদউল্লাহ। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ৯ রান করে রনির চতুর্থ শিকার হন এই টাইগার ফিনিশার। ১৭তম ওভারে প্রথম বলে মেহেদী হাসান মিরাজকে আউট করে ফাইফার পূরণ করেন রনি। ৮ বলে ৩ রান করেন মিরাজ। পরের ওভারে প্রথম বলে কেশব মহারাজকে বোল্ড করেন হাসান মাহমুদ। শেষ প্রথম বলে আউট হন সাইফউদ্দিন। শেষ পর্যন্ত সাইফউদ্দিনের ১০ রান এবং ওবেদ ম্যাককয়ের ১২ বলে ১২ রানে ভর করে নয় উইকেট হারিয়ে ১৫১ রানের লড়াকু পুঁজি পায় বরিশাল। রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন আবু হায়দার রনি। হাসান মাহমুদ শিকার করেন দুই উইকেট। এ ছাড়াও সাকিব আল হাসানও জেমি নিশাম একটি করে উইকেট শিকার করেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২২

চট্টগ্রামকে হারিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করল রংপুর
চলমান বিপিএলে হার দিয়ে আসর শুরু করেছিল রংপুর রাইডার্স। তবে আসরে ঘুরে দাঁড়িয়ে টানা জয় ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে সাকিবের দল। নিজেদের দশম ম্যাচে চট্টগ্রামকে ১৮ রানে হারিয়েছে রংপুর। এতে দশ ম্যাচ খেলে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে সাকিব-সোহানরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৮৮ রানের লক্ষ্য দেয় রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে ১৬৯ রান তুলতে পারে চট্টগ্রাম। এতে ১৮ রানের জয় নিয়ে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে রংপুর। অন্যদিকে এই ম্যাচ হেরে সুপার ফোরের সমীকরণ কঠিন করল চট্টগ্রাম। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় চট্টগ্রাম। ৪ বলে ৪ রান করে আউট হন জশ ব্রাউন। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সৈকত আলীও। ৭ বলে ৯ রান করেন তিনি। ১৬ বলে ১৩ রান ফিরে যান আরেক ওপেনার তানজিদ তামিম। পিটোরিয়াসের তৃতীয় শিকার হন তিনি। পঞ্চম উইকেটে শুভাগত হোমকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন টম ব্রুস। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। ১৯ বলে ২১ রান করে শুভাগত আউট হলে, ২৪ বলে ২৪ রান করে তাকে সঙ্গ দেন ব্রুস। ১৫ বলে ১৫ রান করে আউট হন জিয়াউর রহমান। এরপর ব্যাট চালাতে থাকেন রোমারিও শেইফার্ড। শেষ ১৮ বলে চট্টগ্রামের লক্ষ্য দাঁড়ায় ৬২ রান। দ্রুত রান তোলার চেষ্টা করেন শেফার্ড। ২১ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। ১৮তম ওভারে হাসান মাহমুদকে টানা তিন ছক্কা মেরে ২৩ রান তোলেন তিনি। শেষ ওভারে চট্টগ্রামের জয়ের জন্য দরকার ছিল ৩১ রান। কিন্তু প্রথম চার বলে দুটিতে রান তুলতে না পারায় ম্যাচ শেষ থেকে ছিটকে যায় চট্টগ্রাম। ৩০ বলে ৬৬ রানে অপরাজিত থেকেও দলকে জিতাতে পারেনি শেফার্ড। নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৯ রান তুলতে পারে চট্টগ্রাম। এতে ১৮ রানের জয় পায় রংপুর। রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন ডোয়েন পিটোরিয়াস। এ ছাড়াও শেখ মাহেদী দুটি এবং হাসান মাহমুদ এক উইকেট নেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫০ রানেই তিন উইকেট হারিয়ে বসে রংপুর। তবে দলের হাল ধরেন সাকিব। ব্যাট চালিয়ে ৩৩ বলে ফিফটি তুলে নেন এই টাইগার অলরাউন্ডার। তাকে যোগ্য সঙ্গ দেন শেখ মাহেদী। ১৫ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। অন্যদিকে ৩৯ বলে ৬২ রান করে আউট হন সাকিব। শেষ পর্যন্ত হাসান মাহমুদের ২ বলে ৮ রান এবং শামীম হোসেনের ৯ বলে ১৭ রানে ভর করে ১৮৭ রানের বড় পুঁজি পায় রংপুর।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৯

বিপিএল ২০২৪ / টস জিতে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স
চলমান বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। অন্যদিকে আসরের শুরুটা ভালো করলেও সুপার ফোরে উঠতে লড়াই করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী রংপুরের মুখোমুখি হয়েছে বন্দরনগরীর দলটি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে সোহানের দল। রিপন মন্ডলকে বাদ দিয়ে দলে নিয়েছে হাসান মুরাদকে এবং ইমরান তাহিরের পরিবর্তে একাদশে ফিরেছে ব্যান্ডন কিং। অন্যদিকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলে ফিরেছেন জিয়াউর রহমান, সালাউদ্দিন শাকিল ও রোমারিও সেইফার্ড। বাদ পড়েছেন আল আমিন হোসেন, ক্যার্টিস ক্যাম্ফার ও শাহাদাত হোসেন। রংপুর রাইডার্স একাদশ : সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), রনি তালুকদার, শেখ মেহেদী, শামীম হোসেন, হাসান মাহমুদ,হাসান মুরাদ, ডোয়েন পিটোরিয়াস, জেমি নিশাম, রেজা হেনরিক্স ও ব্যান্ডন কিং। চট্টগ্রাম একাদশ : জস ব্রাউন, তানজিদ হাসান, সৈকত আলী, টম ব্রুস, জিয়াউর রহমান, রোমারিও সেইফার্ড, শুভাগত হোম (অধিনায়ক), শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, বিলাল খান ও সালাউদ্দিন শাকিল।  
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৮

সোহান ও ম্যাথিউ ফোর্ডের হাতাহাতি ঘটনার ব্যাখ্যা দিল রংপুর
চট্টগ্রাম পর্বে টানা দুই দিন খেলার পর এক দিনের বিশ্রামে রয়েছে দলগুলো। তবে এর মধ্যে ক্রিকেট পাড়ার বড় খবর টিম হোটেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথিউ ফোর্ডের সঙ্গে হাতাহাতি করেছেন সোহান। এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন রংপুর রাইডার্স ম্যানেজমেন্টের সদস্য সাহনিয়ান তানিম। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্ট্রগ্রামে অনুশীলন করতে আছে রংপুর। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রংপুরের ম্যানেজার শাহনিয়ান তানিন। সেখানে সোহানের হাতাহাতির ঘটনার ব্যাখ্যা জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, সত্যি বলতে হোটেলে এমন কিছু ঘটেনি, যা নিয়ে নিউজ করার দরকার ছিল। আমাদের সব দলের ক্রিকেটারের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। আমরা একটা হোটেলে পাঁচ দল থাকছি। সব সময় তাদের সঙ্গে ফ্লোরে দেখা হয়, কথা হয়। তাদের সঙ্গে অনেক আড্ডা হয়। সোহানের সাথে তেমনটাই হয়েছে। ‘কিন্তু মিডিয়াতে যেমনটা বলা হচ্ছে সোহানের সঙ্গে হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এসব পুরোটাই ভুল। কারণ, আমি সেখানেই ছিল।, এমন উত্তরের পর তার সামনে আসলে কি ঘটে ছিল জানাতে চেয়ে পাল্টা প্রশ্ন করা হয় তানিনকে। তিনি বলেন, দেখেন আমাদের ঐতিহ্য এবং বিদেশি বা ইউরোপের ঐতিহ্য এক না। সোহান আমার রুমে আসতে চাচ্ছিল। সে আমার রুম খুঁজ ছিল। সে সময় ওই খেলোয়াড়ের সঙ্গে তার দেখা হয়। ‘এ সময় সোহানকে সে কিছুটা বলে। এটা নিয়ে দুজনের মধ্যে একটু কথা হচ্ছিল। আমরা চার পাঁচ জন সেখানে উপস্থিত ছিলাম। আমি এবং কুমিল্লার মিডিয়া ম্যানেজার বিষয়টি নিয়ে তাদের সঙ্গে মজা করেছি। এরপর সোহান লিফট দিয়ে তার রুমে চলে গেছে।, দুজনের মধ্যে হাতাহাতি বা ধাক্কাধাক্কি হয়ে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না এমন কিছু হয়নি। যদি হতো, ওদের দুজনের যে শক্তি আছে, হয়তো কেউ হাসপাতালে থাকতো। সেখান থেকেই আপনারা জানাতে পারতেন। তিনি আরও বলেন, এটা নিউজ করা মোটেও ঠিক হয়নি। যে যারা করেছে তারা আমার সঙ্গে বা রংপুরের বড় কর্মকর্তাদের সঙ্গে আগে জেনে নিতে পারতো।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১১

বিপিএল ২০২৪ / টস জিতে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স
দুই দিন বিরতি পর মাঠে গড়িয়েছে চলমান বিপিএলের চট্টগ্রাম পর্ব। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। লিগ পর্বের প্রথম ম্যাচে খুলনার কাছে হেরেছিল সোহানের দল। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে রংপুর। আশিকুর জামানের জায়গায় রিপন মন্ডল এবং টম মুরেসকে বসিয়ে একাদশে নিয়েছে প্রোটিয়া অলরাউন্ডার ডোয়েন পিটোরিয়াস। অন্যদিকে তিন বিদেশি নিয়ে মাঠে নামছে খুলনা টাইগার্স। যেখানে ইভেন লুইন ছাড়াও নতুন করে যোগ হয়েছে  অ্যালেক্স হেলস ও লুক উড। এ ছাড়াও লোকাল ক্রিকেটাদের মধ্যেও বেশ কয়েকটি পরিবর্তনে এনেছে খুলনা। রংপুর রাইডার্স একাদশ : সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), রনি তালুকদার, শেখ মেহেদী, শামীম হোসেন, হাসান মাহমুদ, রিপন মন্ডল, ডোয়েন পিটোরিয়াস, জেমি নিশাম, রেজা হেনরিক্স ও ইমরান তাহির। খুলনা একাদশ : এনামুল হক বিজয় (অধিনায়ক), ইভেন লুইস, আফিফ হোসেন ধ্রুব, মুকিদুল ইসলাম, অ্যালেক্স হেলস, লুক উড, আকবর আলী, নাহিদুল ইসলাম, নাহিদ রানা, সোহানুর রহমান সোহান, নাসুম আহমেদ
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৯

এবার ২০০ পেরোনো সংগ্রহ পেলো রংপুর রাইডার্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রংপুর। জিতলেই প্লে-অফের দৌড়ে একপা,  এমন সহজ সমীকরণে ব্যাট করতে নেমে পাহাড়সমান পুঁজি দাঁড় করিয়েছে রংপুর রাইডার্স। শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১১ রান তুলেছে রংপুর। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর দলপতি সোহান। রংপুরের হয়ে ইনিংস গোড়াপত্তনে নামেন রনি তালুকদার ও রেজা হেনড্রিকস। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তারা। পাওয়ার প্লেতে ৫২ রান যোগ করেন এই জুটি। এরপর দলীয় ৬১ রানে রনি ফিরলে ভাঙে ওপেনিং জুটি। ১ ছক্কা ও ৩ চারে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। তবে রনি ফিরলেও একপ্রান্ত আগলে রেখে স্বমহিমায় খেলতে থাকেন রেজা। ফলে বিপিএল মাতাতে এসেই দেখা পান নিজের হাফ-সেঞ্চুরির। ইনিংসের ১৩তম ওভারে শহিদুল ইসলামকে চার হাঁকিয়ে ৩৬ বলে ফিফটি পূরণ করেন প্রোটিয়া এই ব্যাটার। এই জুটির ৫০ রানের পরই প্যাভিলিয়নে ফেরেন সাকিব। সালাউদ্দিন শাকিলের বলে ফেরার আগে ১ ছক্কা ও ৩ চারে ১৬ বলে ২৭ রানের দুর্দান্ত এক ইনিংস সাজান টাইগার দলপতি। সাকিবের ফেরার ওভারে রেজাও সাজঘরে ফেরেন। মারমুখি ব্যাটিংয়ে বোলারদের তুলোধুনো করে ৪১ বলে ৫৮ রানের ঝলমলে এক ইনিংস খেলেন রেজা। জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে রংপুর। ফলে রানের গতিও খানিকটা কমে যায়। তবে শেষের ঝড়ে সেই ক্ষতি পুষিয়ে দেন জেমি নিশাম এবং নুরুল হাসান সোহান জুটি। তাদের মারমুখি ব্যাটিংয়ে ক্রমশই বাড়তে থাকে রংপুরের রানের গতি। বন্দরনগরীর দলটির বোলারদের পিছিয়ে ধুলোবুনো করে রংপুরকে চলতি বিপিএলের প্রথম ২০০ পেরোনো সংগ্রহ এনে দেন তারা।  দলীয় ২০০ পেরিয়ে ইনিংসের শেষ বলে দারুণ এক ছক্কায় নিজের অর্ধশতকও তুলে নেন কিউই জেমি নিশাম। শেষ পর্যন্ত এই জুটিতে ভর করে ৩ উইকেটে ২১১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় রংপুর। চট্টগ্রামের হয়ে সালাউদ্দিন শাকিল দুটি এবং নিহাদুজামান একটি করে উইকেট শিকার করেন।  
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়