• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ হেরিটেজ ডে’ উদযাপন
যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ হেরিটেজ ডে’ উদযাপন করেছেন সান ফ্রান্সিসকো বে এরিয়া বাংলাদেশিরা। দিবসটি উপলক্ষে রোববার (১৩ এপ্রিল) পেপ্যাল পার্ক স্টেডিয়ামে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়। সান হোজে আর্থ কুইক বনাম কলোরাডো র‌্যাপিডসের মধ্যে খেলা শুরুর আগে বাংলাদেশি নৃত্যশিল্পীরা দেশের সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরেন।  এ সময় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে স্টেডিয়ামে স্থানীয় বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এ সময় তাদেরকে ‘বাংলাদেশ বাংলাদেশ’ বলে স্লোগান দিতে শোনা যায়। এ ছাড়া ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ‘চার ছক্কা হই হই’ এই গান দুটো সঙ্গে মনোমুগ্ধকর পরিবেশনা করেন ‘Bangladeshis in the Bay’ দল।  এই আয়োজনে পৃষ্টপোষকতা করেন সান হোজে আর্থকুয়েকস মাকেটিং ভাইস প্রেসিডেন্ট টুটুল রহমান এবং জিয়া করিম। সার্বিক তত্বাবধানে ছিলেন কাজী শাহরিয়ার রহমান। নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করেন তাহরিনা আহমেদ রুমু, হুমায়রা আজিজ, তাসনিম রিয়া, অর্চি দাসগুপ্তা, সাঞ্জিনা হাসান, সোফিয়া রহমান, আরুশা, ফাহিম করিম, আরমান এলাহি, রাহামিন হোসেন, আবরার জামাল, আনজার জামাল, জেরিন পুলম, খাদিজা পিউ, প্রিয়তি, তাহমিনা ইমাম এবং কাওসার জামাল।  এছাড়া স্থানীয় বাংলাদেশি ফুটবল খেলোয়াড়দের একটি প্রতিনিধি দলকে মাঠে নিয়ে বিশেষ সংবর্ধনা প্রদান করেন সান হোজে আর্থকুয়েকস কর্তৃপক্ষ। সুন্দর এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য সান হোজে আর্থকুয়েকস অথরিটি এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান স্থানীয় বাংলাদেশি জ্যামিং এন্টারটেইনমেন্টের সিইও আজিজ চৌধুরী ।
১৪ এপ্রিল ২০২৪, ২৩:৪২

যুক্তরাষ্ট্রে ফের পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
মাত্র দুই সপ্তাহ ব্যবধানে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের পরে এবার পুলিশের গুলিতে মিশিগানে প্রাণ গেলো ১৯ বছর বয়সী বাংলাদেশি তরুণের। মিশিগানে নিজ বাসায় পুলিশের গুলিতে হোসেন নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।   স্থানীয় সময়  শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা জানান,  ঐ তরুণ পুলিশ সদস্যদের দিকে নিজের হাতে থাকা বন্দুক প্রদর্শন করলে পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়।   মিশিগানের ওয়ারেন এলাকার রায়ান রোডের তরুণের নিজ বাসায় ঘটনাটি ঘটে।  এর আগে নিহত হোসেন পরিবারের সদস্যদের  নির্যাতন করলে তারা ৯১১ নম্বরে ফোন করে সহায়তা চান বলে জানিয়েছে পুলিশ। পরে তাঁর বাসায় পুলিশ সদস্যরা পৌঁছালে তিনি পুলিশের দিকে নিজের হাতে থাকা বন্দুক তাক করেন। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন।  নিহত হোসেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার আতিক হোসেনের বড় ছেলে। তারা সপরিবারে মিশিগানের ওয়ারেন সিটিতে বসবাস করেন। এই ঘটনায় মিশিগানে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
১৩ এপ্রিল ২০২৪, ১৩:৪৯

যুক্তরাষ্ট্রে কার্যকর হচ্ছে গর্ভপাত নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় কার্যকর হতে যাচ্ছে ১৯ শতকের গর্ভপাত নিষেধাজ্ঞা৷ ১৮৬৪ সালের এক আইনে গর্ভপাতে সহায়তা করা চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে৷ মঙ্গলবার (৯ এপ্রিল) অ্যারিজোনা রাজ্যের সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছে, রাজ্যটি গর্ভপাত নিষিদ্ধ করার জন্য ১৮৬৪ সালের এই আইন পুনরায় কার্যকর করতে পারে৷ আইনটি কার্যকর হলে গর্ভপাতে সহায়তাকারী চিকিৎসকদের বিচারের মুখোমুখি করার আশঙ্কা বেড়ে যাবে৷ অ্যারিজোনার ১৮৬৪ সালের গর্ভপাত নিষেধাজ্ঞা অ্যারিজোনা রাজ্যের বিদ্যমান আইন অনুসারে ধর্ষণ অথবা অনিচ্ছাকৃত ঘটনায়ও গর্ভপাত করা নিষেধ৷ শুধুমাত্র মায়ের জীবনের আশঙ্কা থাকলে গর্ভপাতের অনুমতি দেয়া হবে৷ আইনটিতে গর্ভপাতের ক্ষেত্রে সহায়তা করার জন্য দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে৷ গর্ভাবস্থার প্রথম ১৫ সপ্তাহে গর্ভপাত করার জন্য চিকিৎসকদের অভিযুক্ত করা যাবে না বলে ২০২২ সালের একটি আবেদন পর্যালোচনা করেছে রাজ্যটির সুপ্রিম কোর্ট৷ ২০২২ সালের জুনে কেন্দ্রীয় সুপ্রিম কোর্টের ১৯৭৩ সালে দেয়া রো ভি ওয়েডের গর্ভপাতের সাংবিধানিক অধিকারের নিশ্চয়তার সিদ্ধান্তকে বাতিল করে দেয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক রাজ্য পুরানো গর্ভপাত নিষেধাজ্ঞা আইন কার্যকর করতে শুরু করেছে৷ বর্তমানে ১৪টি রাজ্য কিছু ব্যতিক্রম পরিস্থিতি ছাড়া, গর্ভাবস্থার সকল পর্যায়ে গর্ভপাতের উপর নিষেধাজ্ঞা জারি করছে৷ নিষেধাজ্ঞার প্রতি বাইডেন ও ডেমোক্রেটদের নিন্দা প্রকাশ প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে গর্ভপাত নিষেধাজ্ঞার নিন্দা করেছেন৷ তিনি বলেন, লাখ লাখ অ্যারিজোনাবাসী শীঘ্রই আরও কট্টর ও বিপজ্জনক গর্ভপাত নিষেধাজ্ঞার মুখোমুখি হবে৷ যে আইন নারীদের স্বাস্থ্য ঝুঁকি অথবা ধর্ষণ এর মতো মর্মান্তিক পরিস্থিতিতেও তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হবে৷ তিনি আরও বলেন, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ও আমি সেই সংখ্যাগরিষ্ঠ আমেরিকানদের পাশে আছি৷ যারা একজন নারীর পছন্দের অধিকারকে সমর্থন করে৷ আমরা প্রজনন অধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবো ও রো ভি ওয়েডের সিদ্ধান্ত পুনরুদ্ধার করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানাবো৷ নভেম্বরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি হওয়ার আগে বাইডেন তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গর্ভপাত ইস্যুকে গুরুত্ব দিচ্ছেন৷  অ্যারিজোনার অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করে বলেন, অ্যারিজোনা যখন একটি রাজ্য ছিল না, যখন এখানে গৃহযুদ্ধ চলছিল ও নারীরা ভোটও দিতে পারতো না, সে সময়কার একটি আইনকে নতুন করে আরোপ করার আজকের এই সিদ্ধান্ত আমাদের রাজ্যের ইতিহাসে একটি কলঙ্ক হিসেবে অবিস্মরণীয় হয়ে থাকবে৷
১২ এপ্রিল ২০২৪, ১৯:২৪

যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলি, আহত ৩
যুক্তরাষ্ট্রের একটি পার্কে ঈদ উদযাপনের সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।  বুধবার (১০ এপ্রিল) দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এ ঘটনা ঘটে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, ফিলাডেলফিয়া শহরের ওয়াইলোসিং এভিনিউয়ের ৪৭০০ ব্লকের কাছে পার্কে প্রায় এক হাজার মানুষ ঈদ উদযাপন করছিলেন। এ সময় দুটি গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে, এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। তবে, পাঁচজনকে আটক করা হয়েছে। ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার কেভিন বেথেল জানান, দুই পক্ষের মধ্যে প্রায় ৩০টি গুলি বিনিময় হয়েছে। দ্বন্দের জেরে এই ঘটনা ঘটতে পারে। আমরা ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছি। ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।  
১১ এপ্রিল ২০২৪, ১৪:৪৫

৫০ বছর উদযাপনে যুক্তরাষ্ট্রে ‘সোলস’
প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন করছে শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘সোলস’। ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি কনসার্ট করেছে। এবার দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ব্যান্ডটি। আগামী ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন ব্যান্ডের সদস্যরা। যুক্তরাষ্ট্র সফরে বিভিন্ন স্ট্যাটে ২০টি শোতে পারফর্ম করবে ‘সোলস’ । বিষয়টি নিয়ে ‘সোলস’ ব্যান্ডের দল প্রধান গায়ক পার্থ বড়ুয়া বলেন, সোলসের ৫০ বছর উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠান পারফর্ম করতে যাচ্ছি। তবে এবারের সফরে আমাদের সঙ্গে পারিবারিক ও ব্যাক্তিগত কিছু সমস্যা থাকার কারণে নাসিম ভাই যেতে পারছেন না। তাই আপাতত সোলসের সঙ্গে কোনো কার্যক্রমে তিনি নেই।    বিষয়টি নিয়ে নাসিম আলী খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার শারীরিক ও পারিবারিক ব্যক্তিগত কিছু সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের সফরে থাকতে পারছি না। এ ছাড়া অন্য কোনো কারণ নেই। আমি কিন্তু ব্যান্ড ছাড়িনি। জানা গেছে,  ঈদ উপলক্ষে সোলস  ভক্তদের জন্য থাকতে পারে নতুন গান। এমনই আভাস পাওয়া গেছে।  এদিকে আগামী ১ এপ্রিল লন্ডনে যাবেন পার্থ বড়ুয়া। সেখান থেকেই যুক্তরাষ্ট্রে সোলস টিমের সঙ্গে যোগ দিবেন এই গায়ক।
০১ এপ্রিল ২০২৪, ১৪:৪২

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত, সুষ্ঠু তদন্তের আশা পররাষ্ট্রমন্ত্রীর
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা আশা করব নিউইয়র্ক প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে। যদি কারো ওভার রিয়েকশন পাওয়া যায় এবং এমন কেউ দোষী সাব্যস্ত হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।         শনিবার (৩০ মার্চ) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ড. হাছান মাহমুদ বলেন, নিহত বাংলাদেশি যুবক রোজারিওর পরিবারটি ১০ বছর আগে নিউইয়র্কে গেছে। তারা বাংলাদেশের পাসপোর্ট ধারী। গ্রিন কার্ডের জন্য এপ্লাই করেছে, কিন্তু এখনো গ্রিন কার্ড পায়নি।  তিনি বলেন, আমাদের কনস্যুল জেনারেল সেই পরিবারের সঙ্গে দেখা করেছে। পরিবারের বক্তব্য হচ্ছে, পুলিশ যে পরিস্থিতিতে গুলি করেছে সেটা প্রয়োজন ছিল না। পুলিশের বক্তব্য ভিন্ন। সেই তরুণকে ছয়টি গুলি করা হয়েছে। এই ঘটনাটি অত্যন্ত দুঃখজন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ মিত্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ফিরতি চিঠির মাধ্যমে আমাদের ঘনিষ্ঠতা, মিত্রতা, সম্পর্ক আরো উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছি।  এ সময় মিয়ানমার থেকে তিনজন সেনাবাহিনী কর্মকর্তা পালিয়ে আসার বিষয়ে তিনি বলেন, মিয়ানমার থেকে তিনজন সেনাবাহিনী কর্মকর্তা পালিয়ে এসেছেন। তারা আমাদের বিজিবির হেফাজতে আছে। বিজেপির ১৭৭ জন যারা পালিয়ে আসছে, তাদের নৌপথে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মারমা ইতোমধ্যে প্রস্তাব করেছে। আমরা আশা করি খুব সহসাই, তাদের নৌপথে ফেরত পাঠাতে পারবো। তিনি আরও বলেন, সোমালিয়ার জলদস্যুরা যে জাহাজটি হাইজ্যাক করেছে, সোমালিয়ার জলদস্যুরদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ হয়েছে, তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আলাপ আলোচনা মাধ্যমে আমার আশা করছি সহসাই আমাদের নাগরিকদের মুক্ত করতে পারব, জাহাজটিও মুক্ত করতে পারব । আমাদের নাবিকরা সবাই ভালো আছে। তারা কেবিনে আছে। তাদের খাবার-দাবারের কোনো সমস্যা নেই। নাবিকদের সঙ্গে কোনো খারাপ আচরণ এ পর্যন্ত করা হয় নাই।
৩০ মার্চ ২০২৪, ১৩:৫৬

যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে কার্গো জাহাজের ধাক্কায় ফ্রান্সিস স্কট কি সেতু ভেঙে পড়ার ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে মেরিল্যান্ড স্টেট পুলিশ দু’জনের মরদেহ উদ্ধারের খবর জানায়। তারা হলেন- মেক্সিকোর আলেহান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্তে, ৩৫, এবং গুয়েতেমালার ডর্লিয়ান রনিয়েল ক্যাস্টিলো ক্যাব্রেরা, ২৬। পানিতে নিমজ্জিত একটি ট্রাকের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।  এর আগে, গত মঙ্গলবার ভোরে একটি কার্গো জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের ফ্রান্সিস স্কট কি সেতুটি ভেঙে পড়ে। এতে সেতুতে থাকা বেশ কয়েকটি গাড়ি পানিতে পড়ে যায়। এসময় আটজন নির্মাণ শ্রমিক নদীতে পড়ে যান। পরে দু’জনকে উদ্ধার করা গেলেও ছয়জনকে নিখোঁজ ঘোষণা করা হয়। সেতু ভেঙে নদীতে প্রচুর কংক্রিট এবং অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে থাকার কারণে বর্তমানে আর নিরাপদে উদ্ধারকাজ চালানো যাচ্ছে না। সোনার স্ক্যান ব্যবহার করে বাকি মরদেহগুলো খোঁজা  হচ্ছে। সূত্র : বিবিসি
২৮ মার্চ ২০২৪, ১০:১৪

আইইএলটিএস ছাড়াই যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ
বাংলাদেশিদের উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস এলাকার রাইস ইউনিভার্সিটি। এজন্য লাগবে না আইইএলটিএস, টোয়েফল বা ডুয়োলিংগো। এগুলো ছাড়াই আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। সাধারণত ইউরোপ-আমেরিকার দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যেতে প্রথমেই প্রয়োজন হয় ইংরেজি ভাষাগত দক্ষতা। এজন্য প্রার্থীকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পরীক্ষায় ভালো স্কোর করলেই উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারেন শিক্ষার্থীরা। তবে বাংলাদেশের নয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাষা পরীক্ষার বিষয়টি শিথিল করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের রাইস ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়গুলো হলো― নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য)। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য এসব বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্রসহ বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ইংরেজি ভাষার অন্যান্য সব শর্ত পূরণ করতে হবে। আবেদনের সময় উল্লেখ করতে হবে, তারা তাদের প্রতিষ্ঠানে পড়ালেখার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষা পেয়েছেন। তবে শুধু বাংলাদেশের উল্লেখিত নয়টি বিশ্ববিদ্যালয়ই নয়, এশিয়াসহ অন্যান্য অঞ্চলের আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। 
২২ মার্চ ২০২৪, ২২:০৭

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের বিল পাস
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি বিল পাস হয়েছে। ফলে দেশজুড়ে টিকটক নিষিদ্ধ হতে পারে। বুধবার (১৩ মার্চ) মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ৩৫২-৬৫ ভোটে বিলটি পাস হয়। খবর বিবিসি। যদিও পাস হওয়া এই বিলটি যুক্তরাষ্ট্রে এখনও পুরোপুরি আইনে পরিণত হয়নি। হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাসের পর এখন বিলটিকে প্রথমে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সেখানে পর্যালোচনা, যাচাই এবং পাস হওয়ার পর হোয়াইট হাউসে পাঠানো হবে সেটি। প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরের পর পুরোপুরি আইনে পরিণত হবে সেই বিল। সিনেটে ভোটের ফলও যেন প্রতিনিধি পরিষদের অনুরূপ হয়, সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বুধবারই আহ্বান জানিয়েছেন নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টির নাম্বার ২ হাউস রিপাবলিকান স্টিভ স্ক্যালিস। এক্সে দেওয়া তিনি বলেন, ‘এই বিলটি খুবই স্পর্শকাতর এবং এর সঙ্গে জাতীয় নিরাপত্তার ব্যাপারটি সম্পর্কিত। আমরা আশা করছি, সিনেট এর গুরুত্ব বুঝতে পারবে এবং এটি পাস করবে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৩৩ কোটি ১৯ লাখ মানুষের মধ্যে টিকটক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৭ কোটি। অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার অর্ধেকই টিকটক ব্যবহার করেন। এই ব্যবহারকারীদের অধিকাংশই তরুণ প্রজন্মের। ২০২১ সালে টিকটকের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ উঠেছিল। সে বছরই মার্কিন সেনা কর্মকর্তা ও কর্মচারীদের এই অ্যাপটি ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। পরের বছর ২০২২ সালে দেশটির সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও একই আদেশ দেওয়া হয়। এই আদেশের পর এবার চলতি বছর টিকটক পুরোপুরি নিষিদ্ধের এই কার্যক্রম হাতে নিল দেশটি।  এদিকে প্রতিনিধি পরিষদে বিলটি পাশের কিছুক্ষণ পর এক ভিডিওবার্তায় বাইটড্যান্সের শীর্ষ নির্বাহী শৌ জি চিউ বলেন, ‘যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার যে প্রক্রিয়া শুরু হয়েছে— তা দেশটির অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনবে। এতে একদিকে ক্ষুদ্র-খুচরা ব্যবসায়ীদের পকেট থেকে শত শত কোটি ডলার হারিয়ে যাবে, অন্যদিকে অন্তত ৩ লাখ মার্কিনির কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের পদক্ষেপের নিন্দা জানিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে— এমন কোনো প্রমাণ দেশটির সরকার পায়নি, তার পরও এই অ্যাপটি নিষিদ্ধ করার জন্য ওয়াশিংটন উঠে পড়ে লেগেছে। এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, যদি টিকটক নিষিদ্ধ সংক্রান্ত কোনো বিল তার কাছে আসে, তা হলে সেখানে তিনি স্বাক্ষর করতে প্রস্তুত। 
১৪ মার্চ ২০২৪, ১২:৪৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ব্যবসায়ী খুন
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে মোহাম্মদ আবু হানিফ (৫০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে।  স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) মার্কিন অঙ্গরাজ্যটির বাল্টিমোরে অবস্থিত নিজের দোকানে চুরি ঠেকাতে গিয়ে হামলার শিকার হন এই বাংলাদেশি ব্যবসায়ী। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সময় রোববার (১০ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জানা গেছে, মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে কয়েকজন কৃষ্ণাঙ্গ তরুণ হানিফের দোকানে ঢুকে সিগারেট-জাতীয় দ্রব্যাদি চুরি করে। বিষয়টি দেখে ফেলায় তাদেরকে বাধা দেন হানিফ। কিন্তু তাকে ঠেলে জোরপূর্বক দোকানের বাইরে চলে যায় ওই মার্কিন তরুণরা। পরে তাদের পেছনে ধাওয়া করে ছুটে যান হানিফ। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত হানিফকে উদ্ধার করে নিকটস্থ একটি নহাসপাতালে ভর্তি করে। মেরিল্যান্ড বাংলাদেশি কমিউনিটিতে সুপরিচিত ছিলেন মোহাম্মদ হানিফ। তার মৃত্যুতে মেট্রো ওয়াশিংটন তথা ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি এলাকায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আবু হানিফের খুনিকে ধরতে ২৫ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করেছে মেরিল্যান্ডের প্রিন্স জর্জ'স কাউন্টি পুলিশ। নিহত হানিফের জানাজা মঙ্গলবার বাদ জোহর মেরিল্যান্ডের ফ্রেডরিকের ইসলামিক সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আল-ফিরদৌস মেমোরিয়াল গার্ডেনে মরদেহ দাফন করা হবে। তার পৈত্রিক বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমিনবাজারে।  
১২ মার্চ ২০২৪, ১১:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়