• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে সুপার সিক্সে বাংলাদেশ
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে রীতিমতো বিধ্বস্ত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবার (২৬ জানুয়ারি) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ২৯১ রান তুলতে পারে শিবলি-আরিফুলরা। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭০ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। এতে ১২১ রানের বড় জয় পায় জুনিয়র টাইগাররা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই রান আউটের শিকার হন ভব্য মেহতা। ১৩ বলে ৫ রান করে আউট হন তিনি। এরপর সিদ্ধার্থ কাপ্পাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন যুক্তরাষ্ট্রের আরেক ওপেনার প্রণনভ চেট্টিপালায়ম। দুজনের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে যুক্তরাষ্ট্র। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৭৬ বলে নিজের ফিফটি তুলে নেন চেট্টিপালায়ম। ৪৪ বলে ১৮ রান করে কাপ্পা আউট হলে, ৯০ বলে ৫৭ রান করে রান আউটের ফাঁদে পড়েন চেট্টিপালায়ম। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি যুক্তরাষ্ট্রের অধিনায়ক ঋষি রমেশ। ২২ বলে ৮ রান করে ফেরেন তিনি। উৎকর্ষ শ্রীবাস্তবাকে সঙ্গে নিয়ে রান পিচে টিকে থাকার লড়াই করেন আমোঘ আরেপল্লী। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। ১৪ রানে আরেপল্লী আউট হলে, ৪৯ বলে ৩৭ রান করে ক্যাচ আউট হন শ্রীবাস্তবা। এরপর উইকেট মিছিল শুরু করে বাকিরা। পার্থ প্যাটেল (০), অরিন নাদকার্নি (০), অতেন্দ্র সুবেন্দ্র (০) ও খুশ ভালালা ১২ রানে আউট হলে ১৭ বল হাতে থাকতেই ১৭০ রানেরই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। এতে ১২১ রানের জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চান উইকেট শিকার করেন মাহফুজুর রহমান রাব্বি। এ ছাড়াও ইকবাল হোসেন ইমন,পারভেজ জীবন, রাফিউজ্জামান রাফি, আরিফুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।  
২৭ জানুয়ারি ২০২৪, ০১:২৬

আরিফুলের দুর্দান্ত সেঞ্চুরি / যুক্তরাষ্ট্রকে পাহাড় সমান লক্ষ্য দিলো বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে তৃতীয় ও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে আরিফুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে যুক্তরাষ্ট্রকে পাহাড় সমান ২৯১ রানের লক্ষ্য দিয়েছে জুনিয়র টাইগাররা। শুক্রবার (২৬ জানুয়ারি) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে দুই টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক। তবে ইনিংস বড় করতে পারেনি সিদ্দিক। ২৮ বলে ১৩ রান করে আউট হন তিনি। মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শিবলি। ৪৫ বলে ২৭ রান করে আউট হন শিবলিও। অপর প্রান্তে ব্যাট চালাতে থাকেন রিজওয়ান। ৪০ বলে ৩৫ রানের ইনিংস খেলেন এই টাইগার ব্যাটার। এরপর টাইগার শিবিরে হাল ধরেন আরিফুল ইসলাম। তাকে যোগ্য সঙ্গ দেন আহার আমিন। ৯৯ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন আরিফুল ইসলাম। এরপর মাত্র তিন রান যোগ করেই গার্গের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই বাংলাদেশি ব্যাটার।  অন্যদিকে ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফেরেন আমিন। ৪৯ বলে ৪৪ রান করে ক্যাচ আউট হন তিনি। এরপর ১৭ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন শিহাব জেমস। শেষ পর্যন্ত পারভেজ জীবনের ৭ বলে ১৩ রান এবং রাফির ৬ বলে অপরাজিত ৭ রানের ভর করে সাত উইকেট হারিয়ে করে পাহাড় সমান ২৯১ রানের পুঁজি পায় বাংলাদেশে। যুক্তরাষ্ট্রে হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন আর্য গার্গ। দুই উইকেট শিকার করেন আরিন সুশীল নাদকার্নী। এ ছাড়াও আতিন্দ্র সুব্রামানিয়ান ও পার্থ প্যাটেল একটি করে উইকেট নেন।
২৬ জানুয়ারি ২০২৪, ২০:০০

যুক্তরাষ্ট্রকে সংযত থাকার আহ্বান সৌদি আরবের
ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় হুতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এ অবস্থায় লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তায় মধ্য প্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মিত্রদের সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। এ অঞ্চলে উত্তেজনা এড়াতে বলেছে সৌদি আরব। এ নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে দিয়েছে। রিয়াদ গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে এই বিবৃতিতে জানিয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়, ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শুক্রবার হুতিদের অবস্থান লক্ষ্য করে এ হামলায় সরাসরি অংশ নেয় দেশ দুটির সেনাবাহিনী। হুতিদের লক্ষ্য করে রাজধানী সানার হুদাইদাহে হুতি লোহিত সাগর বন্দর, ধামার ও উত্তর-পশ্চিমাঞ্চলে হামলার খবর পাওয়া গেছে। তবে ইয়েমেনের রাজধানী সানায়ে বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাংবাদিকরা চারটি বিস্ফোরণের শব্দ শুনলেও যুদ্ধবিমানের কোনো চিহ্ন দেখতে পাননি। হামলার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইয়েমেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে চলাচলের স্বাধীনতাকে বিপন্ন করায় ‘আমার নির্দেশে’ হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এবং নেদারল্যান্ডের সমর্থনে হামলা চালানো হয়েছে। এ হামলায় পাল্টা হুমকি দিয়েছে হুতি। হুঁশিয়ারি দিয়ে এতে বলা হয়- যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এজন্য চরম মূল্য দিতে হবে। হুতিরা ইয়েমেনের বেশির ভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করে। এই যোদ্ধারা ইসরায়েল অভিমুখে জাহাজগুলো লক্ষ্যবস্তু করে তাদের মিত্র হামাসকে সমর্থন করে আসছে। যুক্তরাষ্ট্র গত মাসে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা মোকাবিলা করার জন্য একটি আন্তর্জাতিক সামুদ্রিক জোট গঠন করেছে। তাদের হামলা কিছু শিপিং লাইনকে দক্ষিণ আফ্রিকার চারপাশে দীর্ঘ সমুদ্রপথ বেছে নিতে এবং লোহিত সাগরকে পুরোপুরি এড়িয়ে চলতে বাধ্য করেছে। সম্প্রতি গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালায়। গত কয়েকদিন এ ঘটনা বাড়িয়ে ‍দিয়েছে হুতিরা। হুতিরা বলেছে, ইসরায়েল গাজায় সংঘাত বন্ধ না করা পর্যন্ত তারা তাদের হামলা চালিয়ে যাবে।
১২ জানুয়ারি ২০২৪, ১৪:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়