• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে যাত্রীবাহী ফেরিডুবি, নিহত অন্তত ৫৮
আফ্রিকার দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাওয়ার পথে ফেরিডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা এই ফেরিটিতে প্রায় ৩০০ আরোহী ছিলেন।   শনিবার (২০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কর্মকর্তারা জানিয়েছেন নৌযানটিতে থাকা ৩০০ জনের বেশিরভাগই গত শুক্রবার একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন। যাওয়ার পথে ফেরিডুবিতে কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন।   রাজধানী বাঙ্গুইয়ের কাছে এমপোকো নদীতে ফেরিডুবি ও প্রাণহানির এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুর্ঘটনার ফুটেজে দেখা যাচ্ছে, ফেরিডুবির পর লোকেরা নদীর তীরে পৌঁছানোর চেষ্টা করছেন বা পানিতে ঝাঁপ দিচ্ছেন। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নৌকাডুবির জেরে এমন বিপর্যয়ের ঘটনা অস্বাভাবিক নয়। একজন প্রত্যক্ষদর্শী ফরাসি ভাষার সম্প্রচারকারী আরএফআইকে বলেছেন, ‘এইমাত্র যা ঘটেছে তা ছিল ভয়ঙ্কর। আমি এমন একটি পরিবারকে চিনি যারা এই ট্র্যাজেডিতে সাতজন আত্মীয়কে হারিয়েছে।’ শনিবার স্থানীয় স্টেশন রেডিও গুইরার সাথে কথা বলার সময় নাগরিক সুরক্ষা প্রধান থমাস ডিজিমাসে বলেন, উদ্ধারকারীরা পানি থেকে ‘৫৮ জনের মৃতদেহ’ উদ্ধার করেছে। তিনি আরও বলেন, ‘পানির নিচে থাকা মোট লোকের সংখ্যা আমরা জানি না।’ অবশ্য ফেরি দুর্ঘটনার পর বেঁচে যাওয়া কয়েক ডজন মানুষ বাঙ্গুইয়ের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
২১ এপ্রিল ২০২৪, ১০:০৭

হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
দিনাজপুরের হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি পাঁচ গ্রাম কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার হিলি বটতলী এলাকায় বাসে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়। সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।  সংবাদ বিজ্ঞপ্তিতে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দিনাজপুর থেকে হিলিগামী যাত্রীবাহী একটি বাসে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। এমন খবর জানতে পেরে উপ-অধিনায়ক আফিক হাসানের নেতৃত্বে ওই যাত্রীবাহী বাসের গতিরোধ করে বিজিবির সদসরা। পরে তল্লাশি চালিয়ে প্যাকেটে মোড়ানো অবস্থায় এক কেজি ৫ গ্রাম ওজনের কোকেন জব্দ করা হয়। জব্দ করা কোকেনের মূল্য প্রায় ৫০ লাখ ২৫ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৫

যাত্রীবাহী বাসে ডাকাতি, ছুরিকাঘাতে পুলিশ সদস্য হাসপাতালে 
টাঙ্গাইলে যাত্রীবাহী বাসে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই নামক এলাকায় ডাকাত দলের ছুরিকাঘাতে সুভাষ চন্দ্র সাহা নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সুভাষচন্দ্র নাটোরের সিংড়া থানার ডাহিয়া গ্রামের কুবির সাহার ছেলে। বর্তমানে তিনি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। জানা যায়, পুলিশ সদস্য সুভাষচন্দ্র গতকাল ঢাকায় একটি মামলার সাক্ষী দেওয়া শেষে রাতের দিকে বাসযোগে কর্মস্থলে ফিরছিলেন। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই নামক স্থানে পৌঁছালে  একদল ডাকাত বাসের ভেতর উঠে ডাকাতি শুরু করে। এ সময় পুলিশ সদস্য সুভাষ চন্দ্র বাধা দিলে ডাকাত দল তার শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে রক্তাক্ত করে। কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে মির্জাপুর থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, আজ সকালে গুরুতর আহত অবস্থায় ওই পুলিশকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
০৩ এপ্রিল ২০২৪, ১৪:০৫

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৬
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের চকদারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে সিলেট থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাস চকদারবাড়ি ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ১৬ যাত্রী আহত হয়েছেন।  স্থানীয় লোকজন ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত ১৬ জনের মধ্যে ১২ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।  শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবির ঘটনার গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
৩০ মার্চ ২০২৪, ১৮:৫৫

বরিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের অশোকাঠি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি বলেন, নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে এবং কয়েকজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
২২ মার্চ ২০২৪, ০৯:৫৭

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ঢুকল বসত ঘরে
মাগুরায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের এক ভ্যানচালকের বসত ঘরে ধাক্কা দিয়েছে। এতে বাসের ১০ যাত্রী আহত হয়েছেন।   মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে সদর উপজেলার মাগুরা-মহম্মদপুর সড়কের মালিকগ্রামে ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত ভ্যান চালক আতিয়ার মোল্লা বলেন, সকাল আটটার দিকে মাগুরা থেকে মহাম্মদপুরগামী ফয়সাল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আমার বসত ঘরে ধাক্কা দেয়। এতে আমার গোয়ালঘর ও টিন সেড একটি বসত ঘর চুরমার হয়ে যায়। পরে বাসটির মালিক পক্ষ এসে আট হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে। এ ঘটনায় আমার অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।   স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসা করে দেওয়ায় আমি ৮ হাজার টাকার ক্ষতিপূরণ মেনে নিয়েছি। দুর্ঘটনার সময় ঘরে কেউ না থাকায় পরিবারের কেউ আহত হননি।   মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৯ মার্চ ২০২৪, ২১:০০

ফরিদপুরে বাস উল্টে নিহত ৩, আহত ৩০
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও একজন।  শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার বাবনা তলা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই আবু সাঈদ। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। নিহতরা হলো- পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। বাকি দুজনার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামের গাড়িটি ঢাকার দিকে যাচ্ছিলো। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়েছে। আহত এক যাত্রী জানায়, হঠাৎ বাউলি দিয়ে রাস্তার ওপর উল্টে যায় বাসটি। এতে গাড়ির অধিকাংশ যাত্রী আহত হয় এবং ঘটনাস্থলে দুই জন নিহত হয়। 
০৮ মার্চ ২০২৪, ১৫:৪৩

যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমন চালক নিহত
যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় টনি হোসেন (২০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালি বাজারে এ দুর্ঘটনা ঘটে।  নিহত টনি হোসেন গদখালীর বারবাকপুর গ্রামের আবুল কালামের ছেলে। ঘাতক বাসযাত্রী ইয়ানুর হোসেন বলেন, সকালে নাভারণ থেকে আসা যশোরগামী দ্রুতগতির বাসটি বেনেয়ালী ব্র্যাক অফিস সংলগ্ন কাঠবোঝাই নছিমনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি খাদে পড়ে যায় এবং কাঠের নিচে চাপা পড়ে নছিমন চালক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান বলেন, স্থানীয় নারীরা রক্তাক্ত অবস্থায় টনিকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাভারণ হাইওয়ে থানার এসআই মফিজুল ইসলাম জানান, আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৪

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।  রোববার (২১ জানুয়ারি) বিকেলে পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।  আহতরা হলেন হোসেনপুর উপজেলার একে মোস্তাকিম আরেফীন (২৬), হাবিবুর রহমান (৪০), কুলসুম (৫০), পাকুন্দিয়া উপজেলার আলম মিয়া (৪০), নান্দাইল উপজেলার আসন মিয়া (৫০) ও ঈশ্বরগঞ্জ উপজেলার শাহজাহান সিরাজ (৪০)। এর মধ্যে মোস্তাকিম আরেফীন, আলম ও আসন মিয়া গুরুতর আহত হয়েছেন।  পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. ফারুক প্রধান বলেন, বাস দুর্ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬ জন রোগী এসেছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। পাকুন্দিয়া থানার এস আই মো. নাজিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পেরেছি বাসে অন্তত ১৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন। বাসটি অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
২১ জানুয়ারি ২০২৪, ২০:০৮

চাঁদপুরে লঞ্চের কেবিন থেকে মরদেহ উদ্ধার
ঢাকা থেকে চাঁদপুর ঘাটে আসা যাত্রীবাহী একটি কেবিন থেকে জয়নাল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বোগদাদিয়া-৭ লঞ্চের নিচতলার ১০৩ নম্বর কেবিনে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি শরিয়তপুর জেলায়। তিনি ঢাকায় একটি টেইলার্সে কাজ করতেন। ওই কেবিনে জয়নাল একাই ছিলেন। লঞ্চের মাষ্টার কলিমুল্লাহ জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা লঞ্চটি পৌনে ১২টায় চাঁদপুর ঘাটে আসে। এরপর যাত্রীরা লঞ্চ থেকে নেমে পড়ে। কিন্তু নিচতলার ১০৩ কেবিনের যাত্রী বের হয়নি। পরে দরজায় অনেকবার নক করা হলেও সাড়া না পেয়ে জানালা খুলে তাকে নিচে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নৌ থানা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তার তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লঞ্চের টালিখাতায় তিনি জয়নাল নাম অন্তভুক্ত করেছেন। বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর নৌ থানার এসআই জহির জানান, জয়নাল কেবিনে একা থাকায় পূর্নাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। তার আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মুনসুর আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই রোগীর মৃত্যু হয়। মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না। লাশ হাসপাতালেই রয়েছে।
১৯ জানুয়ারি ২০২৪, ১৬:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়