• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
রাজধানীতে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
জামালপুরের তারাকান্দি থেকে যাত্রীদের নিয়ে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেন রাজধানীর তেজগাঁওয়ে লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে রাজধানী কারওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দেরিতে হলেও ঢাকা থেকে বের হচ্ছে ট্রেনগুলো। বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস। তিনি বলেন, কারওয়ান বাজারে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সেখানে ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়নি। একটি লাইন দিয়ে ট্রেন চলছে।  তবে লাইনচ্যুত ট্রেনটি লাইনে আনা ও চলাচল স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান ফেরদৌস আহমেদ বিশ্বাস।
১৭ এপ্রিল ২০২৪, ১০:৪৬

যমুনা নদী‌তে অষ্টমীর স্না‌নে পুণ্যার্থীদের ঢল
টাঙ্গাইলের ভূঞাপু‌রে যমুনা নদী‌তে মহাষ্টমীতে হাজার হাজার পুণ্যার্থীদের পদচারণায় মুখ‌রিত স্নান ঘাট।  মঙ্গলবার (১৬ এপ্রিল) ভো‌র থে‌কে উপ‌জেলার খান‌ুরবা‌ড়ি সরাতলা কা‌লীম‌ন্দির সংলগ্ন যমুনা নদী‌তে স্নান শুরু হয়।  পাপমোচনের আশায় এবং দেশ ও জা‌তির মঙ্গল কামনায় প্রার্থনা ক‌রে আগত পুণ্যার্থীরা যমুনা নদী‌তে স্নান কর‌তে আসেন।  ‌দেশের বি‌ভিন্ন জেলা থে‌কে পুণ্যার্থীরা স্নান কর‌তে যমুনা ঘা‌টে আসে। এ সময় গঙ্গা পূজা-অর্চনা ক‌রে ভক্তরা। চৈত্রমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। এ সময় অসংখ্য পুণ্যার্থী এখানে পুণ্যস্নানের জন্য আসেন। ঘা‌টে পূজা করা পুরো‌হিত পিন্টু গোস্বামী জানান, পাপ‌মোচনের আশায় হিন্দু ধর্মাবলম্বীরা যমুনা নদী‌তে স্নান কর‌তে এসেছেন। বি‌ভিন্ন জায়গা থে‌কে পুণ্যার্থীরা আস‌ছেন স্নান কর‌তে। হাজার হাজার পুণ্যার্থীর ঢল নে‌মে‌ছে নদী‌তে। এ দিকে স্নান ঘা‌টের পা‌শেই মেলা শুরু হয়ে‌ছে। মেলায় বিভিন্ন ধর‌নের পণ্য সামগ্রীর পসরা নি‌য়ে ব‌সে র‌য়েছেন বি‌ক্রেতারা।   অন‌্যদি‌কে ভূঞাপুরে স্লুইস গে‌ট এলাকায়ও স্নান উৎসব হ‌য়েছে। সেখানেও স্নান উৎসব‌কে ঘি‌রে মেলার আয়োজন করা হয়।  অষ্টমী স্নান উৎসব আয়োজক ক‌মি‌টির সাধারণ সম্পাদক অভি‌জিৎ ঘোষ বলেন, ‌ভোর থে‌কে পুণ্যার্থীরা স্নান ঘা‌টে এসে‌ছেন পূজা অচর্না কর‌তে। আগত পুণ্যার্থী‌দের জন‌্য সকল ব‌্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে। ক‌য়েক হাজার ভক্ত‌দের জন‌্য প্রসা‌দের ব‌্যবস্থা করা হয়। স্না‌নোৎস‌বে পর্যাপ্ত সংখ‌্যক পু‌লিশ সদস‌্য দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন ভক্ত‌দের নিরাপত্তার জন‌্য।  ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্ল‌্যাহ ব‌লেন, নিরাপত্তা নি‌শ্চি‌তে স্নান ঘা‌টে পু‌লিশ সদস‌্য মোতা‌য়েন করা হ‌য়েছে। জেলা পু‌লিশের রিজার্ভ ফোর্স, থানা পু‌লিশ ও নৌপু‌লি‌শের সদস‌্যরা আইনশৃঙ্খলা কা‌জে নি‌য়ো‌জিত র‌য়েছেন‌।
১৬ এপ্রিল ২০২৪, ১৫:৩৩

শীতে কাঁপছে যমুনা তীরবর্তী লোকজন
গত কয়েকদিনের শৈত্যপ্রবাহে দুর্বিষহ জীবনযাপন করছেন বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলের খেটে খাওয়া মানুষরা। যমুনা নদী সংলগ্ন হওয়ায় এসব এলাকায় শীতের তীব্রতা একটু বেশি। বিভিন্ন সময়ে যমুনা নদীর ভাঙনের শিকার বেশকিছু এলাকাবাসী তাদের ভিটেমাটি এবং কৃষিজমি হারিয়ে এখন নিস্ব। পেটের ভাত জোগাড় করতে তাদের প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। তাই তারা কিনতে পারেন না ভালো কোনো শীতের গরম কাপড়। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন সম্পূর্ণ নদীগর্ভে। আর ৫টি ইউনিয়নের আংশিক নদীগর্ভে। তাই এ উপজেলার বিশাল আয়তনের জনগোষ্ঠী চরবাসী। চরবাসী এসব এলাকার লোকজন বারবার যমুনা নদী ভাঙনের শিকার হয়ে তাদের ভিটেমাটি এবং কৃষিজমি হারিয়ে কেউ কেউ দুর্বিষহ জীবনযাপন করছেন। কয়েক দিনের তীব্র শীতে এসব মানুষরা এখন শীতে কাঁপছে।  সজিরন বেওয়া (৭০)। জীবনে ৯ বার যমুনা নদী ভাঙনের শিকার হয়েছেন। ভিটেমাটি এবং কৃষিজমি হারিয়ে এখন বাস করছেন অন্যের জমিতে। কাজলা ইউনিয়নের চর ঘাগুয়া চরে তার বসবাসের অযোগ্য বাড়ি। গত কয়েকবছর আগেই তার স্বামী মারা গেছেন। ৪ ছেলের মধ্যে ১ ছেলেও মারা গেছেন চিকিৎসার অভাবে। ৩ ছেলে অন্যের জমিতে দিন মজুরের কাজ করেন। অনেক কষ্টে এলাকার লোকদের সহযোগিতায় ২ মেয়েকে তিনি বিয়ে দিয়েছেন। ছেলেদের অভাবের সংসারে তার ভাত হয়নি। সারাদিন অন্যের জমির মরিচ তুলে দিয়ে যা আয় হতো, তা দিয়ে কিনতেন ডাল-চার। বয়সের ভারে আর মরিচ তুলতে পারেন না। এখন বিভিন্ন মানুষের কাছে দশ-পাঁচ টাকা হাত পেতে পেটের ভাত জোগাড় করেন। কয়েক দিনের প্রচণ্ড শীতে তিনি কষ্ট করছেন। শরীরে কোনো গরম কাপড় নাই। গ্রামের চেয়ারম্যান মেম্বারদের কাছে বেশ কয়েকবার গরম কাপড় প্রার্থনা করেও ব্যর্থ হয়েছেন। এদিকে গত কয়েক দিন ধরেই এ উপজেলায় গভীর রাত থেকে শুরু কওে পরদিন প্রায় দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে। কুয়াশার জন্য রাতে ৩০ ফিট দূরের কোনো কিছু চোখে দেখা যায়না। সন্ধ্যা ৭টা হতে কুয়াশা শুরু হয়ে পরদিন দুপুর পর্যন্ত স্থায়ী হয়। কুয়াশার জন্য উপজেলার বিভিন্ন সড়কে বিভিন্ন ধরনের যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে সকাল ১০টা পর্যন্ত। রাতে প্রচণ্ড কুয়াশার জন্য গাছের পাতা হতে টপটপ করে বৃষ্টির মতো পানি পরছে।  কৃষকরা হালকা শীতের কাপড় পরেই ছুটছে খেতের দিকে, এনজিওকর্মীরা রেইনকোট পরে মোটরবাইকে বেরিয়ে পড়েছে কিস্তি আদায়ের কাজে, গরুর মালিকরা দুধ দোহন করে নিয়ে ছুটছে বাজারের দিকে। দিনমজুর এবং শ্রমিকরা বেড়িয়ে পরেছে তাদের নিজ নিজ কাজে। তবে তাদের শরীরে গরম কাপড়ের অভাব ব্যাপকভাবে লক্ষণীয়। অটোভ্যান শ্রমিকরা শীতের বাতাসকে উপেক্ষা করেই ছুটছেন পেটের দায়ে। বয়স্ক মানুষরা প্রচণ্ড শীতে ঘরবন্দি হয়েছেন। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, সরকারি যে কম্বলগুলো পাওয়া গিয়েছিল তা বাড়ি বাড়ি গিয়ে গরিব-দুঃখী মানুষ খুঁজে বের করে তাদের দেওয়া হয়েছে। চরবাসীদেরও এ সহযোগিতা প্রদান করা হয়েছে। তবে চাহিদার তুলনায় কম্বল অপ্রতুল হওয়ার জন্য হয়তো কেউ কেউ বাদ পড়তে পারেন। যারা বাদ পড়েছেন, তাদের জন্যও দ্রুত ব্যবস্থা করা হবে।  
২৭ জানুয়ারি ২০২৪, ১৪:০০

যমুনা গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। প্রতিষ্ঠানটি ক্রেডিট মনিটরিং অফিসার (সিএমও) পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড পদের নাম: ক্রেডিট মনিটরিং অফিসার (সিএমও) পদসংখ্যা: নির্ধারিত নয়  আরও পড়ুন : স্কয়ার গ্রুপে প্রধান কার্যালয়ে নিয়োগ    শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক যন্ত্রপাতি/গৃহস্থালি যন্ত্রপাতি, বৈদ্যুতিক তার/কেবল সর্ম্পকে জ্ঞান থাকতে হবে।  অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, বছরে ২টি উৎসব বোনাস এবং অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী। আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
২৪ জানুয়ারি ২০২৪, ১৩:৫০

যমুনা গ্রুপে জব সার্কুলার, থাকছে আবাসন সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান মুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। প্রতিষ্ঠানটির ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইল ফ্যাক্টরির জন্য জিএম (এইচআর, অ্যাডমিন) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড  মূল প্রতিষ্ঠান: যমুনা গ্রুপ পদের নাম: জিএম-এইচআর, অ্যাডমিন  বিভাগ: ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইল ফ্যাক্টরি পদের সংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: মানবসম্পদ বিভাগ, ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি। তবে এমবিএ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।  অন্যান্য যোগ্যতা: গার্মেন্টস, টেক্সটাইল, ইলেকট্রনিক ইকুইপমেন্ট/হোম অ্যাপ্লায়েন্সেস, স্পিনিং বিষয়ে অভিজ্ঞতা। বাংলা ও ইংরেজিতে লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা। স্টাফিং, জনশক্তির বাজেট, নিয়োগ, প্রশিক্ষণ ও প্রশিক্ষণ উন্নয়ন, ক্ষতিপূরণ, পিএমএস, বিভাগীয় কেপিআই সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: শুধু পুরুষ  বয়সসীমা: কমপক্ষে ৩৫ বছর  কর্মস্থল: গাজীপুর বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: বিনামূল্যে আবাসন ব্যবস্থা এবং কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা। আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
২০ জানুয়ারি ২০২৪, ১৫:৩৫

সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ
জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ করা হয়েছে।  সোমবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টা থেকে গ্যাস-সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, যমুনা সার কারখানা দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছর ৫ সেপ্টেম্বর উৎপাদন বন্ধ করেছিল কর্তৃপক্ষ। টানা ৭২ দিন বন্ধ থাকার পর সংকট কাটিয়ে একই বছরের ১ নভেম্বর গ্যাস সরবরাহ পেলে ২ নভেম্বর ফের উৎপাদনে শুরু করে কারখানাটি। এ ঘটনার ৭৫ দিন পর সোমবার সকাল থেকেই গ্যাস-সংকট দেখা দেয়। দুপুরে গ্যাসের চাপ একেবারে নেমে গেলে বিকাল ৩টায় উৎপাদন বন্ধ করে দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। শুরুতে কারখানাটির ১৭০০ মেট্রিক টন উৎপাদনের সক্ষমতা থাকলেও গ্যাস-সংকটের কারণে বর্তমানে ১৩৫০ মেট্রিক টন উৎপাদন করতে পারছে। এ বিষয়ে যমুনা সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় বেলা ৩টায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও উৎপাদনে যাবো।
১৫ জানুয়ারি ২০২৪, ২০:০৪

যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি
যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অডিট বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ: অডিট পদসংখ্যা: ০৫ টি  শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ/এমবিএ। সিএ (সিসি) অ্যাকাউন্টিংয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে ভালো জ্ঞান, শক্তিশালী যোগাযোগ এবং সামাজিক দক্ষতা। কম্পিউটারে অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং মাইক্রোসফট অফিস এবং আইটি দক্ষতা থাকতে হবে।  অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: শুধু পুরুষ  বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর  কর্মস্থল: ঢাকা  বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৪
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:০৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়