• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
মৌলভীবাজারের জুড়ীতে বসতঘরের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ফয়জুরের বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজনসহ আশেপাশের এলাকার বাসিন্দারা।  নিহতরা হলেন ফয়জুর রহমান (৫৫), তার স্ত্রী শিরিন বেগম (৪৫), তাদের বড় মেয়ে সামিয়া (১৬), মেঝো মেয়ে সাবিনা (১৩) ও ছেলে সায়েম উদ্দিন (৮)। এ ঘটনায় ফজজুরের ছোট মেয়ে সোনিয়া আক্তারকে (৬) আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়জুর রহমান পরিবারের ছয় সদস্য নিয়ে একটি টিনের ঘরে ওই এলাকায় বসবাস করতেন। ঘরের ওপর দিয়ে উচ্চ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন পল্লী বিদ্যুতের লাইন গেছে। সেহরির আগে ও পরে ঝড়বৃষ্টি হলে বিদ্যুতের লাইন ছিঁড়ে ঘরের চালে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়। গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাইয়ুম জানান, ফয়জুর তার পরিবার নিয়ে ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। গুরুতর আহত সোনিয়া সিলেটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ফয়জুরের বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজনসহ প্রতিবেশীরা। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এ বি এম মিজানুর রহমান জানান, লাইন স্থাপনের পর ঘরটি তৈরি করা হয়েছে। এখন লাইনটি সরানো হবে। আহত শিশুর চিকিৎসার বিষয়ে সহযোগিতা করা হবে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।
২৬ মার্চ ২০২৪, ১৩:৩৭

মৌলভীবাজারে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
মৌলভীবাজার রাজনগরের ময়নাবাজার এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মহাশস্ত্র নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দাশটিলা গ্রামের বাছিত মিয়ার ছেলে অটোরিকশাচালক রাজু মিয়া (২০) ও কুদ্দুস মিয়ার ছেলে সোহেল মিয়া (২২) এবং নাঈম আহমদ ফাহিম (২০) নামের আরেকজন।  আহতরা হলেন দাশটিলা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০), তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২) এবং আরও একজন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজনগর থানার ওসি আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৬

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
মৌলভীবাজারে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জনি হায়দার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) মৌলভীবাজার পৌর শহরের ওয়াপদা সড়কের বনবীথি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত জনি হায়দার (৩৫) মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেল চালিয়ে জনি শহরের কোর্ট এলাকায় আসার পথে ওয়াপদা সড়কের বনবীথি এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫০

মৌলভীবাজারে পাওয়া গেল বিরল প্রজাতির মাকড়সা! 
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগানের শ্রমিক লাইনের একটি বাড়িতে দেখা মিলল বিরল প্রজাতির ক্রেব স্পাইডার মাকড়সা।  জানা যায়, উপজেলার মাধবপুর চা বাগানের ফাঁড়ি পদ্মছড়া চা বাগানের শ্রমিক লাইনে অবস্থিত বুলবুল আহমেদের বাড়ি থেকে মাকড়সাটি পাওয়া যায়। গত শনিবার রাতে বিরল প্রজাতির মাকড়সাটি প্রথম দেখতে পান বাড়ির মালিক বুলবুল আহমেদ। পরে মাকড়সাটিকে ধরে একটি কৌটাতে সংরক্ষণ করে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দেন তিনি।  খবর পেয়ে রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির মালিক বুলবুল আহমেদ স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান।  পরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিরল প্রজাতির মাকড়সা দেখে বন্যপ্রাণী বিভাগে এ মাকড়সার ছবি পাঠিয়ে মুঠোফোনে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন।  এ সময় তিনি জানান, এ মাকড়সাটির নাম হচ্ছে ক্রেব স্পাইডার। এটি বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বিচরণ করে থাকে। এ মাকড়সাকে কোনো গাছের ডালে উন্মুক্ত করে দেওয়ার কথা বলেন তিনি।  এ দিন বিকেলে বুলবুল আহমেদ ও তার মা জয়গুণ বেগম বিরল মাকড়সাটিকে কাঁঠাল গাছে উন্মুক্ত করেন।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৫

মৌলভীবাজারে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
মৌলভীবাজার-সিলেট মহাসড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। নিহতরা হলেন- শেরপুর সিএনজি মালিক সমিতির সভাপতি আবাস মিয়া (৭০) ও একই এলাকার মধু মিয়া (৬৫)। দুজনের বাড়ি সদর উপজেলার শেরপুর এলাকায়।  বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।  তিনি বলেন, নিহতদের মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রাখা হয়েছে। ঘাতক বাসকে আটক করা গেলেও বাসচালক পালিয়ে গেছেন।
১৯ জানুয়ারি ২০২৪, ১৪:০৪

মৌলভীবাজারে ভোটকেন্দ্রে আগুন
মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া গ্রামের ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে চারজন যুবক স্কুলের গেটের বাইরে অবস্থান নিয়ে স্কুলের ভেতরে প্লাস্টিকের বোতলে কেরোসিন ছুড়ে মারেন। এ সময় দরজায় আগুন লাগলে এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে।  সাবিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর গফফার বাবলু জানান, আমাদের স্কুলে নৈশপ্রহরী ছিল। গ্রাম পুলিশও পাহাড়ায় ছিল। তবুও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে স্কুলটির শিক্ষক মিলনায়তনে কিছু অংশ ও আসবাবপত্র পুড়ে গেছে। মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল বলেন,‌ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। সেখানে কেরোসিনের অস্তিত্ব রয়েছে। কেরোসিন ব্যবহার করে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তা তদন্ত চলছে।
০৫ জানুয়ারি ২০২৪, ২২:৩০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়