• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
ঈদে মোশাররফ করিম-তানিয়া বৃষ্টির ‘কপাল মন্দ’
দেশের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক-সিনেমা উপহার দিয়েছেন তিনি। অন্যদিকে বেশ কিছু নাটকে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তানিয়া বৃষ্টিও। এবার আসন্ন ঈদে আরটিভির পর্দা মাতাবেন এই দুই তারকা।   জানা গেছে, ‘কপাল মন্দ’ নামের একটি নাটকে দেখা যাবে মোশাররফ করিম-তানিয়া বৃষ্টিকে। নাটকটি নির্মাণ করেছেন পরিচালক তাইফুর জাহান আশিক। আর নাটকের গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন রশিদুর রহমান।  নাটকের গল্পে দেখা যাবে— কপাল মন্দ নিয়ে দুনিয়াতে এসেছে সিদ্দিক। জীবনে যাই করতে যায়, সেটারই ফলাফল হয় উল্টো।   পরীক্ষার সময় অসুখ হয়, ইন্টারভিউ দিতে গেলে দুর্ঘটনা ঘটে। জুতা কিনলে দুই মাপের দুইটা হয়ে যায়। শার্ট কিনলে রং উঠে। প্যান্ট কিনলে ছোট হয়। মাছ কিনলে পঁচা হয়। সব কিছুতেই তার কপাল মন্দ। সিদ্দিককে নিয়ে সবাই মজা করে। ভালো ছাত্র হলেও ফাইনাল পরীক্ষার সময় বার বার অসুস্থ হওয়ায় ফেল করতে করতে আর লেখাপড়াই হয়নি সিদ্দিকের।  রাস্তার পাশে সরকারি জায়গায় সিদ্দিকের বাবা সিরাজ বেপারির ভাতের হোটেল। আর সিদ্দিক তার বাবার ভাতের হোটেলের ম্যানেজার। বাবার দোকান হলেও সিদ্দিকের কৃপণ বাবা তাকে এক বিন্দুও ছাড় দেয় না। তবে তার বাবা মারা যাওয়ার পর এই দোকানের মালিক সিদ্দিকই হবে। তবুও সিদ্দিকের সঙ্গে কর্মচারীর মত ব্যবহার করে তার বাবা। মাঝে মাঝে সিদ্দিক ভাবে তার বাবা মারা যায় না কেন।     সিদ্দিকের স্ত্রী ফাতেমা। সিদ্দিক খুবই ভালো ছেলে হলেও কপাল মন্দের কারণে এখন ফাতেমারও কপাল মন্দ। স্ত্রীকে ভালোবেসে ফাতু বলে ডাকে সিদ্দিক। কিন্তু সিরাজ বেপারি কৃপণ হলেও ফাতেমাকে নিজের মেয়ের মতোই আদর করে। ফাতেমাও তার খুব যত্ন নেয়।   কিন্তু সিদ্দিক ও ফাতেমা পাঁচ বছরের সংসার কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। এই বিষয়েও সিদ্দিক ধরেই নিয়েছে কপাল মন্দ লোকের সন্তান হয় না।     সন্তান লাভের আশায় বউকে নিয়ে এক কবিরাজের কাছে যায়। গিয়ে দেখে ওই কবিরাজকে তার ছেলে খুন করেছে নিজে কবিরাজ হওয়ার জন্য। মন্দ কপাল নিয়ে ফিরে আসে স্বামী-স্ত্রী। বাসায় এসে জানতে পারে মেইন রোড আরও প্রশস্ত করবে সরকার। রাস্তার পাশেই তাদের দোকান, তাই সেটাও ভাঙা হবে। এতো এতো সমস্যা মাথায় নিয়ে সিদ্দিক হতাশ হয়ে সিদ্ধান্ত নেয়— তার স্ত্রীকে সে অন্য জায়গায় বিয়ে দিবে। তারপর সে যাযাবর হয়ে পথে পথে ঘুরবে। সিদ্দিকের মুখে এমন কথা শুনে তার স্ত্রী বাবা খেপে যায়। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। মোশাররফ করিম-তানিয়া বৃষ্টি অভিনীত ‘কপাল মন্দ’ নাটকটির শেষ দেখতে হলে চোখ রাখতে হবে আরটিভির পর্দায়। ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৩০মিনিটে নাটকটি প্রচারিত হবে আরটিভিতে। 
০৯ এপ্রিল ২০২৪, ১৬:১৬

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ
সিঙ্গাপুরে এক মাস ধরে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন আগের চেয়ে এখন অনেকটা ভালো আছেন। তিনি আরও জানান, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শক্রমে তিনি তার গুলশানের বাসায় ৪ থেকে ৬ মাস বেড রেস্টে থাকবেন। যেহেতু ব্রেইনে অপারেশন হয়েছে, তাই ডাক্তার আগামী ৪ মাস কোনো ধরনের জনসমাগম ও কারও সাথে সাক্ষাৎ থেকে বিরত থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা জানান, গত ২৭ জানুয়ারি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে খন্দকার মোশাররফের মস্তিস্কে সফল অস্ত্রোপচার হয়েছে।  মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর শারীরিক অবস্থার উন্নত না হওয়ায় উন্নত চিকিৎসা নিতে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা গত ২১ জানুয়ারি সিঙ্গাপুরে যান।  গত বছরের ১৭ জুন বিএনপি পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত ২৭ জুন সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে দুই মাস ১০ দিন চিকিৎসার পর ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরেছিলেন। 
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১০

‘হাতকড়া’ নিয়ে প্রকাশ্যে হিমি-মোশাররফ করিম
দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম করিম। চলচ্চিত্র, ওটিটিতে বেশ ব্যস্ত তিনি। ফাঁকে ফাঁকে কাজ করছেন ছোট পর্দাতেও। এদিকে অভিনেত্রী ও মডেল জান্নাতুল সুমাইয়া হিমি। নতু  নতুন কাজ নিয়ে ছোট পর্দায় বেশ ব্যস্ত তিনি। এই দুই তারকা এবার একসঙ্গে অভিনয় করলেন রিন নিবেদিত আরটিভির নাটক ‘হাতকড়া’তে । বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়। নাটকটির গল্পে দেখা যাবে, মোশাররফ করিম গ্রামের একজন সহজ-সরল লোক। একদিন বাজার করতে গিয়ে রাস্তার পাশে দেখেন একটা জটলা। পুলিশের লেগুনায় কয়েজন পুলিশ ও বেশ কয়েকজন লোক। অতি উৎসাহী মোশাররফ করিম  উঁকি দিয়ে বিষয়টি দেখতে যান। আর এই উঁকি দেয়াই কাল হয়ে দাঁড়ায়। আর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।  রাজিবুল ইসলাম রাজিবের লেখা গল্পে নাটকটি পরিচালনা করেছেন মেহিদী রনি।    
২৫ জানুয়ারি ২০২৪, ২০:৩৮

আমি একটা তেলাপোকাও মারতে পারি না : মোশাররফ করিম
নন্দিত অভিনেতা মোশাররফ করিম। তার দর্শকপ্রিয় নাটকের শেষ নেই। সিনেমা অঙ্গনেও করেছেন বাজিমাত। শুধু দেশ নয়, দেশের বাইরেও তিনি তার অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকদের মন। এই অভিনেতা সম্প্রতি ওপার বাংলার ‘হুব্বা’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন। কলকাতার পাশাপাশি একই দিনে ‘হুব্বা’ মুক্তি পেয়েছে ঢাকায়। ছবিটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু।  নতুন ছবি ‘হুব্বা’ মুক্তি পর মোশাররফ করিম আরটিভিকে বলেন, ছবিটির প্রচারণা বেশ ভালো হয়েছে। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের মেট্রোরেলে পর্যন্ত ব্র্যান্ডিং করা হয়েছে। রেলগাড়ির চেহারা মনে হয়েছে হুব্বা গাড়ি। ছবিটি দেখার পর দর্শকদের উচ্ছাস দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। অবশ্যই অনেক ভালো লাগা কাজ করছে। ছবিটির জন্য বেশ পরিশ্রম করেছি। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের দর্শকরাও বেশ পজেটিভলি নিয়েছে সিনেমাটি।  ছবিটির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে মোশাররফ করিম বলেন, ‘হুব্বা’র পরিচালক ব্রাত্য বসুর সঙ্গে আমার আরও একটি কাজ হয়েছে ডিকশেনারি শিরোনামে। ওই কাজটি করার সময়ই হুব্বা নিয়ে আলোচনা হয় এবং আমি করব বলে মনস্থির করি।  ছবিটি নিয়ে দর্শকদের ইতিবাচক মন্তব্যের পাশাপাশি নেতিবাচক মন্তব্যও রয়েছে। অনেকেই বলছেন বাচ্চাদের নিয়ে ছবিটি দেখার মত না। এমন নেতিবাচক মন্তব্য নিয়ে এই অভিনেতা বলেন, আসলে আমরা অনেক সময় টেলিভিশনের অনেক কন্টেন্টই কিন্তু বাচ্চাদের সঙ্গে নিয়ে দেখতে পারি না। ওটিটির এই যুগে ঘরে বসেও তো সব দেখা যায় না। তবে যারা নেতিবাচক ভাবে কথা বলছেন তাদের বলবো আসলে ছবিটির গল্পটিই একটি বাজে লোকের গল্প। সুতরাং চরিত্র ফুটিয়ে তুলতে আমার অনেক কিছুই করতে হয়েছে। আসলে আমরা শিল্পীরা খুব নরম মনের। ছবিতে আমাকে খারাপ চরিত্রে বা খুন করতে দেখা গেলেও বাস্তব জীবনে আমি একটা তেলাপোকাও মারতে পারি না।  ওটিটিতে কাজ করা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, অনেক স্ক্রিট আসছে, আসে। তবে দেখা যায় সবগুলো হয়তো আমার পছন্দ হয়না অথবা ভালো স্ক্রিট থাকলেও হয়তো আমি বুঝতে পারি না। তবে আমি একটু বুঝে-শুনে ভালো গল্পেই কাজ করতে চাই। 
২৩ জানুয়ারি ২০২৪, ২১:১৬

মোশাররফ করিমকে ভাবনার চিঠি
মোশাররফ করিমের নাটক কিংবা সিনেমা মানেই হিট। অভিনেতার ভক্তরাও মুখিয়ে থাকেন তার নতুন নতুন সব কাজের জন্য। বাংলাদেশ, ভারতসহ পাঁচটি দেশে একসঙ্গে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘হুব্বা’।  শুক্রবার (১৯ জানুয়ারি) দেশের ৬৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘হুব্বা’। একই দিনে সিনেমাটি রিলিজ হয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও আরব আমিরাতে। এটি নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা-নির্মাতা ব্রাত্য বসু।  আরও পড়ুন : শোয়েবকে বিয়ে করার আগে কার স্ত্রী ছিলেন সানা   হুব্বায় অভিনয় করে দর্শকমহলের পাশাপাশি অভিনয়শিল্পীদেরও প্রসংশা কুড়িয়েছেন মোশাররফ করিম। রীতিমতো মুগ্ধ করেছে সবাইকে তার অভিনয়। সিনেমাটি দেখার পর ফেসবুকে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন শোবিজ তারকারা। পিছিয়ে নেই অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও। মোশাররফ করিমের অভিনয় দেখে প্রশংসার পাশাপাশি তাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চিঠিও লিখেছেন তিনি।      পাঠকদের সুবিধার জন্য ভাবনার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো— প্রিয় মোশাররফ করিম, গতকাল ‘হুব্বা’ দেখছি। আমি সিনেমা হলে গিয়ে দেখি, দায়িত্ব নিয়েই দেখি। মোশারফ করিম আমাদের সকলের প্রিয় অভিনেতা, আমার সঙ্গে তার সম্পর্কটা ছিল একদম বাবা-মেয়ের মতোন, আমি সবসময় আমার বাবার চেহারার সঙ্গে এই লোকটার চেহারার মিল পাই। গতকাল হলে গিয়েও বারবার তাই মনে হচ্ছিল, বাবা মেয়ের যেমন অকারণে অভিমান হয় আমাদেরও হয়তো তাই হয়েছিল। তা-ও অন্য লোকের কারণে, ছোট ছিলাম, আবেগ ছিল ভয়ংকর, তাই রাগও করেছিলাম অনেক, সেও বাবার মতো করেই আমার সব কথা চুপ করে শুনেছে। বাবার মতোই কিছুই বলেনি। বড় মানুষ এমনই হয়। আরও পড়ুন : রাশমিকার আপত্তিকর ভিডিও, অভিযুক্ত গ্রেপ্তার   শোনো তোমাকে বলছি— ‘হুব্বা’ হয়ে যা দেখাইলা তুমি বাবারে বাবা। তুমি জানো তুমি কত বড় অভিনেতা? একের পর এক সিনেমা করো। কারণ, তুমি ১০০ তে ২০০। আর আমি আবার জিতে গেলাম, আমার কোনো সিনেমা হলে গিয়ে তুমি দেখে আমাকে একটা ফোনও করোনি, যদিও রিলিজই হয়েছে মোটে দুইটা। অনেক ভালোবাসা, কালকে হলে তোমাকে দেখে যেমন খুশি হয়েছি তেমনি মনটাও খারাপ হয়েছে। তোমাকে অনেক দিন দেখি না, আড্ডাও হয় না। আমি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছি, পরে আমার চেহারা চিনতে অসুবিধা হবে। ইতি, ভাবনা।
২১ জানুয়ারি ২০২৪, ১৫:২৯

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে খন্দকার মোশাররফকে
উন্নত চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর নেওয়া হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। বিষয়টি নিশ্চিত করে তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন জানান, রোববার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার একটি ফ্লাইটে বাবাকে সিঙ্গাপুর নিয়ে নেওয়া হবে। বাবার জন্য সবাই দোয়া করবেন। তিনি আরও বলেন, এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পরে ভেবেছিলাম বাবা সুস্থ হয়ে যাবেন। কিন্তু তেমন কোনো লক্ষণ দেখছি না। এ কারণে উন্নত চিকিৎসার জন্য বাবাকে ফের সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। গত বছরের ১৭ জুন পদযাত্রায় অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খন্দকার মোশাররফ। ওইদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।  কিছুটা সুস্থ হলে গত ২৪ জুন তাকে বাসায় নেওয়া হয়।  এরপর ফের অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দুই মাসের বেশি চিকিৎসা নেওয়ার পর গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন তিনি। এরপর গত ৫ ডিসেম্বর তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
২০ জানুয়ারি ২০২৪, ১৮:১১

মোশাররফ করিমের দখলে কলকাতার মেট্রোরেল
মোশাররফ করিমের নাটক কিংবা সিনেমা মানেই হিট। সেটা দেশে হোক আর বিদেশে। ইতোমধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন ওপার বাংলায়। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার ভারতীয় সিনেমা ‘হুব্বা’। এদিকে শুধু টালিউডের রুপালি পর্দা নয়, দখল করেছেন কলকাতার মেট্রোরেলও।  বলা যায়, বর্তমানে মোশাররফ করিমের দখলেই রয়েছে কলকাতার মেট্রোরেল। অভিনেতার ‘হুব্বা’ সিনেমার পোস্টারে যেন ছেয়ে গেছে মেট্রোরেল। সেখানে প্রধান চরিত্র হয়ে দাঁড়িয়ে আছেন মোশাররফ করিম। আর সেই দৃশ্য এই দৃশ্য চোখ এড়াইনি নেটিজেনদের। আগামী ১৯ জানুয়ারি কলকাতায় মুক্তি পেতে পাচ্ছে মোশাররফ করিম অভিনীত ভারতীয় থ্রিলার সিনেমা ‘হুব্বা’। পাশাপাশি একইসঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি। তবে দেশ ছাড়িয়ে বিদেশেও যে মোশাররফ করিম ব্যাপক জনপ্রিয় সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে।  বর্তমানে ‘হুব্বা’ মুক্তির আগেই ব্যাপক প্রচার-প্রচারণার চলছে সিনেমাটি নিয়ে। দেশজুড়েই ছেয়ে গেছে সিনেমার পোস্টার। এদিকে কলকাতায় মেট্রোরেলের ছেয়ে যাওয়া পোস্টারের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।  জানা গেছে, নব্বই দশকের শেষদিকে অপরাধ জগতে অত্যন্ত ক্ষমতাধর ছিল গ্যাংস্টার হুব্বা। মূলত ভারতের সেই কুখ্যাত গ্যাং স্টার হুব্বা শ্যামলের জীবনের ওপরেই  নির্মিত হয়েছে সিনেমাটি। হুগলির দাউদ ইব্রাহিম নামেও পরিচিত ছিলেন হুব্বা। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ নানা অপরাধে তার দাপট ছিল।     ভারতের বৈচিত্র্যে ভরা সেই ‘হুব্বা’র চরিত্রেই অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।  প্রসঙ্গত, খুন, অপহরণ সব ধরনের অপকর্মের সঙ্গেই জড়িত ছিলেন হুব্বা। তার নামে চোরাচালানের ৩০টি মামলাও ছিল। আর এসব অপকর্মের জন্য ৭০টি ফোন ব্যবহার করতেন হুব্বা। তিনবার পুলিশের হাতে ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে যায় এই গ্যাংস্টার। তবে ২০১১ সালে নিখোঁজ হওয়ার কিছুদিন পরে বৈদ্যবাটির খালে গলিত মরদেহ পাওয়া যায় হুব্বা শ্যামলের।   
১৭ জানুয়ারি ২০২৪, ১৭:০৫

নিজের দেশেই ‘আমদানি’ হয়ে আসছেন মোশাররফ করিম
নন্দিত অভিনেতা মোশাররফ করিম। তার দর্শকপ্রিয় নাটকের শেষ নেই। সিনেমা অঙ্গনেও করেছেন বাজিমাত। শুধু দেশ নয়, দেশের বাইরেও তিনি তার অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকদের মন। এই অভিনেতা সম্প্রতি ওপার বাংলার ‘হুব্বা’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন। কলকাতার পাশাপাশি একই দিনে ‘হুব্বা’ মুক্তি পাচ্ছে ঢাকায়। ছবিটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু।  ছবিটি মুক্তি উপলক্ষে রোবাবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন মোশাররফ করিম। হুবা চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার প্রসঙ্গে তার ব্যাখ্যা, এই চরিত্রে ঢোকার ক্ষেত্রেও স্ট্রাগল ছিল না। যুদ্ধ করে তো চরিত্রকে জয় করা যায় না। এটাকে স্ট্রাগল না বলে ভালোবাসাই বলবো। ধীরে ধীরে, সময় নিয়ে ভালোবাসি। এই গল্পে মোশাররফ করিম যুক্ত করেছেন, আমি থিয়েটার করার জন্য, অভিনয়ের জন্য প্রচুর পরিশ্রম করেছি; এই পরিশ্রম করার লোকই আমি না এবং আমি করতেও পারতাম না। আমি আসলে ওই পরিশ্রমটাকে ভালোবেসেছি এবং অভিনয়টাকে ভালোবাসি। আমি যদি অভিনয়কে ভালোবাসি, আর এর জন্য প্রতি দিন ১০ মাইল হেঁটে রিহার্সালে যেতে হয় এবং সেই পরিশ্রমে যদি আনন্দ লাগে, তাহলে এটাকে স্ট্রাগল কেন বলবো? পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান! বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই মোশাররফ করিম কাজ করলেন। এই ছবিতে পুলিশের ভূমিকায় আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এ ছাড়া আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। 
১৫ জানুয়ারি ২০২৪, ১৪:২২

কলকাতার অলিগলিতে শুধুই মোশাররফ করিম
নন্দিত অভিনেতা মোশাররফ করিম। তার দর্শকপ্রিয় নাটকের শেষ নেই। সিনেমা অঙ্গনেও করেছেন বাজিমাত। শুধু দেশ নয়, দেশের বাইরেও তিনি তার অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকদের মন। এই অভিনেতা সম্প্রতি ওপার বাংলার ‘হুব্বা’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন। গেল নভেম্বরের শেষ সপ্তাহে ‘হুব্বা’ মুক্তির কথা ছিল। কিন্তু শেষ সময়ে এসে সিনেমাটি মুক্তি পিছিয়ে জানুয়ারির ১৯ তারিখ ঠিক করা হয়। মুক্তি উপলক্ষে ভারতের কলকাতার দেয়ালজুড়ে এখন শুধুই মোশাররফ করিম। শুধু কি দেয়াল, বাসের গায়ে, অটোর পেছনেও জায়গা করে নিয়েছেন এই অভিনেতা।  কিছুদিন আগে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছিল। প্রকাশের পর থেকেই শুরু সবাই যেন লুফে নিয়েছেন ট্রেলারটি। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখে পড়েছে মোশাররফ করিমভক্তদের উচ্ছ্বাস। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গজুড়েও আছে তার অসংখ্য ভক্ত। এ কারণে ছবিটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও একই সময়ে মুক্তির পরিকল্পনা করেছে দেশের পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। এরই মধ্যে প্রস্তুতিও সম্পন্ন করেছেন তারা। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান! বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই মোশাররফ করিম কাজ করলেন। ছবিটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু।   এই ছবিতে পুলিশের ভূমিকায় আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এ ছাড়া আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’।
১২ জানুয়ারি ২০২৪, ১৩:১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়