• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
মোটা অঙ্কের বেতনসহ যেসব সুবিধা পাবেন প্রধান নির্বাচক লিপু
অনেক আলোচনা-সমালোচনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল থেকে সরানো হয়েছে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। নান্নুর বদলে প্রধান নির্বাচক করা হয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেনকে।  তবে এবার আলোচনা শুরু হয়েছে কত বেতন পাবেন তিনি। জানা গেছে, বিসিবি থেকে প্রধান নির্বাচক হিসেবে যে বেতন-ভাতা পাবেন তিনি সেটি সদ্য বিদায়ী প্রধান নির্বাচক নান্নুর চেয়ে অনেক বেশি। আগের প্রধান নির্বাচক নান্নু প্রায় ১ লাখ ৭০ হাজারের মতো বেতন পেতেন। সেক্ষেত্রে লিপুর বেতন প্রায় আড়াই লাখ স্পর্শ করার কথা জানিয়েছে বিসিবির একাধিক সূত্র। বিদেশ সফরে বোর্ড পরিচালকদের সমান দৈনিক ভাতা, আন্তর্জাতিক মানের হোটেলে থাকা, বিজনেস ক্লাসে বিমান ভ্রমণ, আন্তর্জাতিক সিরিজের সৌজন্য টিকিটসহ আরও কিছু সুযোগ-সুবিধা পাবেন বিসিবির নতুন এই প্রধান নির্বাচক । আগামী ১ মার্চ নান্নুর স্থলাভিষিক্ত হবেন তিনি।  বেতন নিয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বললেন, দেখুন, আগে এটা স্বেচ্ছাসেবী একটা কাজ ছিল। বিসিবি এখন চলে পেশাদার কাঠামোতে। নির্বাচকেরাও তাই একটি বেতনকাঠামোতে এসেছেন। তাদের জন্য একটা ভালো বেতন কাঠামো তৈরি করেছে বিসিবি। গাজী আশরাফ হোসেন প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার আগে বিসিবির পরিচালনা কমিটিতে ছিলেন। এ ছাড়া তিনি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। দায়িত্ব পাওয়ার পর দিনই আনুষ্ঠানিতভাবে সংবাদ সম্মেলনে কথা বলেছেন গাজী আশরাফ হোসেন লিপু। সেখানে তিনি জানিয়েছেন জাতীয় দল নিয়ে পরিকল্পনা। লিপুর ছাড়াও নির্বাচক প্যানেলের নতুন সদস্য হান্নান সরকার।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৯

রিয়াল মাদ্রিদের কাছে মোটা অঙ্কের বেতন ও বোনাস দাবি এমবাপ্পের
কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদেরে সঙ্গে চুক্তি করার গুঞ্জন নতুন কিছু নয়। প্রতিটি মৌসুম শেষে এই গুঞ্জন এখন অভ্যাসে রূপান্তর হয়েছে। এবার স্প্যানিশ গণমাধ্যম কাদেনা এসইআর তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে গ্রীষ্মের দলবদলে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমবাপ্পে।  পিএসজির সঙ্গে চুক্তি শেষ না হওয়ায় গত মৌসুমে রিয়াল মাদ্রিদে যেতে পারেননি এই ফরাসি তারকা ফুটবলার। চলতি মৌসুম শেষেই পিএসজি সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপ্পের। তাই ফ্রি এজেন্ট হিসেবে তাকে দলে নিতে পারবে স্প্যানিশ জায়ান্টরা। জানা গেছে, এমবাপ্পে ফ্রি এজেন্ট হলেও তার জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে মাদ্রিদকে। উচ্চ বেতনের পাশাপাশি বড় অঙ্কের সাইনিং বোনাসও চান তিনি। ফরাসি এই ফুটবলারের ইচ্ছে, ইউরোপের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার হতে। আর এই কারণে মৌসুম প্রতি পাঁচ কোটি ইউরো বেতন দাবি করছেন তিনি। বেতনের পাশাপাশি এমবাপ্পে প্রায় ১২ কোটি ইউরো সাইনিং বোনাসও নিতে চান রিয়ালের কাছ থেকে। শুধু তাই নয়, ইমেজ স্বত্বের জন্যও বোনাস পেতে চান বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা।  কিন্তু এমবাপ্পের চাওয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদের দেয়ার ইচ্ছের মধ্যে রয়েছে বিশাল পার্থক্য। পাঁচ কোটি ইউরো বেতন দাবি করা এমবাপ্পেকে ১ কোটি ৫০ লাখ ইউরো বেতন দিতে রাজি স্প্যানিশ ক্লাবটি। আর ১২ কোটি ইউরো সাইনিং বোনাসের পরিবর্তে ৬ কোটি ইউরো সাইনিং বোনাস দিতে চায় স্প্যানিশ ক্লাবটি। অর্থ মূল্যে বড় পার্থক্য থাকলেও দুই পক্ষই চায় যত দ্রুত সম্ভব দর-কষাকষি শেষ করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে। এর আগে ২০১৭ সালে মোনাকো ছেড়ে পিএসজিতে আসেন এমবাপ্পে। তবে শৈশবে তার স্বপ্ন ছিল একদিন রিয়ালের হয়ে খেলার। নিজের সেই স্বপ্নের কথা সরাসরি বলেছেনও এই ফরাসি তারকা।  কয়েক দিন আগে রিয়ালে প্রথমবার ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মুগ্ধতা ঝরেছে এমবাপ্পের কণ্ঠে। বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়ের মুগ্ধতার কথা জানতে পেরে রিয়ালও উদ্যোগী হয় তাকে কিনতে।  কিন্তু গত কয়েক মৌসুম ধরে এমবাপ্পেকে প্যারিস থেকে মাদ্রিদে নেওয়ার চেষ্টায় একাধিকবার ব্যর্থ হয়েছে রিয়াল। ২০২১ সালের জুনে এই ফরোয়ার্ডের মাদ্রিদ যাওয়া ঠেকাতে হস্তক্ষেপ করেন খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো। এরপর গত গ্রীষ্মের দলবদলে এমবাপ্পে–পিএসজির সম্পর্ক খাদের কিনারে গিয়ে দাঁড়ায়। ফরাসি ফুটবলারের পাঠানো এক চিঠিকে ঘিরে ঘটনার শুরু। তিনি সাফ জানিয়ে দেন, মেয়াদ শেষ হওয়ার পর আর চুক্তি নবায়ন করবেন না। জবাবে পিএসজি জানায় চুক্তি নবায়ন না করলে তখনই ক্লাব ছাড়তে হবে।  এমন পরিস্থিতিতে এশিয়ায় প্রাক–মৌসুম সফরেও বাদ পড়তে হয় এমবাপ্পেকে। হুমকি পান পুরো মৌসুম বেঞ্চে বসে থাকারও। নানা ঘটনার পর পিএসজিতেই থেকে যান এমবাপ্পে এবং নিয়মিত খেলেও চলেছেন। এখন শেষ পর্যন্ত এ ঘটনা কোথায় গিয়ে শেষ হয়, সেটিই দেখার অপেক্ষা।
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৮

ফাইনালে বার্সেলোনাকে হারাতে মোটা অঙ্কের বোনাস ঘোষণা 
সুপার কাপের প্রথম সেমিফাইনালে গত বুধবার আতলেতিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে ওসাসুনার বিপক্ষে ২-০ গোলে জেতে বার্সেলোনা। ফলে আগামী রোববার সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিততে পারলে মোটা অঙ্কের বোনাস পাবেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। পুরো দলের জন্য মোট ৪০ লাখ ইউরো বোনাস ঘোষণা করেছেন মাদ্রিদের ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। গত আসরের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল মাদ্রিদ। এবার নিশ্চয় প্রতিশোধ নিতে চাইবে তারা, পুনরুদ্ধার করতে চাইবে শিরোপা। তাই দলকে অনুপ্রাণিত করতেই বোনাস ঘোষণা করেছেন পেরেস।  স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের প্রতিবেদন থেকে জানা গেছে, ফাইনালে বার্সেলোনাকে হারাতে পারলে প্রত্যেক খেলোয়াড় পাবেন দেড় লাখ ইউরো। মোট ৪০ লাখ ইউরো খেলোয়াড়দের সঙ্গে পাবেন কোচিং স্টাফের সদস্যরাও। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্প্যানিশ ফেডারেশন থেকে তারা যে অর্থ পাবেন, তার প্রায় অর্ধেক এই বোনাস।
১২ জানুয়ারি ২০২৪, ২১:১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়