• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
গত বছরের তুলনায় এবারের ঈদুল ফিতরের ঈদযাত্রায় দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে। এবারের ঈদযাত্রায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। বুধবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সেফটি ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ।  সংস্থাটি জানায়, গত বছর ঈদুল ফিতরের সময় ঈদযাত্রায় ২৪০টি দুর্ঘটনায় ২৮৫ জনের প্রাণহানি ঘটেছিল। এবার পবিত্র ঈদুল ফিতরের আগে-পরে ১৫ দিনে (৪ এপ্রিল-১৮ এপ্রিল) দেশে ৩৫৮টি সড়ক দুর্ঘটনায় ৩৬৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দেড় হাজার জন। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় মানব সম্পদের যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য ১ হাজার ৩৩০ কোটি টাকা। রোড সেফটি ফাউন্ডেশন বলেছে, গত বছর ঈদুল ফিতরের সময় ঈদযাত্রায় ২৪০টি দুর্ঘটনায় ২৮৫ জনের প্রাণহানি ঘটেছিল। এ হিসাবে এ বছরের ঈদুল ফিতরে দুর্ঘটনা বেড়েছে ৩৯ দশমিক ২০ শতাংশ এবং প্রাণহানি বেড়েছে ২০ দশমিক ১৯ শতাংশ। তারা জানায়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী ৬৩, শিশু ৭৪। ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫৬ জন, যা মোট নিহতের ৪২ দশমিক ৫০ শতাংশ। দুর্ঘটনায় ৬৮ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৮ দশমিক ৫২ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪১ জন। এ সময়ে তিনটি নৌ দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। ১৪টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশন প্রতিবেদনটি তৈরি করেছে। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ধারাবাহিকতা নেই। এটি আমাদের জীবনে নিত্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ধারাবাহিকতা নেই। সবকিছু চলছে দায়সারাভাবে। অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটছে সড়ক পরিবহন খাতের অব্যবস্থাপনার কারণে। এ অবস্থার উন্নয়নে টেকসই সড়ক পরিবহন কৌশল প্রণয়ন করে বাস্তবায়ন করতে হবে। এ জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা।
১২ ঘণ্টা আগে

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জয়পুরহাটে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাহবুব হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  শনিবার (২০ এপ্রিল) দুপুরে পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব হোসেন পাঁচবিবি উপজেলার দানেজপুর গ্রামের মোজাহার আলীর ছেলে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান। তিনি জানান, মাহবুব হোসেন একজন দুধ ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকার গরুর খামার থেকে দুধ সংগ্রহ করে বাজারে বিক্রির জন্য যাচ্ছিলেন। পথে একটি বালুবোঝাই ট্রাক্টর মোটরসাইকেলেটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।    ওসি আরও জানান, স্থানীয়রা ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২০ এপ্রিল ২০২৪, ২৩:২৪

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় মো. সোহাগ রানা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ রানা উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।   এ তথ্য নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলিমুল আল রাজী। তিনি বলেন, আজ রাত সাড়ে ৯টার দিকে সোহাগ মোটরসাইকেল নিয়ে তার শ্বশুরবাড়ি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।   তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
২০ এপ্রিল ২০২৪, ১৭:৫৯

কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
বাগেরহাটের কচুয়ায় বাসচাপায় গোলাম রসুল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাসচাপা দিলে ঘটনাস্থলেই তি‌নি মারা যান। নিহত গোলাম রসুল কচুয়া উপজেলার দোবাড়িয়া গ্রামের মালেক তালুকদারের ছেলে। স্থানীয়রা জানান, গোলাম রসুল সকালে বাড়ি থেকে বের হয়ে মোড়েলগঞ্জ উপজেলার জিলবুনিয়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে সাইনবোর্ড মোড়ে পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, খবর পেয়ে বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
১৯ এপ্রিল ২০২৪, ১৭:৩০

বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
কিশোরগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কামালিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম আশরাফুল ইসলাম। তিনি জেলার বাজিতপুর উপজেলায় আব্দুল্লাহ আল রাজিবের ছেলে। তাৎক্ষণিক অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি। কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি আরও জানান, মরদেহ কটিয়াদী হাইওয়ে থানায় নেওয়া হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
১৮ এপ্রিল ২০২৪, ১৪:৪১

মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
কুড়িগ্রামের রৌমারীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বন্ধন পাল (১৫) নামের এক স্কুলছাত্র। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।  নিহত বন্ধন পাল রৌমারী উপজেলার কলেজপাড়া এলাকার শ্রী শুনীল চন্দ্রের ছেলে ও স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বন্ধন পালের পরিবারের লোকজন স্নান করার জন্য সকালে বাড়ি থেকে বাহির হয়ে যায়। বন্ধন পাল বেশ কিছুদিন ধরে বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরে। বাবা মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় সেই অভিমানে ও বাড়ি ফাঁকা পেয়ে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি আটকিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে বন্ধন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  নিহত স্কুল ছাত্রের বাবা শুনীল চন্দ্র বলেন, আমার চার ছেলে। তার মধ্যে বন্ধ পাল সবার ছোট। সে কয়েকদিন আগ থেকে মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরে। আমি বলছি বাবা হাতে টাকা নাই, টাকা হলে কিনে দিবো। গাড়ি কিনে দিতে দেরি হওয়ায় সে আজ গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করলো। দেশবাসীর কাছে অনুরোধ জানাই এভাবে যেন আর কোনো বাবা তার সন্তান না হারায়। রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।  
১৬ এপ্রিল ২০২৪, ২২:২৩

ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
মোটরসাইকেল দুর্ঘটনা এড়াতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিত করতে দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান পরিচালনা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদসহ থানা পুলিশের একটি দল।  মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার গাইবান্ধামোড়-পলাশবাড়ী সড়কের সিপি চারমাথা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।  অভিযান চলাকালে হেলমেটবিহীন মোটরসাইকেল চালনার দায়ে ৬ চালককে ৫০০ টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়াও নিজেদেরকে সুরক্ষিত রাখতে মোটরসাইকেল চালানোর আগে হেলমেট পরিধান নিশ্চিত করতে সকলকে সচেতন করেন ইউএনও এবং ওসি। ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রতি সপ্তাহেই ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে হেলমেটবিহীন চালকদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। এতে আমাদের ট্রাফিক বিভাগের সদস্যরা অংশ নেন। শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত করা গেলে দুর্ঘটনায় প্রাণহানি অনেকাংশ কমিয়ে আনা সম্ভব। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, সড়ক মহাসড়কে হেলমেট পরিধান ব্যতীত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনার হার বৃদ্ধি পেয়েছে। হেলমেট ব্যতীত কেও যাতে মোটরসাইকেল না চালায়, সে কারণে আজ আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হেলমেটবিহীন চালকদেরকে জরিমানা করেছি। পাশাপাশি আমরা হেলমেট পরিধানের বিষয়ে সকলকে সচেতন করেছি।
১৬ এপ্রিল ২০২৪, ২২:০৪

পিকআপে গানবাজনা ও বেপরোয়া মোটরসাইকেল চালানোয় মামলা
দিনাজপুরের বিরামপুরে নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত ও ঈদের ছুটিতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর দায়ে এবং উচ্ছৃঙ্খল ও দলবদ্ধভাবে পিকআপভ্যানে উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে ঘোরাফেরা করার সময় ১৩টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে মামলা ও ১৫ হাজার ১১০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১২ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এবং সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন। বিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে সকল শ্রেণি-পেশার মানুষ যাতে নিরাপদে পরিবারসহ বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারে সেই লক্ষ্যে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় পুলিশের সহযোগিতায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলাসহ জরিমানা দেওয়া হচ্ছে।  বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন বলেন, জেলার বিভিন্ন নাগরিক, অভিভাবক ও সুধী সমাজের অভিযোগের ভিত্তিতে ঈদুল ফিতরের দিন থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে, যাতে নাগরিকরা সুশৃঙ্খলভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পারেন। যাতে কেউ দুর্ঘটনার শিকার না হয় সেই লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। 
১৩ এপ্রিল ২০২৪, ১৮:১২

বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  শুক্রবার ১২ (এপ্রিল) বিকেলে উপজেলার মনসার টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মো. ওসমানের পুত্র আবদুল্লাহ আল মামুন ওরফে হৃদয় (২২) এবং একই এলাকার ফোরকান বাদশার পুত্র মো. ইমরান (১৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী দুইজন বোয়ালখালী উপজেলার দিকে যাওয়ার সময় পটিয়া থেকে ছেড়ে যাওয়া বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন। এ বিষয়ে পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১২ এপ্রিল ২০২৪, ১৯:৫৩

ঈদে ১৭২ মোটরসাইকেল দুর্ঘটনায় ঢামেকে ভর্তি ৮২, মৃত্যু ৩
ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ও আশেপাশের এলাকায় ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন মারা গেছেন। বুধবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজধানী ও আশেপাশের এলাকায় এসব মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ঈদের ছুটিতে বন্ধ থাকায় রাস্তাঘাট এমনিতেই ফাঁকা হয়ে যায়। এই সুযোগে মোটরসাইকেল চালকরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি আরও জানান, গতকাল (বুধবার) রাত ১২টা থেকে আজ (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টা পর্যন্ত দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে নিয়ে আসা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরমধ্যে ৮২ জনকে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আরো অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। এই পুলিশ কর্মকর্তা জানান, আমরা ঢাকা মেডিকেলের পক্ষ থেকে প্রতিটি দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন। তিনজনের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
১২ এপ্রিল ২০২৪, ০৯:৩৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়