• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন দুই মেয়র
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। এতে বলা হয়েছে, সরকার এ মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্য হবেন।    তাদের সম্মানিভাতা ও অন্য সুবিধা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী নির্ধারিত হবে।   প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।  
০৯ এপ্রিল ২০২৪, ১৭:৩১

শপথ নিলেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটির মেয়র
কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. তাহসীন বাহার সূচনা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক (টিটু) শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ করেন তারা।   প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়রদের শপথবাক্য পাঠ করান। একই সময়ে প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান।   এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রী  মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন ময়মনসিংহ সিটির ৪৪ জন কাউন্সিলর। গত ৯ মার্চ ময়মনসিংহ এবং কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ করা হয়। একই দিন উপরোক্ত জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেন ডা. তাহসিন বাহার সূচনা। আর ময়মনসিংহ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু।
০৪ এপ্রিল ২০২৪, ১২:৪৫

যানজট নিরসনে নেমে মেয়র খেলেন মামলা 
এলাকার মানুষের পাশে থেকে বরাবরই আলোচনায় থেকেছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম। দায়িত্বভার গ্রহণ করার পর পৌরবাসীকে একের পর এক ভালো কাজ উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি তিনি শহরের যানজট নিরসনে নেমে মামলার আসামি হওয়ায় শহরজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। জানা গেছে, চলতি মাসের ২২ মার্চ (শুক্রবার) শহরের যানজট নিরসনে সশরীরে মাঠে নামেন পৌর মেয়র আশরাফুল আলম। দিনভর শহরের ব্যস্ততম পয়েন্টে পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অবস্থান নেন তিনি। পথচারীদের দুর্ভোগ কমাতে সচেতনতামূলক মাইকিং ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ব্যাপারে সবাইকে সচেতন করেন এ পৌর মেয়র।  এ সময় শহরের চাইনা বেডিং এর সামনে রাস্তার ওপর টিপু সুলতান নামের এক পথচারী মোটরসাইকেল রাখলে, মেয়র তাকে এমনটি করতে নিষেধ করেন। ক্ষিপ্ত পথচারী টিপু সুলতান বলেন, ‘এটি রাষ্ট্রপতির মোটরসাইকেইল’। এ সময় মেয়রের সঙ্গে থাকা লোকজন টিপু সুলতানের ওপর চড়াও হয়।  প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র অনেক চেষ্টা করে দুপক্ষকে সামাল দিতে ব্যর্থ হন। এরপর পথচারী টিপু সুলতান আহত হলে মেয়র আশরাফ দ্রুত থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন ও আহত টিপু সুলতানকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার তিনদিন পর টিপু সুলতানের মা রিজিয়া বেগম বাদী হয়ে মেয়র আশরাফকে ১ নম্বর আসামি করে কালীগঞ্জ থানায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে আদালতে প্রেরণ করেন। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, আমি ঘটনা শেষ পর্যন্ত দাঁড়িয়ে দেখেছি। মেয়রের কোনো দোষ আমার চোখে পড়েনি। পরে শুনলাম মেয়রের নামে মামলা হয়েছে। এটা আমি বিশ্বাসই করতে পারছি না। এ ব্যাপারে মামলার বাদী রিজিয়া বেগমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম বলেন, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। শহরবাসীর জন্য আমি রোজা থেকে যানজট নিরসনে সারাদিন শহরের রাস্তায় রাস্তায় হ্যান্ডমাইক নিয়ে দাঁড়িয়ে থাকলাম। দুপুরে আমার পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে টিপু নামের একজন পথচারীর দ্বন্দ্ব হলো, সেখানে মামলা হলো আমার নামে। আমি মূলত রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এটা দুঃখজনক।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ। তিনি বলেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৭ মার্চ ২০২৪, ১১:৫৪

হাতিয়ায় খালের ওপর নির্মিত ভবন ভেঙ্গে দিলো মেয়র
নোয়াখালী হাতিয়া উপজেলা সদরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় খালের ওপর নির্মাণাধীন তিনটি ভবন ভেঙ্গে দেওয়া হয়েছে।  শনিবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে হাতিয়া পৌরসভার মেয়র কে এম ওবায়েদ উল্যা।  উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে হাতিয়া পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের কমিশনার ও উচ্ছেদের কাজে অংশ নেওয়া শ্রমিকরা জড়ো হন। পরে তারা হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রধান সড়কের পাশে খালের ওপর অবৈধ ভাবে নির্মিত তিনটি ভবন সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেন।  হাতিয়া পৌরসভার প্রধান নির্বাহী খালেদুজ্জামান জানান, হাতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ীরা মার্কেটের পাশে আরও একটি ভবন তৈরি করেন। সেই ভবনের সামনের অংশে খালের ওপর তারা পেছনের মার্কেটের ন্যায় ভবন নির্মাণ করছেন। সরকারী জায়গায় ভবন নির্মাণের কোনো অনুমতি তাদের ছিল না। এজন্য উচ্ছেদ অভিযান করে খালের ওপর নির্মিত নতুন এই স্থাপনা সম্পূর্ণ ভেঙ্গে দেওয়া হয়েছে।  এদিকে উচ্ছেদ অভিযান পরিচালনা কালে ওচখালী-নলচিরা প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। উৎসক জনতা রাস্তার পাশে দাড়িয়ে এই দৃশ্য দেখতে খাকেন। প্রায় শতাধিক শ্রমিকের ভবন ভাঙ্গার এই কাজ চলে দুপুর পর্যন্ত।  
১৬ মার্চ ২০২৪, ১৩:১৩

সৈয়দপুরের পৌর মেয়রের আপত্তিকর ভিডিও ভাইরাল
নীলফামারীর সৈয়দপুর পৌর মেয়র রাফিয়া জাহান বেবির কয়েকটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিব্রত।  তবে এর আগেও আরও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে এমন পরিস্থিতিতে তিনি ভিডিওগুলো সুপার এডিট দাবি করেছিলেন৷  বুধবার (১৩ মার্চ) দুপুরে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে স্থানীয়রা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন৷  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিও ক্লিপ ও ছবিগুলোতে দেখা যায়, মেয়র রাফিকা জাহান ভিডিও কলে অশ্লীল অঙ্গভঙ্গি প্রকাশ করছেন। তিনি বিভিন্ন গানের সঙ্গে তাল মিলিয়ে অশ্লীল ভঙ্গিতে নাচছেন। তার পাশে আরও একজনকে নাচতে দেখা যায়। পরে আরেক ভিডিওতে দেখা যায়, ভিডিও কলে অপরপ্রান্তের কারও সঙ্গে বিবস্ত্র হয়ে কথা বলছেন তিনি।  এ বিষয়ে সৈয়দপুর পৌর মেয়র রাফিয়া জাহান বেবির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, যারা এ বেয়াদবি করছে সেটাও নেত্রী দেখবেন এবং যে সাংবাদিকরা করছেন তাদেরও বিচার হবে।  প্রসঙ্গত, তার স্বামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আখতার হোসেন বাদলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর সরাসরি মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন রাফিকা জাহান বেবি। এরপর পঞ্চম ধাপের পৌর নির্বাচনে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের এ নতুন মুখ প্রথমবার নির্বাচনে এসেই গৃহিনী থেকে মেয়র হয়েছেন৷ 
১৪ মার্চ ২০২৪, ১১:৪১

নগরবাসীর কাছে আমি কৃতজ্ঞ : মসিক মেয়র টিটু
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নবনির্বাচিত মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, নগরবাসী আমাকে দ্বিতীয়বার বিজয়ী করে যে ভালোবাসা দেখিয়েছে, এই ভালোবাসার কাছে আমি চিরঋণী। আমি নগরবাসীর কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি।   রোববার (১০ মার্চ) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে এক সভায় তিনি এসব কথা বলেন।   ইকরামুল হক টিটু বলেন, গত ১৫ বছর ধরে নগরের দায়িত্ব পালন করছি। এর মধ্যে ১০ বছর পৌরসভা এবং ৫ বছর সিটি করপোরেশনে। এই সময়ে নগরের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে কাজ করলেও আমাদের অনেক সক্ষমতার অভাব ছিল। কিন্তু সিটি হবার পর সে সক্ষমতা পেয়ে আমরা নগরের খালগুলো উদ্ধার করে পানি প্রবাহ ফিরিয়ে এনেছি। সেই সঙ্গে বিল্ডিং কোড বাস্তবায়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ চ্যালেজ্ঞ মোকাবেলায় কাজ শুরু করি। কিন্তু করোনা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে চার বছরের অধিক সময় অতিক্রম হয়ে যাওয়ায় নগরের প্রত্যাশিত উন্নয়ন করতে পারিনি। তবে অচিরেই অসমাপ্ত উন্নয়ন কাজ বাস্তবায়ন করে এই নগরকে ভিন্ন রূপ দিতে চাই। তিনি বলেন, সাংবাদিকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা সবসময় আমার পাশে থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও তারা নগরের প্রকৃত চিত্র মানুষের কাছে তুলে ধরে আমাকে সহযোগিতা করবেন বলে আশা করছি। প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে নগরের ১২৮টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রে বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশজুড়ে বিরল ইতিহাস সৃষ্টি করেন মো. ইকরামুল হক টিটু ।
১০ মার্চ ২০২৪, ২২:৪৩

মুন্সীগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়র আফরিন
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন।  শনিবার (৯ মার্চ) বিকেলে শহরের জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ। তিনি জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। পৌরসভাটিতে মোট ভোটার ৫৭ হাজার ৯৬২ জন। এই নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি এবং র‌্যাব, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে ছিলেন। ইভিএম পদ্ধতিতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। চৌধুরী ফাহরিয়া আফরিন জগ প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহতাব উদ্দিন কল্লোল নারকেলগাছ প্রতীকে পান ৬১০ ভোট।  এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ২৫টি ভোটকেন্দ্রে ১৫৭টি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। উল্লেখ্য, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। সেই শূন্য পদের উপনির্বাচনে জয়ী হলেন তার স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিন।
০৯ মার্চ ২০২৪, ২৩:৪১

ফের ময়মনসিংহ সিটির মেয়র ইকরামুল হক টিটু
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে বড় ব‍্যবধানে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু। এ নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯৫৯টি।  শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টায় নগরীর তারেক স্মৃতি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।  এ সময় নগরের ১২৮টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফলে মো. ইকরামুল হক টিটু ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯৫৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাতি প্রতীকে সাদেকুল হক খান মিল্কি টজু পেয়েছেন ৩৪ হাজার ৩৯৫ ভোট। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ঘোড়া প্রতীকে এহতেসামুল আলম পেয়েছেন ১০ হাজার ৬৪৩ ভোট, কৃষকলীগ নেতা রেজাউল হক হরিণ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৫৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মণ্ডল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৭৬ ভোট।  এ ফলাফলে মো. ইকরামুল হক টিটু তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১ হাজার ৫৬৪ ভোট বেশি পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  তথ্যসূত্র বলছে, নগরীর ৩৩ ওয়ার্ডের মোট ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০ বুথে দেড় হাজার ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে চারজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পাঁচজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি সাত প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ এবং আনসার সদস্য, ১৭ টিম র‌্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। এ নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী ছাড়াও নগরীর ৩৩টি ওয়ার্ডে ১৪৯ জন সাধারণ কাউন্সিলর এবং ১১টি আসনে মোট ৬৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়াই করেছেন। তবে নগরীর ১১ নম্বর ওয়ার্ডে ফরহাদ আলম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কাউন্সিলর পদে মোট ৩২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  প্রসঙ্গত, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৩২ জন পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৬৫৫ জন নারী ভোটার ছিলেন। এ ছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৯ জন। 
১০ মার্চ ২০২৪, ০৪:৫২

বকশীগঞ্জ পৌরসভার মেয়র হলেন ফকরুজ্জামান মতিন 
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফকরুজ্জামান মতিন মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফকরুজ্জামান মতিন ৮ হাজার ৫৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন বাবুল তালুকদার পেয়েছেন ৭ হাজার ৫৪৩ ভোট। এ ছাড়াও বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর পেয়েছেন ৭ হাজার ৪২০ ভোট ও আনোয়ার হোসেন বাহাদুর পেয়েছেন ১ হাজার ২৬৩ ভোট। এবারের নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
০৯ মার্চ ২০২৪, ২১:৪৪

ত্রিশাল পৌরসভার মেয়র হলেন বিএনপি নেতা আমিন সরকার
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থী ও বিএনপি নেতা আমিন সরকার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।  শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ সাংবাদিকদের এ তথ‍্য নিশ্চিত করেছেন।  এতে নারিকেল গাছ প্রতীক নিয়ে আমিন সরকার পেয়েছেন ১০ হাজার ২৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের বতর্মান সংসদ সদস্য এবিএম আনিসুজ্জামান আনিসের স্ত্রী মোছা. শামীমা আক্তার জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট। এর আগে এ দিন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।  রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার থেকে প্রাপ্ত ১৪টি ভোট কেন্দ্রের কাস্টিং ভোটের সংখ্যা ১৩ হাজার ৬৪ ভোট। এতে ভোট পড়েছে শতকরা ৪৪ দশমিক ৭৭ শতাংশ।  প্রসঙ্গত, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান মেয়রের পদ থেকে অব্যাহতি নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। পরে তিনি গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে নির্বাচিত হন। যে কারণে ওই পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
০৯ মার্চ ২০২৪, ২০:০৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়