• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
মেঘনা গ্রুপে নিয়োগ, নেবে একাধিক
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফরেন ট্রেড বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ  পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ: ফরেন ট্রেড পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অন্যান্য যোগ্যতা: এলসি খোলার প্রস্তুতি, ডকুমেন্ট প্রসেসিং, এলসি পেমেন্ট, এবং ডকুমেন্ট ফলো-আপ, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা সর্ম্পকে জ্ঞান থাকতে হবে।  অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর  কর্মস্থল: ঢাকা (গুলশান) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী  আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১৪ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
০৪ এপ্রিল ২০২৪, ১০:০৩

মেঘনা গ্রুপে নিয়োগ, আবেদন অনলাইনে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস (সিমেন্ট প্ল্যান্ট) বিভাগ সিনিয়র ম্যানেজার/ম্যানেজার পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন : প্রতিষ্ঠানের নাম : মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পদের নাম : সিনিয়র ম্যানেজার/ম্যানেজার বিভাগ : অ্যাকাউন্টস (সিমেন্ট প্ল্যান্ট) পদসংখ্যা : নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা : অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে এমকম/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে এমবিএ। অন্যান্য যোগ্যতা : মাইক্রোসফট অফিস এবং অ্যাকাউন্টিং সফটওয়্যার অর্থাৎ ইআরপিতে দক্ষতা, এইএএস (আন্তর্জাতিক অ্যাকাউন্টিং সিস্টেম)/ আইএফআরএস (আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন ব্যবস্থা), কোম্পানি আইন, ভ্যাট এবং ট্যাক্স এবং অ্যাকাউন্টিং নীতিমালা সর্ম্পকে জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা : কমপক্ষে ৮ বছর চাকরির ধরন : ফুলটাইম কর্মক্ষেত্র : অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।  আবেদনের শেষ সময়: ২৯ মার্চ ২০২৪ পর্যন্ত।
২৪ মার্চ ২০২৪, ০৯:৪৮

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ (মার্কেট অডিট) পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পদের নাম: এক্সিকিউটিভ (মার্কেট অডিট) বিভাগ: অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিকম অন্যান্য যোগ্যতা: এলপিজি মার্কেট অডিটে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। বিশ্লেষণাত্মক দক্ষতা, প্রতিবেদন লেখা এবং উপস্থাপনা, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।  আবেদনের শেষ সময়: ২৩ মার্চ ২০২৪ পর্যন্ত।
১৯ মার্চ ২০২৪, ০৯:০৬

মেঘনা থেকে ৭০ মণ জাটকা জব্দ 
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বোরোচর এলাকা থেকে ২ হাজার ৮০০ কেজি (৭০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১৮ মার্চ) ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরোচর এলাকায় ৩টি কাঠের ট্রলার থেকে এসব জাটকা জব্দ করেন। তবে জাটকার মালিক দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিক এসবি সাত্তারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব, অসহায় ও দুস্থদের মাঝে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়। অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অংশগ্রহণ করেন।
১৮ মার্চ ২০২৪, ২০:২০

চাঁদপুরের মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদী থেকে ভাসমান যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। মতলব উত্তরের মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান মরদেহটির পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (৬ মার্চ) দুপুর মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, গত ২ মার্চ পারাবত-২ লঞ্চযোগে বরিশাল চরমোনাই হতে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বাহাদুরপুর নামক স্থানে চাঁদপুর সদরের মধ্য রঘুনাথপুর গ্রামের মৃত শাহ আলমের পুত্র মো. আশিকুর রহমান (২২) নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ দুপুরের ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
০৬ মার্চ ২০২৪, ১৮:২৬

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগ ডেপুটি ম্যানেজার পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পদের নাম: ডেপুটি ম্যানেজার বিভাগ: অ্যাকাউন্টস পদসংখ্যা: নির্ধারিত নয়  শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ/এমবিএ অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ই-মেইল চিঠিপত্র এবং ইআরপি সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞতা। লেখা ও কথা বলা উভয় ক্ষেত্রেই ইংরেজি ও বাংলার ওপর ভালো নিয়ন্ত্রণ, প্রতিবেদন লেখা এবং উপস্থাপনার দক্ষতা থাকতে হবে।  অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর  চাকরির ধরন: ফুলটাইম  কর্মক্ষেত্র: অফিসে  প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর  কর্মস্থল: ঢাকা (গুলশান) বেতন: আলোচনা সাপেক্ষে  অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী  আবেদন যেভাবে: আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৯ মার্চ ২০২৪ পর্যন্ত।
০৩ মার্চ ২০২৪, ০৯:৩৯

আকর্ষণীয় বেতনে স্নাতক পাসেই চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি ডেপুটি ম্যানেজার/ম্যানেজার পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম : মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পদের নাম : ডেপুটি ম্যানেজার/ম্যানেজার পদসংখ্যা : নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা : মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ই-মেইল চিঠিপত্রের ব্যবহারিক অভিজ্ঞতা। ইংরেজি ভাষায় লিখিত এবং মৌখিক যোগাযোগের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর চাকরির ধরন : ফুলটাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) বয়সসীমা : নির্ধারিত নয় বেতন : আলোচনা সাপেক্ষে আবেদনের নিয়ম : আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১

মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযান, জাটকাসহ আটক ৭
চাঁদপুরের মেঘনা নদীতে ৫ হাজার ২০০ কেজি ও নারায়ণগঞ্জের কাঁচপুরে ৯০০ কেজি জাটকাসহ ৭ জনকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃত জাটকার আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।  মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার সময় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফজলু হকের নেতৃত্বে চাঁদপুর জেলার হাইমচর উপজেলাধীন ইশানবালা মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শরীয়তপুর হতে ইশানবালাগামী একটি কাঠের ট্রলার তল্লাশি করে আনুমানিক ৫ হাজার ২০০ কেজি (১৩০ মণ) জাটকাসহ ৭ জনকে আটক করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন ভোর পৌনে ছয়টার সময় কোস্টগার্ড স্টেশন পাগলা এবং মৎস্য দপ্তর নারায়ণগঞ্জ সদর যৌথ উদ্যোগে স্টেশন কমান্ডার পাগলা লেফটেন্যান্ট রুহান মনজুরের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর ব্রিজ-সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নোয়াখালী থেকে ঢাকাগামী ১টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ৯০০ কেজি জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য টাকা ৩ লাখ ৬০ হাজার টাকা। অভিযানে জাটকা ব্যতীত অন্যান্য বৈধ মাছ থাকায় উক্ত মাছ সমূহ নিজ নিজ মালিককে বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তিন আরও বলেন, চাঁদপুরে জব্দকৃত জাটকা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদরাসা, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়। অপর দিকে, নারায়ণগঞ্জে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রঞ্জিত সরকারের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫২

মেঘনা নদী থেকে ৪২০ মন জাটকা জব্দ
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে ১৬ হাজার ৮০০ কেজি (৪২০) মন জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। একই সঙ্গে ১৬ জন জাটকা পরিবহনকারীকে আটক করা হয়।  শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মেঘনার ঢালচর এলাকা থেকে জাটকাসহ তাদের আটক করা হয়।   বিজ্ঞপ্তিতে বলা হয়ে, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার হাতিয়ার ঢালচর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে ভোলার মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটগামী একটি বাল্কহেডে অভিযান চালানো হয়। পরে বাল্কহেডে তল্লাশি করে প্রায় ৪২০ মণ জাটকাসহ ১৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরোয়ারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও অসহায় দুস্থ পরিবারের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
২৬ জানুয়ারি ২০২৪, ১৮:১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়