• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
মেকআপ আর্টিস্টকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রোডাকশন ম্যানেজার
মেকআপ আর্টিস্টকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে শুটিং ইউনিটের প্রোডাকশন ম্যানেজারকে। কলকাতার বাকখালিতে ঘটেছে ঘটনাটি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।  ছবির ইউনিট সূত্রে খবর, শনিবার মধ্যরাতে কলকাতা থেকে বকখালি পৌঁছান ওই রূপটানশিল্পী। প্রোডাকশন ম্যানেজারের কথামতো টিম হোটেলেই ওই নারীর থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু নির্যাতিতা ভারতীয় পুলিশের কাছে জানিয়েছেন, ভোরের দিকে তিনি তন্দ্রা অনুভব করেন। সেই সুযোগে তাকে ধর্ষণ করা হয়।  এরপরই মাঠে নামে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। গ্রেফতার করে অভিযুক্ত ওই প্রোডাকশন ম্যানেজারকে। লিখিত অভিযোগের ভিত্তিতে জানানো হয়েছে, অভিযুক্ত কলকাতার নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (১) ও ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিকে নির্যাতনের শিকার ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার কাজও সেরেছে পুলিশ। এরপর গতকাল সোমবার আদালতে তোলা হয় অভিযুক্তকে। বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন তার। 
১৬ এপ্রিল ২০২৪, ২৩:১২

‘এই চরিত্রের জন্য মেকআপ নিতে এবং তুলতে ৫ ঘণ্টা সময় লাগত’
গেল ঈদে মুক্তি পেয়েছে ঢালিউডের ১১টি সিনেমা। এর মধ্যে অন্যতম হিমেল আশরাফ নির্মিত সিনেমা ‘রাজকুমার’। এতে শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।  তবে এই সিনেমায় মাহির চরিত্রটি করার বিষয়টি গোপন রাখা হয়েছিল। এমনকি সেসময়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এটা নিয়ে মুখ খোলেননি কেউই। তবে ছবিটি মুক্তির আগেই বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপর থেকেই পর্দায় মায়ের চরিত্রে মাহিকে দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা।   সিনেমাটি মুক্তির পর মাহির চরিত্রটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চলছে। অনেকেই বৃদ্ধ মায়ের চরিত্রে অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা করেছেন। তবে মেকআপ নিয়ে মন্তব্য করেছেন সিনেমাপ্রেমীদের একাংশ।  সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন মাহি। চিত্রনায়িকা বলেন, ফেসবুকে অনেকেই আমাকে নিয়ে রিভিউ দিয়েছেন, অনেকেই তো দেখছি প্রশংসা করছেন। দু-একজন মেকআপের ব্যাপারে কথা বলেছেন। কিন্তু শুটিংয়ের সময় মেকআপ নিয়ে আমার কাছে সমস্যা মনে হয়নি। তাছাড়া এই চরিত্রের জন্য আমার মেকআপ নিতে আড়াই ঘণ্টা লাগত, তুলতেও আড়াই ঘণ্টা। উপযুক্তভাবেই মেকআপ করা হয়েছিল। জানা গেছে, মাহিকে নিয়ে শুটিং হয় রাঙ্গামাটির সাজেকের লোকেশনে। শাকিবের ৬৫ বছরের মায়ের চরিত্রে মাহিকে তৈরি করতে ভারত থেকে মেকআপশিল্পীকে আনা হয়েছিল। চরিত্রটি নিয়ে মাহি বলেন, আমি গতানুগতিক চরিত্র থেকে একটু বের হয়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। বলিউডে দীপিকা যদি মায়ের চরিত্র করতে পারে, তাহলে আমি করলে সমস্যা কোথায়?  আমার কাছে মনে হয়, হিমেল আশরাফ নির্মাতা হিসেবে নিজেকে যথেষ্ট প্রমাণ করেছেন। তিনি আমাকে যখন চিন্তা করেছেন, আমার বিশ্বাস তিনি আমাকে ওইভাবেই উপস্থাপন করবেন। তাই কাজটি করেছি। এছাড়া সিনেমার প্রযোজক আরশাদ আদনান আমাকে কাজটি করার জন্য বলেছেন, তাই করেছি। বৃদ্ধ মায়ের চরিত্রটি করতে দারুণ অভিজ্ঞতা হয়েছে জানিয়ে মাহি বলেন, সিনেমায় সন্তানের সঙ্গে বৃদ্ধ মায়ের কথোপকথনের জায়গাটা খুবই আবেগময়। চরিত্রটি করার সময় আমার সন্তান ফারিশকেই কল্পনায় রেখেছি। ফলে সহজেই পর্দায় চরিত্রটি ফুটিয়ে তুলতে পেরেছি।    
১৬ এপ্রিল ২০২৪, ১৪:৩৫

তীব্র শীতে সহজ নিয়মে মেকআপ করার ৬ উপায়
সারা দেশে শীত বেশ জাঁকিয়ে বসেছে। টানা কয়েক দিনের তীব্র শীতের পর দেশের অনেক জায়গায় আজ সূর্যের দেখা মিলেছে। এই শীতে বাতাস বেশ শুষ্ক থাকে। এর প্রভাব ত্বক ও মেকআপের ওপর পড়ে। তবে সহজ কিছু নিয়ম মেনে চললে নিখুঁত মেকআপ লুক পাওয়া সম্ভব। শীতে গরমকালের মতো ঘাম হয় না দেখে অনেকেই কোনো কিছু চিন্তাভাবনা না করে ইচ্ছেমতো মেকআপ করেন। কিন্তু এ সময়ে বাতাসের আর্দ্রতা কম থাকায় মুখের শুকনা টান ধরা অংশগুলোয় ফাউন্ডেশন জমে গিয়ে পুরো লুকটাই নষ্ট হয়ে যায়। এ ছাড়া আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তবে মাত্র ছয়টি উপায় মেনে চললে খুব সহজেই শীতের মেকআপ-সংক্রান্ত এই ঝামেলাগুলো এড়ানো যাবে। ত্বক প্রস্তুত এ সময় বাতাসের আর্দ্রতা অনেক কমে যায়। এ জন্য ত্বক অনেক বেশি শুষ্ক থাকে। এমনকি মিশ্র ও তৈলাক্ত ত্বকও কিছুটা শুষ্ক হয়ে যায়। মেকআপ করার আগে ত্বক প্রস্তুত করতে হয়। তবে শীতের জন্য একটু বাড়তি যত্নের প্রয়োজন। মেকআপের আগে ত্বক ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার লাগাতে হবে। যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তারা ময়েশ্চারাইজার লাগানোর আগে চাইলে হাইড্রেটিং সিরাম বা শিট মাস্ক বা টোনার ব্যবহার করতে পারেন। ময়েশ্চারাইজিং প্রাইমার মেকআপ হালকা বা ভারী যেমনই হোক না কেন, প্রাইমার লাগাতেই হবে। মেকআপ দীর্ঘস্থায়ী করতে এর বিকল্প নেই। এ ছাড়া রোমকূপ ছোট করা, ত্বকের অতিরিক্ত তেল বা শুষ্কতা কমানো, বয়সের ছাপ কমাতে প্রাইমার ব্যবহার করা হয়। এমন আবহাওয়ায় ময়েশ্চারাইজিং প্রাইমার ব্যবহার করা উচিত। হালকা বেজ শীতকালে ত্বকে অনেক বেশি শুষ্কতার প্রভাব পড়ে। তাই এ সময়ে ত্বকের ফাউন্ডেশন হালকা রাখা উচিত। কারণ, ফাউন্ডেশনের চেয়ে খারাপ আর কিছুই নেই, যা মুখের শুষ্ক অংশগুলোকে হাইলাইট করে। এর চেয়ে বরং ত্বক হাইড্রেটেড রাখার দিকে বেশি মনোযোগ দিতে হবে। এ জন্য বেজ মেকআপে ময়েশ্চারাইজিং ফাউন্ডেশন বা স্কিন টিন্ট ব্যবহার করা সবচেয়ে ভালো। চাইলে সামান্য ফাউন্ডেশন নিয়ে তার সঙ্গে ময়েশ্চারাইজার মিশিয়ে মুখে লাইট বেজ তৈরি করতে পারেন। কনসিলার ফাউন্ডেশনের পর ত্বকের দাগছোপ বা হাইপারপিগমেন্টেশন ঢাকতে কনসিলার ব্যবহার করতে হয়। বাজারে অনেক ধরনের কনসিলার পাওয়া যায়। শীতে কনসিলারও ফাউন্ডেশনের মতো ময়েশ্চারাইজিং বা হাইড্রেটিং হতে হবে। ব্লাশঅন শীতে আবহাওয়ার কারণে অনেকের ত্বক বেশ ফ্যাকাশে হয়ে যায়। তাই ত্বকে প্রাকৃতিক আভা আনতে গোলাপি বা পিচ শেডের ব্লাশঅন লাগাতে পারেন। তবে সেটা ক্রিম বা লিকুইড হতে হবে। এ সময়ে যতটা সম্ভব পাউডারভিত্তিক ব্লাশঅন বা অন্যান্য মেকআপ পণ্য (আইশ্যাডো, হাইলাইটার) এড়িয়ে চলুন। কারণ, এ ধরনের পণ্য ত্বককে অতিরিক্ত শুষ্ক করে দিতে পারে। লিপস্টিক পছন্দের ম্যাট বা সেমি ম্যাট লিপস্টিকগুলো গ্রীষ্ম ও বর্ষাকালের জন্য তোলা থাক। শীতে ব্যবহার করুন ক্রিম লিপস্টিক। কারণ, এতে ময়েশ্চারাইজিং বা হাইড্রেটিং উপাদান থাকে, যা ঠোঁটকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে।
২১ জানুয়ারি ২০২৪, ২৩:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়