• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত
বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। সোমবার (১৫ এপ্রিল) রাতে গুজরাটের ভুজ থেকে দুর্বৃত্তদের গ্রেপ্তার করে পুলিশ।      রোববার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে সালমানের বাড়ির বাইরে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত। অভিনেতার মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এই ঘটনা ঘটে।  এ প্রসঙ্গে মুম্বাই পুলিশ জানায়, সালমানের বাড়িতে গুলি চালানোর পর মুম্বাই থেকে পালিয়ে যাওয়া দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের জন্য গ্রেফতারকৃতদের মুম্বাই আনা হবে। পাশাপাশি সালমানের বাড়ির এই ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবেই অভিহিত করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।  সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুই বন্দুকধারীর মধ্যে একজন অভিনেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সন্দেহভাজন দুই ব্যক্তিই বাইকে থাকাকালে ব্যাকপ্যাক নিয়ে ছিলেন এবং পরিচিতি গোপনের জন্য টুপি পরা ছিল। এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই হামলার দায় স্বীকার করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সালমানকে হুমকিও দিয়েছে বিষ্ণোই গ্যাং। মূলত এরপরেই নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। ফেসবুক পোস্টে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই লেখেন, ‘আমদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তাই সই। আজ যা হয়েছে, সেটা শুধু ট্রেলার ছিল সালমান খান। যাতে তুমি বুঝতে পারো, আমরা চাইলে কতদূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ।    এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না। দাউদ ও ছোটা শাকিল নামের যে দুইজনকে তুমি ভগবান মানো, সেই নামের দুটি কুকুর পুষেছি বাড়িতে। বাকি বেশি কথা বলার মানুষ আমি নই। জয় শ্রী রাম।’  এদিকে সালমানের বাড়িতে হামলার পর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ক্রাইম ব্রাঞ্চের ১০টি দল মোতায়েন করে মুম্বাই পুলিশ। এর আগেও গত বছরের মার্চ মাসে সালমান খানকে হুমকি দিয়ে প্রাণে মেরে ফেলার একটি ইমেইল আসে। অভিনেতার পরিণতিও সিধু মুসেওয়ালার মতোই হবে, এমন বার্তাই লেখা ছিল সেই মেইলে। পরবর্তীতে মুম্বাই পুলিশ লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৫০৬-২ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) ধারায় এফআইআর দায়ের করে।  
১৬ এপ্রিল ২০২৪, ১৩:৩০

বেঙ্গালুরুর বিপক্ষে মুম্বাইয়ের জয়
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে দারুণ জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচ ম্যাচে মুম্বাই পেল দ্বিতীয় জয়। আর ছয় ম্যাচে টানা চারটি হারের পর এটা ছিল বেঙ্গালুরুর পঞ্চম হার। বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বেঙ্গালুরুর তোলা ১৯৬ রান টপকে গেছে মুম্বাই। ২৭ বল আর ৭ উইকেট হাতে রেখেই সম্ভব করেছে তারা। টস জিতে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। বেঙ্গালুরুর ইনিংস শুরু হয়  বিরাট কোহলিকে ৩ রানে হারিয়ে।  চলে আরেক ওপেনার ফাফ ডু প্লেসির ব্যাট। উইল জ্যাকস এসে ৮ রানে বিদায় নিলে ডু প্লেসিকে সঙ্গ দেন রজত পতিধর। ৪৭ বলে ৮২ রানের ঝড়ো জুটি গড়ার পথে দুইজনই পান ফিফটি। তবে রজতকে ৫০ রানে ফিরিয়ে জুটি ভাঙেন কুটসিয়া। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি ডু প্লেসিও। ৪০ বলে ডু প্লেসিওর সংগ্রহ ৬১ রান। এরপর ব্যাটিংয়ে নামেন দিনেশ কার্তিক। ২৩ বলে ৫৩ রান করেন তিনি। এটা ছিল দলের জন্য বড় পাওয়া। ঝড় তুলেন মুম্বাইয়ের বুমরাহ। ৪ ওভারে ২১ রানে তিনি নেন ৫ উইকেট। ঈশান কিষান ও রোহিত শর্মা উদ্বোধনী জুটিতে ৫৩ বলে যোগ করেন ১০১ রান। ৩৪ বলে ৬৯ রান করেন। এরপর বিদায় নিতে হয় তাকে। ৩৮ রানে সাজঘরে ফেরেন রোহিত। বিধ্বংসী হয়ে ওঠেন সূর্যকুমার। ১৭ বলে তুলে নেন ফিফটি। ৫২ রানে  বিদায় নেন সূর্যকুমার। একইভাবে ব্যাট চালান পান্ডিয়া। ৬ বলে ৩ ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন মুম্বাই অধিনায়ক। রাহুল তেওয়াতিয়া ১০ বলে ১৬ রানে থাকেন অপরাজিত।
১২ এপ্রিল ২০২৪, ০১:৪৬

মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত!
আইপিএলে চেন্নাইয়ের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিতের অধীনেই সবগুলো সাফল্য এসেছে দলটি। তবে সেই রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে অধিনায়কত্ব তুলে দিয়েছে মুম্বাই। যা দলটির সমর্থকরা ভালোভাবে নিতে পারেনি। হার্দিকের নেতৃত্বে চলতি আসরে হ্যাটট্রিক হারের স্বাদ পেয়েছে মুম্বাই। তিলে তিলে গড়ে তোলা দলের দায়িত্ব হারিয়ে এমনিতেই খুশি নন রোহিত। একের পর এক ম্যাচ হেরে চলেছে দল। এমন অবস্থায় হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে সন্তুষ্ট নন ভারতীয় জাতীয় দলের এই অধিনায়ক। দুজনের তিক্ত সম্পর্ক ড্রেসিংরুমের সম্পর্কেও চিড় ধরিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের এক খেলোয়াড়ের বরাত দিয়ে এমন খবরই দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ  টোয়েন্টিফোর। এ ছাড়াও গুঞ্জন উঠেছে ২০২৪ আইপিএল শেষেই মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত শর্মা। ভারতীয় জাতীয় দলের অধিনায়ক রোহিত মুম্বাইকে আইপিএলের পাঁচটি শিরোপা জেতানোর পর এবার জার্সি বদলের কথা ভাবছেন। মুম্বাইয়ের সেই খেলোয়াড়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিদ্ধান্ত গ্রহণের বেলায় রোহিত ও পান্ডিয়ার মধ্যে অনেক বেশি তর্ক হয়, যা ড্রেসিংরুমের পরিবেশ স্বাস্থ্যকর রাখার পথে বড় বাধা।  এই মৌসুমে এখন পর্যন্ত ৩ ম্যাচের সব কয়টিতে হেরে পয়েন্ট তালিকার একদম তলানিতে আছে মুম্বাই। এর মধ্যে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হারটা ভালোভাবে নেয়নি সমর্থকরা। অন্যদিকে মৌসুমের মাঝপথে মুম্বাইয়ের নেতৃত্বেও পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছে সংবাদমাধ্যমটি। পরিবেশ নিজের অনুকূলে আনতে আর বড়জোর ২টি ম্যাচ পাবেন পান্ডিয়া। অবস্থার পরিবর্তন না এলে অধিনায়কত্ব হারাতে পারেন তিনি।
০৪ এপ্রিল ২০২৪, ১৯:২১

আইপিএল ২০২৪ / টস হেরে ব্যাটিংয়ে মুম্বাই
চলমান আইপিএলের ১৪তম ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। টানা দুই ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে রয়েছে রাজস্থান। অন্যদিকে সমান ম্যাচ থেকে এখন জয় বঞ্চিত মুম্বাই। সোমবার (১ এপিল) নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে মম্বাইকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে রাজস্থান। মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, ঈশান কিষান, রোহিত শর্মা, নামান ধীর, জেরাল্ড কোয়েটজি, জসপ্রিত বুমরাহ, পিযুষ চাওলা, আকাশ মাদওয়াল, তিলক ভার্মা ও কেউনা মাফাকা। রাজস্থান রয়্যালস একাদশ: সানজু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, টম  রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, আভেশ খান, নান্দ্রে বার্গার, ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল। 
০১ এপ্রিল ২০২৪, ১৯:৫১

বিলিয়নেয়ারদের সংখ্যায় বিশ্বে তৃতীয় মুম্বাই
বিলিয়নেয়ারের সংখ্যায় বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই। এ তালিকায় শীর্ষে রইয়েছে নিউইয়র্ক, যেখানে বিলিয়নেয়ারের সংখ্যা ১১৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছে লন্ডন। এই শহরে বিলিয়নেয়ারের সংখ্যা ৯৭ জন। বিলিয়নেয়ারের সংখ্যার দিক দিয়ে চীনের রাজধানী বেইজিংকে ছাপিয়ে শীর্ষে উঠে এসেছে ভারতের বাণিজ্যিক শহর মুম্বাই। গবেষণা সংস্থা হুরুন ‘গ্লোবাল রিচ লিস্ট ২০২৪’ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। হুরুনের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে বিলিয়নেয়ারের সংখ্যা ৯২ জন। আর বেইজিংয়ে ৯১ জন। এক বছরে মুম্বাইয়ে বিলিয়নেয়ার যুক্ত হয়েছে ২৬ জন। বেইজিংয়ে বিলিয়নেয়ার কমেছে ১৮ জন। খবর টাইমস অফ ইন্ডিয়া হুরুনের প্রকাশিত প্রতিবেদনে, মোট ৩ হাজার ২৭৯ জন বিলিয়নেয়ারের তথ্য উঠে এসেছে। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছেন ১৬৭ জন। ৮১৪ জন বিলিয়নেয়ার নিয়ে বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে চীন। একই সময়ে দেশটিতে ১৫৫ জন বিলিয়নেয়ার তালিকা থেকে ছিটকে পড়েছেন। অন্যদিকে ভারতে নতুন করে যুক্ত হয়েছেন ১০০ জন বিলিয়নেয়ার। হুরুনের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ভারত অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিও রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। বিলিয়নেয়ারের সংখ্যায় ভারতে এ ঊর্ধ্বগতি দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ও আস্থার প্রতিফলন বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এর মধ্যে ক্রমবর্ধমান সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হচ্ছে মুম্বাইকে। বিলিয়নেয়ার বসবাস করে এমন ১০ শীর্ষ শহরের তালিকায় যুক্ত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বরাবরের মতো শীর্ষ ধনীর তালিকায় প্রথমে রয়েছেন ইলোন মাস্ক। দশম স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ১৫তম স্থানে উঠেছেন গৌতম আদানি। বিলিয়নেয়ার সমৃদ্ধ ১০টি শহরের মধ্যে রয়েছে নিউইয়র্ক, লন্ডন, মুম্বাই, বেইজিং, সাংহাই, শেনজেন, হংকং, মস্কো, নয়াদিল্লি ও সান ফ্রান্সিসকো।
২৯ মার্চ ২০২৪, ০৪:৩১

মুম্বাই বিমানবন্দরে প্রবেশের সময় আটকে দেওয়া হলো নিককে (ভিডিও)
গেল সপ্তাহে মুম্বাইতে অনুষ্ঠিত হয় ‘লোলাপালুজা ইন্ডিয়া’ মিউজিক ফেস্টিভ্যালের দ্বিতীয় সংস্করণ। গত ২৭ জানুয়ারি এই কনসার্টে অংশ নিয়েছিলেন হলিউডের জনপ্রিয় পপ ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’।  গত ২৬ জানুয়ারি দুই ভাই কেভিন জোনাস এবং জোন জোনাসের সঙ্গে মুম্বাইয়ে আসেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী গায়ক নিক জোনাস। ভক্ত-অনুরাগীদের চমকে দিয়ে তিনি হিন্দি গান গেয়ে শ্রোতাদের মনও জয় করে নেন।  তবে অনুষ্ঠান শেষে মুম্বাই বিমানবন্দরে প্রবেশের সময় বাধার মুখে পড়েন নিক। এমনকি বিমানবন্দরে ঢুকতে না পেরে এক কোণে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে প্রিয়ঙ্কার স্বামী নিককে। সম্প্রতি নিকের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘লোলাপালুজা’ কনসার্টে শেষে গত ২৯ জানুয়ারি ভোরে মুম্বাই থেকে আমেরিকার উদ্দেশে রওনা দিচ্ছিলেন ‘জোনাস ব্রাদার্স’। মূলত সে সময়ই নিককে আটকে দেওয়া হয় বিমানবন্দরে।  ভারতীয় একটি গণমাধ্যমের সূত্র থেকে জানা যায়, নিজের টিকিট নাকি আনতে ভুলে গিয়েছিলেন নিক। আর এ কারণেই বিমানবন্দরে প্রবেশের সময় তাকে ঢুকতে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই সমস্যার সমাধান হয়ে যায়। তবে তার আগ পর্যন্ত এক কোণে ধৈর্য ধরে দাঁড়িয়েছিলেন নিক। Nick Jonas at the airport in India. pic.twitter.com/2HLwVVXfWf— jonas brothers news (@jbrosnews) January 29, 2024
৩০ জানুয়ারি ২০২৪, ১৩:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়