• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
মুন্সীগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়র আফরিন
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন।  শনিবার (৯ মার্চ) বিকেলে শহরের জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বশির আহমেদ। তিনি জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। পৌরসভাটিতে মোট ভোটার ৫৭ হাজার ৯৬২ জন। এই নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি এবং র‌্যাব, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে ছিলেন। ইভিএম পদ্ধতিতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। চৌধুরী ফাহরিয়া আফরিন জগ প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহতাব উদ্দিন কল্লোল নারকেলগাছ প্রতীকে পান ৬১০ ভোট।  এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ২৫টি ভোটকেন্দ্রে ১৫৭টি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। উল্লেখ্য, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। সেই শূন্য পদের উপনির্বাচনে জয়ী হলেন তার স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিন।
০৯ মার্চ ২০২৪, ২৩:৪১

জমির দখল নিয়ে হামলা, মুন্সীগঞ্জ পৌরসভার কর্মচারী নিহত
মুন্সীগঞ্জের মাঠপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় মুন্সীগঞ্জ পৌরসভার কর্মচারী উজ্জ্বল মোল্লা (৪০) নিহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।  স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব এ ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন। এ ঘটনায় পুলিশ কেবল ব্যবসায়ী হুমায়ূন আহমেদ ও তার ছোট ভাই সোহেলকে আটক করেছে।  নিহত উজ্জ্বল মোল্লা শহরের মাড়পাড়া এলাকার শাহজাহান মোল্লার ছেলে। তিনি মুন্সীগঞ্জ পৌরসভার কনজাভেসি সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মাঠপাড়ায় এলাকায় একটি জমির মালিকানা দখল সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের কেবল ব্যবসায়ী হুমায়ূন আহমেদ ও পৌর কর্মচারী উজ্জ্বল মোল্লার সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে হুমায়ূন ও তার ছোট ভাই সোহেলের নেতৃত্বে সশস্ত্র অবস্থায় একদল লোক উজ্জ্বল মোল্লার বাড়িতে হামলা চালায়। এ সময় উজ্জ্বল মোল্লাকে বেধড়ক মারধর করলে উজ্জ্বল মোল্লা গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে নিহতের স্বজনরা ভিড় করেন।  এ ঘটনায় নিহত উজ্জ্বল মোল্লার ছোট ভাই রাজু মোল্লা বলেন, কেবল ব্যবসায়ী হুমায়ূন ও তার ছোট ভাই সোহেল গুলি করতে করতে আমাদের বাড়িতে প্রবেশ করে। এরপর তারা আমার বড় ভাই উজ্জ্বল মোল্লার ওপর হামলা চালায় এবং ব্যাপক মারধর করে চলে যায়। সদর পুলিশ ফাঁড়ির এসআই এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক হাসপাতালে যায়। পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত হুমায়ুন ও তার ছোট ভাই সোহেলকে আটক করা হয়েছে।
০৫ মার্চ ২০২৪, ০৬:৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়