• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে ফল-মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছার নিদর্শন হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য ফল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ মার্চ) প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার রাজধানীর মোহাম্মদপুরে গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রতিটি জাতীয় দিবস ও উৎসবে তাদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশ করেন। একইসঙ্গে স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সন্তুষ্টি প্রকাশ করেন। বিশেষভাবে তারা  উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের নেতৃত্বে সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের প্রান্তিক মানুষের কল্যাণ হয় এবং মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ ভালো থাকেন। এসময় তারা মুক্তিযোদ্ধাদের বর্ধিত হারে ভাতা প্রদান, চিকিৎসা এবং আবাসনের সুব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুক্তিযোদ্ধারা মনে করেন, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ একদিন বঙ্গব্ন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ এবং আত্মমর্যাদাশীল ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এসময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা এবং উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।  
২৬ মার্চ ২০২৪, ১২:৪২

বীর মুক্তিযোদ্ধা কোহিনূর বেগম মারা গেছেন
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা বীর মুক্তিযোদ্ধা কোহিনূর বেগম (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোরে বার্ধক্যজনিত কারণে মারা যান। ন্যাপ কমিউনিস্ট পাটির ছাত্রী ইউনিয়নের  বিশেষ গেরিলা বাহিনীর সদস্য ছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হক মাষ্টারের সহধর্মিণী এবং উপজেলার ভাটেরচর গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে। কোহিনূর বেগম পাঁচ মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসানের উপস্থিতিতে বেলাব থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বেলাব উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বেলাব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি বলেন, উপজেলাতে উনিসহ চারজন বীর মুক্তিযোদ্ধা ছিল। কোহিনূর বেগম অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং দেশের একজন সূর্যসন্তান ছিলেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি তার মাগফিরাত কামনা করি।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, এসএসসি পাসেই আবেদন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে একাধিক লোকবল নিয়োগের বিষয়ে জানানো হয়েছে। আসনটিতে নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পদের নাম: প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কর্মী পদসংখ্যা: ২৫টি বেতন: ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা (গ্রেড-১৮) শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ চাকরির ধরন: ফুলটাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) কর্মস্থল: ঢাকা বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ৭০০ টাকা জমা দিতে হবে আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১২

মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ
মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৪ এ মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ আসন সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ৯  ফেব্রুয়ারি অনুষ্ঠিত চলতি বছরের পরীক্ষায় এটি কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  এই নীতিমালায় থাকা ২ শতাংশ কোটা রাখার বৈধতা চ্যালেঞ্জ করে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। আদালতে আবেদনটি দায়ের করেন অহিদুল ইসলাম নামের এক মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কাউন্সিলের এক নেতা। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসীর উদ্দিন আহমেদ। নীতিমালায় উল্লেখ রয়েছে, ‌‍‘মুক্তিযোদ্ধা সন্তান এবং সন্তানদের সন্তানাদির জন্য মোট আসনের ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তবে এই কোটার আসন শূন্য থাকলে সাধারণ কোটা থেকে মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এই আসন পূরণ করা যাবে।’ তবে আইনজীবীর বক্তব্য হচ্ছে, মুক্তিযোদ্ধা কোটা ৫ শতাংশ রাখার গাইডলাইন সুপ্রিম কোর্টের রায় রয়েছে। তা লঙ্ঘন করে ভর্তি নীতিমালায় দুই শতাংশ রাখা হয়েছে। আদালত নির্দেশনা দিয়েছেন ৫ শতাংশ কোটা সংরক্ষণ করে যেন ফলাফল দেওয়া হয়। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর এক মাস পর ৮ মার্চ ডেন্টালের বিডিএসের ভর্তি পরীক্ষা হবে।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০২

ফুলগাজীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর থেকেই পরিত্যক্ত
ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের পাশে মুক্তিযোদ্ধাদের জন্য দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত কমপ্লেক্সটি উদ্বোধনের পর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চারপাশে আবর্জনা, নেই বিদ্যুৎ সংযোগ। কাজে আসছে না স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের। রোববার (২৮ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, উদ্বোধনের পর থেকে কমপ্লেক্সেটিতে কোনো ধরনের সভা, সেমিনার, প্রোগ্রাম, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের অনুষ্ঠান করা হয়নি।  ফুলগাজী উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মাহমুদ জানান, ২০১৬ সালের ২৬ এপ্রিলে শুরু হয় কমপ্লেক্সের নির্মাণ কাজ। ২ কোটি ১৬ লাখ ৯৩৩ টাকা ব্যয়ে কাজ শেষ হয় একই বছরের ৩০ জুন। উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিলের এক সদস্য জানান, ভবনটি ব্যবহার না হয়ায় ফুলগাজীর সবজি বাজারের সকল প্রকার ময়লা আবর্জনা এর চারপাশে রাখা হয়। এমনকি বাজারে আগত বিভিন্ন ধরনের মানুষ এই কমপ্লেক্সের চারপাশকে গণশৌচাগার হিসেবে ব্যবহার করছে। অথচ এই কমপ্লেক্সটির নিচতলা এবং দ্বিতীয় তলার দোকানগুলো ভাড়া দিয়ে তৃতীয় তলায় বীর মুক্তিযোদ্ধা অফিস খরচের ব্যবস্থা করার কথা ছিল। কিন্তু ভবনটি উদ্বোধনের পাঁচ বছর পেরিয়ে গেলেও ভাড়া দেওয়া হয়নি এর বারোটি দোকান ঘর।  ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি অবহেলা আর অযত্নে পড়ে আছে। আমরা ইতোমধ্যে এটিকে আয়ের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিল বাকির কারণে বিদুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব সমস্যার সমাধাণ করে কমপ্লেক্সটি দ্রুত চালু করা হবে।
২৮ জানুয়ারি ২০২৪, ২৩:০০

‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্টকার্ড দিতে যেসব নির্দেশনা মানতে হবে
আবেদনের মাধ্যমে ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্টকার্ড পাচ্ছেন মুক্তিযোদ্ধারা। সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার স্মার্টকার্ড দিতে মাঠ কর্মকর্তাদের চারটি নির্দেশনা দিয়েছে সংস্থাটি।  বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) উপপরিচালক (তথ্য অনুসন্ধান) মো. রশিদ মিয়া নির্দেশনাটি পাঠিয়েছেন। এতে ইসির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নিম্নের চার নির্দেশনা মানতে বলা হয়েছে। নির্দেশনাগুলো হলো ১) বীর মুক্তিযোদ্ধাগণ ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির নিমিত্ত উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদন দাখিল করবেন। আবেদনের সঙ্গে এতদসংক্রান্ত গেজেটসহ সাম্প্রতিককালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদেরকে প্রদত্ত এমআইএস নম্বরসহ স্মার্ট কার্ড এবং ডিজিটাল সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। ২) মাসিক ভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসাররা যথাযথ প্রক্রিয়ায় সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে ওই আবেদনসমুহ মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা বরাবর প্রেরণ করবেন। ৩) আঞ্চলিক/সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসাররা একটি অনুষ্ঠানের মাধ্যমে মাসিক/ত্রৈমাসিকভাবে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করবেন। ৪) বিতরণের ক্ষেত্রে ম্যানুয়ালি রেজিস্ট্রারে এবং ডিজিটালি এনআইডি সিস্টেমে প্রাপ্তি স্বীকারের ব্যবস্থা গ্রহণ করবেন। এর আগে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর ইসির মাসিক সমন্বয় সভায় নেওয়া এমন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দিয়েছিলেন। এতে বলা হয়েছে, ২০ জানুয়ারি পর্যন্ত যে বীর মুক্তিযোদ্ধারা স্মার্টকার্ডের জন্য আবেদন করবেন, তাদের মুক্তিযোদ্ধা গেজেট অনুসারে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যাচাইপূর্বক বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্টকার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। জানা গেছে, কে এম নূরুল হুদার বিগত কমিশন জাতির সূর্য সন্তানদের সম্মানার্থে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠানের মাধ্যমে ১০০ জন মুক্তিযোদ্ধার হাতে স্মার্টকার্ড ‍তুলে দিয়েছিলেন। আর ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতে অনুষ্ঠিত সভায় বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্রের চিপসের নিচে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দ দুটি স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় পত্রের মাধ্যমে তাদের সম্মতি দেয়। তবে কোনো বীর মুক্তিযোদ্ধা এ আবেদন করলে তা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ভেটিং করিয়ে সন্নিবেশের সিদ্ধান্ত হয়। ওই সময় কে এম নূরুল হুদার কমিশন গেজেট অনুযায়ী ১ লাখ ৮৩ হাজার মুক্তিযোদ্ধাকে বিশেষ এ স্মার্টকার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ জন্য প্রথমবারের মতো কোনো একটি সুনির্দিষ্ট শ্রেণির জন্য স্মার্টকার্ডের নকশায় পরিবর্তন আনে। তবে আলোচনা না করে মুক্তিযোদ্ধাদের বিশেষ স্মার্টকার্ড দেওয়ার আপত্তি জানায় মন্ত্রণালয়। ফলে বন্ধ হয়ে যায় উদ্যোগটি। এবার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই স্মার্টকার্ড দিচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। ফলে মুক্তিযোদ্ধাদের বিশেষ এ কার্ড নিতে শুধু নির্বাচন কমিশনে আবেদন করলেই হবে।
২৫ জানুয়ারি ২০২৪, ২০:৩৭

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুস সোবহান
চলে গেলেন ৭১’র রণাঙ্গনের অকুতোভয় বীর, মহান মুক্তিযুদ্ধের কক্সবাজার-বান্দরবান সেক্টরের সাব-সেক্টর কমান্ডার এবং ১৯৭১ সালের ১২ ডিসেম্বর কক্সবাজারকে হানাদারমুক্ত ঘোষণার নায়ক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আব্দুস সোবহান। শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৯টায় উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যাস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টায় হলদিয়া পালং মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে প্রয়াতের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।  পরে মরহুমকে পশ্চিম মরিচ্যা পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
১৩ জানুয়ারি ২০২৪, ০৪:০৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়