• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
‘জনগণ এই প্রতারণার নির্বাচন বাতিল চায়’
দেশের মানুষ এই প্রতারণার নির্বাচন বাতিল চায় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। রোববার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের এক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এই নির্বাচনে মানুষ ভোট দেয়নি। এটা কোনো নির্বাচন নয়। দেশের মানুষ এই প্রতারণার নির্বাচন বাতিল চায়। সারাদেশে ভোটকেন্দ্রে কোনো লাইন ছিল না। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। হতে পারে না। আওয়ামী লীগ সংবিধান ও আইন লঙ্ঘন করেছে। অবিলম্বে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করুন। জনগণের দাবি মেনে নিন।’ এর আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল এবং সরকারের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি-জামায়াতপন্থী ও সরকারবিরোধী আইনজীবীরা। এ সময় ইউরাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী বলেন, ‘এই সরকার ১৫ বছর দেশে নির্যাতন চালিয়েছে। প্রধানমন্ত্রী ২০২৪ সালে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ডামি নির্বাচন পরিচয় করিয়ে দিয়েছেন।’ সুপ্রিম কোর্ট বার অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন রশীদ বলেন, ‘গত ৭ জানুয়ারি ইলেকশন হয়নি, সিলেকশন হয়েছে। তারা নিজেরাই বলছে নির্বাচন হয়নি। আমরা আন্দোলন করছি আইনের শাসনের জন্য।’ তিনি বলেন, ‘আজ শুনলাম গার্মেন্টসের অবস্থা খারাপ, জনশক্তি রপ্তানির অবস্থা খারাপ। আপনারা দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন? জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, চালের দাম বেড়েছে। জনগণকে আর কত কষ্ট দেবেন আপনারা? দয়া করে ক্ষমতা ছেড়ে বিদায় হোন।’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আমরা আইনের শাসন, মানবাধিকার ও ভোটের অধিকারের জন্য আন্দোলন করি। আমাদের এই আন্দোলন চলছে, চলবে। কোনো ধরনের বাধা আমাদের এই আন্দেলন থেকে বিরত রাখতে পারবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আদালতকে আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা দেব।’ তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আজ চোরদের দখলে। কোনো নির্বাচন না হওয়ায় অবৈধভাবে তারা জোর করে দখল করে আছে। এর সবই আমাদের পুনরুদ্ধার করতে হবে আইনের শাসন ও ন্যায়বিচারের স্বার্থে।’
১৪ জানুয়ারি ২০২৪, ২০:৩৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়