• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
যত টাকার মালিক নাগার্জুনা আক্কিনেনি
দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। বর্তমানে নাগার্জুনার বয়স ৬৩। কিন্তু এই বয়সে এসেও রীতিমতো পর্দা কাঁপান তিনি। অভিনয়ে খ্যাতি কুড়ানোর পাশাপাশি অঢেল অর্থ-সম্পদের মালিকও হয়েছেন নাগার্জুনা। তবে কত টাকার মালিক নাগার্জুনা? সে প্রশ্ন হরহামেশাই উঁকি মারে অভিনেতার ভক্তদের মনে। আসলে তারকাদের লাইফস্টাইল, অর্থ-সম্পদ ও ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে বরাবরই মুখিয়ে থাকেন ভক্তরা। লাইফস্টাইল এশিয়ার তথ্য অনুসারে, বর্তমানে নাগার্জুনার মোট সম্পদের পরিমাণ ৩০১০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৯৩ কোটি ২৯ লাখ টাকার বেশি। সিনেমায় অভিনয় করে এবং বিভিন্ন টিভি শো সঞ্চালনা করে এই অর্থের বেশিরভাগ আয় করেছেন তিনি। জানা গেছে, প্রতি সিনেমার জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নেন  নাগার্জুনা। টিভি শোয়ের প্রতি এপিসোডের জন্য ৫ কোটি রুপি নেন। এ ক্ষেত্রে কখনও পারিশ্রমিক আরও বেশিও নিয়ে থাকেন। আবার কোনো কোনো সিনেমা থেকে পারিশ্রমিক নয়, লভ্যাংশ নেন নাগার্জুনা। অন্যদিকে বিজ্ঞাপন থেকে ২ কোটি রুপি পারিশ্রমিক নেন নাগার্জুনা। প্রতি মাসে তার  আয় ৪ কোটি রুপিরও বেশি। প্রতি বছরে দাঁড়ায় ৪৮ কোটি রুপি।  গেল পাঁচ বছরে সিনেমা থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন নাগার্জুনা। ২০১৯ সালে সিনেমা থেকে নাগার্জুনা আয় করেন ৩০ কোটি রুপি, ২০২০ সালে আয় করেন ৩৭ কোটি রুপি, ২০২১ সালে আয় করেন ৪৮ কোটি রুপি, ২০২২ সালে আয় করে ৪২ কোটি রুপি, ২০২৩ সালে আয় করে ৪৬ কোটি রুপি আয় করেন তিনি।   শুধু সিনেমায় অভিনয় নয়, ব্যবসাতেও বেশ সফল নাগার্জুনা। বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে এই অভিনেতার। স্টারের কাছে বিক্রি করার আগে তেলেগু মা টিভির মালিক ছিলেন তিনি। বর্তমানে পৈত্রিক সূত্রে প্রাপ্ত অন্নপূর্ণা স্টুডিওস দেখাশোনা করছেন নাগার্জুনা। এছাড়া হায়দরাবাদের হাই-টেকে একটি কনভেশন সেন্টার এবং ভারতের রাজধানীতে অন্নপূর্ণা ইন্টারন্যাশনাল স্কুল অব ফিল্ম অ্যান্ড মিডিয়া রয়েছে তার।  পাশাপাশি হায়দরাবাদেও একাধিক সম্পত্তি রয়েছে। তার একটির মূল্য ৪২ কোটি রুপি। অভিনেতার জুবলি হিলসে বাড়িটির মূল্য ৫০ কোটি রুপি। অন্নপূর্ণা স্টুডিওস ৭ একর জমির ওপরে প্রতিষ্ঠিত, যার মূল্য ২০০ কোটি রুপি।      তবে শুধুমাত্র অর্থ-সম্পদ কিংবা বাড়িই নয়, বিলাসবহুল গাড়িও নাগার্জুনার। অভিনেতার গ্যারেজে বেশ কিছু বিলাসবহুল গাড়ি রয়েছে। এই তালিকায় রয়েছে— বিএমডব্লিউ ৭ সিরিজ (মূল্য ১.৭৫ কোটি রুপি), অডি এ৭ (মূল্য ৯০.৫ লাখ রুপি), বিএমডব্লিউ এম৬ (মূল্য ১.৭৬ কোটি রুপি), পোর্শে (মূল্য ২ কোটি রুপি), বিএমডব্লিউ ৫ সিরিজ (মূল্য ১.৫ কোটি রুপি)।     
১১ এপ্রিল ২০২৪, ১১:১৯

সেই দুই রেস্টুরেন্টের মালিক গ্রেপ্তার
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজের আগুনের ঘটনায় এবার দুই রেস্টুরেন্টের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলেন— ফুকো রেস্টুরেন্টের মালিক আবদুল্লাহ আল মতিন, জেস্টি রেস্টুরেন্টের মালিক মোহর আলী ওরফে পলাশ ও ভবনের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম খান। এ পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হলো। বৃহস্পতিবার (৪ এপ্রিল) মামলার তদন্ত তদারক কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো দক্ষিণ) মো. আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর বেইলি রোড ও শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ১১ মার্চ হোটেল ও রেস্তোরাঁয় হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন হোটেল ও রেস্টুরেন্টে মালিকরা। রিটের পর মঙ্গলবার (১২ মার্চ) হোটেল ও রেস্তোরাঁয় হয়রানিমূলক এলোমেলো অভিযান না করে আইন অনুযায়ী অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে আইন অনুযায়ী যারা রেস্তোরাঁ পরিচালনা করছেন তাদের হয়রানি করা কেন অবৈধ নয় তা-ও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। ২৯ ফেব্রুয়ারি রাতে আগুনের ঘটনায় ৪৬ জন মারা যান। তাদের মধ্যে ১৮ জন নারী ও ৮ শিশু। গ্রিন কোজি কটেজ নামের সাততলা ওই ভবনের একটি তলা ছাড়া বাকি সব কটি তলায় রেস্তোরাঁ ছিল। এ ঘটনায় জড়িত অভিযোগে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- চুমুক নামের একটি খাবার দোকানের মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান এবং কাচ্চি ভাই নামের আরেকটি খাবারের দোকানের ব্যবস্থাপক জয়নুদ্দিন জিসান।
০৪ এপ্রিল ২০২৪, ১৩:১৫

২৯ পণ্যের মূল্য বেঁধে দেওয়া অযৌক্তিক : দোকান মালিক সমিতি
সরকার ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে। তবে ওই দাম নির্ধারণ করে দেওয়াকে অবিবেচনা, অসার, অর্থহীন ও কল্পনাপ্রসূত আখ্যা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে এ দামকে অন্তর্ঘাতমূলক সিদ্ধান্ত দাবি করে কৃষি বিপণন অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি (বিডিএমএস)।  মঙ্গলবার (১৯ মার্চ) দোকান মালিক সমিতির কেন্দ্রীয় দপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সমিতির সভাপতি হেলাল উদ্দিন। এ সময় মহাসচিব জহিরুল হক ভূঁইয়াসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, মুক্তবাজার অর্থনীতিতে দাম নির্ধারণ করে দেওয়া যায় না। এখন ২৯ পণ্যের দর নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা এ দামে এসব পণ্যগুলোকে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বিক্রয়ের অনুরোধ জানায়। একই সঙ্গে পণ্যগুলোর বিক্রিত লাভ দিয়ে কর্মকর্তারা বেতন নেবেন। হয় তাদের বেঁধে দেওয়া দামে কৃষি বিপণনকে বিক্রি করতে হবে, না হলে এ প্রজ্ঞাপন স্থগিত করতে হবে। আমরা এ দামে বিক্রি করতে পারবো না। দাম বেঁধে দেওয়াটা অযৌক্তিক-অবাস্তব ও অর্থহীন। হেলাল উদ্দিন বলেন, ক্রেতার সন্তুষ্টিই বিক্রেতার কাম্য। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এ শ্রেণির ব্যবসায়ীরা পণ্যের দাম ভোক্তার নাগালের মধ্যে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নিকট ৭ দফা দাবি পেশ করছি। দোকান মালিক সমিতির ৭ দফা দাবির মধ্যে রয়েছে- ১. ২৯ পণ্যের মূল্যনির্ধারণ অবিবেচনা, অসার, অর্থহীন ও কল্পনাপ্রসূত। তাই এখনই প্রজ্ঞাপনটি স্থগিত করতে হাবে। অন্যথায় ব্যবসা বন্ধ করা ছাড়া আমাদের উপায় থাকবে না। ২. বিভিন্ন পণ্যের আমদানি ও উৎপাদনের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করতে হবে। ৩. টিসিবির সক্ষমতা বৃদ্ধি করতে হবে। প্রাথমিকভাবে পণ্য আমদানি করে বিপননের ব্যবস্থা করতে হবে। এতে বােঝা যাবে ব্যক্তি খাতের সঙ্গে সরকারি খাতের পার্থক্য কত। ৪. বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য একই মন্ত্রনালয়ের অধীনে নিয়ে আসতে হবে। ৫. বাজারের চাহিদা অনুযায়ী পর্যান্ত সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৬. ব্যবসায়ীদেরকে বিভিন্ন সংস্থার চাপমুক্ত অবস্থায় ব্যবসা করার সুযোগ দিতে হবে। ৭. নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের ওপর আরোপিত সকল প্রকার ট্যাক্স ভ্যাট কমিয়ে সহনশীল পর্যায়ে আনতে হবে। গত ১৫ মার্চ ২৯টি কৃষিপণ্যের মূল্য নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। জারিকৃত প্রজ্ঞাপনে অধিদপ্তর জানায়, কৃষি বিপণন আইন ২০১৮ এর ৪(ঝ) ধারার ক্ষমতাবলে কতিপয় নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষিপণ্য ক্রয়–বিক্রয়ের অনুরোধ করা হলো।
১৯ মার্চ ২০২৪, ১৫:০৮

জ্বালানি তেলের দোকানে আগুন, মালিক দম্পতি দগ্ধ
বগুড়ার ধুনটের নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজারে জ্বালানি তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক নিরব হোসেন (৩০) ও স্ত্রী মিথিলা খাতুন (২৫) দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৫টার দিকে অগ্নিকাণ্ডের দোকানে মজুত তেল, ৩টি ট্রাকটর, তেল ভর্তি ২টি ট্রাক ও সিএনজি মেরামতের একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সনিতা নাছরিন এ তথ্য নিশ্চিত করে বলেন, তেলের দোকানের মালিক নিরব হোসেনের বাড়ি পাবনার নগর বাড়ি এলাকায়। তিনি প্রায় ৫ বছর ধরে সোনাহাটা বাজার এলাকায় জ্বালানি তেলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। বিকেল ৫টার দিকে হঠাৎ করে তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমান জানা যায়নি।  ফায়ার সাভির্সের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে অগ্নিকাণ্ডে দগ্ধ দোকানের মালিক নিরব হোসেন ও তার স্ত্রী মিথিলাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম বলেন, নিরব ফিলিং স্টেশন নামে ওই দোকানে ডিজেল, পেট্রোল, মবিল ও কেরোসিন বিক্রি করা হয়। ওই দোকনে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
১৩ মার্চ ২০২৪, ০১:২৩

নকল ট্যাং প্রস্তুতকালে হাতেনাতে আটক কারখানা মালিক 
রোজা ঘিরে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে নকল ভোগ্যপণ্য তৈরির সঙ্গে জড়িত বিভিন্ন অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে এমনই একটি চক্রের সন্ধান পেয়ে রাজধানীর পূর্ব বাড্ডায় একটি কারখানায় অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আবিদ ফুড অ্যান্ড কেমিক্যালস নামে কারখানাটিতে কাপড়ের রং আর চিনি মিশিয়ে নকল ট্যাং তৈরি হচ্ছিল ওই সময়। শুধু ট্যাংই নয়, অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, মটরভাজা, ডিটারজেন্ট ও হারপিকসহ বিভিন্ন পণ্যের ভেজাল সংস্করণ তৈরির মহাযজ্ঞ নজরে পড়ে অভিযানিক দলের। সঙ্গে সঙ্গে আটক করা হয় কারখানাটির মালিক আনোয়ার হোসেনকে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর পূর্ব বাড্ডা আলিফনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে বিএসটিআই। অভিযানের নেতৃত্ব দেন পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থাটির উপপরিচালক রেজাউল হক। অভিযান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা গোপন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিজ্ঞাপন দেখে আবিদ ফুড অ্যান্ড কেমিক্যালসের কথা জানতে পারি। এরপর আজ অভিযানে এসে অস্বাস্থ্যকর পরিবেশে নকল ট্যাং, চানাচুর, ডিটারজেন্ট, মটর ভাজাসহ বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখি। আমাদের কর্মকর্তারা বাচাই-বাছাই ও পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, এখানে উৎপাদিত কোনো পণ্যই ব্যবহার উপযোগী নয়। এখানে ভয়াবহ আরেকটি বিষয় পেয়েছি তা হলো তারা একইসঙ্গে সফট ড্রিংকস, চানাচুর তৈরির পাশাপাশি একজায়গায় ডিটারজেন্ট-হারপিকও তৈরি করছিল, যা ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির কারণ। রেজাউল হক বলেন, রোজার মাসে রোজাদারদের অন্যতম একটি পানীয় হলো শরবত, যা বিভিন্ন রকমের ট্যাং দিয়ে তৈরি করা হয়। এই প্রতিষ্ঠানের মালিকও রোজার মাসকে কেন্দ্র করে বড় প্রস্তুতি নিয়ে রাতদিন ট্যাং তৈরি করছিল। এই প্রতিষ্ঠানের ট্যাং যদি কেউ রোজা রেখে খায়, তাহলে তাদের পেটের পীড়া থেকে শুরু করে ক্যানসার পর্যন্ত হতে পারে। ট্যাংয়ে তারা যে রংটি ব্যবহার করছে, সেই রংয়ের কোথাও ফুডগ্রেড উল্লেখ ছিল না। তারা কাপড়ের রং ব্যবহার করছিল বলে আমাদের ধারণা। বিএসটিআই উপপরিচালক আরও বলেন, আমরা সোমবারই আমাদের একটি টিমকে গোপনে পাঠিয়েছি, তারা এসে প্রতিষ্ঠানটি শনাক্ত করে যায়। তারা অনেক আগে দুই-তিনটি পণ্য তৈরির অনুমোদন নিয়েছিল, যার মেয়াদও ইতোমধ্যে শেষ হয়ে গেছে। 
১২ মার্চ ২০২৪, ১৫:০৭

রেস্তোরাঁয় অভিযান একটু বাড়াবাড়ি : মালিক সমিতি
রেস্টুরেন্টে একাধিক সংস্থা থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে একটু বাড়াবাড়ি বলেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব বলেন, রেস্টুরেন্টে একাধিক সংস্থা থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা কর্মে নিয়োজিত বাহিনী সমূহ যেমন- আনসার, পুলিশ ও এলিট ফোর্স র‌্যাব বাহিনীও তাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট নিয়ে নিরাপদ খাদ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে সচেষ্ট। এটা হয়তো একটু বাড়াবাড়ি। কেননা নিরাপদ খাদ্য বাস্তবায়নে সরকার একটি কর্তৃপক্ষই গঠন করেছেন। তাদের কাজটি করতে দিতে হবে। তিনি বলেন, বেইলি রোডের গ্রীন কোজি কটেজের অগ্নিকাণ্ডের দায় কেউ এড়াতে পারেন না। পুরো ভবনটাই ছিল অনিয়মে ভরা, ভবনটির অনুমোদন দিয়েছে রাজউক, রেস্তোরাঁ সেক্টরটি তদারকি করেন- বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর, সিটি করপোরেশন, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, সংযুক্ত আছেন জেলা প্রশাসক প্রশাসনসহ অনেক অধিদপ্তর ও সংস্থা। ৪৬ জনের প্রাণহানির পর রাজউক ও সিভিল ডিফেন্সের টনক নড়েছে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে সিলিন্ডার গ্যাসের বোতল জব্দ করছে এবং স্টাফদের গ্রেপ্তার করছে। এটি সমস্যার সমাধান নয়। তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে সংগঠিত অগ্নিকাণ্ডের জন্য সৃষ্ট সংকট থেকে উত্তোরণ শীর্ষক আলোচনা করে এমন একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে, রেস্টুরেন্ট করার পূর্বেই যথাযথ কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে রেস্টুরেন্টের অনুমোদন দেবেন। ইমরান হাসান বলেন, তিতাস গ্যাসের পর্যাপ্ততা নেই। আবার লাইন সংযোগ থাকলেও লাইনে গ্যাস নেই। এখন বিকল্প ব্যবস্থা গ্যাস সিলিন্ডার ব্যবহার। পুরো বিষয়টি নিয়ে উচ্চক্ষমতা সম্পন্ন একটি টাস্ক ফোর্স গঠন করে ঘটনার সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং ভবিষ্যতের জন্য নির্দিষ্ট একটি গাইডলাইন তৈরি করতে হবে যাতে ব্যাঙের ছাতার মতো রেস্তোরাঁ গজিয়ে উঠতে না পারে। সাম্প্রতিক সময়ে বেইলি রোডের অগ্নিকাণ্ডে রেস্তোরাঁ শিল্পের সংকটের উত্তরণের উপায় এবং আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা বজায় রেখে রেস্তোরাঁ ব্যবসা করা নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে আগামী বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) প্রতিটি রেস্তোরাঁয় কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।
০৫ মার্চ ২০২৪, ১৪:৩১

গাজীপুরে গার্মেন্টস মালিক অপহরণ, ২২ লাখ টাকা লুট
গাজীপুরের মৌচাক এলাকার একটি তৈরি পোশাক কারখানার মালিক আবু তালহাকে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে অপহরণ, ইলেকট্রিক শক ও ড্রিল মেশিন দিয়ে জখম করে নগদ সাড়ে ২২ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে। ৬ ফেব্রুয়ারি রাতে কালিয়াকৈরের সফিপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ব্যবসায়ী আবু তালহা এখন গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। মামলা তুলে নিতে হুমকিতে নানা ধরনের শঙ্কায় রয়েছেন ওই ব্যবসায়ী ও তার স্বজনরা। অবশ্য কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাছিম জানান, মামলার তদন্ত কার্যক্রম ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী আবু তালহা ও তার স্বজনদের অভিযোগ, তিনি কালিয়াকৈরের মৌচাক এলাকায় ভাড়ায় বসবাস করে  ফেন্ডস নীটওয়্যার  কারখানা পরিচালনা করছেন। গত ৬ ফেব্রুয়ারি দুপুরে জমি কেনার জন্য ২২ লাখ টাকা নিয়ে নিজস্ব গাড়িযোগে কালিয়াকৈর যাচ্ছিলেন। প্রাইভেটকারটি সফিপুর আনসার একাডেমির কাছে পৌঁছালে স্থানীয় মেজবাহ উদ্দিন টুটুলের নেতৃত্বে তিনটি গাড়ি ও বেশ কিছু মোটর সাইকেলযোগে ২৫-৩০ জন দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে। এ সময় গাড়ির কাঁচ ভেঙে তালহা, তার গাড়ি চালককে মারধর করা হয়। এক পর্যায়ে তালহাকে টেনে হিঁচড়ে অন্য একটি গাড়িতে উঠিয়ে চোখ বেঁধে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। পরে ঘটনার হোতা টুটুলের মোবাইল ফোনের সূত্র ধরেই রাত ১২ টার দিকে ঘটনাস্থলের ৭-৮ কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠ থেকে তালহাকে গুরুতর আহতাবস্থায় পুলিশের একজন এসআইর উপস্থিতিতে উদ্ধার করে স্বজনরা। গুরুতর আহত ওই ব্যবসায়ী শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগী তালহা আরও জানান, তাদের যৌথ মালিকানাধীন বন্ধ হয়ে যাওয়া একটি পোশাক কারখানা অংশীদারিত্ব ও এক কোটি টাকা ব্যাংক থেকে তুলে তসরুফ করা নিয়ে মেজবাহ উদ্দিন টুটুলের সঙ্গে তার বিরোধ ছিল। এর জের ধরে টুটুলের নেতৃত্বে সন্ত্রাসীরা তার গাড়ি গতিরোধ করে অপহরণ ও টাকা লুটের ঘটনা ঘটায়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দেওয়া হলেও পুলিশ নানা রকম টালবাহানা করে দশ দিন পর থানায় মামলা এন্ট্রি করে। কিন্তু এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। উপরন্তু আসামি পক্ষ মামলার বাদীসহ ব্যবসায়ী তালহার লোকজনকে মামলা তুলে নেওয়ার চাপসহ নানা ধরনের হুমকি দিচ্ছে। এতে কারখানা উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে তিনি শঙ্কিত হয়ে পড়েছেন। এ নিয়ে কালিয়াকৈর থানার ওসি জানান, ব্যবসায়ী তালহাকে উদ্ধার, গাড়ি জব্দ, মামলা এন্ট্রিসহ পরবর্তী সব কাজই আন্তরিকতার সঙ্গে করে যাচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত মেজবাহ উদ্দিন টুটুলের মোবাইলে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। 
০১ মার্চ ২০২৪, ২০:৩৪

ফের সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত, সভাপতি রাঙ্গা
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে চতুর্থবারের মতো মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন খন্দকার এনায়েত উল্যাহ। এ ছাড়া তৃতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মসিউর রহমান রাঙ্গা। কার্যকরী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সামদানী খন্দকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অডিটরিয়ামে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় সব জেলা থেকে প্রায় ৭৫০ জন কাউন্সিলর/ডেলিগেট উপস্থিত ছিলেন। সভায় প্রথম অধিবেশনে সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দ্বিতীয় অধিবেশনে সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২০২৫, ২০২৫-২০২৬) ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সর্বসম্মতিক্রমে মহাসচিব পদে খন্দকার এনায়েত উল্যাহ, সভাপতি পদে মসিউর রহমান রাঙ্গা, কার্যকরী সভাপতি পদে আলাউদ্দিনকে নির্বাচিত করে সমিতির সংবিধান মোতাবেক ১২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৯

বাজার স্থিতিশীল রাখতে ৫ কোম্পানির আধিপত্য রুখতে হবে (ভিডিও)
এবার রমজান শুরুর প্রায় দুই মাস আগেই বেড়ে গেছে সয়াবিন তেলের দাম। রাজধানীর খুচরা বাজারে লিটারে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭৩ টাকায়। বিক্রেতারা বলছেন, রমজানের আগে কৃত্রিম সংকট তৈরি করে দাম আরেক দফা বাড়াতে পারেন মিল মালিকরা। তবে, আমদানিকারকদের দাবি, রমজানের জন্য পর্যাপ্ত পরিমাণ তেলের সরবরাহ রয়েছে। সয়াবিন তেলের বাজার স্থিতিশীল রাখতে বড় পাঁচটি কোম্পানির আধিপত্য রুখতে হবে বলে মত বাজার বিশ্লেষকদের। প্রতি বছর রমজানকে ঘিরে ছোলা ও চিনির মতো সয়াবিন তেলের দাম বৃদ্ধির আশঙ্কায় থাকেন ভোক্তারা। এবারও তাই হয়েছে। প্রায় দেড় মাস বাকি থাকতেই লিটারে পাঁচ টাকা বাড়িয়েছেন মিল মালিকরা। বিক্রেতাদের শঙ্কা, পুরানো সেই স্টাইলে রমজানের আগে আরেক দফা দাম বাড়ানোর তৎপরতা চালাতে পারে প্রতিষ্ঠানগুলো। খুচরা ব্যবসায়ীরা বলছেন, রমজানকে সামনে রেখে ১৫ থেকে ২০ দিন আগেই ক্রাইসিস দেখানো হয়। এই সুযোগে তারা দাম বৃদ্ধি করেন। ভোক্তা অধিদপ্তর ও গণমাধ্যম আসতে কিছুদিন সময় লাগে। আর এই সময়ে তারা হাজার হাজার কোটি টাকা লাভ করে নিয়ে যায়।    পাইকারী ব্যবসায়ীরা জানান, দাম বাড়তি থাকলেও সরবরাহ লাইন ঠিকঠাক আছে। বাজার এখন স্বাভাবিক। সব মিলে ডেলিভারিও ক্লিয়ার আছে। একই দাবি আমদানিকারকদেরও। তারা বলেন, সবারই মাল স্টক আছে। সংকটের কোনো কারণ নেই।  সারাদেশে ভোজ্য তেলের চাহিদা ২১ লাখ টন। আর রোজায় চাহিদা ৪ লাখ টনের মতো। যার ৯০ শতাংশই আমদানি করে কয়েকটি শিল্প গ্রুপ। বিশ্লেষকরা বলছেন, ৮০ শতাংশ সয়াবিন তেল দুটি কোম্পানি এবং ২০ শতাংশ তিনটি কোম্পানির হাতে। বাজারে মনোপলি সিস্টেম চালু থাকলে কারসাজির দরকার হয় না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচ এম শফিকুজ্জামান জানান, তেল আমদানি, মজুদ ও সরবরাহের তাৎক্ষণিক তথ্য পেতে ট্রেকিং সফটওয়্যারের ব্যবহার শুরু করা হয়েছে।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৬

ফের নোয়াবের সভাপতি এ কে আজাদ
সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৪-২৫ মেয়াদের জন্য গঠিত এই কমিটিতে সংগঠনটির সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন সমকালের প্রকাশনা প্রতিষ্ঠান টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। টানা তৃতীয় মেয়াদে নোয়াবের সভাপতির দায়িত্বে এলেন তিনি। রোববার (২৮ জানুয়ারি) সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচন বোর্ডের পক্ষে ফিন্যান্সিয়াল এক্সেপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। নতুন কমিটির সহ–সভাপতি হয়েছেন নিউএজের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান ও কোষাধ্যক্ষ পদে এসেছেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তারা দুজনই স্ব স্ব পদে পুনর্নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন– প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, আজাদীর সম্পাদক এমএ মালেক, করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, সংবাদের সম্পাদক আলতামাশ কবির, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের পরিচালক তারিক সুজাত, বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ এং যুগান্তরের পরিচালক শামীম ইসলাম।
২৯ জানুয়ারি ২০২৪, ০৬:৫৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়