• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
সিটি কলেজ শিক্ষার্থীদের মারামারি না করার নির্দেশ
ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের প্রতিবেশী কোনো কলেজের শিক্ষার্থীর সঙ্গে মারামারি বা ঝামেলায় না জড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাইবার বুলিংয়ের বিষয়েও সতর্ক করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) রাতে এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এমন নির্দেশনা দেয় কলেজ প্রশাসন। কলেজটির অধ্যক্ষ অধ্যাপক বেদার উদ্দিন আহমেদের বরাতে বিজ্ঞপ্তিতে কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, মাত্র ১ মাস পরেই (মার্চ মাসে) তাদের ২য় সেমিস্টার ফাইনাল (টেস্ট) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ না হলে ফরম ফিলাপের সুযোগ থাকবে না। তাই এখন ক্লাস এবং পরীক্ষার প্রস্তুতি ছাড়া অন্যকোনো দিকে মনোযোগ না দেওয়ার জন্য বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি কলেজ শিক্ষার্থীরা যেন প্রতিবেশী কোনো কলেজের শিক্ষার্থীর সঙ্গে মারামারি বা ঝামেলায় না জড়ায়। এমনকি কোনোরূপ প্রত্যক্ষ বা পরোক্ষ (সামাজিক যোগাযোগমাধ্যমে) উসকানিও না দেয়। কেউ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এদিকে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় রোববার সকাল থেকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। প্রায় ৬০ থেকে ৭০ জন পুলিশ সদস্য বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। তারা পুরো এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাস ও লেগুনা ভাঙচুর করা হয়।
২৮ জানুয়ারি ২০২৪, ১২:২৯

মারামারি করায় তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করল পিসিবি 
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত সময় কাটছে ক্রিকেট বিশ্বের। একই সময়ে জাতীয় নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট চলছে পাকিস্তানে। যেখানে ঘটে গেছে এক অপ্রীতিকর ঘটনার। টুর্নামেন্ট চলাকালে মারামারিতে জড়িয়েছেন দেশটির তিন নারী ক্রিকেটার। মারামারি ঘটনায় দুজন মিলে একজনকে পেটানোর অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত তিন ক্রিকেটারকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিষিদ্ধ হওয়া তিন ক্রিকেটার হচ্ছেন সাদাফ শামস, ইয়ুসরা আমির ও আয়েশা বিলাল। এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম জিও সুপার দেশটির সংবাদমাধ্যম জিও সুপার। প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের সময় প্রথমে সাদাফ ও ইয়ুসরার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আয়েশা। পরে দুই সতীর্থ মিলে হামলে পড়ে আয়েশার ওপর। এতে তার নাক দিয়ে রক্তও ঝরে। ঘটনার দুদিন পার হয়ে গেলেও বিষয়টি জানা ছিল না পিসিবির।  দুইদিন চুপ থাকার পরে সাদাফ ও ইয়ুসরার বিরুদ্ধে বোর্ডের কাছে লিখিত অভিযোগ জানায় আয়েশা। এতে তিনজনকেই শাস্তির দিয়েছে পিসিবি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নারী চ্যাম্পিয়নশিপের আর কোনো ম্যাচে অংশ নিতে পারবেন না এই তিন ক্রিকেটার। পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে টি-টোয়েন্টি ফরম্যাটের ওমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে । অভিযুক্ত ক্রিকেটাররা বর্তমানে রাওয়ালপিন্ডিতে অবস্থান করছেন। সেজন্য শিগগিরই সেখানে যাবেন পাকিস্তান ওমেন্স ক্রিকেটের প্রধান তানিয়া মালিক। এরপর পুরো বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ক্রিকেটারদের ব্যাখ্যা ও তদন্ত করা হবে। এবারের নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ৬টি রাজ্য- করাচি, লাহোর, মুলতান, পেশাওয়ার, কোয়েটা ও রাওয়ালপিন্ডি। ১৭ দিনের এই টুর্নামেন্টে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। যেখান শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এই টুর্নামেন্ট ক্রিকেটারদের প্রতিভা প্রমাণে বেশ ভালো একটি সুযোগ। এতে পাকিস্তান জাতীয় দলে জায়গা করে নেওয়া সহজ হয়।
২৭ জানুয়ারি ২০২৪, ২০:৩৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়