• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম। এর আগে বুধবার রাতে পুলিশের মাদকবিরোধী অভিযানের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামোড়া এলাকা থেকে মাদকসহ তাকে আটক করে। আটক ব্যবসায়ী ওই ইউনিয়নের মাঝিগাছা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মো. আবুল কাশেম (৫৫)।  আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়েছে। মাদকবিরোধী বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
১৮ এপ্রিল ২০২৪, ১৯:২৪

কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কলেজছাত্র নাইম আলী বিদ্যুৎকে (২৭) মাদকের মামলায় ফাঁসানোর অভিযোগ করেছে তার পরিবার।  বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ধোবড়া বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে পরিবারটি।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাইম আলীর বোন সুরমা খাতুন অভিযোগ করেন, গত ৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে তার ভাইকে ধোবড়া বাজার এলাকা থেকে ৫৯ বিজিবির সদস্যরা ধরে নিয়ে যায়। পরে তারা জানাতে পারেন, তার ভাইকে ৪০০ গ্রাম হোরোইন ও ২০ বোতল ফেনসিডিলসহ থানা পুলিশের কাছে মামলা দিয়ে হস্তান্তর করেছে বিজিবি।   বোনের দাবি, রাজশাহী সিটি কলেজে অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাইমের কোনো মাদক সংশ্লিষ্টতা নেয়, কোনো ধরনের মামলাও নেয়। আমরা পরিবারের পক্ষ থেকে মামলার সুষ্ঠু তদন্তের দাবি করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাইম ইসলামের মা তরিকা বেগম, বাবা নসরুল ইসলাম, চাচা অবসরপ্রাপ্ত সেনা সদস্য খাইরুল ইসলামসহ অনান্যরা।  এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, নাইম ইসলাম বিদ্যুৎ একজন চিহ্নিত মাদক কারবারি, মোটরসাইকেল নিয়ে সে নিয়মিতই মাদক পরিবহন করত। আমাদের (বিজিবির) কাছে তার মাদক কারবারের স্বীকারোক্তিও আছে। দীর্ঘদিন থেকে তাকে ধরার চেষ্টায় ছিলাম আমরা। বিজিবি নিশ্চিত হয়েই তাকে আটক করেছে।
১৭ এপ্রিল ২০২৪, ২৩:৪১

মাদক কারবারে সংশ্লিষ্ট বদির দুই ভাই, জানালো সিআইডি 
মাদক কারবারের মাধ্যমে সম্পদ গড়ার বিষয় তদন্ত করতে গিয়ে টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শুক্কুরের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (১৭ এপ্রিল) সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার কাছ থেকে এ তথ্য জানা যায়। সিআইডি প্রধান বলেন, মাদক মামলার মানি লন্ডারিং সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে গিয়ে টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শুক্কুরের সংশ্লিষ্টতা পেয়েছি। এখন পর্যন্ত আমরা ওই পরিবারের অবৈধভাবে অর্জিত ৬ দশমিক ৯ একর সম্পত্তি শনাক্ত করেছি, আরও সম্পত্তির সন্ধান পাওয়া যাচ্ছে। বিষয়টি এখনো তদন্তাধীন। তিনি বলেন, বদির বিরুদ্ধেও যদি আমরা সাক্ষ্য-প্রমাণ পাই, তাহলে ছাড় দেওয়া হবে না। যার বিরুদ্ধেই তথ্য প্রমাণ পাবো তাকেই ধরা হবে। শুধু বদিই নয়, পর্যায়ক্রমে মাদকের সব গডফাদারকে আইনের আওতায় আনা হবে জানিয়ে তিনি আরও বলেন, মাদক ব্যবসার মাধ্যমে যারা অবৈধভাবে সম্পদ ও অর্থবিত্তের মালিক হয়েছে তাদের অবৈধ সম্পদ আইনি প্রক্রিয়ায় সরকারি কোষাগারে চলে যাবে।
১৭ এপ্রিল ২০২৪, ১৫:৩১

মাদক সেবন করে স্ত্রীকে মারধর, কারাগারে স্বামী 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবন করে স্ত্রীকে মারধরের অভিযোগে রিপন মিয়া (২৬) নামে এক মাদকসেবী স্বামীকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে দু’মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রিপন মিয়া পৌরসভার দেবগ্রাম এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে।  ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রিপন মিয়া মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন করে তিনি প্রায়ই তার স্ত্রীর উপর অত্যাচার করতেন। মঙ্গবার দুপুরে রিপন মিয়া মাদক সেবন করে স্ত্রীকে মারধর করলে তার স্ত্রী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।   এরপর বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম আশ্রয়ণ প্রকল্প এলাকায় গিয়ে তাকে আটক করে দু’মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।
১৭ এপ্রিল ২০২৪, ১৩:৫৩

ইটনায় ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কিশোরগঞ্জের ইটনায় ১৮ কেজি গাঁজাসহ খোকন মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. খোকন মিয়া (২৬) হবিগঞ্জের মাধবপুর উপজেলার লোহাইদ (মোল্লাবাড়ি) আবু তাহের মিয়ার ছেলে।  শনিবার (৬ এপ্রিল) দুপুরে হাওর বেষ্টিত ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা গ্রামের অটোরিকশা স্ট্যান্ডে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার নিকট থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  পরে, ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার বিকেলে আসামিকে আদালতে পাঠানো হয়। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
০৬ এপ্রিল ২০২৪, ২২:৪৮

মাদক মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক মামলার আসামি ইউনিয়ন পরিষদের সদস্য সোহেলকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার উপজেলা ব্রাক্ষন্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও মাদক বিক্রেতা মকবুল হোসেনের ছেলে। তিনি সন্ত্রাসী ও মাদকসহ ৮ থেকে ১০টি মামলার আসামি। স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে ক্ষমতার দাপট দেখিয়ে সোহেল ইউপি সদস্য নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। সর্বশেষ উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা চেষ্টা করে সোহেল বাহিনী। এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, সোহেল তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা। দীর্ঘ দিন ধরে মাদক বিক্রির সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন তিনি। তার পুরো পরিবার মাদকের সঙ্গে জড়িত। সোহেলের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া তার নামে সন্ত্রাসী ও মাদকসহ ৮ থেকে ১০টি মামলা রয়েছে।  
৩০ মার্চ ২০২৪, ২৩:৩৩

টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। বুধবার (২৭ মার্চ) রাতে রাবনা বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।    গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার সেবক দাস নিথক গ্রামের মো. দুলু মিয়া, রিপন মিয়া, মিনহাজুল ইসলাম ও রহিম বাদশা।  র‍্যাব-১৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় অভিনব কায়দায় মাইক্রোবাসের সীটের নিচে লুকিয়ে রাখা ৯৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় চার মাদক ব্যবসায়ীকে। জব্দ করা হয় মাইক্রোবাস, চারটি মোবাইল, নগদ ১ হাজার ৬৫০ টাকা।  তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আন্তজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য বলে স্বীকার করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এ মহাসড়ক ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।   
২৮ মার্চ ২০২৪, ১৫:০৪

মাইকিং করে মাদক কারবারিকে হুঁশিয়ারি!
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক ব্যবসায়ীর পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে এলাকায় মাইকিং করেছেন দিপু নামের এক যুবক।  এ সময় মাসুদ নামের ওই মাদক ব্যবসায়ীর বাড়ির সামনে শনিবার সন্ধ্যায় সমাবেশে অংশগ্রহণের জন্য এলাকাবাসীকে আহ্বান জানান তিনি। রোববার (২৪ মার্চ) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।  মাদক ব্যবসায়ী মাসুদ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়ার দক্ষিণপাড়া গ্রামের এনায়েতের ছেলে। মাইকিংকারী যুবক দিপু মোল্লা একই গ্রামের আমির হামজা মোল্লার ছেলে।  এদিকে উপজেলায় মাদকের বিস্তার বৃদ্ধি পেয়েছে। মাদক সেবকরা হাত বাড়ালেই পেয়ে যাচ্ছে মাদক। বিস্তার ঠেকাতে কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। ভয়াবহ এমন মাদকে জড়িত জনপ্রতিনিধিরাও। মাইকিং করে দিপু মোল্লা বলেন, ‘কয়েড়া ঈদগাঁ মাঠ-সংলগ্ন মাদক সম্প্রাট হেরোইন খোর ও ইয়াবা ব্যবসায়ী মাসুদ দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। যা রাষ্ট্রের জন্য ভয়ংকর। এলাকায় মাদক কারবারি করলে মাসুদের পিঠের চামড়া থাকবে না। তাই আজ শনিবার সন্ধ্যার পর মাসুদের বাড়ির সামনে মাদকবিরোধী গণসভার আয়োজন করা হয়েছে। এলাকার সকলের উপস্থিত কামনা করছি। অনুরোধক্রমে- নলুয়া ও কয়েড়া ঈদগাঁ মাঠের সাবেক সভাপতি মো. খসরু মিয়া, কয়েড়া ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল সরকার ও সমাজ সেবক তুলা শেখ। এ বিষয়ে দিপু ও মাদক ব্যবসায়ী মাসুদের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।  গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল সরকার বলেন, মাইকিংকারী দিপু তার বাবাকে একাধিকবার মাদক সেবন থেকে বিরত থাকার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এলাকার মাসুদ ও ইউপি সদস্য সুমনের সঙ্গে তার বাবা মাদক সেবন করতো। মাদক নিয়ে হয়তো মাসুদের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়েছে। যার প্রেক্ষিতে মাসুদের বিরুদ্ধে এলাকায় মাইকিং করেছে দিপু। শনিবারের মাইকিং করার ঘটনার ভিডিও রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই। পরে দিপুর কাছে বিষয়টি জানতে চাইলে সে দুঃখপ্রকাশ করে। অলোয়া ইউনিয়নের মেম্বার সুমন ও মাসুদকে একাধিকবার রিহাব সেন্টারের রেখেছিল তার পরিবার। কিন্তু তারা ভাল হয়নি। এলাকায় এসে আবারও নেশায় জড়িয়ে পড়ে। গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার বলেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকায় মাইকিংয়ের বিষয়টি জানা নেই। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, মাইকিংয়ের বিষয়টি জানি না।
২৫ মার্চ ২০২৪, ২২:২৫

ট্রলার থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
চাঁদপুরে যাত্রীবাহী ট্রলার থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।  রোববার (২৪ মার্চ) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। আটককৃতরা হলো- মো. শাহাদাত শেখ (৩৮) ও ওহিদুল শেখ (২৯)। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার আলু বাজার ফেরিঘাটগামী একতা পরিবহন নামক একটি যাত্রীবাহী ট্রলার থেকে মো. শাহাদাত শেখ (৩৮) ও ওহিদুল শেখ (২৯) নামক দুইজন মাদক কারবারিকে আটক আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১৪ কেজি গাঁজা জব্দ করেছে। আটককৃত ব্যক্তিদ্বয় গোপালগঞ্জ জেলার মোখসেদপুর থানাধীন দিগনগর চন্দ্র খোলা এবং কানোরিয়া গ্রামের মোশারফ শেখ ও রতন শেখের ছেলে। জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
২৪ মার্চ ২০২৪, ১৯:৫০

দুই হাজার কোটি টাকার মাদক পাচার, প্রযোজক গ্রেপ্তার
দেশের বাইরে দুই হাজার কোটি টাকার মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জাফর সাদিক নামের এক চলচ্চিত্র প্রযোজককে। তিনি ডিএমকের প্রাক্তন সদস্য ও কর্মকর্তা। মূলত তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করতেন সাদিক।   গত ১৫ জানুয়ারি থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন সাদিক। অবশেষে শনিবার (৯ মার্চ) গ্রেপ্তার করা হয় এই প্রযোজককে। বিষয়টি নিশ্চিত করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে মাদক পাচারের চক্রের মূল হোতা ছিলেন সাদিক। ভারত থেকে প্রায় ২ হাজার কোটি টাকার মাদক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পাঠিয়েছেন তিনি। ৩ হাজার ৫০০ কইলো সিউডোফেড্রিন ৪৫টি পার্সেলে করে অস্ট্রেলিয়ায় পাচার করেছেন সাদিক। নারকেল এবং ড্রাই ফ্রুটসের মধ্যে করে এসব পার্সেল দেশটিতে পাঠানো হয়েছিল।   বিভিন্ন দেশের মাদক পাচার থেকে আসা টাকাই চলচ্চিত্রে বিনিয়োগ করতেন সাদিক। সদ্য মুক্তি পাওয়া ‘মঙ্গাই’ সিনেমাতেও সেই টাকা খরচ করা হয়েছিল। এমনকি তিনি এই টাকা দিয়ে একটি হোটেলও কিনেছেন এই প্রযোজক।     গত সপ্তাহে দুই রেল যাত্রীর থেকে ১৮০ কোটি টাকার মাদক উদ্ধার করার পরেই  উঠে আসে সাদিকের নাম। আটককৃতরা জানান, মাদকগুলো শ্রীলঙ্কায় পাচার করা হচ্ছিল। তাদের দুজনের কাছে যথাক্রমে ৩৬ কেজি এবং ৬ কেজির মাদক উদ্ধার করা হয়। এই সিউডোফেড্রিন একটি অত্যন্ত নেশাজাতীয় জিনিস। অনেকটাই  কোকেনের মতো। সূত্র : হিন্দুস্তান টাইমস  
১০ মার্চ ২০২৪, ১০:৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়