• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
ভবনের কলাম মাথায় ভেঙে মৃত্যু, অর্ধশতাধিকের বিরুদ্ধে মামলা
রাজধানীর মোহাম্মদপুরে শবেকদরের রাতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে হাসান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অন্তত ৫০ জনের নামে মামলা হয়েছে। রোববার (৭ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলাটি করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক তিনি বলেন, গত শনিবার রাতে মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে নিহত হন হাসান নামে স্থানীয় এক ব্যক্তি। তিনি ওই সময় কদরের নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। তিনি জানিয়েছেন, মামলায় ৫০-৫৫ জনকে আসামি করা হয়েছে। তাতে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি আসামিরা অজ্ঞাতনামা। উল্লেখ্য, গত শনিবার শবে কদরের রাতে মোহাম্মদপুর সাত মসজিদ রোড হাউজিংয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় হাসান নামে পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি বায়োফার্মা লিমিটেডে কর্মরত ছিলেন।  
০৮ এপ্রিল ২০২৪, ০৯:২০

নামাজ পড়তে যাওয়ার পথে মাথায় ভবনের কলাম ভেঙে মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে নামাজ পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে মৃত্যু হয়েছে হাসান (৪৬) নামে এক পথচারীর।  শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে থানার সাত মসজিদ রোডে ঘটেছে এ ঘটনা। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। নিহতের প্রতিবেশী শফিউর রহমান বলেন, রাতে তিনি নামাজ পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। শফিউর জানান, হাসান মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকায় থাকতেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা জুইদন্ডী এলাকায়। ওই এলাকার ফজল আহমেদের ছেলে তিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানিয়েছি।
০৬ এপ্রিল ২০২৪, ২৩:৪৭

গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে নিহত ৫
ফিলিস্তিনের গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) গাজার আল শাতি শরণার্থী ক্যাম্পে এসব ত্রাণ ফেলা হয়।  ঘটনাস্থলে উপস্থিত এক সংবাদিক সিএনএনকে জানান, বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়েছে। তবে কোন দেশের বিমান ছিল, সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি। মাথায় ত্রাণ পড়ে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আল-শিফা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান মোহাম্মদ আল-শেখ। আহত কয়েকজনকে ওই হাসপাতালেই প্রেরণ করা হয়েছে। গত ৫ মাস ধরে গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে গাজাবাসী। অনাহারে থাকা এসব মানুষকে সহযোগিতায় গত কয়েকদিন ধরে বিমান থেকে ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ। তবে গাজার দাতব্য সংস্থাগুলো বলছে, যে পরিমাণ মানুষ অনাহারে রয়েছে সেটির তুলনায় এই ত্রাণ কিছুই না। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৩ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। সব মিলিয়ে টানা ৫ মাসের ইসরায়েলি হামলা ও অভিযানে অবরুদ্ধ উপত্যকাটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু।
০৮ মার্চ ২০২৪, ২২:০৬

মাথায় গাছ পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গাছ পড়ে মো. ইসমাইল হোসেন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মার্চ) দুপুরে উপজেলার কুমারগঞ্জ বাজারের কাছে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কে দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।   নিহত ইসমাইল হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে। তিনি লাহিড়ী ভূমি রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। নিহতরে চাচাতো ভাই মকিম উদ্দিন সরকার বলেন, ইসমাইল হোসেন নেকমরদ বাজারে কাজ শেষে মোটরসাইকেল নিয়ে রাণীশংকৈলে তার শ্যালিকার বাড়ি যাচ্ছিলেন। কুমারগঞ্জ এলাকায় সড়কের ধারে গাছ কাটছিলেন কয়েকজন। মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে গাছটি ইসমাইল হোসেনের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, কুমারগঞ্জ এলাকার মো. কামাল উদ্দিন বাড়ির পাশে ও সড়কের ধারে একটি নিম গাছ কাটছিলেন। এ সময় গাছটি পড়ে দুর্ঘটনাটি ঘটে।   
০৮ মার্চ ২০২৪, ২০:৪৩

মাথায় পিস্তল ধরলেও রাকিবকে নিয়ে খারাপ কিছু বলব না : মাহি (ভিডিও)
বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার। দ্বিতীয় বিয়ের পর স্বামী ও একমাত্র ছেলে ফারিশকে নিয়ে বেশ ভালোই যাচ্ছিল তার দিন। কিন্তু সেই সংসারেও বেজে ওঠে ভাঙনের সুর। হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দিয়ে বসেন মাহি। এরপর থেকেই খবরের শিরোনামে রয়েছেন মাহি-রাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে নিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। তবে রাকিব বিস্ফোরক মন্তব্য করলেও স্বামীকে নিয়ে খারাপ কিছু বলতে পারবেন বলে সম্প্রতি জানিয়েছেন মাহি।    মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফেসবুকে এক ভিডিওবার্তা নিয়ে হাজির হয়ে নিজের ব্যক্তিগত বিষয়ে নানান কথা বলেন মাহি। এ সময় চিত্রনায়িকা জানান, তার পেটের মধ্যে বোমা মারলেও, মাথায় পিস্তল ধরলেও রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না। পাশাপাশি সিনেমা থেকে দূরে সরে আসার কারণও প্রকাশ করেছেন তিনি।  মাহি বলেন, রাকিব আমার সাবেক স্বামী ছিলেন, আমার ভালোবাসার মানুষ ছিলেন। আমি তাকে অনেক ভালোবেসেছি। যার কারণে আমি সিনেমা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। কেন গিয়েছি— কারণ তিনি সেটা পছন্দ করতেন না। সে আমাকে কখনও বলেনি যে তুমি সিনেমা করতে পারবে না। কিন্তু আমার মনে হয়েছে যে ওর সিনেমা পছন্দ না। আমি এজন্য সিনেমা থেকে সরে গিয়েছিলাম।  রাকিবকে এখনও সম্মান করেন জানিয়ে তিনি বলেন, রাকিব ফেসবুকে কি লিখল, কি লিখল না সেটা আমার কিছু যায় আসে না। আমি ‘ডন্ট কেয়ার’। আমি তাকে সম্মান করি এবং এটা মৃত্যু পর্যন্ত থাকবে। ওর কি কোনো নেগেটিভ সাইট নাই? দুইটা মানুষ প্রেম করার সময় বোঝা যায় না কার কি প্রবলেম। বিয়ে হলেই দুজনের সমস্যাগুলো বোঝা যায়। ভিডিওবার্তায় সাংবাদিক ও ভক্তদের উদ্দেশে চিত্রনায়িকা বলেন, আমার কোনো গান ভালো লাগলে সেটা ফেসবুকে লিখি। কোনো সিনেমা দেখলে ডায়ালগ ভালো লাগলে সেটা ফেসবুকে লিখি। সেজন্য আমার মন খারাপ এমন নয়। তবে হ্যাঁ, দীর্ঘদিনের এক সম্পর্ক থেকে বের হয়ে এসেছি সেজন্য মন খারাপ। তবে এটা নিয়ে যেভাবে নিউজ হচ্ছে, মনে হচ্ছে যেন আমি দ্বারে দ্বারে ঘুরতেছি। না, আমার কাউকে লাগবে না। আমার ফারিশ আছে। আমি তাকে নিয়েই ভালো আছি। প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। পরে ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি।  
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৫

স্বাস্থ্য খাতে অসঙ্গতির দায় নিজের মাথায় নিলেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতে যত অসঙ্গতি, তার সবকিছুর দায় নিজের মাথায় নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।  মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে এত অসঙ্গতি, এর কোনোটার দায়ই মন্ত্রী হিসেবে এড়ানো সম্ভব নয়। দায় মাথায় নিয়েই কাজ করতে হবে। এ সময় অবৈধ ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলবে। যেকোনও দিন মন্ত্রী হিসেবে অভিযানে যাবো আমি। অভিযানে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে প্রশ্ন করা হলে ডা. সামন্ত লাল সেন বলেন, ভুল জায়গায় চিকিৎসা নেওয়ার চেয়ে চিকিৎসা না নেওয়া ভালো। সঠিক জায়গায় চিকিৎসা নেওয়া উচিত সবার। এরপর ওষুধ ও হার্টের মূল্য নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন করা হয় মন্ত্রীকে। জবাবে তিনি বলেন, ওষুধ ও হার্টের রিংয়ের দাম নির্ধারণে বৈঠক বসেছে। দাম কমাতেই হবে।   
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৩

বিপিএল ২০২৪ / কঠিন সমীকরণ মাথায় নিয়ে ব্যাটিংয়ে বরিশাল
চলমান বিপিএলে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স এবং পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে থাকা কুমিল্লাও অনেকটাই নিশ্চিত। তবে কঠিন ভাবে লড়াই করছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম। এই তিন দলের মধ্যে দুই দল যাবে প্লে-অফে। যেখানে বরিশালের সামনে রয়েছে কঠিন সমীকরণ। কারণ, বাকি দুই ম্যাচে শক্তিশালী কুমিল্লা ও রংপুরের বিপক্ষে খেলবে তামিম-মিরাজরা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সেমিফাইনালের কঠিন সমীকরণ মাথায় রেখে শক্তিশালী রংপুরের মুখোমুখি হয়েছে বরিশাল। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বরিশাল। আহমেদ শেহজাদের জায়গায় থমাস ব্যান্টন এবং খালেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি। অন্যদিকে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে শীর্ষে থাকা রংপুর। দেশি ক্রিকেটারদের মধ্যে একাদশ থেকে বাদ পড়েছেন রনি তালুকদার ও হাসান মুরাদ এবং একাদশে সুযোগ পেয়েছেন মুমিনুল হক ও আবু হায়দার রনি। এ ছাড়া রেজা হেনরিক্সের জায়গা খেলবেন টম মুরাস। রংপুর রাইডার্স একাদশ : সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), মুমিনুল হক, শেখ মেহেদী, শামীম হোসেন, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, ডোয়েন পিটোরিয়াস, জেমি নিশাম, টম মুরাস ও ব্যান্ডন কিং। ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, থমাস ব্যান্টন, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ওবেদ ম্যাককয়, কেশব মহারাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪০

ছেলের মাথায় টেস্ট ক্যাপ দেখে কাঁদলেন বাবা
ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেননি বিরাট কোহলি। তৃতীয় ম্যাচে ফেরার কথা থাকলেও পুরো সিরিজ থেকেই নিজেতে সরিয়ে নিয়েছেন এই তারকা ব্যাটার। এতে দলে সুযোগ পেয়েছে সরফরাজ খান। তৃতীয় ম্যাচের একাদশেও সুযোগ পেয়েছেন এই ডান হাতি ব্যাটার। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজকোট টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে ভারত। এর মধ্যে অভিষেক হয় দুজনের। সরফরাজকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন ভারতের সাবেক অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে। এদিন ছেলের অভিষেক দেখে আবেগ ধরে রাখতে পারলেন না বাবা নওশাদ খান। কিছুক্ষণ মুখে হাসি থাকার পর ঠিকই চোখ দিয়ে জল বের হয়ে পড়ল। অনিল কুম্বলে বলেন, সরফরাজ যেভাবে তুমি উঠে এসেছ, তাতে সত্যিই আমি গর্বিত। আমি নিশ্চিত তোমার বাবা ও পরিবার অনেক গর্বিত। আমি জানি তুমি কঠোর পরিশ্রম করেছে। কিছু হতাশা ছিল বটে। কিন্তু তা সত্ত্বেও ঘরোয়া মৌসুম জুড়ে তুমি যা রান করেছ, সেজন্য বাহবা প্রাপ্য। আমি নিশ্চিত, আজ অনেক কিছুই দারুণ স্মৃতি হিসেবে রাখবে তুমি। একটি দীর্ঘ ক্যারিয়ারের শুরু এটি।   সেই মুহূর্তটি কিছুটা দূরে দাঁড়িয়ে দেখছিলেন নওশাদ। টেস্ট ক্যাপ পেয়েই প্রথমে তার কাছে যান সরফরাজ। ছেলেকে জড়িয়ে ধরার পর টেস্ট ক্যাপে চুমু খান তিনি। বাবার পরে মাকেও জড়িয়ে ধরেন সরফরাজ়। সরফরাজ জাতীয় দলের জন্য নিজেকে যোগ্য করেছেন অনেক আগেই।  ২০১৯ সাল থেকে ভারতের ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য পারফর্মও করছেন সরফরাজ। ২০১৯-২০ ও ২০২১-২২ টানা দুই মৌসুমে রঞ্জি ট্রফিতে তিনি করেছেন ৯০০–এর বেশি রান। ঘরোয়া ক্রিকেটে ৬৬ ইনিংসে তার গড় ৬৯.৮৫, যা ক্রিকেট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। সর্বোচ্চ গড় ৯৫.১৪ স্যার ডন ব্রাডম্যানের।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৯

বিয়ের ৬ মাসের মাথায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রেমের বিয়ে নিয়ে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী কেড়ির বড়ি (ইঁদুর মারা ওষুধ) খেয়ে আত্মহত্যা করেছে।   মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলা সদরের এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন- বাঞ্ছারামপুর সদরের মৃত রফিক মিয়ার ছেলে সিয়াম (১৯) ও তার স্ত্রী শাহিনুর (১৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনুরের খালার স্বামী সুজন। আর সুজনের ছোট ভাই সিয়াম। সম্পর্কে মামা সিয়ামের সঙ্গে শাহিনুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৬/৭ মাস পূর্বে পরিবারের অজান্তে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সিয়াম তার স্ত্রী শাহিনুর ও মাকে নিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। কিন্তু শাহিনুর এবং সিয়াম সম্পর্কে মামা-ভাগনি হওয়ায় শাহিনুরের পরিবার এই বিবাহ মেনে নিতে পারেনি। এনিয়ে দুই পরিবারের মাঝে অশান্তি বিরাজ করছিল। এরই জেরে সোমবার সিয়াম ও শাহিনুর ইঁদুর মারা ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন দুজনকে চিকিৎসার জন্য বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে শাহিনুরের মৃত্যু হয় এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ হাসপাতালে সিয়ামের মৃত্যু হয়। বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, সিয়ামের মরদেহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তসহ যাবতীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে এবং শাহিনুরের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৪

পুরোনো হয়নি মেহেদির রং, বিয়ের দুদিনের মাথায় স্বামীর মৃত্যু
চট্টগ্রামের ফৌজদারহাটে সড়ক দুর্ঘটনায় রায়হান উদ্দিন নামে নববিবাহিত এক যুবক নিহত হয়েছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিসি পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত রায়হান উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  নিহত রায়হান নগরের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি লেখাপড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন। তার মৃত্যুর খবর শুনে মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সহপাঠীরা। এ সময় তার সতীর্থরা কান্নায় ভেঙে পড়েন। রায়হানের পরিবার জানায়, মাত্র দুদিন হলো সানজিদা হোসেনকে বিয়ে করেছেন রায়হান। ক্রীড়া সাংবাদিক হওয়ার স্বপ্ন ছিল তার। হাসপাতালে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টারের সামনে শোকে কাতর রায়হানের স্ত্রী সানজিদা বিলাপ করছিলেন। ইমার্জেন্সি সেন্টারের পাশেই রায়হানের সতীর্থরাও কান্নায় ভেঙে পড়েছেন। নিহত রায়হানের স্বজন, শিক্ষক, বন্ধু-ভাই সবার চোখে জল।  রায়হানকে নিয়ে তার এক বন্ধু কান্নাজড়িত কণ্ঠে বলেন, রায়হান সবসময় বলতো- ‘তোরা দেখে নিস একদিন আমি স্পোর্টস সাংবাদিক হবো।’  রায়হানের বন্ধু আরও জানান, শুক্রবার তার আক্‌দ হয়েছে। সেদিন রাতেও অনেক হাসিখুশি ছিল। আর সেই হাসিখুশি ছেলেটি আজ নেই ভাবতেই কষ্ট লাগছে।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়