• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মা
ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আন্তঃনগর ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন জান্নাতুন (৩০) নামের এক মা। জান্নাতুন চট্টগ্রামের কর্ণফুলী এলাকার বাসিন্দা ও ইকবাল মিয়ার স্ত্রী। রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও তালশহর এলাকার মাঝামাঝি চলন্ত ট্রেনে ওই প্রসূতি সন্তানের জন্ম দেন।  ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যাত্রাবিরতি দিলে মা ও নবজাতককে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরিবার সূত্রে জানা যায়, সস্ত্রীক ট্রেনে চট্টগ্রামে যাচ্ছিলেন ইকবাল। ট্রেনটি কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন অতিক্রম করার পর ইকবালের স্ত্রীর প্রসবব্যথা ওঠে। ট্রেনটি আশুগঞ্জ স্টেশন অতিক্রম করার পর ওই বগিতে থাকা এক নারী চিকিৎসকসহ অন্যান্য যাত্রীদের সহায়তায় একটি মেয়ে সন্তানের জন্ম দেন ওই মা। নবজাতকের বাবা ইকবাল মিয়া বলেন, আমরা ‘ড’ বগিতে ছিলাম। ভাগ্য সহায় থাকায় এ বগিতে একজন নারী চিকিৎসক ছিলেন। ট্রেনেই আমার স্ত্রী সন্তানের জন্ম দেন। পরে রেল কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছে। এটি আমার দ্বিতীয় সন্তান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার জসিম উদ্দিন। তিনি বলেন, প্রসূতি সন্তানপ্রসব করায় ঢাকা কন্ট্রোল রুমের নির্দেশে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে যাত্রাবিরতি দেয়। পরে মা ও সন্তানকে হাসপাতালে পাঠানো হয়।
২৫ মার্চ ২০২৪, ০৬:২১

নায়িকা নয়, শাকিবের মা হয়ে আসছেন মাহি!
ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই তারকা শাকিব খান-মাহিয়া মাহি। ‘ভালোবাসা আজকাল’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছিলেন তারা। ২০১৩ সালে মুক্তি পায় সিনেমাটি। এর সাত বছর পর ২০২০ সালে ফের একসঙ্গে হাজির হয়েছিলেন ‘নবাব এলএলবি’ সিনেমায়। চার বছর আবারও একসঙ্গে কাজ করলেন তারা। তবে এবার নায়িকা নয়, শাকিবের মা হয়ে পর্দায় আসছেন মাহি।  হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন মাহি। যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়েছে। যা সিনেমার বিশেষ চমক হিসেবে থাকছে। বিষয়টি নিয়ে চুপ আছেন মাহিও। ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, শাকিবের মায়ের চরিত্রে মাহি এবং বাবা হয়ে পর্দায় আসবেন তারিক আনাম খান। শুরু থেকেই ‘রাজকুমার’ সিনেমা নিয়ে বেশ কিছু চমকের কথা বলেছেন নির্মাতা হিমেল। ধারণা করা হচ্ছে— মাহিও সেই চমকেরই একটি অংশ হবেন।   এদিকে বিষয়টি নিয়ে চিত্রনায়িকার ঘনিষ্ঠসূত্র জানায়, ‘রাজকুমার’ সিনেমায় মাহি থাকছেন এটা নিশ্চিত। এমন রূপে তাকে আগে কেউ দেখেননি। এমনকি এই চরিত্রেও নয়। বলা যায়— তাকে চেনাটাই দর্শকের জন্য কঠিন হবে। গেল বছরের শেষে ঢাকায় শুরু হয় বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’র শুটিং। এরপর পাবনা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেকসহ আমেরিকার নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়েছে সিনেমাটির। জানা গেছে, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রাজকুমার’। আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। প্রসঙ্গত, আগামী ২৮ মার্চ শাকিবের জন্মদিন উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফাতে প্রদর্শিত হবে ‘রাজকুমার’  সিনেমার ট্রেলার। সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। 
২৪ মার্চ ২০২৪, ১৯:৪৪

চিত্রনায়িকা পূজা চেরির মা আর নেই
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। রোববার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে মিরপুরের নিজবাসায় মারা যান তিনি।  জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন পূজার মা। চিত্রনায়িকার মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।  তিনি জানান, ঝর্ণা আন্টি দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ডায়াবেটিসের রোগী তিনি। কয়েক সপ্তহ আগে  তার শারীরিক অবস্থার অবণতি হতে থাকে। ফলে মিরপুরের একটি হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে আইসিইউতে  রাখা হয়। কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে বাসায় আনা হয়। আজ হুট করেই সবাইকে ছেড়ে চলে যান তিনি। প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে আত্মপ্রকাশ করেন পূজা। পরবর্তীতে ২০১৮ সালে ‘নূর জাহান’র মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে অভিষেক হয় তার। একই বছর তিনি ‘পোড়ামন টু’ সিনেমায় পরী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান এই নায়িকা। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করে প্রশংসা কুড়িয়েছেন পূজা। এখনও কাজ করে যাচ্ছেন তিনি 
২৪ মার্চ ২০২৪, ১৪:৩৯

রানী মুখার্জি আর মা হতে পারবেন না
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যদিও এখন আর আগের মত রুপালি পর্দায় দেখা মেলে না তার। ব্যক্তিগত জীবনে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে সংসার পেতেছেন তিনি। এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় সন্তানের মা হতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ভাগ্য যেন সায় দিল না তাকে। আর মা হতে পারবেন না রানী মুখার্জি।  গেল বছর মেলবোর্নে অনুষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন রানী মুখার্জি। শুধু তাই নয়, নিজের গর্ভপাতের কথাও প্রকাশ করেন এই অভিনেত্রী। এবার ফের বিষয়টি নিয়ে কথা বললেন তিনি।  সম্প্রতি গালাটা প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে রানী মুখার্জি জানান, তিনি আর দ্বিতীয় সন্তানের মা হতে পারবেন না।     রানী মুখার্জি বলেন, আমি ৭ বছর দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করেছি। এখন আমার মেয়ের বয়স ৮ বছর। ওর বয়স যখন এক-দেড় বছর তখন থেকে চেষ্টা করে আসছিলাম। সর্বশেষ আমি অন্তঃসত্ত্বা হই। কিন্তু পাঁচ মাসের মাথায় আমার গর্ভপাত হওয়ায় দ্বিতীয় সন্তানটিকে হারিয়ে ফেলি আমি। অভিনেত্রী আরও বলেন, আমি ৪৬ বছর বয়সী হতে যাচ্ছি, এটি এমন বয়স যখন সন্তান নিতে পারব না। এটা খুবই বেদনাদায়ক। কারণ আমার কন্যাকে আর কোনো ভাই-বোন দিতে পারব না আমি। আমার জন্য সত্যিই এটা কষ্টের। কন্যা আদিরাকে নিয়ে ভীষণ আনন্দিত রানী মুখার্জি। কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, এখন আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। আদিরা আমার অলৌকিক সন্তান এবং তার জন্য সত্যি আমি সুখী। আমি নিজেকেই বলি, আদিরাই আমার জন্য যথেষ্ট। ২০১৪ সালে আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রানী মুখার্জি। বিয়ের পরই অভিনয় থেকে দূরে সরে যান তিনি। তবে বর্তমানে ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী।  প্রসঙ্গত, রানী মুখার্জি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। গত বছর মুক্তি পায় এটি। এ সিনেমার শুটিং শুরুর আগেই গর্ভপাত হয় রানীর। কিন্তু বিষয়টি কাউকে জানাননি তিনি। এমনকি এই সিনেমার প্রযোজক-পরিচালক কেউই জানতেন না।   সূত্র : ইন্ডিয়া টুডে   
২৩ মার্চ ২০২৪, ০৯:৪৩

সাত দিনেও প্রতিবেদন দেয়নি তদন্ত কমিটি, যা বললেন অবন্তিকার মা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি সাত দিনের মধ্যেও প্রতিবেদন জমা দিতে পারেনি। প্রতিবেদন কবে দেওয়া হবে তাও জানায়নি তদন্ত কমিটি।  শুক্রবার (২২ মার্চ) দীর্ঘ আড়াই ঘণ্টা অবন্তিকার মা তাহমিনা শবনমের সঙ্গে আত্মহত্যার বিষয়টি নিয়ে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। এ সময় তারা বিভিন্ন বিষয়ে অবন্তিকার মায়ের কাছে জানতে চান। আলোচনা শেষে অবন্তিকার মা সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটি আসছে তদন্ত করার জন্য, তারা আমাদের কাছ থেকে যে ঘটনা ঘটেছিল তার তথ্য নিয়েছে। আমি তাদের বিস্তারিত ঘটনার বিবরণ দিয়েছি। তারা আমাকে আশ্বস্ত করেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন যতটা আন্তরিক, আগে এতটা আন্তরিক হলে হয়তো আমার মেয়েকে হারাতে হতো না। তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, তদন্তের স্বার্থে তথ্য সংগ্রহের জন্য কুমিল্লায় এসেছি। অবন্তিকার মায়ের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার মতো কথা বলেছি। বিভিন্ন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করেছি। মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তাঁদের কাছ থেকে কোনো তথ্য-উপাত্ত থাকলে সেগুলো নেব। তিনি বলেন, আমাদের তদন্তকাজ চলছে। তবে কবে নাগাদ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। চেষ্টা করছি দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য। মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শীবেন বিশ্বাস বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তদন্তকারী দল আবন্তিকার মামলার প্রয়োজনীয় নথিপত্র নিয়েছেন। বিভিন্ন তথ্য জানতে চেয়েছেন। আমরা তাদের প্রয়োজনীয় সহযোগিতা করেছি। এর আগে গত ১৫ মার্চ ফেসবুক স্ট্যাটাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে মৃত্যুর জন্য দায়ী করে আত্মহত্যা করেন ফাইরুজ সাদাফ অবন্তিকা। 
২৩ মার্চ ২০২৪, ০০:২২

ভাগনের সঙ্গে পালালেন চার সন্তানের মা
পরকীয়ায় জড়িয়ে আপন ভাগনের হাত ধরে পালিয়েছেন কিশোরগঞ্জের ভৈরবের চার সন্তানের মা। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ওই নারীর স্বামী। বৃহস্পতিবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্ত তামান্না বেগমের স্বামী নবী হোসেন। গত ১৪ মার্চ এ ঘটনা ঘটে। জানা গেছে, অভিযুক্ত ওই  ভাগনে পাভেল মিয়া (২৩) উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। ওই গৃহবধূ তামান্না বেগম (২৮) ও গ্যারেজ ব্যবসায়ী নবী হোসেনের ১০ বছরের সংসারে চারটি পুত্রসন্তান রয়েছে। নবী হোসেন জানান, তিনমাস আগেও পাভেলের সঙ্গে পালিয়ে গিয়ে তামান্না একমাস সংসার করেন। তখন এলাকার চেয়ারম্যান, মেম্বাররা তাকে বুঝিয়ে আমাদের আবার মিলিয়ে দিয়েছিলেন। এর একমাস পার না হতেই আবারও তারা পালিয়েছে। তাদের সঙ্গে আমার আড়াই মাসের সন্তানকে নিয়ে গেছে। বাকি তিন সন্তানকে নিয়ে আমি বিপদে আছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপন বলেন, এর আগে তামান্নাকে বুঝিয়ে তাদেরকে আবার মিলিয়ে দিয়েছিলাম। তারা ফের পালিয়েছে। এ বিষয়ে ভৈরব থানার ওসি সফিকুল ইসলাম বলেন, ওই ব্যক্তির স্ত্রী সাবালিকা তাই পুলিশের ভূমিকা অনেকটা থাকে না। আমরা আইনের বাইরে কিছু করতে পারি না।
২১ মার্চ ২০২৪, ২১:৪৫

বিসিবির নির্বাচক হান্নান সরকারের মা আর নেই
কয়েক দিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কিন্তু এর মধ্যেই নিজের প্রিয় সম্পদ ‘মা’কে হারালেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। বৃহস্পতিবার (২১ মার্চ) বিসিবির বর্তমান এই নির্বাচকের মা ফরিদা আক্তার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তার মা। রাজধানীর একটি হাসপাতালে আইসিউতে ছিলেন তিনি। কিন্তু আজ না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক এই ক্রিকেটারের মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। জানা গেছে, খিলগাঁওয়ে দাফন করা হবে ফরিদা আক্তারকে। হান্নান সরকাররা ৪ ভাই ও ১ বোন। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করা হান্নান জাতীয় দলের নির্বাচক কমিটিতে আসেন গত ফেব্রুয়ারিতে। গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক করে সাবেক সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নানকে নিয়ে নতুন এই প্যানেল গঠন করা হয়।
২১ মার্চ ২০২৪, ১৭:১৩

রোজার সময় গর্ভবতী মায়ের খাবার-দাবার
সিয়াম সাধনার মাস রমজানে অন্য অনেকের মতো রোজা রাখতে চান গর্ভবতী নারীরা। এ ক্ষেত্রে গর্ভবতী মায়েদের রোজার সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। গর্ভবতী নারী না-খেয়ে থাকার কারণে পেটের সন্তান বা মায়ের ক্ষতি হতে পারে। তবে কোনো গর্ভবতী নারী যদি রোজা রাখেন সে ক্ষেত্রে তাকে কিছু খাবারের বিষয় খেয়াল রাখতে হবে। গর্ভকালীন মা ও সন্তান দুজনেরই সুস্থ থাকা জরুরি।  গর্ভবতী মায়ের সেহেরির খাবার যেমন হবে- গর্ভাবস্থায় রোজা রাখতে চাইলে সেহেরিতে তাকে একজন স্বাভাবিক মানুষের খাদ্যতালিকার ন্যায় সুষম খাবার খেতে হবে। তাকে ক্যালরি ও আঁশযুক্ত খাবারের দিকে বেশি খেয়াল রাখতে হবে। গরমের সময় রোজা হওয়ায় পানিশূন্যতা ও শরীরে লবণের পরিমাণ কমে যাওয়ার প্রবণতা বেশি থাকে; এজন্য এদিকেও খেয়াল রাখতে হবে। তাই ইফতার ও সেহেরির সময় পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। তাছাড়া যেসব খাবারে গ্যাস হয় বা বুক জ্বালা করে সেহেরির সময় সেসব খাবারগুলো যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। খাবারের মেন্যুতে আমিষ, শর্করা, সবুজ ও রঙিন শাক সবজির সঙ্গে ডাল ও বাদাম জাতীয় খাবার এবং একটি দেশীয় ফল যেমন: কলা, পেয়ারা ইত্যাদি রাখা উচিত। গর্ভবতী মায়ের ইফতারের খাবার যেমন হবে- গর্ভবতী মায়েরা খেজুর, ফলের জুস খেয়ে ইফতার শুরু করতে পারেন। এতে তাদের রক্তের সুগার লেভেল ঠিক থাকবে। ইফতারির মেন্যুতে দুধও রাখা যায়। এ ছাড়া খাবারের তালিকায় সবজি, স্যুপ, সালাদ, মাছ, মাংস, প্রোটিনযুক্ত খাবার যেমন: ডাল, বাদামি চালের ভাত এবং গমের রুটি ইত্যাদি রাখতে পারেন। রোজাদার গর্ভবতী মায়েদের জন্য কিছু সতর্কতামূলক পরামর্শ- গর্ভাবস্থায় ভারি, ভাজাপোড়া, তৈলাক্ত ও বাসি খাবার ইত্যাদি পুরোপুরি এড়িয়ে চলুন। ইফতার ও সেহেরিতে যথেষ্ট পরিমাণে পানি পান করুন। কোনো অবস্থাতেই সেহেরি না খেয়ে রোজা রাখার চেষ্টা করবেন না; তাতে শরীর দুর্বল হয়ে পড়বে। গর্ভাবস্থায় বেশি বেশি আঁশযুক্ত, প্রোটিনযুক্ত ও ফ্যাটসম্পন্ন খাবার গ্রহণ করুন। কারণ এসব উপাদান ধীরগতিতে পরিপাক হয় বিধায় ক্ষুধা কম লাগবে। এ ছাড়াও গর্ভবতী নারীদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কতটুকু খাওয়া উচিত, সে বিষয়ে পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে। গর্ভবতী নারীরা মুখে খাওয়ার ওষুধ সেবন করলে, তা অনেক সময় অনাগত সন্তানের ক্ষতি হতে পারে। তাই এ সময় ওষুধ সেবন করলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোজার সময় বেশি বিশ্রাম নিন ও দুশ্চিন্তা এড়িয়ে চলুন। এ সময় অনেকক্ষণ রোদে বা গরমে অবস্থান না করে বাতাস আছে এমন খোলামেলা পরিবেশে থাকার চেষ্টা করুন। সম্ভব হলে রাতে খাবারের পর বিশ্রাম নিয়ে একটু হাঁটাহাঁটি করুন।
২১ মার্চ ২০২৪, ১৩:২২

বাবা মুসলিম, মা হিন্দু— যে ধর্ম অনুসরণ করেন সারা
নবাব পরিবারে জন্ম সারা আলী খানের। তার আরেকটি পরিচয় হচ্ছে বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা সাইফ আলি খানের মেয়ে তিনি। সারার মা অমৃতা সিংও ছিলেন জনপ্রিয় অভিনেত্রী। তবে তারা দুজন ভিন্ন ধর্মের অনুসারী।  যেহেতু সারার বাবা মুসলিম এবং মা হিন্দু। তাই তিনি কোন ধর্ম অনুসরণ করেন, সে বিষয়ে ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। বাবা-মা ভিন্ন ধর্মের অনুসারী হওয়ায় ছোট থেকেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সারাকে। যদিও অভিনেত্রীর নামের টাইটেলে সবসময় ‘আলি খান’ পদবিই ব্যবহার করেন সারা।   মুসলিম পদবি ব্যবহার করলেও মাঝে মধ্যেই মন্দিরে যেতে দেখা যায় সারাকে। তাই তিনি কোন ধর্ম আসলে অনুসরণ করেন, সে নিয়ে ভক্তদের আগ্রহটা একটু বেশিই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ধর্মীয় বিশ্বাস ও পদবি নিয়ে মুখ খুলেছেন সারা।  সারা জানান, অতীতে অভিনেত্রীর ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্নে উঠলে ভীষণ বিরক্ত হতেন তিনি। তবে এখন আর বিষয়গুলো নিয়ে ভাবেন না তিনি। সারা মনে করেন— এগুলো একান্তই ব্যক্তিগত বিষয়। কে কী ভাবছে, কী বলছে তাতে কিছু আসে যায় না তার।      অভিনেত্রী বলেন, আমার ধর্মীয় বিশ্বাস, কী পছন্দ, আমি কীভাবে বিমানবন্দরে যাব, এই সবই আমার একান্ত সিদ্ধান্ত। এজন্য আমি কখনই কাউকে জবাবদিহি করব না। এমনকি কোনো কর্মকাণ্ডের জন্যও কারও কাছে ক্ষমাও চাইব না। আমার ধর্ম নিয়ে অন্য কারও প্রশ্ন তোলার অধিকার নেই।  তিনি আরও বলেন, আমি একটি ধর্মনিরপেক্ষ, সার্বভৌম এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি কখনও অন্যায় নিয়ে খোলাখুলি কথা বলার প্রয়োজন মনে করি না। কারণ, অযথা কথা বলায় বিশ্বাস করি না আমি। তবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আছে। তাই শুধু আমার সঙ্গে নয়, যদি এমন ঘটনা আমার চারপাশের লোকদের সঙ্গেও হয়, তাহলে তখনও অবস্থান নেব আমি।    বিভিন্ন সময়ই সারার মসজিদ কিংবা মন্দিরে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন সমালোচকরা। মন্দিরে গেলে সারার শাস্তি দাবি করেন নেটিজেনদের একাংশ। অন্যদিকে আবার মসজিদে গেলেও ক্ষমা চাইতে বলেন। মূলত এসবের জবাবেই এমন মন্তব্য করেছেন সারা।  
২১ মার্চ ২০২৪, ১৩:০১

কন্যাসন্তানের মা হলেন সংগীতশিল্পী লিজা
কন্যাসন্তানের মা হয়েছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। সামাজিক যোগাযোগমাধ্যমে গায়িকার মা হওয়ার খবরটি নিশ্চিত করেন জনপ্রিয় গীতিকার কবির বকুল। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে লিজার একটি ছবি শেয়ার করে পোস্ট দেন কবির বকুল। ক্যাপশনে গীতিকার লিখেছেন— ‘কন্যাসন্তানের মা হলেন আমাদের সবার প্রিয় শিল্পী লিজা। ১৮ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন তিনি। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।’  গত বছরের নভেম্বরে প্রকাশ্যে আসে লিজার বিয়ের খবর। গায়িকার স্বামী যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। বলা যায়, অনেকটা চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা।    প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন লিজা। এরপর থেকে সংগীত জগৎকে মাতিয়ে রেখেছেন এই গায়িকা।   
১৯ মার্চ ২০২৪, ১১:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়