• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
মরা গরুর মাংস বিক্রি করায় ২৫ হাজার টাকা জরিমানা
যশোরের শার্শায় মরা গরুর মাংস বিক্রি করায় দুজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলার বাগআঁচড়া সাতমাইল বাজারে মাংস বিক্রি করার সময় তাদের আটক করার পর  জরিমানা করা হয়। জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঝিকরগাছা উপজেলার রাজবাড়িয়া গ্রামের কামাল হোসেন নামের এক ব্যক্তি বাগআঁচড়া বাজারে কসাই নাজমুল ইসলামের কাছে মরা গরুর মাংস বিক্রি করতে আসেন। কসাই নাজমুল কম দামে ৬-৭ মণ ওজনের ওই মরা গরুর মাংস কিনে বিক্রির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা ঝিকরগাছা বাঁকড়া পুলিশ তদন্তকেন্দ্রে ফোন করে জানান। বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নির্দেশে সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল বাজারে অভিযান চালিয়ে মরা গরুর মাংস জব্দ করেন। পরে কসাই ও গরুর মালিককে আটক করে ঝিকরগাছা থানায় নিয়ে যান। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কসাই নাজমুলকে ১৫ হাজার ও গরুর মালিক কামাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ জানান, জব্দ করা মরা গরুর মাংস পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়। তারা এ ধরনের কাজ ভবিষ্যতে আর করবেন না বলে মুচলেকা দিলে ছেড়ে দেওয়া হয়েছে।
০৩ মার্চ ২০২৪, ২১:৫৮

জানি না, কী সোনার হরিণের খোঁজে ভূমধ্যসাগরে ডুবে মরা : প্রধানমন্ত্রী 
অবৈধভাবে সাগরপথে ইউরোপে যাত্রা করতে গিয়ে ভূমধ্যসাগরে বাংলাদেশি অভিবাসীদের ডুবে মরা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জানি না, কী সোনার হরিণ খুঁজতে গিয়ে ভূমধ্যসাগরে ডুবে মরা, এটা খুবই কষ্টকর। যারা অবৈধভাবে বিদেশে আসতে চায়, তাদের সচেতনতা করতে হবে। রোববার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।  এসময় তিনি দেশের ভাবমূর্তি রক্ষায় সবার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কিছুলোক অনবরত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে। এটা যেন করতে না পারে, এ ব্যাপারে যথাযথভাবে সজাগ থাকতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসী সাগরপথে ইউরোপ যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে তাদের বহনকারী নৌকাতে অগ্নিকাণ্ড ঘটে। তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে ৯ অভিবাসীর মরদেহ এবং ৪৩ জনকে জীবিত উদ্ধার করে। যে ৯ জনের মরদেহ পাওয়া গেছে তারা সবাই বাংলাদেশি বলে ধারণা করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এদিকে মতবিনিময় সভায় প্রত্যেক প্রবাসীকে বাংলাদেশের একেকজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিদেশে যারা কাজ করেন, তারা নিজেরা অংশীদার খুঁজতে পারেন, দেশে বিনিয়োগ করতে পারেন। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে, সেখানে বিনিয়োগ করতে পারেন।  একইসঙ্গে দেশের সমৃদ্ধির বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫-এর পর এবারই সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে। নির্বাচনে কোথাও এতটুকু্ও খুঁত পাওয়া যায়নি। যদি মানুষের আস্থা-বিশ্বাস ভালোবাসা অর্জন করতে না পারতাম, তাহলে টানা চারবার নির্বাচিত হতে পারতাম না। ৭ জানুয়ারির নির্বাচনের আগেও বিএনপি খেলতে চেয়েছিল। এ খেলায় তাদেরকে উসকানি দেয় কিছু মুরুব্বি। কিন্তু এবার সফল হতে পারেনি। জনগণ স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়েছে।  তিনি আরও বলেন, বিএনপি কী নির্বাচন করবে? ২০০৮ সালে পেয়েছিল ৩০টা সিট, ২০ দলের ৩০ সিট। এরপর থেকে এরা নির্বাচনবিমুখ। আওয়ামী লীগ নিজেদের পায়ে দাঁড়িয়ে অনেক ঘাত-প্রতিঘাত মোকাবিলা করেই রাজনীতি করে, ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে।     
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩০

বিরিয়ানিতে মরা টিকটিকি, ৩৫ হাজার টাকা জরিমানা  
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘হাজী বিরিয়ানি’ নামক একটি রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানি খেতে গিয়ে মরা টিকটিকি পাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন।   মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় অবস্থিত ‘হাজী বিরিয়ানি হাউজ’ নামক একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ ভ্রাম‍্যমাণ আদালত পরিচালনা করেন।  তিনি বলেন, খাবারে মরা টিকটিকি পাওয়ার বিষয়টি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ স্বীকার করায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পাশের অপর একটি রেস্টুরেন্টের ফ্রিজ নোংরা থাকায় ওই কর্তৃপক্ষকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে পরিষ্কার, পরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের জন্য স্থানীয় রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। ভুক্তভোগী মো. উজ্জ্বল হাসান জানান, মঙ্গলবার রাতে দুই বন্ধুকে নিয়ে হাজী বিরিয়ানি হাউজে কাচ্চি খেতে যাই। এ সময় খাবার একবার মুখে দিতেই দেখি কাচ্চির ভেতর মরা টিকটিকি। ঘটনাটি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা উল্টো খারাপ আচরণ শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এসে জড়ো হলে তারা উপজেলা প্রশাসন ও থানায় খবর দিলে এসিল্যান্ড এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভ্রাম‍্যমাণ আদালত পরিচালনা করেন। 
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫২

মরা ছাগলের মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
খাগড়াছড়িতে মরা ছাগলের মাংস বিক্রি করায় এক কসাইকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এরফান উদ্দিন এ জরিমানা করেন। অভিযুক্ত কসাই ওয়াসিম খাগড়াছড়ি সদরের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা ইয়াকুব আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওয়াসিম মরা ছাগল জবাই করে বাজারে বিক্রি করতে আনলে স্থানীয় ক্রেতারা বুঝতে পেরে থানায় খবর দেন। পরে জেলার ভেটেরিনারি সার্জন ডা. সিরাজ ঘটনাস্থলে গিয়ে ছাগলটি মরা বলে নিশ্চিত করেন। এ বিষয়ে এরফান উদ্দিন গণমাধ্যমকে জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত কসাইকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
০২ জানুয়ারি ২০২৪, ২৩:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়