• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
মন্দির ঝাড়ু দিয়েও কটাক্ষের মুখে কঙ্গনা
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সবসময় বিভিন্ন সময় বিতর্কীত মন্তব্যের কারণে শিরোনামে থাকেন। এবার তিনি মন্দিরের মেঝে ঝাড়ু দিয়ে আলোচনায় এলেন।  হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনা রানাওয়াত তার ইনস্টাগ্রামের স্টোরিতে একাধিক ছবি এবং ভিডিও পোস্ট করেন তার অযোধ্যা সফরের। সেখানে তাকে অযোধ্যার হনুমান গড়ি মন্দিরের মেঝে ঝাঁট দিতে দেখা যাচ্ছে। তার পরনে শাড়ি এবং সানগ্লাস। এই পোশাকেই তিনি সাধারণ একজন সেবায়তের মতো একটি জায়গা পরিষ্কার করেন মন্দিরের। ভিডিওটি প্রকাশ্যে আসার পর কটাক্ষের মুখে পড়েছেন কঙ্গনা। একজন লিখেছেন, আশা করছি, মেঝের মতো তোমার মনটাও পরিষ্কার হবে।’ আরেকজন লিখেছেন, ‘চশমাটা খুলে নাও।’ অন্যজন লিখেছেন, ‘তোমার জন্য আরেকটি জাতীয় পুরস্কার অপেক্ষা করছে। আরেকজন লিখেছেন, যারা সেবা করে, তারা মন্দির ঝাড়ু দিয়ে ভিডিও বানায় না।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। প্রসঙ্গত, কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি। ‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি।  
২২ জানুয়ারি ২০২৪, ১৯:৫২

বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করলেন মোদি
অযোধ্যা শহরে হিন্দু জনতাদের ধ্বংস করে দেওয়া বাবরি মসজিদের জায়গায় হিন্দু দেবতা রামের নামে নির্মাণ করা হয়েছে রাম মন্দির। সোমবার (২২ জানুয়ারি) মন্দিরটি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দিরের উদ্বোধন উপলক্ষে চলচ্চিত্র তারকা, শিল্পপতি, ক্রিকেটারসহ কয়েক হাজার আমন্ত্রিত অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। ভারত ও বিদেশ থেকে হাজার হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। তবে কিছু হিন্দু সাধক এবং বেশির ভাগ বিরোধী এ মন্দিরের উদ্বোধনের বিরোধিতা করে বলছেন, মোদি রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য এটি ব্যবহার করছেন। মোদির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা বলছেন, আগামী কয়েক মাসের মধ্যে ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এমন একটি দেশে এই মন্দিরের নামে ভোট চাইবে, যেখানে মোট জনসংখ্যার ৮০ শতাংশ হিন্দু। অনেক হিন্দু বিশ্বাস করেন, অযোধ্যা হলো রামের জন্মস্থান। এ দেবতার জন্মস্থানে একটি রাম মন্দিরের ধ্বংসাবশেষের ওপর মুসলিম আক্রমণকারীরা তৈরি করেছিল। একই স্থানে একটি মন্দির নির্মাণের আন্দোলনের মধ্য দিয়েই বিজেপি ১৯৯০-এর দশকে রাজনৈতিকভাবে ভারতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।  ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পরে ভূমির মালিকানা নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলেছে। অবশেষে ২০১৯ সালে দেশটির সুপ্রিম কোর্ট বিতর্কিত ওই জমির মালিকানা হিন্দুদের প্রদান করেন এবং মসজিদ নির্মাণের জন্য মুসলিমদেরকে শহরের বাইরে একটি জমি দেওয়া হয় । ২১৭ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত নতুন তিনতলা রাম মন্দিরটি গোলাপি বেলেপাথর এবং কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি। এটি ৭০ একর কমপ্লেক্সের ৭ দশমিক ২ একর জায়গা নিয়ে বিস্তৃত। মন্দিরের শুধু নিচতলা উদ্বোধন করবেন মোদি। বাকি অংশগুলো নির্মাণের কাজ বছরের শেষ নাগাদ সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে। বড় জনসমাগম এড়াতে তীর্থযাত্রীদের অযোধ্যায় বেশি সংখ্যায় না এসে টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি দেখার জন্য আহ্বান করেছেন মোদি। এর জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোর স্কুল এবং কলেজগুলো বন্ধ ঘোষণা করার পাশাপাশি এবং পূর্ণ বা অর্ধ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মোদি মানুষকে প্রদীপ জ্বালাতে বলেছেন এবং বিজেপির সমর্থকরা দিল্লির বেশ কয়েকটি এলাকাসহ দেশের অনেক জায়গায় বাড়ির ছাদে রামের ছবিসহ জাফরান রঙের পতাকা টাঙিয়েছে। উল্লেখ্য, ১৯৯২ সালে হিন্দু জনতা ধ্বংস করে দেয় ১৬ শতকের বাবরি মসজিদ। মসজিদ ধ্বংসের ফলে দেশব্যাপী দাঙ্গা শুরু হয়। সেই দাঙ্গায় প্রাণ হারান প্রায় ২ হাজার মানুষ। সেই মসজিদের জায়গায় নির্মাণ হলো রাম মন্দির।
২২ জানুয়ারি ২০২৪, ১৫:০৮

ভারতে রাম মন্দির উদ্বোধনে জমকালো আয়োজন
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোমবার (২২ জানুয়ারি) ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে রঙিন বাতির আলোকসজ্জা ও গান-বাজনায় জমজমাট হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার পর মন্দিরটির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সেখানে উপস্থিত থাকবেন তিনি।  ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮ হাজার অতিথি এই অনুষ্ঠানে অংশ নেবেন। এ ছাড়াও ৫০৬ জনের আমন্ত্রিত তালিকায় রাজনীতিবিদ, শীর্ষস্থানীয় অতিথি, তারকা, কূটনীতিবিদ, বিচারক, মহাযাজকও উপস্থিত থাকবেন। বলিউড তারকা অমিতাভ বচ্চন, মাধুরী দিক্ষিত, কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমার, রনবীর কাপুর, আলিয়া ভাট, অনুপম খের, অজয় দেবগন, হেমা মালিনী, সানি দেওল, আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। এছাড়া দক্ষিণী তারকা রজনীকান্ত, আল্লু অর্জুন, চিরঞ্জীবিও রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। সারাদেশের সিনেমা হলগুলোতে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। সরাসরি সম্প্রচার হবে দেশের বাইরে ভারতের বিভিন্ন দূতাবাস, কনস্যুলেট ভবনগুলোতেও। অযোধ্যায় রাম মন্দিরটি ৭০ একরের কমপ্লেক্সের ভেতর দুই দশমিক ৬৭ একর জায়গার ওপর নির্মাণ করা হচ্ছে এবং এর প্রথম পর্যায়ের নির্মাণকাজ শেষ হয়েছে। দ্বিতীয় ও চূড়ান্ত পর্যায়ের নির্মাণকাজ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে। প্রকল্পটির প্রাক্কলিত খরচ দেড় হাজার কোটি রূপি (১৮ কোটি ডলার)। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস  
২২ জানুয়ারি ২০২৪, ০২:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়