• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
মঞ্চ থেকে অভিনেত্রীকে নেমে যেতে বাধ্য করলেন ভক্তরা
দক্ষিণী সিনেমা ‘টিল্লু স্কোয়ার’র সফলতা উদযাপনের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন জুনিয়র এনটিআর ও অনুপমা পরমেশ্বরন। সিনেমার মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন এই জুটি। কিন্তু অভিনেত্রী অনুষ্ঠানের মঞ্চে উঠতেই বাঁধল বিপত্তি। রীতিমতো অনুপমা মঞ্চ থেকে নেমে যেতে বাধ্য করলেন উপস্থিত দর্শকরা। এদিন জুনিয়র এনটিআরকে ঘিরে দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সেখানে সিনেমার অন্য কলাকুশলীরাও ছিলেন। ‘টিল্লু স্কোয়ার’ সিনেমাটি বক্স অফিসে ঝড় তুললেও, অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন অতিথি জুনিয়র এনটিআর।    সিনেমার মুখ্য অভিনেত্রী অনুপমাকে অনুষ্ঠানের মঞ্চে ডাকা হয়। কিন্তু মঞ্চে উঠতেই জুনিয়র এনটিআরের নাম নিয়ে তাকে বিব্রত করতে শুরু করেন দর্শক। অভিনেতার ভক্তদের দাবি, অনুপমা নয়, জুনিয়র এনটিআরের বক্তব্য শুনতে চান তারা।  শুধু তাই নয়, অনুপমাকে মঞ্চ থেকে নেমে যাওয়ার দাবিও জানান জুনিয়র এনটিআরের ভক্তরা। অভিনেত্রীকে উপস্থিত দর্শকদের দুই মিনিট কথা বলতে দেওয়ার অনুরোধ জানালেও উপস্থিত দর্শকরা সেটাও না করে দেন।     এই অবস্থায় অনুপমা বলেন, আমি শুধু মাত্র এক মিনিট সময় নেব। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ। আপনাদের সময় নষ্ট করব না। এখানে আসার জন্য ধন্যবাদ এনটিআর গারুকে। আমার খারাপ লাগার কোনো কারণ নেই। আমি তাদের  ভক্তদের আবেগ, অনুভূতির জায়গাটা বুঝতে পারছি। আমি নিজেও উত্তেজিত। ইতোমধ্যে পুরো ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ঘটনা নিয়ে কটাক্ষের মুখেও পড়েন জুনিয়র এনটিআরের ভক্তরা। এভাবে মঞ্চ থেকে অভিনেত্রীকে বেরিয়ে যেতে বলা নিন্দনীয় ঘটনার নিদর্শন মনে করছেন দর্শকের একাংশ। তবে অনুপমা যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন, সেটাও প্রশংসনীয়। অনুপমার ধৈর্য ও নম্র স্বভাবকে সম্মান জানিয়েছেন নেটিজেনরা।    সূত্র : আনন্দবাজার     
১২ এপ্রিল ২০২৪, ১৫:৪৬

ঈদে সিয়ামকে নিয়ে ‘ইত্যাদি’র মঞ্চ মাতাবেন মেহজাবীন
বর্তমান সময়ের বড় পর্দার দর্শকপ্রিয় মুখ সিয়াম আহমেদ। সিনেমার পর্দা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ বিভিন্ন নায়িকাদের সঙ্গে নাচতে দেখা যায়। তবে এবার হতে যাচ্ছে তার বিপরীত। নায়ক সিয়ামকে নিয়ে তুমুল নেচেছেন মেহজাবীন চৌধুরী। অঙ্গসজ্জাও নায়িকাসুলভ। এ যেন পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক ছবির টিজার! ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র স্থিরচিত্র থেকে সেটাই অনুমান করা যাচ্ছে। ‘ইত্যাদি’ কর্তা হানিফ সংকেত নিশ্চিত করেছেন, এটা কোনও সিনেমা নয়! ঈদে টিভি পর্দাতেই এমন রূপে দেখা মিলবে সিয়াম-মেহজাবীনকে। বিশেষ একটি গানে মঞ্চ মাতাবেন দু’জনে।  সংকেত জানান, গানটি বিষয়ভিত্তিক। যে গানের মাধ্যমে উঠে আসবে সোশ্যাল হ্যান্ডেলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব বিষয়। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন। নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত এই দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে।   প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।
২৩ মার্চ ২০২৪, ২১:০৯

গণতন্ত্র মঞ্চ ও ১২-দলীয় জোটের সঙ্গে বৈঠক, বিদেশ যাচ্ছেন ফখরুল
গণতন্ত্র মঞ্চ ও ১২-দলীয় জোটের নেতারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (২ মার্চ)  বিকেল ৪ টায় গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ১২-দলীয় জোটের সঙ্গে বৈঠক হয়। জানা গেছে, পৃথক বৈঠকে বিগত আন্দোলন-কর্মসূচির বিষয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা ছাড়াও চলমান আন্দোলন এবং পরবর্তী করণীয় বিষয়ে মতবিনিময় হয়। প্রথম বৈঠকে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জোট নেতারা উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যায় গুলশানে মহাসচিবের বাসায় গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে মতবিনিময় হয়। এই বৈঠকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জেএসডির তানিয়া রব, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলুসহ ছয় নেতা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে আলোচ্য বিষয় সম্পর্কে জোটের নেতারা কিছু খোলাসা করতে রাজি হননি। বিএনপির সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য সোমবার (৪ ফেব্রুয়ারি) সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল। সেই কারণে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের দুই মিত্র জোট গণতন্ত্র মঞ্চ ও ১২-দলীয় জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন তিনি। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। আমরা তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি, এটি মূলত তার সঙ্গে সৌজন্য সাক্ষাত ছিল।
০৩ মার্চ ২০২৪, ১৫:০৮

ফখরুলের সঙ্গে গণতন্ত্র মঞ্চ ও ১২ দলের বৈঠক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন যুগপৎ আন্দোলনে থাকা শরিক ১২ দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। শনিবার (২ মার্চ) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। এছাড়া সন্ধ্যার পর বিএনপি মহাসচিবের গুলশানের বাসায় গণতন্ত্র মঞ্চের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠকের বিষয়ে ১২ দলীয় জোটের এক শীর্ষ নেতা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন কারাগার ভোগ করে মুক্তি পেয়েছেন। সেজন্য তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলের নেতারা। অপরদিকে রোববার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে সমমনা জোটের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠকের কথা রয়েছে।
০২ মার্চ ২০২৪, ২২:২৮

কলকাতার মঞ্চ মাতাতে যাচ্ছেন জেমস
দীর্ঘ পাঁচ বছর পর মঞ্চ মাতাতে কলকাতাতে যাচ্ছেন নগরবাউল জেমস। ‘পূজাওয়ালাদের গান–পূজা’ শীর্ষক কনসার্টে গান গাইবেন এই সংগীতশিল্পী।   কনসার্টটি আয়োজন করছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’ নামের একটি সংগঠন। আগামী ৩ মার্চ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।   সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। জেমসের সঙ্গে একই মঞ্চে গান গাইবেন কলকাতার গায়ক রূপম ইসলামের জনপ্রিয় ব্যান্ড 'ফসিলস'। আয়োজকেরা কনসার্টের ট্যাগ লাইন রেখেছে ‘দুই বাংলার মেলবন্ধন’। বিকেল ৫টায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্তহ চলবে কনসার্টটি।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৯

জাবিতে দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্তপূর্বক নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা এবং র‌্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিতে প্রশাসন ভবন অবরোধ করেছে ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের মতো পাঁচ দফা দাবি নিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর বেলা ১১টার দিকে বুধবার পুনরায় প্রতীকি অবরোধের ঘোষণা দিয়ে আজকের অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। অবরোধ কর্মসূচিতে হাসিব জামানের সঞ্চালনায় সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বলেছিল ৫ কর্মদিবসের মধ্যে অছাত্রদের বের করে দিবে কিন্তু প্রশাসন তা পারেনি। রাজনৈতিক যে রুমগুলো আছে সেখানে তারা যাচ্ছে না। রাষ্ট্রে যে বিচারহীনতার সংস্কৃতি চলছে তার ছোঁয়া এখানেও পড়েছে। হলের যারা প্রশাসন আছে তারা অনেকেই ক্যাম্পাসের বাইরে থাকেন তাহলে তো হলে অরাজকতা সৃষ্টি হবেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ৫ দফা দাবি করেছে সেই দাবি গুলো যৌক্তিক। যদি দাবি মানা না হয় এই আন্দোলন চলতেই থাকবে। ছাত্র ইউনিয়ন জাবি সংসদের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, সন্ত্রাস ও মাদক কারবারের অভয়ারণ্যে পরিণত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অছাত্রদের বের করে দেয়ার জন্য সিন্ডকেটে নেওয়া সিদ্ধান্তের পাঁচ কর্মদিবস পার হয়ে গেলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। অছাত্রদের বের না করে বরং প্রশাসন নিয়মিত শিক্ষার্থীদের হয়রানি করছে। নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির বিচার নিশ্চিতসহ তাকে সহায়তাকারী প্রক্টরের পদত্যাগ নিশ্চিত করতে হবে। আমাদের দাবি না মানা হলে কঠোর আন্দোলনে যাবো। প্রশাসন দায় এড়িয়ে যেতে পারবেনা। নিপীড়ন বিরোধী মঞ্চের নাটক ও নাটকতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কনোজ কান্তি রায় বলেন, একজন বৈধ শিক্ষার্থী হলে সিট পায়না, চেয়ার টেবিল পায় না, পড়াশোনার ভালো পরিবেশ পাচ্ছে না। অন্যদিকে কিছু অবৈধ শিক্ষার্থী ক্ষমতাসীন ছাত্রসংগঠনের ছত্রচ্ছায়ায় থেকে তাদের সঙ্গে লেজুড়বৃত্তি করে হলে থাকছে, যার ফলে বৈধ শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ বলেন, এই বিশ্ববিদ্যালয়ে মাদকের ব্যবসা, চোরাচালান, মাদক সেবন কীভাবে ছড়িয়ে গেছে তা সামনে এসেছে। র‌্যাবের ব্রিফিং থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে দিনের পর দিন যে পাশবিক ঘটনাগুলো ঘটছিল, তা এই অছাত্ররা করছিল। প্রশাসন ব্যর্থ হয়েছে, তারা এসব ঘটনার দায় এড়াতে পারে না। এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলী, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আমেনা ইসলাম, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম প্রমুখ।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৫

জিতলেন তিন পুরস্কার, গ্র্যামির মঞ্চ থেকেই আটক কিলার মাইক
সংগীত দুনিয়ার সবচেয়ে সম্মানজনক আসর গ্র্যামি অ্যাওয়ার্ডস। রোববার (৪ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়ে গেল ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীত তারকাদের সম্মানিত করা হয়েছে আয়োজনটির মধ্য দিয়ে। এ বছর গ্র্যামি মঞ্চে পারফরম্যান্স করে দর্শক মাতিয়েছেন এসজেডএ, বিলি জোয়েল, জনি মিচেল, ডুয়া লিপা, লুক কম্বস এবং বার্না বয়ের মতো তারকারা। এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ট্রেভর নোয়া। এবারের ৬৬তম আসরে তিন তিনটি পুরস্কার জিতে নিলেন র‌্যাপ সংগীতশিল্পী কিলার মাইক। কিন্তু সাফল্যের স্বাদ সম্পূর্ণ উপভোগ করার আগে হাতকড়া পরতে হলো তাকে। অনুষ্ঠান চলাকালীন কিলারকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় লস অ্যাঞ্জেলসের পুলিশ। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, কেন কিলারকে আটক করা হলো সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। তবে গ্র্যামির অনুষ্ঠানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে ফোর্বস জানিয়েছে। কিলারের আসল নাম মাইকেল সান্তিয়াগো রেন্ডার। পেশার খাতিরে নাম পরিবর্তন করেন তিনি। বর্ণবিদ্বেষ এবং পুলিশি অত্যাচারের বিরুদ্ধে মাঝেমধ্যেই সোচ্চার হতে দেখা যায় কিলারকে। রোবাবার রাতে ‘সায়েনটিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্রস’-এর জন্য ‘বেস্ট র‌্যাপ সং’ এবং ‘বেস্ট র‌্যাপ পারফরম্যান্স’ বিভাগে জয়ী হন কিলার। তা ছাড়া তার ‘মাইকেল’ অ্যালবামটি ‘বেস্ট র‌্যাপ অ্যালবাম’ বিভাগে পুরস্কার পায়।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৩

দমন-পীড়ন করে ক্ষমতায় থাকতে পারবে না সরকার : গণতন্ত্র মঞ্চ
গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, দমন-পীড়ন করে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। গত ৭ জানুয়ারি নির্বাচন হয়নি, যা হয়েছে তা ভোট কেড়ে নেওয়ার আয়োজন। এ নির্বাচনের ভেতর দিয়ে যে সংসদ গঠন হয়েছে সেটিও জনগণের ম্যান্ডেট ছাড়া। এই সংসদ ও সরকার জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে পারবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের কালো পতাকা মিছিল-পূর্ব সমাবেশে নেতারা এসব কথা বলেন। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ বাধার মুখে পড়ে। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করেন তারা পরে। তোপখানা রোড হয়ে পল্টন মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। বিভিন্ন দল ও জোটের কালো পতাকা মিছিলে পুলিশের বাধা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক রাখার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সরকার যতদিন টিকে থাকবে লুট ও দুর্নীতি আরও বাড়তে থাকবে। বিদেশি রাষ্ট্রের ওপর এই সরকারের নির্ভরশীলতা দাসত্বের পর্যায়ে পৌঁছে গেছে।   সমাবেশে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ অনেকে।
৩১ জানুয়ারি ২০২৪, ০১:৪৮

বিশ্ব ইজতেমায় এবার দুই ময়দানে বয়ান হবে একই মঞ্চ থেকে  
বিশ্ব ইজতেমায় এবার টঙ্গীর তুরাগ তীরের পাশাপাশি নদীর পশ্চিম পার ও উত্তরার দিয়াবাড়িতে মূল প্যান্ডেল হচ্ছে। টঙ্গীর মূল মঞ্চের পাশাপাশি দিয়াবাড়িতে আরেকটি মঞ্চ তৈরি করা হচ্ছে। তবে টঙ্গীতে অবস্থিত মূল মঞ্চ থেকে দিয়াবাড়ি মঞ্চে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বয়ান প্রচারিত হবে। কিন্তু ইজতেমা ময়দানের পাঁচ ওয়াক্ত নামাজ হবে পৃথকভাবে। অতিরিক্ত মুসল্লির ভিড় সামলাতে ও দুর্ভোগ কমাতে এই আয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার ( ২১ জানুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দান ঘুরে দায়িত্বশীলদের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে। টঙ্গী ইজতেমা ময়দানের বয়ান মঞ্চের জিম্মাদার হাজী মোহাম্মদ রেজাউল করিম রেজা বলেন, ‘এবার টঙ্গীর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চের পাশাপাশি উত্তরার দিয়াবাড়িতে আরেকটি মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। টঙ্গীর ইজতেমা ময়দানের মূল মঞ্চের বয়ান আধুনিক প্রযুক্তির মাধ্যমে দিয়াবাড়ি মঞ্চে সরবরাহ করা হবে। সেখান থেকে দিয়াবাড়ি মাঠে মুসল্লিরা বয়ান ও আখেরি মোনাজাতে শরিক হবেন। তবে প্রতিবছরের মতো এবার টঙ্গীর ইজতেমা ময়দানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হবে এবং দিয়াবাড়িতে আলাদাভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হবে।’ টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মাহফুজ হান্নান  বলেন, ‘আগামীকাল বিকেলে টঙ্গীতে স্বরাষ্ট্রমন্ত্রী  আসবেন। তিনি আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে বিশ্ব ইজতেমার বিষয়ে বিস্তারিত বলবেন। তিনি বলেন, ‘এবার বিশ্ব ইজতেমায় ১০৫টি খিত্তা থাকবে। টঙ্গীর মূল মঞ্চে ৭২টি, টঙ্গীর তুরাগ তীরের পশ্চিম পারে ১০টি ও উত্তরার ১৮ নম্বর সেক্টরে দিয়াবাড়ি মাঠে ২৩টি খিত্তা থাকবে। দিয়াবাড়িতে এবার নতুনভাবে মাঠ প্রস্তুত করায় বেশ কিছু কাজ করা হচ্ছে। দিয়াবাড়িতে ৬০ একর জায়গার মাঠ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় মাঠ। দিয়াবাড়ি ময়দানে আটটি গভীর নলকূপ, ১৪টি বড় চৌবাচ্চা ও দুই হাজার ৫০০ টয়লেট নির্মাণ করা হচ্ছে। দিয়াবাড়ি ইজতেমা ময়দানের জিম্মাদার মাওলানা ফরিদ আহমদ বলেন, ‘বিশ্ব ইজতেমার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মাহফুজ হান্নান সাহেব। আমি দিয়াবাড়ি ময়দানের জিম্মাদার।’ দিয়াবাড়ি ময়দানের প্রস্তুতি কাজ সম্পর্কে তিনি বলেন, ‘ইতিমধ্যে ময়দান প্রস্তুত করার কাজ চলছে। টঙ্গীর ইজতেমা মাঠে জায়গা সংকুলান না হওয়ায় সর্বসম্মতিক্রমে দুটি ময়দান করা হয়েছে। তবে টঙ্গীর ময়দানের মূল মঞ্চ থেকে বয়ান সরবরাহ করে দিয়াবাড়িতে শোনানো হবে। আখেরি মোনাজাতও বয়ানের মতো সরবরাহ করা হবে। তবে পাঁচ ওয়াক্ত নামাজ দুই ময়দানে পৃথকভাবে অনুষ্ঠিত হবে।’ আয়োজকরা বলছেন, টঙ্গী ইজতেমা ময়দানে ১০ লাখ, তুরাগ নদীর পশ্চিম পারে এক লাখ ও দিয়াবাড়িতে দুই লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন। আখেরি মোনাজাতে প্রায়  ৪০ লাখ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।  ২০১১ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়। সেই থেকে প্রতিবছর দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। আর এবারই প্রথম দুটি ময়দানে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব ২ থেকে ৪ ফেব্রুয়ারি ও ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। 
২১ জানুয়ারি ২০২৪, ২০:৫৭

নিউইয়র্কের মঞ্চ মাতালেন চন্দ্রা রায়
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রথীন্দ্র নাথ রায়ের কন্যা চন্দ্রা রায়। বাবার পথ অনুসরণ করেই নিজেকে একজন সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে তুলেছেন। এবার নিউইয়র্কের মঞ্চ মাতালেন এই গায়িকা।    শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সের আল-আকসা ভেন্যুতে ‘বাংলার গায়েন লাইভ ইন নিউইয়র্ক’ শিরোনামে অনুষ্ঠিত হয় চন্দ্রার একক সংগীত সন্ধ্যা।   কনসার্টটির আয়োজন করেছিল পিংক নয়েজ প্রোডাকশন প্রেজেন্টস। কনসার্টের প্রজেক্ট ম্যানেজার ছিলেন অলিভ আহমেদ এবং পাবলিক রিলেশন ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন শামীম সিদ্দিকী। এ প্রসঙ্গে আরটিভি নিউজকে চন্দ্রা বলেন, খুবই ভালো কেটেছে কনসার্টের সময়টা। শ্রোতা-দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি। প্রত্যেকটি গানই ভীষণ পছন্দ করেছেন শ্রোতারা। কনসার্টের পরিবেশ থেকে শুরু করে সবকিছুই খুব ভালো ছিল। আমরা কিছুটা ফিউশন ধাঁচের গানগুলো করেছি। এমনকি কনসার্ট শেষ হওয়ার পরেও অনেকে এসে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। সব মিলিয়ে গানের সুরে সুরে দারুণ সময় কাটিয়েছি শ্রোতা-দর্শকদের সঙ্গে। পাশাপাশি কনসার্টটি এতো সুন্দরভাবে উপভোগ করার জন্য নিজের পরিবার ও শ্রোতা-দর্শকদেরকে ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রা। সেই সঙ্গে কনসার্টটির প্রজেক্ট ম্যানেজার অলিভ আহমেদ, পিংক নয়েজ প্রোডাকশনের কর্ণধার আরিফুজ্জামান আরিফ এবং শামীম সিদ্দিকীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই গায়িকা। কনসার্টটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন আরটিভি।      
১৩ জানুয়ারি ২০২৪, ১৩:৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়