• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
নৌবাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মুখপাত্র থেকে নিজ বাহিনীতে বদলি করা হয়েছে কমান্ডার খন্দকার আল মঈনকে। এর ফলে তিনি নৌবাহিনীতে যোগ দেবেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে এই তথ্য গণমাধ্যমকে জানান র‍্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান। তিনি জানান, র‍্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে নিজ বাহিনীতে বদলি করা হয়েছে। ১৮ এপ্রিল বদলিসূত্রে নিজ বাহিনীতে যোগ দিতে চট্টগ্রামে গমন করেছেন তিনি। আ ন ম ইমরান খান আরও জানান, র‍্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখায় দায়িত্বপালনের সময় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা পাওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। খন্দকার আল মঈন বাংলাদেশ নৌবাহিনীর একজন কমান্ডার। বাংলাদেশ নৌবাহিনীর ৪৫তম ব্যাচে কমিশন লাভ করেন। তাকে ২০২১ সালের মার্চে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখায় প্রায় তিন বছর কাজ করেছেন তিনি। 
১৮ এপ্রিল ২০২৪, ২১:৪৬

পাহাড়কে অশান্ত করা সরকারের নতুন নাটক : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, পাহাড়কে অশান্ত করে সরকার নতুন নাটক শুরু করছে। বান্দরবানের ঘটনা সরকারের ব্যর্থতা। সরকার দেশে আইএস (ইসলামিক স্টেট) নাটকের মতো নতুন নাটক শুরু করেছে বলে দাবি করেন তিনি। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উত্তরায় বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালকে দেখতে গিয়ে এসব কথা বলেন ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, বিএনপির কুকি চিনকে উসকে দেওয়ার সুযোগ নেই। সরকার বিএনপিকে জড়িয়ে ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিএনপির গণতন্ত্র নষ্ট করার কোনো সুযোগ নেই। ৯৫ শতাংশ মানুষ সবশেষ জাতীয় নির্বাচন বয়কট করেছে দাবি করে মঈন খান বলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে দেশের গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ। সরকার দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। স্বাধীন বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার হরণ করেছে। বিএনপি দেশের গণতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে আনতে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে বলে এ সময় মন্তব্য করেন তিনি।
০৯ এপ্রিল ২০২৪, ১৫:৩০

মঈন খানের বাসায় এবার জার্মান ও সুইস রাষ্ট্রদূত
যুক্তরাজ্যের হাইকমিশনারের পর এবার রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় নৈশভোজ করলেন ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত আসিম টর্স্টার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় ইফতার ও নৈশভোজের আমন্ত্রণে আসেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। জানা গেছে, এসময় চীনের উপ–রাষ্ট্রদূত ইয়ান হুয়ালং ও দ্বিতীয় সচিব গু ঝিকিনও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। এর আগে, শনিবার (৬ এপ্রিল) মঈন খানের বাসায় ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।    
০৮ এপ্রিল ২০২৪, ০১:২৩

গণতন্ত্রে বিশ্বাস করে না আওয়ামী লীগ : মঈন খান
আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।  মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। ড. মঈন খান বলেন, গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ। মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে। ক্ষমতা আঁকড়ে ধরতে বিএনপি নেতা-কর্মীদের নামে লাখো মিথ্যা মামলা দিয়েছে এই সরকার। যে উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, তা রক্ষা হয়নি বলেও এ সময় দাবি করেন তিনি।  বিএনপির এ নেতা আরও বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। যার কথা সারা বিশ্বে প্রচার হয়েছিল। যা সত্য, তা ইতিহাসই নির্ধারণ করে। স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান যুদ্ধে অংশ নিয়েছেন, কলকাতায় পালিয়ে যায়নি।  
২৬ মার্চ ২০২৪, ১২:২৮

‘জুলুম-নির্যাতন করে বিরোধীদল নিশ্চিহ্ন করা যাবে না’
সরকার জুলুম-নির্যাতন করে বিরোধীদলকে নিশ্চিহ্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (১৬ মার্চ) সদ্য কারামুক্ত যুবদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলকে দেখতে তার বাসায় গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ‘বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মঈন খান বলেন, বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলত, তাহলে দিন দিন কেন আমরা সরকারের কাছ থেকে হুমকি পাচ্ছি। তিনি বলেন, গায়ের জোরে পরপর তিনটি নির্বাচন করে সরকার ভাবছে, তারা জয়ী হয়েছে। আসলে তাদের চরম পরাজয় হয়েছে। পরাজয় এই কারণে যে সরকারকে ১২ কোটি ভোটার প্রত্যাখ্যান করেছে।
১৬ মার্চ ২০২৪, ২১:৫৭

গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার, অভিযোগ মঈন খানের
মানুষের ইচ্ছার বিরুদ্ধে সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (১৬ মার্চ) সকালে রাজধানীতে বিএনপি নেতা রেজাউল করিম পলের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।  দেশের কোথাও গণতন্ত্র নেই উল্লেখ করে মঈন খান বলেন, সরকার মুখে মুখে গণতন্ত্রের কথা বললেও কাজে তার কোনো প্রমাণ নেই। আজকে বাংলাদেশে বাকশাল টু কায়েম করা হয়েছে। তিনি বলেন, সরকার দেশে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। জুলুম করে নির্যাতন করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না। কারন বিএনপির শক্তি জনগণ। তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ এতো আতঙ্কিত কেন?  তাদেরতো ক্ষমতা উপভোগ করার কথা। বিএনপি জনগণের শক্তিতে রাজনীতি করে লগি বৈঠার রাজনীতি করে না। মঈন খান বলেন, সরকার নিজের স্বার্থের জন্য অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে মানুষের জীবন অতিষ্ট হয়ে গেছে। তিনি বলেন, রোজায় তৃণমূল মানুষ ইফতার ও সেহেরির খাবার কিনতে পারছে না। তাদের লুটপাটের ফল সাধারণ মানুষ ভোগ করছে। সরকারের আশীর্বাদপুষ্ট নির্দিষ্ট পরিবার দেশকে লুটে খাচ্ছে।
১৬ মার্চ ২০২৪, ১৩:৪৮

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না : মঈন খান
বিএনপি ক্ষমতার জন্য না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানোর প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। বুধবার (১৩ মার্চ) রাজধানীর শাহজাহানপুরে সদ্য কারামুক্তি পাওয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর বাসায় তাকে দেখতে গিয়ে এমন মন্তব্য করেন বিএনপির এ নেতা। মঈন খান বলেন, গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রিমান্ডে ও কারাগারে তাদের নির্মম নির্যাতন করা হয়েছে। বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরাতেই নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন করা হচ্ছে বলে দাবি করেন তিনি বলেন, সরকার বুলেট, বন্দুক ও গায়ের জোরে ক্ষমতায় এসেছে। নির্যাতন করে কোনো স্বৈরাচার পার পায়নি, এই সরকারও পাবে না। বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করেই এই সরকারের পতন ঘটানো হবে।  
১৩ মার্চ ২০২৪, ১৪:১৭

খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে : মঈন খান
খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে সদ্য মুক্তি পাওয়া যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার খোঁজখবর নিতে তার বাসায় শুভেচ্ছা বিনিমিয় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, দেশকে বাঁচাতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, কোনো মধ্যবর্তী নয়, বিএনপি নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি করেছে। সরকারের পায়ের নিচে মাটি নেই বলেই বিগত তিনটি নির্বাচনই ভুয়া ও জালিয়াতির ছিল।  বিএনপির এই নেতা বলেন, সরকার স্বাধীনতার পক্ষের হয়ে থাকলে অবশ্যই তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা রাখতে হবে। সরকার ভয় পেয়ে আত্মতুষ্টিতে ভোগার বদলে বিএনপির সমালোচনা করছে। এ সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ওমর ফারুক মুন্নাসহ অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১২ মার্চ ২০২৪, ১৫:৩২

নিত্যপণ্যের আকাশচুম্বী দাম নিয়ে তামাশা করছেন মন্ত্রীরা : মঈন খান
নিত্যপণ্যের আকাশচুম্বী দাম নিয়ে মন্ত্রীরা জনগণের সঙ্গে তামাশা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শুক্রবার (৮ মার্চ) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। মঈন খান বলেন, নিত্যপণ্যের আকাশচুম্বী দামে জনগণ যখন দিশেহারা, তখন সরকারের মন্ত্রীরা এসব নিয়ে তামাশা করছে।  বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে এরপর তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে দেশে গণতন্ত্র ফিরে আসুক সরকার এটা কখনোই চায় না। অবৈধভাবে ক্ষমতা দখল করার পরও বিএনপির নেতাকর্মীদের ওপর নিপীড়ন অব্যাহত রেখেছে সরকার। এসব করে বিরোধী দলের আন্দোলন দমানো যাবে না। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ দাবি করে মঈন খান আরও বলেন, ভয় পেয়ে খালেদা জিয়াকে এখনও আটকে রেখেছে সরকার।
০৮ মার্চ ২০২৪, ১৪:০৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়