• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
ঈদের তৃতীয় দিন আরটিভিতে যা দেখবেন
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ৩০ চৈত্র ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘স্বামী স্ত্রীর ওয়াদা’। অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।  দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘‘আকাশ ছোয়া ভালোবাসা’। অভিনয় করেছেন- রিয়াজ, পূর্ণিমা প্রমুখ।  বিকেল ৫টা ৩০মিনিটে ‘রাজনীতির ছন্দে, ঈদ আনন্দে’। উপস্থাপনায়- সৈয়দ আশিক রহমান। প্রযোজনায়- বেলায়েত হোসেন। বিকেল ৬টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। অতিথি- সাফা কবির। উপস্থাপনায়- ইমতু রাতিশ। প্রযোজক দিপু হাজরা। সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘তিন অক্ষরে নাম যার’। রচনা ও পরিচালনা- হারুন রুশো।  অভিনয় করেছেন- চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুকিত জাকারিয়া, তানজিম হাসান অনিক, আব্দুল্লাহ রানা, মনিরা আক্তার মিঠু প্রমুখ।  রাত ৭টা ৩০মিনিটে একক নাটক ‘প্রাক্তন’। পরিচালনা- শাব্দিক শাহীন। অভিনয় করেছেন- ইয়াস রোহান, সামিরা খান মাহী।  রাত ৮টা ৩০মিনিটে একক নাটক ‘বাড়ি বরিশাল’। পরিচালনা- মাহিদুল রাকিব। অভিনয় করেছেন- নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। রাত ৯টা ৩০মিনিটে একক নাটক ‘নীল রঙের শার্ট’।  পরিচালনা- তারেক রহমান. অভিনয় করেছেন- মোশাররফ করিম, তানজিন তিশা প্রমুখ।  রাত ১১টায় একক নাটক ‘চোর ডাকাত পুলিশ’। পরিচালনা- সকাল আহমেদ;  অভিনয়ে: চঞ্চল চৌধুরী, তানিয়া কৃষ্টি প্রমুখ। রাত ১১টা ৫৫মিনিটে ঈদ স্পেশাল লাইভ ‘কালার্স অফ মিউজিক’।  ১২টায় ‘নিউজ টপটেন’।   
১৩ এপ্রিল ২০২৪, ০৮:৩১

রাজ-বুবলীর ‘বেঁচে যাওয়া ভালোবাসা’তে মুগ্ধ নেটদুনিয়া (ভিডিও)
প্রতি ঈদেই সিনেমা মুক্তির প্রতীক্ষায় থাকেন দর্শকেরা। হলগুলোতে রীতিমতো উপচে পড়া ভিড় দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হবে না। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ডজন খানেক সিনেমা। এর মধ্যে অন্যতম  প্রতীক্ষিত রাজ-বুবলীর সিনেমা ‘দেয়ালের দেশ’।    গত ২৩ মার্চ মুক্তি পায় ‘দেয়ালের দেশ’ সিনেমার টিজার। সিনেমার প্রথম ঝলকেই দর্শকদের নজর কাড়ে রাজ-বুবলী। শুধু তাই নয়, সিনেমাটির টিজারটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এবার মুক্তি পেল সিনেমার প্রথম গান।    শনিবার (৩০ মার্চ) বিকেলে মুক্তি পেয়েছে ‘দেয়ালের দেশ’ সিনেমার প্রথম গান ‘বেঁচে যাওয়া ভালোবাসা’। টিজারের মতোই রাজ-বুবলী অভিনীত সিনেমার প্রথম গানেও মুগ্ধ নেটদুনিয়া।      রোহিত সাধু খাঁনের কথায় গানটির সুর-সংগীত সাজিয়েছেন ইমন চৌধুরী। ‘বেঁচে যাওয়া ভালোবাসা’ গানটি গেয়েছেন মাহতিম শাকিব ও অবন্তী সিঁথি। গানটিতে রাজ-বুবলীর প্রেমের রসায়ণের চিত্র ফুটে উঠেছে। কখনও তারা পাবলিক বাসে, কখনও সড়কে, কখনও আবার নদীর ধারে প্রেমের গল্প রচনা করছেন এই জুটি।  কিন্তু সেই প্রেমে বড় ধাক্কা হয়ে আসে বুবলীর অসুস্থতা ও মৃত্যু! যার রহস্য লুকিয়ে আছে ‘দেয়ালের দেশ’ সিনেমায়। ঈদে মুক্তিপ্রাপ্ত অধিকাংশ সিনেমার টিজার, গান প্রকাশ্যে এলেও সমালোচকদের মতামত অনুযায়ী এগিয়ে আছে ‘দেয়ালের দেশ’ সিনেমা।   প্রসঙ্গত, সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেয়ালের দেশ’। এটি নির্মাণ করেছেন পরিচালক মিশুক মনি। সিনেমায় রাজ-বুবলী ছাড়া আরও রয়েছেন— আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতাসহ অনেকে। 
৩১ মার্চ ২০২৪, ১৬:৩৪

ভালোবাসা দিবসে অপূর্ণ রুবেলের তিন নাটক
গত ছয়-সাত বছর ধরে নিয়মিতভাবে নাটক লিখছেন লেখক ও নাট্যকার অপূর্ণ রুবেল। সেই ধারাবাহিকতায় এবার ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে তিনটি নাটক লিখেছেন তিনি।  বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবস উপলক্ষে আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘অল্প কিছু দিন পরের গল্প’। সজীব মাহমুদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও সাদিয়া আয়মান। এরইমধ্যে অপূর্ণ রুবেলের লেখা ‘বেদনার হালখাতা’ নাটকটি চলে এসেছে। গেল ১০ ফেব্রুয়ারি পথিক সাধনের পরিচালনায় নাটকটি মুক্তি পেয়েছে ‘এসবিই’ নামের ইউটিউব চ্যানেলে। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন খাইরুল বাসার ও কেয়া পায়েল।      এছাড়া ‘যাওয়া আসার মাঝে’ নামের নাটকটিও নির্মাণ করেছেন পথিক সাধন। খাইরুল বাসারের সঙ্গে নাটকটিতে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। এরইমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে।  নাটক তিনটি প্রসঙ্গে নাট্যকার অপূর্ণ রুবেল (হাবিবুল্লাহ সিদ্দিক) বলেন, যেহুতু ভালোবাসা দিবস উপলক্ষে নাটক দুটি নির্মিত। তাই দুটি নাটকেই ভালোবাসার গল্প বলেছি। নাটক দুটির পরিচালক অত্যান্ত পরিশ্রম ও যত্ন নিয়ে নির্মাণ করেছেন।  এরমধ্যে বেদনার হালখাতা নাটকটির শুটিং হয়েছে মানিকগঞ্জ। তাও তীব্র শীতের মধ্যে। তাই পুরো টিমকে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর প্রচারের অপেক্ষায় থাকা ‘যাওয়া আসার মাঝে নাটকটির শুটিং হয়েছে ঢাকার একটি সরকারি কলোনীতে। আর ঢাকা ও আশপাশের এলাকায় শুটিং হয়েছে ‘অল্প কিছু দিন পরের গল্প’ নাটকটির।  তিনি জানান, মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমবিহীন সময়ের প্রেমের গল্পের নাটক বেদনার হালখাতা দেখে অনেকেই প্রশংসা করছেন। তিনি আশা করছেন নাটকটি সবার ভালো লাগবে। ‘আগুন’, ‘সাবলেট’, ‘প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা’, ‘রঞ্জনা আমি আবার আসব’, ‘সাক্ষী’সহ প্রায় ৩০ টির বেশি একক নাটক লিখেছেন রুবেল। মুক্তির অপেক্ষায় আছে তার লেখা ও সাজ্জাদ খানের পরিচালনায় ‘কাঠগোলাপ’ নামের নতুন একটি সিনেমা।  এছাড়া প্রথাবিরোধী কথাসাহিত্যিক হুমায়ূন আজাদের উপন্যাস ‘১০০০০ এবং আরও ১টি ধর্ষণ’ থেকে চিত্রনাট্যও প্রস্তুত করেছেন অপূর্ণ রুবেল। এটি থেকে ‘জারজ’ নামে একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিয়েছেন তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি। 
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৯

ভালোবাসা দিবসে কুয়াকাটায় পর্যটকের ভিড়
বিশ্ব ভালোবাসা দিবসের রং লেগেছে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটায়। ভালোবাসার রং ও সমুদ্রের উত্তাল টেউয়ের ছন্দে উচ্ছ্বাসে মেতে উঠছে পর্যটকসহ তরুণ-তরুণী। আর এই সুযোগকে কাজে লাগাতে তারকামানের হোটেল মোটেলগুলোকে সাজিয়েছে ভালোবাসার রঙে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, বিশ্ব ভালোবাসা দিবস এবং একুশে ফেব্রুয়ারি সামনে রেখে জমজমাট পর্যটন কেন্দ্র সমুদ্র কন্যা কুয়াকাটায় পর্যটকের উপচে পড়া ভিড় বাড়ছে। কুয়াকাটায় সবকটি আবাসিক হোটেল-মোটেল ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। কুয়াকাটায় আসা এসব ভ্রমণ পিপাসুদের কথা চিন্তা করে তারকা মানের হোটেলগুলোতে দেওয়া হয়েছে বাড়তি সুযোগ-সুবিধা। ভালোবাসা দিবস ও আগামী সপ্তাহে একুশে ফেব্রুয়ারির ছুটিতে লাখ পর্যটকের আগমন ঘটবে বলে আশা করছেন তারা। কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমবায় সমিতির সভাপতি জানি আলমগীর বলেন, বিশ্ব ভালবাসা দিবস এবং একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ইতোমধ্যেই সমুদ্রের ভিতরে যে স্পটগুলো রয়েছে নৌ-রুটে চলাচলকারী ট্যুরিস্ট বোটের টিকিট ফোনের মাধ্যমে বুকিং হচ্ছে এবং অন্য যেসব বোর্ড রয়েছে ইতোমধ্যেই অনেকগুলো বুকিং হয়েছে। কুয়াকাটার স্থান ছাড়িয়ে সমুদ্রের ভিতর ৩০ কিলোমিটার দূরে চর বিজয়ে ভিড় জমাচ্ছে তরুণ-তরণীরা। কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম) সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, শুধু বিশ্ব ভালোবাসা দিবস নয়, ফাল্গুন, সরকারি ছুটি ও ২১ ফেব্রুয়ারি বন্ধ উপলক্ষে এখন থেকে পর্যটকদের উপচে পড়া ভিড় লেগে আছে। ইতোমধ্যে ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন হোটেল তাদের নিজস্ব কিছু কার্যক্রম শুরু করছে। আশা করা হচ্ছে সবকিছু ঠিক থাকলে এ মাসে পর্যটন ব্যবসায়ীরা ভাল ব্যবসা করতে পারবে। এতে করে পর্যটন শিল্প বিকাশে অনেকটা সহায়ক হবে। অপরদিকে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্পটগুলোতে মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারি জানান, পর্যটকদের আগমন ও স্থানীয়দের পদচারণা নিরাপদ করতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। তাছাড়া হোটেল-মোটেলের নিরাপত্তা রক্ষার জন্য আলাদা সিভিল টিম রাখা হয়েছে। পাশাপাশি সৈকতজুড়ে বাড়তি নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৭

ভালোবাসা বলে কিছু নেই, এখন সবটাই শরীর-সর্বস্ব : দেবলীনা
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত। টিভি সিরিয়াল ও চলচ্চিত্রে সমানভাবেই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। নব্বই দশকের মাঝামাঝি সময়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। বর্তমানে বড় পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন, সরস্বতী পূজা ও বিশ্ব ভালোবাসা দিবস। আজ এই তিন উৎসবের আমেজে মেতেছে ভাঙালি। আর এই বিশেষ দিনগুলো নিয়ে ভারতীয় গণমাধ্যম সঙ্গে কথা বলেছেন দেবলীনা। এসময় অভিনেত্রী জানান, বর্তমানে প্রেম-ভালোবাসা বলে কিছু নেই, এখন সবটাই শরীর-সর্বস্ব। পাশাপাশি নিজের প্রথম প্রেমের স্মৃতিচারণও করেন তিনি।   প্রথম প্রেমের বিষয়ে দেবলীনা বলেন, আমার এলাকায় একজনের প্রেমে পড়েছিলাম। সেই ছেলেটিই ছিল আমার প্রথম প্রেমিক। তাকে মন দিয়েছিলাম। ৭ বছর সম্পর্কে ছিলাম। আমার পরিবার থেকেও এই সম্পর্কে সম্মতি ছিল। দশম শ্রেণিতে পড়ার সময় ওর সঙ্গে ভালোবাসা বিনিময় করি। কিন্তু এখন সে আমার অতীত। প্রথম প্রেম বলে ভুলিনি। আমাদের এক অনাবশ্যক কারণে ভেঙে যায় সম্পর্ক। তবুও সেই সময়টা আজও ভুলতে পারি না। আসলে সময়টাই মনে থাকে, কিন্তু মানুষটা ফিকে হয়ে যায়। বর্তমান সময়ে সরস্বতী পূজা, ভালোবাসা দিবস— সবই বদলে গেছে জানিয়ে অভিনেত্রী বলেন, এখনকার দিনের সরস্বতী পূজা কিন্তু আগের মতো নেই। সবকিছুই সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক। আমরা ছোটবেলায় এই বিশেষ দিনটির সারা বছর অপেক্ষা করতাম।  শুধু তাই নয়, সারা বছর যার দিকে চোখ তুলে তাকাতে ইতস্ত বোধ করতাম, সরস্বতী পূজার দিন তার সঙ্গে একটু দৃষ্টি বিনিময় হবে— এই আশায় ৩৬৪ দিন অপেক্ষা করতাম। কিন্তু এখন তো প্রেম-ভালোবাসার সংজ্ঞাই বদলে গিয়েছে, এখন সবটাই শরীর-সর্বস্ব হয়ে গিয়েছে। বদলে যাওয়ার কারণ ব্যাখ্যা করে দেবলীনা বলেন, এর কারণ মোবাইল ফোন। বর্তমানে ইন্টারনেটে এটা-ওটা সার্চ করে ছোট থেকেই নানা ধরনের কনটেন্ট দেখে ফেলছে তারা। এতে রোমান্সের পবিত্রতা কিংবা সারল্য হারিয়ে গেছে।  প্রসঙ্গত, প্রথম প্রেমে ব্যর্থ হন দেবলীনা। পরবর্তীতে ভালোবেসেই নির্মাতা তথাগত মুখার্জির সঙ্গে সাত পাকে বাধা পড়েন এই অভিনেত্রী। ২০২১ সালে গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন তথাগত। এ নিয়ে তথাগতর সঙ্গে দাম্পত্য জীবনে টানাপড়েন তৈরি হয় দেবলীনার। বর্তমানে আলাদা বসবাস করলেও এখনও আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি এই তারকা দম্পতির।  সূত্র : টিভি নাইন  
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২১

ভালোবাসা দিবসে নওগাঁয় আদালতে প্রেমঘটিত ৩৬ মামলার শুনানি
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ ও শিশু আদালত-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার ব্যতিক্রমী শুনানির আয়োজন করেছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) তিনি তার আদালতে ৩৬টি মামলার শুনানির জন্য ধার্য করেন। এসব মামলার প্রতিটিই প্রেমঘটিত। রয়েছে অসম প্রেমের মামলা, প্রেমের টানে পলাতক যুগলের ওপর মামলা ইত্যাদি। এদিন আদালতের বিচারক মেহেদী হাসান তালুকদার বেলা ১১টায় এজলাসে বসে বিচারিক কার্যক্রম শুরু করেন। তিনি শুনানিতে উপস্থিত যুগলদের প্রেমে না জড়িয়ে নিজেদের ধর্মীয় অনুশাসন ও পিতা-মাতার আদেশ মেনে চলা, পড়াশোনা চালিয়ে যাওয়া, আত্মনির্ভরশীল হওয়া এবং শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মকবুল হোসেন বলেন, আজ ভিন্ন মাত্রায় আদালত বসেছে। ট্রাইব্যুনালের অসম প্রেমে জড়ানো ও তা থেকে অভিভাবকদের অপহরণ এবং বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলাগুলো আজ শুনানির জন্য রাখা হয়। বিচারক সংশ্লিষ্টদের পড়াশুনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধে ও গুরুজনদের আদেশ-নিষেধ মেনে চলার উপদেশ দেন। নওগাঁ জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু বলেন, মামলাগুলো ভিন্ন ভিন্ন দিনে শুনানি করলে বিচারক মহোদয় সবাইকে একই উপদেশ দিতে পারতেন না। মামলাগুলো একইদিনে শুনানির উদ্যোগ নিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন। 
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৫

‘আমার কাছে ভালোবাসা মানে নব্বই দশকের সিনেমা’
আজ পয়লা ফাল্গুন। সঙ্গে হাজির বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনে সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে অন্যরকম এক উদ্দীপনা কাজ করছে। বিশেষ করে শোবিজের তারকাদের জন্য এই দিনটি গুরুত্বপূর্ণ। কারণ, এই দিনটিকে ঘিরে তাদের চিন্তাভাবনা, পরিকল্পনা, স্টাইলসহ সবকিছুই ভক্তরা অনুকরণ করতে চায়, জানতে চায়। এবারের ভালোবাসা দিবসকে ঘিরে আরটিভি তার পাঠকদের পছন্দের তারকাদের অজানা কথা জানার চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় কথা হয় বর্তমান সময়ের নায়িকা মাহিয়া মাহির সঙ্গে। প্রথম প্রেম, ভালোবাসাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন আরটিভির বিনোদন প্রতিবেদক আসিফ আলম। আরটিভি : আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কী?  মাহি : এক এক জনের কাছে ভালোবাসার সংজ্ঞা এক এক রকম। তবে আমার কাছে ভালোবাসা মানে নব্বই দশকের সিনেমা। নব্বই দশকের সিনেমায় যেমন সালমান শাহ-শাবনূর প্রেম ছিল, সেই রকম প্রেম আমার পছন্দ। আমি জানি না সিনেমায় তাদের ভালোবাসার মতো বাস্তব জীবনে এমন প্রেম দেখা যায় নাকি? তবে আমার ভেতর সেই ভালোবাসা আছে। আমি সেই তৃষ্ণা অনুভব করি। এক কথায় ভালোবাসার মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটিও ভালোবাসার মানুষের চোখে উত্তম মানুষ।  আরটিভি : প্রথম কবে প্রেমের প্রস্তাব পেয়েছেন?  মাহি : আসলে জ্ঞান হওয়ার পরপরপই প্রেমের প্রস্তাব পেয়েছি। আমি যখন স্কুলে পড়তাম তখন একটা ছেলে আমাকে পছন্দ করতো। একটা লম্বা সময় পর গিয়ে আমি বুঝতে পেরেছি যে সেটা আসলে প্রেম ছিল। প্রায়ই আমাকে চিঠি লিখতো, আমি আবার সেই চিঠি পড়তাম। আরটিভি : নতুন বছরে কিছু আসছে?  মাহি : নতুন বছর বেশ কয়েকটি সুন্দর কাজ আসছে। শুধু বলব অপেক্ষা করুন, দেখবেন সামনে কিছু একটা আসছে। 
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৫

ভালোবাসা দিবসে শাকিবের চমক
বসন্তের পাশাপাশি বাঙালির মনে বিশ্ব ভালোবাসা দিবসের ছোঁয়াও লেগেছে আজ। এর মাঝেই ভক্তদের চমক দিলেন চিত্রনায়ক শাকিব খান। কারণ, এ দিন প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা ‘দরদ’র ফার্স্ট লুক।        বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘দরদ’ সিনেমার ফার্স্ট লুকের পোস্টার শেয়ার করেন শাকিব। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরই ভাইরাল হয়ে যায় পোস্টারটি।  ফার্স্ট লুকে শাকিবের ক্ষুব্ধ দৃষ্টি রীতিমতো নজর কেড়েছে সবার। হাত ও মুখমণ্ডলে তাজা রক্তের মাখামাখি। চোখে জ্বলছে আগ্নেয়গিরি। ভালোবাসার দিনেও নেটদুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে এটি। শাকিবিয়ানরাও ছবিটি লুফে নিয়ে মন্তব্যের ঘরে লিখছেন নানান কথা। জানিয়েছেন, শুভকামনাও। সাইকো থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘দরদ’। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড়- ছয়টি ভাষায় মুক্তি পাবে শাকিবের এই সিনেমাটি। এটি তার প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা।   অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’-এ শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। চলতি বছর ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির কথা থাকলেও পরে সেটা পিছিয়ে যায়। তবে ভক্তদের হতাশ না করে আজ প্রকাশ্যে এসেছে ‘দরদ’র ফার্স্ট লুক পোস্টার।  প্রসঙ্গত, যৌথভাবে ‘দরদ’ সিনেমার প্রযোজনায় রয়েছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সিনেমায় শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেবসহ অনেনেক।    
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৩

ক্লাস টিচারের ছেলে প্রথম প্রেমের চিঠি দিয়েছিল : জাহারা মিতু
পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস, এই দুইয়ের সংমিশ্রণে এক অনন্য দিবস পালন করছে দেশবাসী। এই দিনে সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে অন্যরকম এক উদ্দীপনা কাজ করে। বিশেষ করে শোবিজের তারকাদের জন্য এই দিনটি গুরুত্বপূর্ণ। কারণ, এই দিনটিকে ঘিরে তাদের চিন্তাভাবনা, তাদের পরিকল্পনা, তাদের স্টাইলসহ সবকিছুই তাদের ভক্তরা অনুকরণ করতে চায়, জানতে চায়। এবারের ভালোবাসা দিবসকে ঘিরে আরটিভি তার পাঠকদের পছন্দের তারকাদের অজানা কথা জানার চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় কথা হয় বর্তমান সময়ের নায়িকা ও উপস্থাপিকা জাহারা মিতুর সঙ্গে। প্রথম প্রেম, ভালোবাসাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন আরটিভির বিনোদন প্রতিবেদক আসিফ আলম। ভালোবাসার মানে কী, জানতে চাইলে এই নায়িকা বলেন, ভালোবাসা একটি অনুভূতি। আপনি যাকে ভালোবাসবেন শত রাগারাগির পরও তার মুখ দেখলে আপনার হাসি আসবে, তার কষ্টে আপনার কষ্ট লাগবে, তার সাথে কাটানো প্রতিটি সময়ই আপনার কাছে মধুর মনে হবে। এই ভালোবাসা কিন্তু কখনো বিশেষ মানুষের সাথে হয়, কিন্তু অধিকাংশ সময়ই দেখা যায় আপনার পরিবার, আত্মীয়সজন, বন্ধু-বান্ধবদের প্রতি ভালোবাসাটাই টিকে থাকে জন্ম-জন্মান্তর।  ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, তবে কোনো একটি বিশেষ দিন যদি থাকে যে দিনটাকে আপনি আপনার মতন করে আয়োজন করে ভালোবাসার মানুষদের জানান দিতে পারেন তাতে দোষের কী? এসব বিশেষ দিন মানসিকভাবে কিন্তু ভীষণ প্রভাব ফেলে। চারিদিকে একটি উৎসব উৎসব আমেজ থাকে।  ক্লাস ওয়ানে পড়ার সময় প্রথম প্রেমের প্রস্তাব পান এই নায়িকা। মিতু বলেন, ক্লাস টিচারের ছেলে আমাকে চিঠি দিয়েছিল এবং আমি সেই চিঠি ম্যাডামকেই দিয়েছিলাম নিজে পড়তে পারছিলাম না বলে। কী মারটাই না খেয়েছিল সেদিন। বুঝতেই পারিনি আমি আসলে। এখন মনে পড়লে বলি আহারে বেচারা!  প্রাক্তন প্রেমিকদের নিয়ে এই নায়িকা বলেন, লিস্টতো খুব লম্বা না। হা হা হা। তবে সে যেখানেই থাকুক ভালো থাকুক। ভালোবাসারতো শুরু হয়, শেষ হয় না। তাই তাকে এখনো ভালোবাসি।  
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩১

‘কান্নার কারণেই প্রথম আমার নজরে আসে অবন্তী’
বসন্তের পাশাপাশি বিশ্ব ভালোবাসা দিবসও আজ। আর তাই বসন্তের ছোঁয়া লেগেছে বাঙালির মনে। পিছিয়ে নেই তারকারাও। নিজ নিজ জায়গা থেকে বসন্ত আর ভালোবাসা দিবস উদযাপন করছেন তারা। বিশেষ এই দিনে নিজের ভালোবাসার গল্প জানালেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ।      ব্যক্তিগত জীবনে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ভালোবেসে শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেন সিয়াম। দাম্পত্য জীবনের অর্ধযুগ পার হলেও তাদের পরিচয় তারও ছয় বছর আগে। সেই পরিচয়ের গল্পটা বলার সময় সিয়াম জানান— অবন্তীকে যখন প্রথম দেখেন, তখন তিনি কাঁদছিলেন। মূলত, কান্নার কারণেই প্রথম সিয়ামের নজরে আসেন অবন্তী।   সিয়াম বলেন, ২০১১ সালের ৩ নভেম্বর অবন্তীদের উত্তরার বাড়ির ছাদে বন্ধুদের একটা আড্ডায় তাকে প্রথম দেখা। যেহেতু অবন্তীর বড় বোন (অপির্তা) আমার বন্ধু, তাই অন্য বন্ধুরাসহ সেদিন আমাদের আড্ডা হয়। ওই সময়ে ওর মা হজ করতে যান। প্রথম অবন্তীকে যখন দেখি, তখন সে কাঁদছিল। মা ভিডিও কলে কথা বলছিলেন, মেয়ে কাঁদছিল— এটা দেখে আমার কিছুটা অবাক লাগে। কান্নার কারণে প্রথম নজরে আসে।  ওই বছরের ঈদের দুই দিনের পরে অবন্তীর বাড়িতে সিয়াম ও তার বন্ধুদের আড্ডা হয়। সেদিন সব বন্ধুরা মিলে বাজার করে নিয়ে যান ওদের বাসায়। সবাই মিলে রান্নাবান্না ও খাওয়া দাওয়া করেন। চলে আড্ডা। তখনও সিয়ামকে ভাইয়া বলেই ডাকতেন অবন্তী।    সেই ঈদের স্মৃতিচারণ করে অবন্তী জানান, ঈদের দুই দিন পর এসে ওরা সবাই রান্নাবান্না করে। আমিও সিয়ামকে বলেছি ভাইয়া, আপনাকে চিকেন দিই? খিচুড়ি দিই? পরের বছর ২০১২ সালের জানুয়ারিতে একটা পিকনিকে আবারও দেখা হয় আমাদের।  তখনও মনের লেনদেন হয়নি অবন্তী-সিয়ামের। এর কিছুদিন পর আরেক বন্ধুর ছাদে ফের দেখা হয় তাদের। সেদিন সব আড্ডা শেষে দুজনের একটা ছবি তোলা হয়েছিল। অবন্তীর বোনই চেয়েছিলেন ছবিটা তুলতে। কারণ, একটা ঘটনায় দুজনের মধ্যে  মনোমালিন্য হয়। অর্পিতা চাইছিলেন না, এটা আরও দীর্ঘ হোক। তাই ছবিটি তুলেছিলেন। সিয়াম আজও ছবিটা যত্ন করে রেখে দিয়েছেন। একসময় দুজনের ফোন নম্বর আদান-প্রদান হয়। দুজনের সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। তৈরি হয় নির্ভরতা। তবে অবন্তী-সিয়ামের ভালোবাসায় কিছুটা জটিলতা তৈরি হয় যখন পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যান এই অভিনেতা।    এ প্রসঙ্গে সিয়াম বলেন, সম্পর্কটা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায় যখন আমি পড়াশোনার জন্য লন্ডনে চলে যাই। তবে সেই চ্যালেঞ্জ অবন্তীর কারণে খুব চমৎকারভাবে উতরে যাই।  মা-বাবার একমাত্র সন্তান সিয়াম যেদিন পড়াশোনার জন্য দেশ ছাড়ছেন, সেদিন বিমানবন্দরে আবেগঘন পরিবেশ তৈরি হয়। মা-বাবার পাশাপাশি সেদিন অবন্তীও কেঁদেছিলেন। সিয়াম বলেন, আমি চলে যাওয়ার পর প্রতি সপ্তাহে আমার বাসায় গিয়ে মা-বাবার সঙ্গে দেখা করত অবন্তী। নিজের মা-বাবার মতো ট্রিট করত। আমার তো ভাইবোন নেই। তখন বিষয়গুলো আরও ভাবাত। ধীরে ধীরে ওর প্রতি আমার ভালোবাসা আরও বেশি বাড়তে থাকে। একটা সময় তো আমরা বিয়ে করলাম। সেই বিয়ের ছয় বছর চলছে।    
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়