• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
জুলাইয়ে ব্রাজিল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাই মাসে ব্রাজিল সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।  রোববার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রথম কোনো ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। আলোচনা খুব সফল হয়েছে।  হাছান মাহমুদ বলেন, বৈঠকে তুলা আমদানি বৃদ্ধির বিষয়ে কথা হয়েছে। বাণিজ্যে শুল্ক কমানোর কথাও জানানো হয়েছে। এছাড়াও ব্রাজিলিয়ান বিনিয়োগকারীদের স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগে আহ্বান জানানো হয়েছে।  তিনি আরও বলেন, মিয়ানমারের সেনাবাহিনী নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিষয়ে কথা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তন দুই দেশের বড় সংকট। এটি মোকাবিলায় একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। ব্রিকসে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশকে সহযোগিতা করবে ব্রাজিল। আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফর করবেন তা এই বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কারিগরি সহযোগিতাবিষয়ক চুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়।  এদিকে ঢাকায় অবতরণের পর দুপুরে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও শ্রদ্ধা নিবেদন করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। তারপর বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। যেখানে কোরবানির ঈদ সামনে রেখে ব্রাজিল থেকে পশু আনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এছাড়া তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিতে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
০৭ এপ্রিল ২০২৪, ১৯:৫৩

ব্রাজিল থেকে কোরবানির পশু আনতে চায় সরকার
কোরবানির ঈদকে সামনে রেখে সরকার ব্রাজিল থেকে বাংলাদেশ পশু আমদানি করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রোববার (৭ এপ্রিল) ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, স্বল্পমূল্যে মাংসজাত পণ্য বাংলাদেশে রপ্তানি করতে আগ্রহী ব্রাজিল। তবে মাংসজাত পণ্য নয় বরং ব্রাজিল থেকে পশু আমদানির প্রস্তাব দেয়া হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরাকে।  বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, মূলত কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাজিল থেকে এসব পশু আমদানি করা হবে। এছাড়া তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিতে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।  এদিকে, রোববার সকাল সাড়ে ১০টায় দুদিনের সফরে ঢাকায় এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরা।
০৭ এপ্রিল ২০২৪, ১৯:৩২

বাংলাদেশকে ৪৯৫ টাকায় গরুর মাংস দিতে চায় ব্রাজিল
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে গরুর মাংস রপ্তানিতে আগ্রহ দেখিয়ে আসছে। প্রতি কেজি গরুর মাংস সাড়ে চার মার্কিন ডলারে (৪৯৫ টাকা) বাংলাদেশকে দিতে চায় লাতিন আমেরিকার এই দেশটি। কূটনীতিক সূত্র জানিয়েছে, রোববার (৭ এপ্রিল) ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুই দিনের সফরে ঢাকায় আসবেন। তখন বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। ২০২৩ সালে বিশ্বের ১২৬টি দেশে গরুর মাংস রপ্তানি করেছিল ব্রাজিল। গত বছর ব্রাজিল ছিল বিশ্বের সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানিকারক দেশ। ঢাকা ও ব্রাজিলের কূটনৈতিক সূত্রে জানা যায়, মাউরো ভিয়েরার সফরকে সামনে রেখে গত মঙ্গলবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এ সময় তিনি গরুর মাংস রপ্তানির বিষয়টি আলোচনায় তুলেছেন। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সে দেশের গরুর মাংস রপ্তানিকারক সমিতির একাধিক জ্যেষ্ঠ প্রতিনিধির ঢাকায় আসার কথা রয়েছে। দুই দিনের সফরে ঢাকা এসে রোববার (৭ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মাউরো ভিয়েরা। সোমবার (৮ এপ্রিল) তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই প্রথম ব্রাজিলের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গত মঙ্গলবার তার দপ্তরে সাংবাদিকদের সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ব্রাজিল থেকে আমরা ভোজ্যতেল ও অন্যান্য পণ্য আমদানি করি। দক্ষিণ আমেরিকায় আমাদের রপ্তানি অনেকটাই এখনো আন–এক্সপ্লোরড রয়ে গেছে। ব্রাজিল বড় দেশ, তাদের ক্রয়ক্ষমতাও বেশি। ফলে তাদের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর কারিগরি সহযোগিতার রূপরেখা চুক্তি ও ক্রীড়া খাতে সহযোগিতা, বিশেষ করে ফুটবলের বিকাশে একটি সমঝোতা স্মারক সই হবে। বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে ব্রাজিল এখন পর্যন্ত বিশ্বের ১১৮টি দেশের সঙ্গে একটি রূপরেখা চুক্তি সই করেছে। এবারের সফরে বাংলাদেশের সঙ্গে কারিগরি সহযোগিতার ওই রূপরেখা চুক্তি সই হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চুক্তিতে কোন কোন খাতে সহযোগিতা হবে, তা চিহ্নিত করা হবে। পরে নির্দিষ্ট খাতের আওতায় প্রকল্প নিয়ে সেগুলো বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের কারিগরি সহযোগিতার রূপরেখা চুক্তিতে রয়েছে কৃষি, জ্বালানি, পানিসম্পদ, বনায়ন, শিক্ষ ও মৎস্যসম্পদ খাত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফরে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিষয়ই মূলত প্রাধান্য পাবে। ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য তিন বছরের মধ্যে ১৫০ কোটি ডলার থেকে বেড়ে এ মুহূর্তে ২৭০ কোটি ডলারে পৌঁছেছে। এর মধ্যে ভোজ্যতেল, চিনি ও তুলার আমদানিতে অধিকাংশ ব্যয় হয়েছে। ব্রাজিলের পক্ষ থেকে এ সফরে ইথানল রপ্তানি, তুলার রপ্তানি বাড়ানো, পোলট্রি ও ফিশ ফিড ও গরুর মাংস রপ্তানির বিষয়গুলো গুরুত্ব পাবে। বাংলাদেশের পক্ষ থেকে ওষুধ ও তৈরি পোশাক রপ্তানি, ইথানল আমদানি বা দেশে ইথানল উৎপাদনে সহায়তা প্রতিষ্ঠার পাশাপাশি গভীর সমুদ্রে মাছ ধরা ও সামুদ্রিক পর্যটনে সহায়তার ওপর জোর দেওয়া হবে।
০৫ এপ্রিল ২০২৪, ১৬:৩০

বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
ওয়ম্বেলির গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ। ১৯৬৬ বিশ্বকাপজয়ীদের সঙ্গে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের লড়াই! এদিকে কাতার বিশ্বকাপের পর থেকেই বেশ অগোছালো ব্রাজিল এদিন প্রথমবার নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে মাঠে নেমেছিল। তাই দরিভালের শুরুটাও দেখার অপেক্ষায় ছিল ফুটবলপ্রেমীরা। তবে সব আলোচনা ছাপিয়ে শক্তিশালী ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দলকে আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছেন বিস্ময়বালক এনদ্রিক। শুরুর একাদশে না নামলেও ম্যাচের ৭১তম মিনিটে রদ্রিগোর বদলি নেমে তার ৯ মিনিট পরই পেয়ে গেছেন গোলের দেখা। রোনালদোর পর চতুর্থ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে দেশের হয়ে গোলের রেকর্ড এখন এই ব্রাজিলিয়ানের দখলে। এদিকে একবিংশ শতাব্দীতে সেলেসাওদের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা এখন ১৭ বছর ৮ মাস ২ দিন বয়সী এনদ্রিকই। তার ওপরে আছেন ‘ফুটবলের রাজা’ পেলে, এদু এবং রোনালদো ‘দ্য ফেনোমেনন’। তবে এক জায়গায় সবাইকে ছাড়িয়ে গেছেন এই বিস্ময়বালক। ওয়েম্বলিতে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে সবচেয়ে কম বয়সে গোল করা ফুটবলার এখন তিনিই। ইংল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় সেলেসাওরা। ম্যাচের ৯ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন রদ্রিগো। তবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের শট রুখে দেন ইংলিশ গোলরক্ষক। এরপর ম্যাচের ১২তম মিনিটে আরও একবার সুযোগ হাতছাড়া করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের পুরোটা সময়জুড়ে বেশ কিছু সুযোগ মেলেও নিখুঁত ফিনিশিংয়ের অভাবে তা কাজে লাগাতে পারেননি ভিনিসিয়াসরা। অন্যদিকে বল পজিশনে এগিয়ে থেকেও প্রথমার্ধে ব্রাজিলের সীমানায় খুব একটা সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের ওপর চাপ বাড়ায় ইংল্যান্ড। তবে তেমন একটা সুযোগ তৈরি করতে পারেননি হ্যারি কেইনকে ছাড়া খেলতে নামা দলটি। শেষ পর্যন্ত ম্যাচের ৮০তম মিনিটে এনদ্রিকের গোলে স্তব্ধ হয়ে যায় ওয়েম্বলির গ্যালারি।
২৪ মার্চ ২০২৪, ১০:৩৩

রাতে মাঠে নামছে ব্রাজিল
প্রায় ৭ বছর পর আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।  থ্রি-লায়ন্সদের বিপক্ষে সবশেষ দেখায় গোলশূন্য সমতায় মাঠ ছেড়েছিল সেলেসাওরা। সেই ওয়েম্বলিতে ফের নামার অপেক্ষায় ভিনি-রদ্রিগোরা। উয়েফা ইউরোতে নামার আগে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি সারতে চায় থ্রি-লায়ন্সরা। তাই ঘরের মাঠে এই ম্যাচে জয় পেতে মরিয়া ইংল্যান্ড। তবে ইনজুরিতে থাকা দলের নিয়মিত অধিনায়ক হ্যারি কেইনকে এই ম্যাচে পাচ্ছে না ইংলিশরা। গত শনিবার বুন্দেসলিগায় ড্রামস্টাডের বিপক্ষে ৫-২ গোল ব্যবধানে জয়ের দিনে অ্যাঙ্কেলে চোট পান বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড। এদিকে কাতার বিশ্বকাপের পর থেকে ব্যর্থতার বৃত্তে বন্দী ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর সরে দাঁড়ান কোচ তিতে। এরপর কোচ নিয়োগ নিয়ে একের পর এক নাটক মঞ্চস্থ হয়েছে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাও পাওলোর কোচ দরিভালকেই নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এই ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তারও যাত্রা শুরু হবে। অন্যদিকে ইংলিশদের বিপক্ষে চোটে জর্জরিত দলকেই পাচ্ছেন দরিভাল। গত অক্টোবর থেকে মাঠের বাইরে দলের অন্যতম সেরা তারকা নেইমার। প্রধান দুই গোলরক্ষক অ্যালিসন বেকার ও এদেরসনও দলে নেই।  এ ছাড়া ক্যাসেমিরো-মিলিতাওসহ বেশ কজন তারকা খেলোয়াড়কে পাচ্ছেন না তিনি। এরপরও ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ দিয়েই সাফল্যের ধারায় ফিরতে চায় সেলেসাওরা।
২৩ মার্চ ২০২৪, ১১:১৬

আন্তর্জাতিক ম্যাচে ভিনিসিয়ুস বর্ণবাদের শিকার হলে কঠিন ব্যবস্থা নেবে ব্রাজিল
লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র। যার প্রতিবাদে বেশ কঠোর অবস্থান নিয়েছে ফিফাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এবার আন্তর্জাতিক ম্যাচের আগে দর্শকদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছে ব্রাজিল। আগামীকাল (শনিবার) ইংল্যান্ডের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবে ভিনি-রদ্রিগোরা। এই ম্যাচে ভিনিসিয়ুস যদি বর্ণবাদী আচরণের শিকার হন, তাহলে কঠোর ব্যবস্থা নেবে ব্রাজিল। এমন হুঁশিয়ারি দিয়েছেন ব্রাজিলের কোচ দরিভল জুনিয়র। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে দরিভল বলেন, আমাদের এই ধরনের পরিস্থিতির সমস্ত তথ্য বিশ্লেষণ এবং ভারসাম্য করতে হবে। এটি আবার ঘটলে আমাদের কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ভিনিসিয়ুস এখনও একটি তরুণ। সে এখনও তার পড়াশোনা শেষ করছে এবং এই সংখ্যালঘুদের দ্বারা তার সঙ্গে এমন আচরণ করা যাবে না। মূলত, এই বর্ণবাদী আচরণের নিরব প্রতিবাদ করতেই ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে ও ২৬ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হন ভিনিসিয়ুস। এই ঘটনার জেরে স্প্যানিশ আদালতে অভিযোগও দিয়েছে রিয়াল ও লা লিগা কর্তৃপক্ষ। বারবার বর্ণবাদী আচরণের শিকার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভিনি। নিজের এক্স (সাবেক টুইটার) একাউন্টে পোস্ট করে হতাশা করেন করেন এই ব্রাজিলিয়ান। দরিভল কোচের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। খেলাকে ছাপিয়ে এই ম্যাচে এই ব্রাজিল ফুটবল ফেডারেশনের নজর থাককে দরিভলের দিকে। নিজের প্রথম ম্যাচে কেমন করেন দরিভল, সেটা দেখার অপেক্ষায় ব্রাজিল ভক্তরাও।
২২ মার্চ ২০২৪, ১৯:২২

তিন তারকা ফুটবলারকে হারিয়ে বিপাকে ব্রাজিল
চলতি মার্চেই সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ২৪ মার্চ লন্ডনে বাংলাদেশ রাত ১টায় ইংলিশদের এবং ২৭ মার্চ রাত আড়াইটায় স্প্যানিশদের বিপক্ষে খেলবে ব্রাজিলিয়ানরা।  আসন্ন এই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে এবার বড় রকমের দুঃসংবাদ পেয়েছে সেলেসাওরা। ইনজুরিতে সেখান থেকে ছিটকে গেছেন গোলকিপার এডারসন মোয়ারেস। এর আগে, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে যান ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার। এবার এডারসনের ছিটকে যাওয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য বড় ধাক্কাই বটে।  গত রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে মাংসপেশির চোটে পড়েন ম্যান সিটির গোলরক্ষক এডারসন। জানা গেছে, এই চোট থেকে সেরে উঠতে তার তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। এতে নিশ্চিতভাবেই আসন্ন প্রীতি ম্যাচ দুটি মিস করছেন এই গোলরক্ষক। এদিকে এদেরসনের পাশাপাশি আরও দুই ফুটবলারকে পাচ্ছে না সেলেসাওরা। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, চোটে পড়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, মারকুইনোস ছিটকে গেছেন। ক্লাব ফুটবলে আর্সেনালের হয়ে মার্টিনেল্লি ও পিএসজির রক্ষণভাগে খেলেন মারকুইনোস। অন্যদিকে গোলরক্ষক, রক্ষণভাগ, ফরোয়ার্ড- তিন পজিশনেই নতুনদের যুক্ত করেছেন সেলেসাওদের ম্যানেজার। এডারসনের পরিবর্তে গোলরক্ষক লিও জার্দিম আর মারকুইনোস ও মার্তিনেল্লির জায়গায় ফ্যাব্রিসিও ব্রুনো ও গ্যালেনো স্কোয়াডে ডাক পেয়েছেন।
১২ মার্চ ২০২৪, ১৫:৪৪

শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারাল ব্রাজিল
দুবাইয়ে ফিফা বিচ সকার ফুটবল বিশ্বকাপের ১২তম আসরের গ্রুপ পর্বে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-২ গোল ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে দুবাই ডিজাইন ডিসট্রিক্ট স্টেডিয়ামে পর্তুগিজদের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে রদ্রিগো ও দ্বিতীয়ার্ধে কাতারিনোর গোলে ২-০ গোলে এগিয়ে যায় সেলেসাওরা। এরপর তৃতীয়ার্ধে ম্যাচে ফেরে পর্তুগাল। দলকে সমতায় ফেরান জর্ডান এবং বি মার্টিন্স। তবে নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে জয়সূচক গোলের দেখা পায় ব্রাজিল। মৌরিচিনহোর গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা। উল্লেখ্য, এবার এই টুর্নামেন্টে ৬ মহাদেশের ১৬টি দেশ অংশ নিয়েছে। এই টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের শিরোপাধারী ব্রাজিল। রাশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ তিনটি শিরোপা রয়েছে। এ ছাড়া পর্তুগালের দুটি এবং ফ্রান্সের একটি শিরোপা আছে। এবার লাতিন আমেরিকা থেকে আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়া এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছে। এর মধ্যে ‘বি’ গ্রুপে খেলছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, ইরান ও তাহিত।  অন্যদিকে ‘ডি’ গ্রুপে আছে ব্রাজিল। যেখানে সেলেসাওদের প্রতিপক্ষ ওমান, পর্তুগাল ও মেক্সিকো। টুর্নামেন্টের নিয়মানুসারে, প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। এরপর সেমিফাইনাল, তৃতীয়স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ হবে।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৫

আট গোলের ম্যাচে দুর্দান্ত জয় পেল ব্রাজিল
দুবাইতে অনুষ্ঠিত হয়েছে বিচ সকার ফুটবল বিশ্বকাপের ১২তম আসর। টুর্নামেন্টটিতে অংশ নিয়েছে ৬টি মহাদেশের ১৬টি দেশ। আসরের দ্বিতীয় দিনে ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে দুর্দান্ত জয় পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।  শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে ওমানকে ৫-৩ গোলে পরাজিত করেছে ব্রাজিল। বিচ সকার ফুটবলের নিয়মানুসারে ১২ মিনিট করে তিন পিরিয়ডে ৩৬ মিনিটের ম্যাচ হয়ে থাকে।  যেখানে প্রথম পিরিয়ডে ৪-২ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। দ্বিতীয় পিরিয়ডে আরও এক গোল শোধ করে ওমান। তৃতীয় পিরিয়ডে ওমানের কফিনে শেষ পেরেক ঠুকেন ব্রাজিলের এডসন হাল্ক। এতে করে ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সর্বোচ্চ শিরোপাধারীরা।  এই ম্যাচে ব্রাজিলের হয়ে এডসন হাল্ক দুটি, মাউরিসিনহো, কাটারিনো এবং রদ্রিগো একটি করে গোল করেন। ওমানের হয়ে আব্দুল্লাহ আল সাউতি, আব্দুল রহমান আল ফাজারি ও খালিদ আল ওরাইমি একটি করে গোল করেন।  নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্তুগালের মুখোমুখি হবে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২০ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে মেক্সিকোর।  এবারের আসরে লাতিন আমেরিকা থেকে সুযোগ পেয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়া। বি গ্রুপে খেলছে  আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, ইরান ও তাহিত। অন্যদিকে ব্রাজিল খেলছে ডি গ্রুপে। যেখানে তাদের তিন প্রতিপক্ষ ওমান, পর্তুগাল ও মেক্সিকো।  টুর্নামেন্টের নিয়মানুসারে গ্রুপ পর্বে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি করে চার গ্রুপ থেকে আটটি দল যোগ্যতা পাবে কোয়ার্টার ফাইনাল খেলার। এরপর সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামী ২৫ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৪

ডু অর ডাই ম্যাচে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
২০২৪ প্যারিস অলিম্পিকে খেলতে আর্জেন্টিনার সামনে জয়ের বিকল্প নেই। বাঁচামরার এই ম্যাচে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। এই ম্যাচে সেলেসাওদের হারাতে না পারলে মেসি-ডি মারিয়ার অলিম্পিক মাতানোর স্বপ্ন আর বাস্তবে রূপ নেবে না। কেননা, এই ম্যাচে হার কিংবা ড্রয়ে বিদায় নিশ্চিত হবে মেসির উত্তরসূরিদের। রোববার (১১ ফেব্রুয়ারি) এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে ডু অর ডাই ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টাইন যুবারা। একই দিনে মাঠে নামছে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা। এর আগে, দাপট দেখিয়ে চূড়ান্ত বাছাইপর্ব নিশ্চিত করেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু এই পর্বে প্যারাগুয়ের কাছে হেরে যায় ব্রাজিল আর দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আর এতে পাল্টে যায় সব হিসাব-নিকাশ। তাই দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ী দলই শেষ পর্যন্ত মূল পর্বের টিকিট কাটবে। চূড়ান্ত বাছাইপর্বে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। দুইয়ে ব্রাজিল ও ২ পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা। আর ১ পয়েন্ট নিয়ে আসর থেকে প্রায় ছিটকে গেছে ভেনিজুয়েলা।   উল্লেখ্য, মূল বাছাইপর্বে প্যারাগুয়ের সঙ্গে ১-০ গোলে পরাজয়ের পর ভেনিজুয়েলার বিপক্ষে ২-১ গোল ব্যবধানে জিতেছে ব্রাজিল।  অন্যদিকে নিজেদের দুই ম্যাচই সমতায় শেষ করেছে আর্জেন্টিনা। তাই ব্রাজিল-আর্জেন্টিনা মহারণেই দুই দলের অলিম্পিক ভাগ্য নির্ধারিত হবে।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়